[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
অনেক বড় মাপের একটা ফাইট হচ্ছে, যা পুরো ওয়ার্ল্ডে ব্রডকাস্ট করানো হচ্ছে। রাউন্ড টেবিলের সদস্য এবং একটা আলাদা গ্রুপ যেটা গোল্ডেন নাইট নামে পরিচিত তাদের সাথে স্পাইডার গ্রুপের সদস্যদের ফাইট হচ্ছে। রিপোর্টার ঠিক এভাবে খবর প্রচার করছে,
✪বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড টেবিলের দ্বিতীয় নাইট এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় শক্তিশালী গ্রুপ গোল্ডেন নাইট উপস্থিত হয়েছে। তাদের বিপক্ষে রয়েছে স্পাইডার গ্রুপের কিছু সদস্য। যদিও সবার পরিচয় জানা আমাদের জন্য সম্ভব হয় নি, কিন্তু দুজনকে পুরো ওয়ার্ল্ড চিনবে বলে আমার মনে হয়। স্পাইডার গ্রুপের নাম্বার ইউনিটের থ্রি এর সাথে অ্যালফাবেট ইউনিটের A রয়েছে গোল্ডেন নাইটসদের বিপক্ষে। প্রথমে বেশ কিছু হান্টার এবং হিরোদের সাথে ফাইট করছিলো থ্রি এবং A তাদের কিছু সদস্য নিয়ে। তাদের পাওয়ারের কারণে সাধারণ হান্টার এবং হিরোরা কিছুই করতে পারে নি। কিন্তু যখন গোল্ডেন নাইটস গুলো অংশগ্রহন করেছে তখন থেকেই স্পাইডারদের জন্য পরিস্থিতি ভালো যাচ্ছে না। আপাতোতো স্পাইডার গ্রুপের সাধারন সকল সদস্য গুলো মারা গিয়েছে এবং এই সময়ে শুধুমাত্র থ্রি এবং A দাঁড়িয়ে আছে এবং ফাইট করে যাচ্ছে গোল্ডেন নাইটসদের সাথে। গোল্ডেন নাইটসদের লিডারের এট্যাকের কারণে থ্রি এবং A এখন আর ফাইট করার মতো অবস্থাতে নেই। দর্শক আপনাদের সহ আমাদের সবার আশা পূর্ণ হতে যাচ্ছে। ঠিক এভাবেই একটা একটা করে সকল স্পাইডারকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে রাউন্ড টেবিল। যেহেতু স্পাইডার বর্তমানে ওয়ার্ল্ডের জন্য সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ একটা বস্তু তাই আমাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি জুলিয়ান নিজে বলেছে স্পাইডার এবং স্পাইডারের মতো যত গ্রুপ রয়েছে তারা কেউই এক্সব্লকে প্রবেশ করতে পারবে না।✪
রিপোর্টার এর নিউজ চলছিলো, পুরো বিষয়টা লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিলো। কিন্তু হঠাৎ করে ভিডিও বন্ধ হয়ে গেলো। ওয়ার্ল্ডের সবাই ফাইটটা মনোযোগ দিয়ে দেখতে ছিলো। অধিকাংশ ব্যক্তিই গোল্ডেন নাইটসদের সাপোর্ট করছিলো। হঠাৎ করে ব্রডকাস্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে সবাই অনেকটা নিরাশ হয়ে গেলো। তবে মূল কেন্দ্র যেখানে ফাইট হচ্ছিলো, সেখানে অনেক ইন্টারেস্টিং বিষয় তৈরি