[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
পুরো ওয়ার্ল্ডের আয়তন ৫১,০০৯৮,৫২০ বর্গ কিলোমিটার নিয়ে তৈরি। তার সাথে অন্যান্য আউটার ওয়ার্ল্ড গুলো মার্জ হয়ে এ আয়তন প্রায় দ্বিগুণ করেছে। কিন্তু মার্জ হওয়া স্থান গুলোতে মানুষ সচারাচর প্রবেশ করতে না পারার কারণে সঠিক একটা মাপ নিতে পারে নি। আর ওয়ার্ল্ড গভর্নমেন্টের গণনা হিসেবে প্রায় ১,০৪,০৩,৯৪০ গুলো বিশাল বিশাল গেইট পুরো ওয়ার্ল্ডে তৈরি হয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের হিসাব সঠিক নয়, হয়তো এই সংখ্যা আরো অনেক বেশিও হতে পারে। তবে এটা একটা সম্ভব্য গণনা মাত্র।
প্রতিটা বিশাল গেইট তাদের আশেপাশে থাকা ১০০ কিলোমিটার জায়গা নিয়ে একটা ব্যারিয়ার তৈরি করেছে। যা খালি চোখে দেখা না গেলেও এক ঘন্টা পর পর সেটা সবার নজরেই একবার করে পরে। বর্তমানে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে এই বিশাল গেইটের ব্যারিয়ায় নেই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষজন ভেবে পাচ্ছে না এখন কি করবে।
স্পিসিজ এসোসিয়েশন,
একটা রুমের মধ্যে একটা এল্ফ বসে আছে। সে স্পিসিজ এসোসিয়েশনের লিডার। তার সামনে আরো একটা এল্ফ বসে আছে। সে লাক্সের বর্তমান প্রিন্সিপাল।
-> লাক্স এখন কিরকম অবস্থায় রয়েছে? (লিডার)
স্পিসিজ এসোসিয়েশনের লিডার এবং লাক্সের প্রিন্সিপাল দুজনে সম্পর্কে ভাই-বোন, তাই তাদের মাঝে মধ্যেই দেখা হয়। তাছাড়াও এলিয়ানোর যে লাক্সের প্রিন্সিপালের সাথে সাথে স্পিসিজ এসোসিয়েশনের একজন ইন্সপেক্টর হিসেবেও কাজ করে। এছাড়াও এলিয়ানোর সব গুলো স্পিসিজদের মধ্যে মেসেঞ্জার হিসেবেও বার্তা প্রেরণ করে থাকে।
-> হঠাৎ গেইট গুলোর আগমনে সব ছেলে মেয়েরাই তাদের এনার্জি ব্যবহার করতে পারছে না। প্রতি ইয়ারের রয়েল ক্লাসের ছেলে মেয়েরাই তাদের ফিল্ড মিশনে অবস্থান করছিলো যে কারণে প্রায় ৩০% মারা গিয়েছে তাদের মধ্য থেকে। আর ড্যানজন ট্রিক বের হবার পর থেকে এখন সব মিলিয়ে ৬০% স্টুডেন্ট মারা গিয়েছে। (এলিয়ানোর)
এলিয়ানোর এর মুখের এক্সপ্রেশন তেমন ভালো ছিলো না। লিডার তার বোনকে দেখেই বলে দিতে পারছিলো যে সে গিল্টি ফিল করছিলো।
-> এখানে তোমার করার মতো কিছু ছিলো বলে আমার মনে হয় না। লাক্স মূলত ওয়ার্ল্ড গভর্নমেন্টই চালায়। আর যেহেতু ওয়ার্ল্ড গভর্নমেন্টের ঠিক করে দেওয়া মিশনে ছেলেমেয়ে গুলো গিয়েছিলো তাই এখানে তোমার কোনো হাত নেই। গিল্টি ফিল করে কোনো কিছু হবে না এই সময়ে। (লিডার)
