[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
আউটার রিং এর সাথে সম্পূর্ণ যোগাযোগ হারিয়ে গিয়েছে। এই সময়ে সুপ্রিম কন্সটেলেশনও জানে না আউটার রিং এ কি হচ্ছে। তবে একটা জিনিস নির্ধারিত সেটা হচ্ছে, আউটার রিং এর সবগুলো ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে সেটা কোনো কন্সটেলেশনই বলতে পারবে না। তবে সব কিছুর সাক্ষী হিসেবে একটা ব্যক্তি উপস্থিত রয়েছে। আউটার রিং এর মধ্যে কি হচ্ছে তা সব কিছুই নিজের দুই চোখে দেখে যাচ্ছে। কালো রক্তে এলেক্সের পুরো শরীর মেখে গিয়েছে। যেহেতু এলেক্স পূর্বের মতো তার মাইন্ডে নেই বরং শারিরীক ভাবেই ফাইট করে যাচ্ছে তাই স্বাভাবিক অবস্থায় থাকতে পারছে না।
ফাইট করার কারণে এলেক্স জানে না কতটা সময় পার হয়েছে, অনেক সময় পার হওয়ার কারণে এলেক্স এখন অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। সাধারন ভাবে তার স্ট্যামেনা অনেক বেশি, তবে এমন নয় যে সেটা কখনো শেষ হবে না। শেষ না হওয়া মনস্টারদের সাথে ফাইট করতে করতে এলেক্স এমন অবস্থায় এসে দাড়িয়েছে যেখানে সে এখন চাইলেও নিজ থেকে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছিলো না। পা সামনে ফেলতে চাইলেও সে সামনে ফেলতে পারছিলো না।
বরং চারপাশের লক্ষ লক্ষ মনস্টার যখন এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরছিলো তখন তার শরীর একা একাই তাদের বিরুদ্ধে ফাইট করে যাচ্ছে।
-> আমি এরকম পূর্বে কখনো অনুভব করি নি। (এলেক্স)
এলেক্স অনেক ক্লান্ত ছিলো। পূর্বে প্রতিদিন তার নার্কোলেপসি স্কিল একটিভ হলেও এখন সেটাও দুই মাসে একবার হচ্ছে। যে কারণে এলেক্স দুইমাসে ঘুমানোর সুযোগ পাচ্ছে মাত্র একবার। যদিও না ঘুমিয়েও তার শরীরে ক্লান্তি দেখা যায় না, তারপরও প্রতি দুইমাস টানা কোনো কিছু না খেয়ে এবং কোনো রকম বিশ্রাম ছাড়া ফাইট করে যাওয়া একটা কন্সটেলেশনের জন্যও হয়তো সম্ভব নয়।
যেহেতু তার স্কিল একটিভের সময় হয়ে আসছে তাই সে কিছুটা বিশ্রাম নিতে পারবে। এরকম ভাবে এলেক্স কখনো চিন্তা করে নি। ঘুম, খাওয়া বাদ দিয়ে পূর্বে এলেক্স ট্রেনিং করেছে শক্তিশালী হওয়ার জন্য। কিন্তু এখন এলেক্সকে সেই ঘুম এবং বিশ্রামের জন্য গভীরভাবে অপেক্ষা করতে হচ্ছে। এলেক্স সামনের দিকে তাকালো, সামনের মনস্টার গুলোর সাইজ পূর্বের থেকে অনেক বড়। এলেক্সের থেকে প্রায় দ্বিগুন আকারের মনস্টারদের সাথে ফাইট করে যাচ্ছে এলেক্স। মনস্টার বললে ভুল হবে বরং এগুলো জম্বি ছিলো যাদের শরীরের মাংস পঁচে গিয়েছে। যদিও এরা তেমন শক্তিশালী নয় তবে এদের নাম্বার গুলো এলেক্সকে বেশি কষ্ট দিচ্ছিলো। আবার এমনও নয় যে সব জম্বিই দুর্বল। কিছু কিছু জম্বি রয়েছে যাদের সাথে ফাইট করতে গিয়ে এলেক্সের এক মাসের থেকেও বেশি সময় লেগেছিলো।
এলেক্স তার ফোকাস ঠিক রাখছিলো। সে তার শরীর নিয়ন্ত্রন করতে পারছিলো না। শরীর এতোটা ক্লান্ত হয়েছে যে অন্য কেউ থাকলে এই সময়ে পরে যেতো। কিন্তু এলেক্স সেটা না করে একের পর এক এট্যাক করেই যাচ্ছে তার হাতে থাকা কালো সোর্ড দিয়ে। সোর্ডটা প্রতিটা এট্যাকে জম্বিদের শরীর থেকে কালো ব্লাড এবজোর্ব করে নিচ্ছিলো কিছুটা।