হয়েছে। যে জায়গায় গোল্ডেন নাইটস এবং স্পাইডার গ্রুপের থ্রি এবং A ফাইট করছিলো ঠিক সেই জায়গাতেই একটা বিশাল গেইট তৈরি হয়েছে। গেইট গুলো কি তা কাউকেই বিশ্লেষণ করিয়ে দিতে হবে না। গেইট থেকে বেরিয়ে আসা এনার্জির কারণে আশেপাশে পুরো ১০০ কিলোমিটার জায়গার মধ্যে কোনো রকমের ইলেকট্রনিক্স ডিভাইস এমনকি কোনো রকমের এনার্জি আর রইলো না। সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা এনার্জি রাজ করতে শুরু করলো যেটা শুধুমাত্র গেইট থেকে বের হচ্ছে। গোল্ডেন নাইটস এবং স্পাইডারের থ্রি এবং A সবাই অনেক অবাক হলো। যেহেতু প্রতিটা ব্যক্তির কাছেই এনার্জি একটা অঙ্গের মতোই হয়ে দাঁড়িয়েছে এই সময়ে তাই সেটা ব্যবহার না করতে পারলে সাথে সাথে বুঝে যাওয়ারই কথা। কেউই বিশ্বাস করতে পারছিলো না। এনার্জি এমন একটা জিনিস যা এখন মানুষ বা অন্যান্য স্পিসিজের জন্য অনেকটা নেশার মতো হয়ে দারিয়েছে। যে কারণে হঠাৎ করে এই জিনিসটা কেউ ব্যবহার না করতে পারলে যে কারোরই মাথা ঠিক থাকবে না। ঠিক তেমনি হয়েছে গোল্ডেন নাইটসদের সাথে। তার কি করবে এই সময়ে ভেবে পাচ্ছিলো না। তবে স্পাইডার এর থ্রি এবং A এর মাথায় তেমন কোনো চিন্তা ছিলো না। তারা অবাক হলেও বিষয়টা নিয়ে তেমন চিন্তা করছে না।
-> A যেহেতু এই গেইটটার সাইজ এতো বিশাল তাই আমার মনে হয় না এটা কোনো S র্যাংকের ড্যানজন হবে, আবার যেহেতু এটা আমাদেরকে এনার্জিও ব্যবহার করতে দিচ্ছে না এর আশেপাশে থাকার কারণে তাই আমার মনে হয় এটা SSS র্যাংকের থেকেও উপরে হবে।
কথাটা বললো থ্রি। স্পাইডার গ্রুপের মধ্যে খেয়াল করলে দেখা যাবে যারা নাম্বার রয়েছে তাদের নিচে কাজ করে অ্যালফাবেট গুলো। এই হিসাবে থ্রি নামক ছেলেটার আন্ডারে কাজ করে A নামের মেয়েটা। এই দুজনেই ছিলো যারা ওয়ার্ল্ড গভর্নমেন্টের এশিয়ান হেডকোয়ার্টার ধ্বংস করেছিলো।
-> মনে হচ্ছে ম্যাজিক টেকনোলজিও কোনো কাজে দিচ্ছে না। আমার AI এর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। (A)
-> তাহলে তো আর স্যাটেলাইট গুলো ব্যবহার করা হলো না। যদিও আমাদের এখন বেশি সুযোগ রয়েছে, তারপরও আমার মনে হয় এর থেকে বেশি দূর যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। (থ্রি)
-> আমারও সেটায় মনে হচ্ছে। যেহেতু আমরা কেউই এখন এনার্জি ব্যবহার করতে পারছি না তাই ঝামেলা হবে গোল্ডেন নাইটসদের সাথে ফাইট করতে। যদিও তারা এখন সঠিক মাইন্ডে নেই এবং তাদের হত্যা করা সহজ হতো, কিন্তু তাদের শক্তিশালী আর্মার গুলোর কারণে আমাদের ১০০% নিশ্চয়তা নেই। (A)