-> হ্যাঁ আমি ভালো করেই জানি, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র এই সময়ের জন্য। শেষ মেষ আমাদের অপেক্ষা সার্থক হয়েছে। (এলিয়ানোর)
-> আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরে গেইট গুলো নিজে থেকেই আমাদের ডেকে নিবে। তুমি কি তোমার ত্যাগপত্র দিয়ে এসেছো ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে? (লিডার)
-> সেটা করতে হয় নি, যেহেতু এতো গুলো ছেলেমেয়ে মারা গিয়েছে তাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সব কিছুর জন্য আমাকে দায়ি করে আমাকে প্রিন্সিপালের রোল থেকে বাতিল করে দিয়েছে। (এলিয়ানোর)
-> যাক ভালোই হয়েছে, যেহেতু আমরা এক্সব্লকে প্রবেশ করতে যাচ্ছি তাই লাক্স কিংবা অন্যান্য স্কুল কিংবা একাডেমি আর থাকবে বলে আমার মনে হয় না। (লিডার)
-> কিন্তু এভাবে কি তথ্য গুলো অন্যান্য স্পিসিজদের সাথে শেয়ার না করাটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? যদিও এটা শুধুমাত্র আমাদের ধারণা তারপরও আমাদের এই ধারনার কারণেই অনেক স্পিসিজ বেঁচে যেতে পারে। (এলিয়ানোর)
-> সবাই বোকা নয় এলিয়ানোর। এই সময়ে আমরা গেইটগুলো নিয়ে যা চিন্তা করছি অন্যান্য স্পিসিজরাও একই চিন্তা করে যাচ্ছে। আর এমনিতেও অন্যান্য কন্সটেলেশন গুলো রিক্স নেই নি যেমনটা আমাদের স্পিসিজ নিয়েছে, তাই আমার মনে হয় না আমাদের কন্সটেলেশনের রিক্স নিয়ে বের করা তথ্য অন্যদের জানিয়ে দিলে আমাদের কন্সটেলেশন গুলো খুশি হবে। (লিডার)
লিডারের কথায় এলিয়ানোর একদম চুপ হয়ে গেলো সে কিছু বলতে পারছে না। এমন সময় লিডার আবারো বলতে লাগলো,
-> বাদ দাও এসব কথা। ট্রু ড্রাগনের বংশধরের কি কোনো সংবাদ পেয়েছো? (লিডার)
কিছুটা অবাক হলো এলিয়ানোর, কিন্তু সে স্বাভাবিক হয়ে সাথে সাথে জবাব দিতে শুরু করলো,
-> আমার ব্লাক টুইন তাকে ফলো করে যাচ্ছে দূর থেকে। বর্তমানে সে ক্রেজি হান্টার গ্রুপের হেডকোয়ার্টারে রয়েছে যা পূর্বে ব্রিটেন এম্পায়ারের একটা ডিউকের ম্যানশন ছিলো। (এলিয়ানোর)
কিছুক্ষণ ভাবতে লাগলো লিডার এবং এরপর বলতে লাগলো,
-> তাহলে মনে হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে ব্রিটেন এর এম্পেররও এক্সব্লকের একটা এরিয়া রাজ করার চিন্তা করে যাচ্ছে। (লিডার)
-> মানুষ একটু বেশিই লোভ করে যাচ্ছে। তারা হয়তো জানে না এটা কোনো ভাবেই সম্ভব নয়। (এলিয়ানোর)