-> এই সময়ে কিছুটা এনার্জি থাকলে হয়তো ভালো হতো। (এলেক্স)
এতোগুলো মনস্টার থাকা সত্ত্বেও তাদের মাঝে কোনো রকমের এনার্জি ছিলো না। যে কারণে মনস্টার গুলো হত্যা করা একদম সহজ ছিলো, কিন্তু সমস্যা তাদের অধিক সংখ্যা। একটা মনস্টার হত্যা করলে মাটি থেকে ১০ টা বেরিয়ে আসছিলো। এমন সময় এই ওয়ার্ল্ডে কিছুটা এনার্জি থাকলেও এলেক্সের জন্য ভালো হতো। যেহেতু চারপাশে কোনো রকম এনার্জি নেই তাই এলেক্সের ড্রাগন হার্ট থাকা সত্ত্বেও সেটায় এনার্জি স্টোর হতে পারছে না। গেইট সব এনার্জি এবজোর্ব করে না নিলেও এতোদিনে এলেক্সের এনার্জি শেষ হয়ে যেতো, যার জন্য পরিবেশে কিছুটা এনার্জির প্রয়োজন ছিলো এই সময়ে।
꧁ཌ আশা করাটা অনেক বড় একটা অসুস্থতা। পরিস্থিতি নিজেদের মন মতো না হলে প্রতিটা ব্যক্তিই আশা করে থাকে যেনো এটা বা সেটা তাদের মন মতো হয়। কিন্তু সব কিছু যদি একজনের মন মতো হয় তাহলে কি সে সত্যিই শক্তিশালী হতে পারবে? ད꧂
সিস্টেম থেকে একটা মেসেজ এলেক্সের সামনে চলে আসলো। এলেক্স মেসেজটা খুব দ্রুত পরে নিলো।
-> এটা দিয়ে প্রায় আশি হাজার বার আমার সামনে এই মেসেজটা আসলো। (এলেক্স)
❝মেসেজটা দিয়ে সিস্টেম আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। প্রতিবার তীব্র ভাবে যখন আমি কোনো কিছুর আশা করি তখনি এই একই মেসেজ আমার সামনে ভেসে আসে।❞ (এলেক্স ভাবছে)
এমন সময় এলেক্সের সামনে হাজারো জম্বির স্রোত ঠেলে একটা বিশাল ড্রাগন জম্বি উপর থেকে উড়ে আসলো। বিশাল ড্রাগনটার আকার রেড ড্রাগনের থেকেও অনেকটা বিশালাকার ছিলো।
-> এটা দিয়ে হয়তো ৫০২ নম্বর ড্রাগন হবে। (এলেক্স)
এলেক্স কথাটা বলে ড্রাগনের উপরে ঝাঁপিয়ে পরতে যাবে ঠিক তখনি তার দুই চোখ বন্ধ হয়ে আসলো। নিচে পরে যাবে ঠিক তখনি জম্বি গুলো তার উপরে ঝাঁপিয়ে পরলো। কিন্তু তখনি এলেক্সের শরীর পূর্বের থেকেও আরো মারাত্মক স্পিডে হাতে থাকা সোর্ড দিয়ে চোখের পলকের মধ্যেই হাজার হাজার জম্বিকে হত্যা করে ফেললো। তবে একটা জম্বি হত্যা করার পরে মাটি থেকে আরো দশটা করে বের হওয়ার কারণে আবারো ভরে গেলো জায়গাটা।
* * * * *
এলেক্স স্বপ্ন দেখছে,
স্বপ্নে সে একটা রুমের মধ্যে রয়েছে, যেখানে সে অনেক গুলো বই দেখতে পারছে। এটা নতুন নয় এলেক্সের কাছে। এই টাইম প্রিজমের মধ্যে যতবার তার নার্কোলেপসি স্কিল একটিভ হয়েছে ততবারই এলেক্স এই জায়গার মধ্যে এসেছে। জায়গাটা একটা লাইব্রেরির মতো, যেখানে প্রতিবার এসেই একটা করে বই শেষ করেছে এলেক্স। এবারো সময় নষ্ট না করে একটা বই ধরলো এবং সেটা পড়তে লাগলো।
বইয়ের কনটেন্ট এরকম,
এটা কোনো গল্প নয়, বরং এটা একটা লিজেন্ড যা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। অবশ্য লিজেন্ড সম্পর্কে কেউ সম্পূর্ণ বিশ্বাস করে না তবে যেহেতু আমার চোখের সামনে বেশ কিছু লিজেন্ড সত্য হতে দেখেছি তাই লেখক হিসেবেও এটাও প্রকাশ করলাম আমি। সহজে বোঝার জন্য গল্প আকারেই লেখেছি আমি।