-> যেহেতু একটা আননোন ড্যানজন এসেছে এখানে তাই আপাতোতো আমাদের পিছিয়ে যাওয়া উচিত। যদিও লিডার কিছুটা অসন্তুষ্ট হবেন, তারপরও কিছু করার নেই আমাদের। (থ্রি)
দুজনে গোল্ডেন নাইটসদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের চোখের আড়াল থেকে আস্তে আস্তে হারিয়ে গেলো।
* * * * *
ক্রেজি হান্টার গ্রুপ যেটা তার নাম বাতিল করে এখন ক্রেজি টেবিল হয়েছে, তারা তাদের ম্যানশনের মধ্যে অবস্থান করছে। বিশাল একটা ম্যানশন যেটার অনেক বড় জায়গা নিয়ে বাগানও রয়েছে। সব কিছু স্বাভাবিক অবস্থায় মানে অনেক পূর্বে এটা ইংল্যান্ডের এক ডিউকের বাসভবন ছিলো। কিন্তু ১৫ বছর পূর্বে মনস্টার ইনভেনশনের মাধ্যমে সেই ডিউকের পুরো পরিবার মারা যায়। থাকার মধ্যে শুধুমাত্র ডিউকের এই ম্যানশনটা থেকে যায়।
একটা বই হাতে নিয়ে এলেক্স পড়ছিলো, বইয়ের মধ্যে উক্ত কনটেন্টই ছিলো। ডিউকের কাহিনিও ছিলো অনেকটা। পড়ার সাথে সাথে এলেক্স তার ট্রেনিং এ ব্যস্ত ছিলো। ডান হাত মুঠো করে শুধুমাত্র সেটার উপরে ভর করে এলেক্সের পুরো শরীর উপরে রয়েছে। পুশ আপ দিচ্ছিলো শুধুমাত্র পান্সের উপরে ভর করে। সেই সাথে বাম হাত দিয়ে একটা বই ধরে সেটাও পড়ে যাচ্ছিলো। হঠাৎ করে এলেক্স অনুভব করতে পারলো কিছু একটা। একটু পূর্বেও তার হার্টের মধ্যে এনার্জি ছিলো, কিন্তু এলেক্স একটুও অনুভব করতে পারছিলো না। এলেক্সের মনে হচ্ছিলো তার বোঝার পূর্বেই কোনো একটা কিছু তার সম্পূর্ণ এনার্জি এবজোর্ব করে নিয়েছে। এলেক্স তার পা নিচে নামিয়ে বইটা পাশে থাকা টেবিলের উপরে রেখে বেলকনির দিকে পা বারালো। বেলকনিতে পৌঁছানোর সাথে সাথে এলেক্স কিছুটা দূরেই একটা বিশাল গেইট দেখতে পারলো। গেইটের সাইজ অনেক বড় ছিলো যা আজ পর্যন্ত এলেক্স দেখে নি। এলেক্স তার বুকের দিকে হাত দিয়ে তাকিয়ে রইলো। হঠাৎ করে এলেক্সের হার্ট থেকে সকল এনার্জি চলে যাওয়ার কারণে কিছুটা ব্যথা অনুভব করলো।
-> এটা আবার কি? (এলেক্স)
* * * * *
সাত দিন পরে,
ওয়ার্ল্ড গভর্নমেন্টের ইউরোপিয়ান হেডকোয়ার্টারের মধ্যে একটা রুমের মধ্যে প্রেসিডেন্ট, তার সেক্রেটারি এবং সুপ্রিম কমান্ডার বা জেনারেল বসে আছেন। তাদের মুখে স্পষ্ট চিন্তার ছাপ রয়েছে। যা কোনোভাবেই দূর করতে পারছে না কেউ।
-> প্রেসিডেন্ট দুঃখিত, তবে আজও কোনো রকমের নিউজ পাওয়া যায় নি। (সেক্রেটারি)