-> না এখন সম্ভব হতে পারে, যেহেতু এক্সব্লকের প্রথম পাঁচ ফ্লোরের রুলস গুলো চেঞ্জ হয়েছে তাই এখন এই আশাটাও সম্ভব হতে পারে। আমাদেরও প্রস্তুতি নিতে হবে, যেহেতু এক্সব্লকে প্রবেশ করার পরে আর অন্যান্য স্পিসিজদের সাথে আমাদের বসবাস সম্ভব হবে না। (লিডার)
লিডারের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ রইলো এলিয়ানোর। সে চুপ থেকে ভাবতে লাগলো,
❝চিঠি দুটো তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছে দিতে পেরেছি। এটা দিয়েই মানুষের সাথে আমার সকল লেনদেন শেষ হয়ে গেলো। হয়তো গেইটের ওপারে শুধু মানুষ নয় বরং আমাদের সাথে থাকা স্পিসিজ গুলোও আমাদের শত্রু হয়ে যাবে। তাই আমার মাইন্ডকেও শক্ত করতে হবে। এই সময়ের জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি। আমাকে আমার ভাইয়ের প্লানের শেষটা দেখতেই হবে।❞ (এলিয়ানোর ভাবছে)
* * * * *
এলেক্স দাঁড়িয়ে আছে তার রুমের বেলকনিতে। রুম থেকে কিছু মিনিটের জন্য বের হয়েছিলো এবং প্রবেশ করার পরে টেবিলের উপরে একটা চিঠি দেখতে পায়। চিঠিটা নিয়েই এলেক্স বেলকনিতে দাঁড়িয়ে আছে। এলেক্স চিঠিটা পড়ে নিয়েছে। এখন শুধু তাকিয়ে আছে সামনে থাকা বিশাল গেইটের দিকে। চিঠির কনটেন্ট কিছুটা এরকম,
☆আউটার রিং এর ওয়ার্ল্ড গুলোতে মার্শাল আর্ট অনেক রেয়ার একটা বিষয়। যেখানে মানা রাজত্ব করে সেখানে মার্শাল আর্টদের গুরুত্বই দেওয়া হতো না অতীতে। তবে দুজন ব্যক্তি তাদের মার্শাল আর্ট এবং ন্যাচারাল অউরা বা চি এনার্জি ব্যবহার করে ইতিহাস তৈরি করেছে। যাদের মধ্যে একজন হলো মাংকি কিং এবং দ্বিতীয়ত মাংকি কিং এর মাস্টার, যে "দ্যা মাস্টার" নামেও পরিচিত। সৌভাগ্যক্রমে আমিও "দ্যা মাস্টার" এর স্টুডেন্ট হতে পেরেছিলাম তবে একটা মেয়ের ছলনায় এবং মানা এনার্জির রাজত্বের কাছে আমি হেরে গেছি। এলেক্স এই চিঠি যদি তুমি পড়তে থাকো তাহলে বুঝে নিবে এই সময়ে আমি মারা গিয়েছি। ওয়ার্ল্ডের সবচেয়ে কম বয়সী S র্যাংক ছেলের মাস্টার হিসেবে এটা আসলেই লজ্জাজনক, হাহাহাহাহা। কিন্তু আমি আমার ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি নি। যায়হোক যেহেতু আমাদের মাস্টার এবং স্টুডেন্টের সম্পর্ক অনেক কম সময়ের ছিলো তাই আমি সঠিক ভাবে তেমন কিছু শেখাতে পারি নি তোমাকে। তারপরও তুমি সব কিছুই মাস্টার করে নিয়েছো। যদিও তোমার মাস্টার হিসেবে আমার কাছে লজ্জাজনক লাগছে এই বিষয়টা বলতে তারপরও বলছি, এলেক্স তোমার কাছে একটা আবদার রয়েছে আমার যেটা শুধুমাত্র তুমিই পূর্ণ করতে পারবে।........☆