প্রেসিডেন্টের সেক্রেটারি হারিয়ে যাওয়া পথিকের মতো কথাটা বললো। তার কথায় বাকি দুজনের মাথায় আরো চিন্তা ভর করতে লাগলো। প্রেসিডেন্টের নজর এবার সুপ্রিম কমান্ডারের দিকে পরলো, কমান্ডার প্রেসিডেন্টের তাকানোর কারণে আরো বেশি প্রেসার অনুভব করতে লাগলো। এই প্রেসার মূলত কোনো এনার্জির কারণে ছিলো না। সুপ্রিম কমান্ডার প্রেসার বোধ করছিলো মূলত তার উপরে থাকা চাপের কারণে। তার টাইটেল অনুযায়ী সে কিছু করতে পারছে না এ জন্য তার উপরে অনেকটায় প্রেসার রয়েছে।
-> প্রেসিডেন্ট স্যার, আজকে পুরো ওয়ার্ল্ডের এনার্জি বন্ধ হয়েছে। এই অবস্থায় আউটার রিং এর কোনো স্পিসিজই এনার্জি ব্যবহার করতে পারছে না। বিষয়টা বেশ কিছু কন্সটেলেশনও কনফার্ম করেছে। (সুপ্রিম কমান্ডার)
সুপ্রিম কমান্ডারের কথা শুনে আরো কড়া ভাবে প্রেসিডেন্টের নজর পরলো তার দিকে। তবে এবার প্রেসিডেন্ট বলতে লাগলো কমান্ডারকে,
-> তোমার কি দোষ দিবো, বর্তমানে এমন অবস্থা যেখানে কোনো কন্সটেলেশনই কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছে না। এমন একটা অবস্থা আমাদের সামনে এসে দাঁড়াবে সেটা কে ধারনা করেছিলো? (প্রেসিডেন্ট)
হঠাৎ করে সেক্রেটারি তার হাতে থাকা বেশ কিছু কাগজের মধ্য থেকে একটা কাগজ বের করলো। তার এমন একটা তথ্য মনে পরেছে যেটা সে অনেক কষ্ট করে এই সাতদিনে বের করেছে।
-> প্রেসিডেন্ট স্যার এবং সুপ্রিম কমান্ডার স্যার, আমি একটা তথ্য বের করতে পেরেছি এই সাতদিনে, যানি না কতটা সত্য কারণ আমাকে স্পনসর করা কন্সটেলেশনও এ ব্যাপারে কোনো কথা বলে নি। তবে আমার অন্য এক বন্ধু যাকে এজগার্ডের কন্সটেলেশন লোকি স্পনসর করেছে, তার থেকে এটা জানতে পেরেছি। (সেক্রেটারি)
সেক্রেটারি দুটো কাগজ বারিয়ে দিলো প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডারের দিকে। কাগজটা নিয়ে দুজনে পড়ে আরো অবাক হয়ে গেলো। তারপরও সেটা তাদের বিশ্বাস হচ্ছিলো না।
-> যেহেতু এই তথ্যটা কন্সটেলেশন অফ মিশচিফ, এর থেকে এসেছে তাই এটা সত্য হওয়ার সম্ভবনা মাত্র ১%। (সুপ্রিম কমান্ডার)
-> হ্যাঁ আউটার ওয়ার্ল্ডের সাথে এক্সব্লকের প্রথম ফ্লোর এনার্জিহীন হয়েছে এমন কিছু না দেখে বিশ্বাস করা যাচ্ছে না। কিছুদিন পর যেহেতু আমরা এক্সব্লকে প্রবেশ করতে যাচ্ছি তাই তখনি আমরা এটার সত্যতা সম্পর্কে জানতে পারবো। (প্রেসিডেন্ট)
* * * * *
আমেরিকান এম্পায়ার
এম্পায়ারের মধ্যে একটা ড্যানজনের ভিতরে প্রবেশ করেছে ইয়াং পিচ্ টিম। সাধারণ সময় থাকলে হয়তো সবার নজর এখন তাদের উপরে থাকতো, কারন তাদের মতো বয়সে ড্যানজন ক্লিয়ার করার সাহস অন্য কেউ রাখবে না। তার উপরে ড্যানজনের লেভেলও অনেক উচ্চ মানের। তবে সবাইকে অবাক করে দিয়ে পিচ্ টিমের লিডার নিওন ফুল স্পিডে ড্যানজন ক্লিয়ার করেছে।