একদম নিচে বাকি টুকু লেখা ছিলো,
☆জানি না তোমার সাথে কি হয়েছে বা হচ্ছে। প্রতিটা নিশ্চুপ ছেলেমেয়েরই একটা ট্রাজিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এই সময়ে। আমি শুনেছি এক্সব্লকের শেষ ফ্লোর ক্লিয়ার করলে তিনটা ইচ্ছা পূরণ করবে এক্সব্লক। যেহেতু তিনটা ইচ্ছার মধ্যে কোনো সীমিত বস্তু নেই তাই আমার একটায় আবদার থাকবে, যদি তুমি এক্সব্লক ক্লিয়ার করতে পারো তাহলে তিনটা ইচ্ছার মধ্য থেকে একটা দিয়ে তোমার হারিয়ে ফেলা ইমোশন গুলো ফিরিয়ে আনবে। মারা যাওয়া মাস্টারের শেষ আশা ভাবতে পারো এটা। যদি মারা গেলে মানুষ তারা হয় এবং সব কিছু দেখতে পারে নিচে থাকা, তাহলে হয়তে আমিও সেদিন তোমার মুখের হাসি-কান্না দেখতে পারবো। আর কিছু বলার নেই, আমি ভবিষ্যৎ কিছুটা হলেও কল্পনা করার চেষ্টা করছি, কিন্তু আফসোস সেটা আমার দেখা হয়ে উঠলো না। তবে আমার মাধ্যম দিয়ে যে মার্শাল আর্ট তোমার কাছে গিয়েছে, সেটা সেগুলোর প্রমাণ হিসেবে থাকবে।☆
চিঠিটা এরকম ভাবে লেখা ছিলো যা সাধারন ভাবে বুঝতে অনেক সমস্যা হবে যেকারো। একটু বেশিই অপ্রয়োজনীয় বিষয় ছিলো। এলেক্স গেইটের দিয়ে তাকিয়ে বলতে লাগলো,
-> নিশ্চয় মোবাইলের সেই AI সফটওয়্যার দিয়ে লেখেছে মাস্টার এটা। (এলেক্স)
এলেক্স গভীর ভাবে ভাবতে লাগলো। একবার করে সে ফোর্টেজ থেকে বের হওয়ার পর কি কি করেছে সব কিছু সাজিয়ে নিচ্ছে মাইন্ডের ভিতরে। একটা বিষয়ও এলেক্সের মাইন্ড থেকে বাদ যায় নি। ঠিক ফোর্টেজ থেকে এই পর্যন্ত আসা এলেক্স যা করেছে সব কিছু একবার করে ভেবে নিলো। আর ঠিক এই সময়েই একটা কথা এলেক্সের মনে হলো। তার মাস্টার বলেছিলো একটা কাহিনি যেখানে একটা লোক তার ভালোবাসার মানুষের জন্য চাঁদকে ভেঙে দুখন্ড করে ফেলে।
মাস্টারের বলা কথার সাথে এলেক্স এবার লরেসের বলা কথাটাও মেলালো।
-> মাস্টার তাহলে প্রচুন্ড ভালোবাসতো কাউকে। (এলেক্স)
এলেক্স ভালোবাসার কথা চিন্তা করতে লাগলো। এমন নয় যে এটা সম্পর্কে জানে না এলেক্স। বেশ কিছু গল্প পড়েছিলো ফোর্টেজে থাকা সময়ে। যা থেকে সংক্ষেপ ধারনা তার রয়েছে। কিন্তু এলেক্সের যেখানে হাসি কান্নার ইমোশন নেই সেখানে সে ভালোবাসা কিভাবে উপলব্ধি করবে।
এলেক্সের মাথা হঠাৎ করে ব্যথা হতে শুরু করলো। এরকম ব্যথা এলেক্স পূর্বে কখনো অনুভব করে নি। মাথা ধরে এলেক্স বেলকনির ফ্লোরের উপরেই পরে গেলো। কখন সেন্স হারিয়ে ফেললো সে নিজেও জানে না। তবে চোখ খুলে নিজেকে আর নিজের শরীরে সে পেলো না। অন্য একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলো।
❝আমি কিছুই অনুভব করতে পারছি না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার হাত পা কিছুই দেখতে পারছিলো না। এমনকি সে তার শরীরের কোনো অংশই অনুভব করতে পারছিলো না। শুধুমাত্র তার সামনে কিছু স্মৃতি ভেসে উঠেছে যেগুলো সম্পর্কে তার পূর্বে কোনো ধারনা ছিলো না। এমন স্মৃতি যেটা দেখার পর তার আস্তে আস্তে সেগুলোর পূর্বের সব কিছু মনে পরতে লাগলো। পূর্বের বিষয় গুলো মনে পরলেও পরে কি হয়েছে তা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। স্মৃতি গুলো কিছুটা এরকম। এলেক্স দেখতে পারছিলো তার সামনে একটা ছেলেকে।
হৃদয় নামের একটা ছেলে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। বৃষ্টি নামছিলো প্রচুন্ড আকারে। এতো প্রচুন্ড বৃষ্টির মধ্যেও ছেলেটা ছাতা হাতে থাকা সত্ত্বেও সেটা না ফুটিয়ে ভিজে যাচ্ছে। তার শরীরে কোনো রকম শক্তিই ছিলো না। দাড়িয়ে আছে এটায় তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিলো। তার বিয়ে হয়েছে এক মাস হবে, অফিস থেকে দ্রুত ছুটি পেয়ে যাচ্ছিলো একটা দোকানে স্ত্রীর জন্য কিছু দ্রব্য কেনার জন্য। কিন্তু তখনি সে দেখতে পেলো তার স্ত্রী আরেকটা ছেলের সাথে এক ছাতার নিচে হেঁটে যাচ্ছিলো। হৃদয়ের এমন অবস্থা হতো না যদি সে তার স্ত্রীর পাশের ছেলেটা সম্পর্কে না জানতো। আবার হৃদয়ও ভালো করে জানে সে যদি না থাকতো তাহলে তার স্ত্রীরও আজ এই অবস্থা হতো না। হৃদয় আস্তে আস্তে বলতে লাগলো,
-> একমাস পূর্বে আমি মারা গেলে আজ হয়তো তাদের লুকিয়ে দেখা করতে হতো না। আজ ঔ ছাতাতে তারা দুজনেই স্বামী স্ত্রী হিসেবে হেঁটে যেতে পারতো। (হৃদয়)
স্মৃতি কিছুটা চেঞ্জ হলো।
এবারের জায়গাটা একটা আবছা জায়গার মধ্যে। যেখানে হৃদয় সহ আরো অনেক ব্যক্তি কিছু স্কেলেটন এর সাথে ফাইট করে যাচ্ছে। ঠিক এমন সময় সেই ছেলেটা যে হৃদয়ের স্ত্রীর সাথে ছাতার নিচে ছিলো সে এবং হৃদয়ের স্ত্রী আস্তে আস্তে আশেপাশে থাকা সব গুলো ব্যক্তিদের হত্যা করতে শুরু করে। হৃদয় কিছু করতে যাবে তখনি পিছন থেকে তার স্ত্রী বিষ যুক্ত একটা সোর্ড হৃদয়ের বুকে ঢুকিয়ে দেয়। প্রচুন্ড ভালোবাসা থাকার কারণে হৃদয় তার স্ত্রীকে করতে পারে নি। স্মৃতি সম্পূর্ণ আবছা হয়ে যাওয়ার পূর্বে এলেক্স দেখতে পারলো হৃদয়ের স্ত্রীর পাশে থাকা ছেলেটা হৃদয়ের স্ত্রীর হাত ধরে সে জায়গা থেকে হাসতে হাসতে বেরিয়ে যায়।