-> কে ভেবেছিলো বস এতো কম সময়ের মধ্যে এতোটা শক্তিশালী হয়ে যাবে।
-> এবার আমাদের সাথে সব গুলো মনস্টার লাক্সে প্রবেশ করেছে। প্রথম এলেক্স এবং ক্রিস আর এখন আমাদের লিডারও তাদের ছাড়িয়ে গিয়েছে। (সাব্বির)
কথাটা শুনে কাউসার নামের ছেলে বলতে লাগলো,
-> সাব্বির কি হয়েছে তোমার আমি বুঝতে পারছি না। আমাদের বসকে কেনো ঔ দুই ক্রিমিনালের সাথে তুলনা করছো? আমরা ভালো করেই জানি কে সবচেয়ে বেশি শক্তিশালী। যেহেতু আমাদের বসকে অলিম্পাসের কন্সটেলেশন অ্যাপোলো তার অ্যাভেটার বানিয়েছে তাই কোনো দিক দিয়েই আমাদের বসের সমান যোগ্য নয় এলেক্স এবং ক্রিস। বসের পাওয়ারের কাছে কেউ এখন নেই আমাদের জেনারেশনে আর। এলেক্স কিংবা ক্রিস যেই হোক না কেনো আমাদের গ্রুপ থেকে এখন আর কেউ রক্ষা পাবে না। (কাউসার)
কাউসার হাসতে হাসতে কথাটা বললো। অপরদিকে তাদের লিডার ব্যস্ত ছিলো বস মনস্টারের শরীর ফারা নিয়ে। মৃত শরীরটাকে দু টুকরো করে নিলো এবং সেটার মাঝে থেকে একটা আপেল বের করলো। গোল্ডেন কালারের আপেলটা কেউ দেখার পূর্বেই হাতের স্পেস রিং এর মধ্যে লুকিয়ে রাখলো।
❝পুরো ওয়ার্ল্ড এখন কেয়সের মধ্যে আছে, আর এই সুযোগের মধ্যে আমি দুটো গোল্ডেন আপেল সংগ্রহ করেছি। যদিও আমার সব আমার কন্সটেলেশনের জন্যই সম্ভব হয়েছে, কারণ সে না বললে আমি গোল্ডেন আপেল গুলোর লোকেশন সম্পর্কে হয়তো জানতামই না। হ্এবার অলিম্পাসের একটা ডিভাইন রেলিক আমি ব্যবহার করতে পারবো। কিন্তু ড্যানজন গুলোর বাইরে কি হচ্ছে সেটা তো আমার কন্সটেলেশন গুলোও বলতে পারছে না।❞ (নিওন ভাবছে)
নিওনের টিমের একটা মেয়ে বলতে লাগলো,
-> এটা কি আজব ব্যাপার নয়, ড্যানজনের বাইরে গেলে আমরা আমাদের কোরে একটুও এনার্জি অনুভব করতে পারি না এনার্জি ব্যবহার করাটা তো দূরের কথা। কিন্তু ড্যানজনের মধ্যে প্রবেশ করলেই আস্তে আস্তে আমাদের কোর এনার্জি সংগ্রহ করতে থাকে ড্যানজনে থাকা এনার্জি এবং আমরা এনার্জি ব্যবহার করতে পারি।
মেয়েটার কথায় আরো রেড টাইগার বিস্টম্যান বুলগুকসা বলতে লাগলো,
-> যদিও আমাদের ড্যানজনে প্রবেশ করে অনেকটা সময় অপেক্ষা করতে হয় কিংবা দামী দামী পোশন গুলো পান করতে হয় এনার্জি ফুল করার জন্য, তারপরও আমার মনে হয় এনার্জি ব্যবহার করতে না পারার থেকে এটা অনেক ভালো একটা জিনিস। (বুলগুকসা)
-> আমাদেরও সেটায় মনে হয়।