* * * * *
এলেক্স সেন্স ফিরে আসে। আধা ঘন্টা হয়েছে সে সেন্স হারিয়ে পরে ছিলো। সেন্স ফিরে পাওয়ার সাথে সাথে সে উঠে দাঁড়ালো। নিচের হাত পায়ের দিকে সে তাকালো। একটু পূর্বে আজব একটা অনুভূতি ছিলো তার জন্য। এই প্রথম এমন কিছু একটা অনুভব করেছে তারপরও এলেক্সের সেটা মানতে সমস্যা হচ্ছে না। একদম স্বাভাবিক ভাবেই গ্রহন করে নিয়েছে।
-> হাত দিয়ে আগুন তৈরি করা গেলে, এটা আমার পূর্ব জীবনও হতে পারে। (এলেক্স)
এলেক্স এবার শুধুমাত্র ফোর্টেজ থেকে বের হওয়ার পরের কাহিনী ভাবতে লাগলো না বরং তার সাথে সে তার নতুন স্মৃতি গুলোও একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার বিশ্লেষণ করলো।
-> মাস্টার মনে হচ্ছে প্রতিটা ব্যক্তির দুর্বলতায় থাকে ছলনাময়ী নারী। (এলেক্স)
এলেক্স তার স্মৃতি গুলো গ্রহন করে নিলেও তার ইমোশন একটুও চেঞ্জ হয় নি। সে একটু পূর্বেও যেমন ছিলো এখনো তেমন আছে। এই বিষয়ে আর কোনোরকম চিন্তা করার মতো সময়ও এলেক্স আর পেলো না। তার সামনে একটা সিস্টেমের মেসেজ চলে আসলো।
꧁ཌদুঃখিত,গেইট থেকে এক্সব্লকের এনার্জি বের হওয়ার কারণে ডিম্যান কিং সিস্টেম আংশিক ভাবে দুর্বল হয়ে পরেছে এবং এই সময়ে কিছু একই রকম বিষয় নিয়ে চিন্তা করার কারণে হোস্টের কিছু সিল হয়ে থাকা স্মৃতি ফিরে এসেছে। ད꧂
꧁ཌ হোস্টের চিন্তা করার কোনো কারণ নেই। আউটার রিং এ থাকা ওয়ার্ল্ডের সবগুলো গেইট থেকে বেরিয়ে আসা এক্সব্লকের কিছুটা এনার্জি এবজোর্ব করা হচ্ছে। ডিম্যান কিং সিস্টেম শক্তিশালী হচ্ছে এবং এখন এক্সব্লকে প্রবেশ করলেও সিস্টেমের এরকম সমস্যা হবে না। ད꧂
꧁ཌ সিস্টেমের সমস্যা দেখানোর কারণে ডিম্যান কিং সিস্টেম হোস্টকে ইনভেন্টরি থেকে দুইটা আইটেমের এক্সেস দিবে। আইটেম সম্পূর্ণ হোস্টের লাক্ এর উপরে ডিপেন্ড করবে। ད꧂
꧁ཌ কনগ্রাচুলেশন, হোস্ট "ড্রাগন আর্মার(কপি)" পেয়েছেন। ད꧂
꧁ཌ কনগ্রাচুলেশন, হোস্ট "ন্যাকরো সোর্ড(কপি) পেয়েছেন। ད꧂
꧁ཌ ডিম্যান কিং সিস্টেম ১০০% আনলক হওয়ার পূর্বেই হোস্ট তার ইনভেন্টরিতে থাকা এই দুটো আইটেম ব্যবহার করতে পারবে। ব্যবহার করতে এবং না করতে উভয় সময়েই হোস্টকে দুটো আইটেমের নাম বলে ডাক দিতে হবে। ད꧂
এলেক্স নাম দুটোর নাম ধরেই ডাক দিবে এমন সময় এলেক্সের রুমের দরজা খোলার শব্দ আসলো তার কানে। পিছনে ফিরে দেখতে পারলো তার টিমের সবাই আস্তে আস্তে ভিতরে আসছে।
-> এলেক্স এম্পেরর আমাদের ডেকেছেন......
বস তার কথাটা শেষ করতে পারলো না। সাথে সাথে সাদা একটা আলো উজ্জ্বলিত হলো চারপাশে। এবং এলেক্সকে রেখে সেই আলোতে সবাই হারিয়ে গেলো। কে কোথায় গেলো কেউ কিছুই জানে না। এলেক্স চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু সে কিছুই পেলো না। পিছনে থাকা বিশাল গেইটটাও তার জায়গাতে নেই আর।
এলেক্স লাফ দিয়ে বেলকনির উপরে থেকে ম্যানশনের ছাদে চলে গেলো। সেখানে থেকে অনেক দূর পর্যন্ত সে লক্ষ্য করলো,
-> একটা গেইটও দেখতে পাচ্ছি না। (এলেক্স)
এলেক্সের পূর্বের মতো লাগছে না। এটা ঠিক তার কাছে এনার্জি ছিলো না ব্যবহারের মন্য তবে পূর্বের মতো মনে হচ্ছিলো না যে তার শরীর থেকে প্রতিনিয়ত এনার্জি এবজোর্ব করে নিচ্ছিলো কেউ। কিন্তু এখন এলেক্সের নতুন একটা কিছু অনুভব হচ্ছিলো, আর সেটা হলো সে আশেপাশে কোনো রকমেরই এনার্জি সেন্স করতে পারছে না। ঠিক এই সময়ে এলেক্স আকাশের দিকে তাকালো। লাল রঙের একটা লেখা ভেসে বেরাচ্ছে আকাশে,
ཌআউটার রিং এর সব গুলো ওয়ার্ল্ড টাইম প্রিজমের মধ্যে রয়েছে। সুপ্রিম কন্সটেলেশনও এই সময়ে আউটার রিং এ কি হচ্ছে সেটা দেখতে পারবে না।ད
ঠিক এই সময়ে এলেক্সের সামনে তার সিস্টেম থেকে একটা মেসেজ আসলো,
꧁ཌ ওয়ার্নিং, একটু পূর্বে ইনভেন্টির আইটেম সিলেক্ট হওয়ার সময় হোস্টের স্কিল "প্রিন্স অফ লাক্" একটিভ হয়েছিলো। যার ইফেক্টে হোস্টের লাক কিছু সেকেন্ডের জন্য বৃদ্ধি পেলেও সে সময়ের পর আবার সেই সময়ের দ্বিগুন সময় সবচেয়ে খারাপ লাক্ যাবে হোস্টের জন্য। আর হোস্ট বর্তমানে এই অবস্থায় রয়েছে তার খারাপ লাক্ এর জন্যই। ད꧂
꧁ཌ গেইট প্রতিটা স্পিসিজের জীবিত ব্যক্তিকে ট্রাইল ফ্লোরে নিয়ে গিয়েছে, শুধুমাত্র হোস্টই যেতে পারে নি। এমন অবস্থায় হোস্ট এক্সব্লকে প্রবেশ করতে পারবে না। বর্তমানে এই জায়গায় পৃথিবীতে এবং অন্যান্য হাজার হাজার ওয়ার্ল্ডে যত গুলো জীবিত ব্যক্তি গুলো মারা গিয়েছে তাদের ফ্রাগমেন্ট গুলো জীবিত হবে এবং এই পুরো আউটার রিং কে আস্তে আস্তে ধ্বংস করবে। হোস্টের জন্য বর্তমানের জায়গাটা জীবিত থাকার জন্য অসম্ভব। ད꧂
꧁ཌস্পেশাল মিশন ৪: ডিম্যান কিং সিস্টেমের চতুর্থ স্পেশাল মিশন চালু হয়েছে এই অবস্থায়। টাইম প্রিজমের মধ্যে হোস্টের কাছে রয়েছে অসীম সময়। হোস্টকে সব গুলো ফ্রাগমেন্টকে হত্যা করতে হবে।
রিওয়ার্ড: হোস্ট বাকিদের মতো ট্রাইল ফ্লোরে যেতে পারবে।ད꧂
এলেক্স ম্যানশনের উপর থেকেই দেখতে পারলো মাটি ফেটে এক এক করে অনেক গুলো মনস্টার বের হতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই প্রায় লক্ষ্য লক্ষ্য মনস্টার এলেক্সের নজরে পরে গেলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।