সবারই একরকম চিন্তা। তবে নিওন অন্য কিছু চিন্তা করছে, সে তাকালো এলিজাবেথ এর দিকে। যে কোনো রকম কথা বলছে না।
❝এলিজাবেথ প্রিন্সেস হওয়ার কারণে প্রথম থেকেই একটু কোল্ড স্বভাবের ছিলো। কিন্তু এলেক্স স্পাইডারের সদস্য এরকম নিউজ বের হওয়ার সাথে সাথেই ওর কোল্ড ভাবটা আরো বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় আমিও বলতে পারছি না এলিজাবেথ কি ভেবে যাচ্ছে সব সময়।❞ (নিওন ভাবছে)
নিওনের ভাবনা শেষ হলো তার সামনে একটা মেসেজের মাধ্যমে, মেসেজটা দেখতে পেয়ে সে খুব অবাক হয়ে গেলো।
ཌনিওন ধন্যবাদ তোমাকে দুটো গোল্ডেন আপেল সংগ্রহ করার জন্য। তোমার স্পেস রিং থেকে একটা গোল্ডেন আপেল ট্রান্সফার করে নেওয়া হয়েছে এবং একটা তোমার কষ্টের জন্য তোমার কাছে উপহার স্বরূপ রাখা হলো। যায়হোক বর্তমানে আউটার ওয়ার্ল্ডে কোনো অ্যাভেটার ড্যানজনে প্রবেশ না করলে তাদের সাথে যোগাযোগ করতে পারছে না কন্সটেলেশন গুলো। আমার সাথেও একই রকম হয়েছে। কিং অফ ডেস্টিনির নতুন প্রফেসিতে ধরা পরেছে আজ থেকেই আউটার ওয়ার্ল্ডের মার্জের কাজ শুরু হতে যাচ্ছে, আপাতোতো কি হতে যাচ্ছে আমি জানি না। তবে খুব কম কন্সটেলেশনই কিং অফ ডেস্টিনির এই প্রফেসি সম্পর্কে জানতে পেরেছে। তাই আউটার ওয়ার্ল্ডে খুব কম ব্যক্তির মধ্যে তুমি এটা জানো। এক্সব্লকের অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, তাই আপাতোতো তোমার মারা যাওয়ার সম্ভবনা কম। যেহেতু প্রমিস করেছিলাম আমি আমার একটা ডিভাইন রেলিক তোমাকে দিবো গোল্ডেন আপেলের মিশন পূর্ণ করতে পারলে, এটাও আমার পূর্ণ করা উচিত কিন্তু নতুন নিয়মের কারণে বর্তমানে আউটার ওয়ার্ল্ড এবং এক্সব্লকের প্রথম পাঁচ ফ্লোরের সাথে কোনো রকম ভাবে কোনো কন্সটেলেশন জড়িত হতে পারবে না। আমাদের যোগাযোগের প্রায় কানেকশন ক্রুটি শুরু হয়েছে এবং আজকের পর থেকেই সেটা পূর্ণ ভাবে সম্পূর্ণ হবে। তবে চিন্তার কারণ নেই............... ད
আরো অনেক বড় কিছু লেখা ছিলো, যা নিওন মনোযোগ দিয়ে পড়ছে। ঠিক এই সময়েই আরো একটা ব্যক্তির উপস্থিতি অনুভব করলো পিচ্ টিমের সবাই। বস রুমের দরজা পার করে আরো একটা ব্যক্তি চলে আসলো। লোকটার বয়স ৩০ এর বেশি হবে। তবে তার শরীর দেখে বয়স নির্ধারন করা একদম কষ্টকর ছিলো। সুঠাম একটা শরীরে বড় একটা টু হ্যান্ডেড সোর্ড কাঁধে নিয়ে বস রুমে প্রবেশ করেছে সে।
-> মনে হচ্ছে আমার এন্ট্রি একটু দেরি হয়ে গিয়েছে।
লোকটা এসেছিলো বসের সাথে ফাইট করতে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের বসের রুমে দেখতে পেরে বুঝতে পারলো তার আশা এখানেই শেষ হয়েছে। যে কারণে সে আর কোনো কথা না বলে পিছনে চলে যেতে লাগলো।
-> কে আপনি? এভাবে আমাদের প্রবেশ করা ড্যানজনে বিনা অনুমতিতে প্রবেশ করে পরিচয় না দিয়ে কিভাবে আমাদের সামনে থেকে চলে যাচ্ছেন? (কাউসার)
কথাটা কাউসার একটু সামনে এগিয়ে এসে বললো। লোকটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যার উচ্চতা কাউসারের থেকে ডাবল ছিলো। ভয়ে কাউসারের পা কাপলেও সে তার বসের উপরে ভরসা করে সাহস দেখাচ্ছে।
❝লোকটার শরীর থেকে অন্য রকম একটা এনার্জি বের হচ্ছে যেটা আমাকে ভয় পেতে বাধ্য করছে। জানি না এটা কি তবে এ লোক সাধারণ কেউ নয়। কিন্তু আমাকে একটু কুল হতে হবে নাহলে সবাই সাব্বিরের মতো আমাকে ভিতু বলে উপহাস করবে।❞ (কাউসার ভাবছে)
কোনো রকম এক্সপ্রেশন ছিলো না এতোক্ষণ লোকটার মুখে। এতোক্ষণ সিরিয়াস হয়ে লোকটা এবার হেসে দিলো বাচ্চাদের মতো এবং বলতে লাগলো,
-> দুঃখিত বিনা অনুমতিতে এই ড্যানজনে প্রবেশ করার জন্য। যেহেতু গার্ড গুলো ছিলো না ড্যানজনের সামনে তাই ভাবলাম হয়তো এটায় হান্ট করা যাবে। কিন্তু আপনারা যে এতোটা শক্তিশালী টিম প্রবেশ করেছেন সেটা আমি জানি না। বাই দা ওয়ে আমার নাম আকাশ, আমাকে চিনবেন না নিশ্চয়। আমি টাওয়ার অফ স্লোথ নামের একটা জায়গা থেকে এসেছি।
লোকটা কথাটা বলার সাথে সাথে ভাবতে লাগলো,
❝টাওয়ারের কথা বললেও বাকিদের মতো এরাও হয়তো কোনো সিক্রেট ড্যানজন কিংবা এরিয়ার কথা ভেবে নিবে আর টাওয়ার অফ স্লোথ চিনলেও কি করার, আমার প্রপোজালে এরা রাজি হলে কিছুদিন পর এমনিতেই এদের মরতে হবে, হাহাহাহাহা❞ (লোকটা ভাবছে)
নিওনের সামনে হঠাৎ করে একটা মেসেজ চলে আসলো তার কন্সটেলেশন থেকে,
ཌ আউটার ওয়ার্ল্ডে যারায় বলবে তারা টাওয়ার থেকে এসেছে, সেটা যে টাওয়ারই হোক না কেনো, হয়তো তাদের হত্যা করতে হবে। যদি পারো তাদেরকে নিজের টিমে আনতে তাহলে ভালো, নাহলে তাদেরকে হত্যা করে ফেলবে। তবে আমি এই লোকটার সাথে ফাইট করতে পরামর্শ দিবো না। লোকটার শরীর থেকে যে পরিমাণে ব্লাডলাস্ট বের হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে সে অগণিত হত্যা করেছে। যদিও এটা আমার ধারনা কিন্তু যেহেতু তার শরীরে ড্রাগনেরও কিছুটা এনার্জি রয়েছে, তাতে বলা যায় রেড ড্রাগনকে সেই হত্যা করতে পারে। সব শেষে বলবো এই ব্যক্তি ভয়ানক যার সাথে এখানে ফাইট করলে তোমরা মারা যাবে তার কোনো সন্দেহ নেই।ད
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।