গল্পটা একটা ছেলেকে নিয়ে যে তার সব কিছু হারিয়ে এক পর্যায়ে ওয়ার্ল্ডের সর্বোচ্চ একটা জায়গায় পৌঁছে যায়। এমন একটা জায়গায় যেখানে তার বিরুদ্ধে যাবে এমন কোনো ব্যক্তি আর জীবিত ছিলো না। ছেলেটা এটা সম্ভব করতে পেরেছিলো শুধুমাত্র তার ইমোশন ছাড়া একটা মনের কারণে। নিজের সব গুলো ইমোশন ত্যাগের বিনিময়ে ডার্কনেস এর থেকে অসীম শক্তি গ্রহন করেছিলো সে। এতোটা পারফেক্ট ছিলো সে যে আলো থেকে গ্রহন করা শক্তি নিয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে নি।
কিন্তু কথায় আছে না সব সময়েই অন্ধকারকে দূর করার জন্য একটা আলোই যথেষ্ট, ছেলেটার সাথেও এমন হলো। একটা আলোর মেয়ে আসলো যে ছেলেটার সম্পূর্ণ জীবন বদলে দিলো। তবে দিন এবং রাত যেমন একসাথে থাকতে পারে না ঠিক অন্ধকার এবং আলোও একসাথে থাকতে পারলো না। যে ছেলে তার ইমোশন হারিয়ে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিলো তার মাঝে আবারো ইমোশনের দেখা দিতে শুরু করে। ডার্কনেস এর নিয়ম ভেঙে ছেলেটার মাঝে ইমোশন দেখা দেওয়ার কারণে ছেলেটা তার সমস্ত পাওয়ার হারিয়ে আবারো পূর্বের মতো হয়ে যায়। ঠিক এই সময়ে বুঝতে পারে ছেলেটা কতটা ভুল করেছিলো। যে আলোকে কাছে পাওয়ার জন্য সে তার সকল পাওয়ার হারিয়ে অন্ধকার থেকে দূরে সরে আসে, সেই আলোতেই জ্বলে পুরে নিজের জীবনের শেষ সময়ে চলে আসে।
ছেলেটা প্রচুন্ত অনুতপ্ত হয়, কিন্তু এখন আর করার মতো তার কিছু ছিলো না। আলোর মেয়ে তাকে ছেড়ে দিয়েছে এমনকি সে আর অন্ধকারেও ফিরে যেতে পারছে না। আলোর সৈন্যদের টর্চারে প্রতিনিয়ত মৃত্যুর কাছাকাছি চলে আসে ছেলেটা। তবে এরপর তার সাথে কি হয় সেটা সম্পর্কে কেউ জানে না। কেউ ধারণা করে অন্ধকার আবার তাকে পাওয়ার দিয়েছে আবার কেউ ধারনা করে আলোর সৈন্যদের করা টর্চারে সে মারা যায়।
* * *
বইয়ের বাকি পাতা গুলো সাদা ছিলো। এলেক্স মনোযোগ দিয়ে উক্ত কনটেন্ট গুলো পড়ে নিয়েছে। তার আগ্রহ জাগছিলো পরে কি হয়েছে সেটা জানার জন্য কিন্তু যেহেতু আর কিছু লেখা নেই এবং প্রতিটা পাতা সাদা ছিলো তাই এলেক্স পড়তে পারলো না। এলেক্স বাস্তবে ফিরে আসলো।
তার নার্কোলেপসি স্কিলের সময় শেষ হয়েছে। এলেক্স চোখ খোলার সাথে সাথে সামনে বিশাল বিশাল দানব দেখতে পারলো। জায়েন্ট জম্বি যাদের স্পিড কম হলেও তাদের পায়ের পদক্ষেপে চারপাশ কেঁপে উঠছিলো। এলেক্স একটা দীর্ঘশ্বাস নিলো। নার্কোলেপসির কারনে এলেক্সের শরীর একদম ফ্রেস ছিলো এই সময়ে। কিভাবে ফাইট করেছে তার শরীর সেটা এলেক্স জানে না। তবে এই সময়ে তার কোনো ক্লান্তি ভাব কিংবা কোনোরকমের ক্ষুধা ছিলো না। তাই সে আবারো বেঁচে থাকার জন্য ফাইট করে যাচ্ছে।
* * * * *
ট্রাইল ফ্লোর,
মাঝারি সাইজের একটা রুম, এরকম প্রায় অগণিত রুম রয়েছে ট্রাইল ফ্লোরের মধ্যে। ট্রাইল ফ্লোরের নিয়ম অনুসারে প্রতিটা রুমের মধ্যে দশজন ব্যক্তি অবস্থান করতে পারবে। দশজনের বেশি ব্যক্তি কখনোই কোনো রুমের মধ্যে প্রবেশ করে নি এবং করবেও না। প্রতিটা রুমই একই ছিলো, একপাশের দেওয়ালে ১০ টা দরজা রয়েছে এবং সেই সাথে রুমের মধ্যে প্রতিটা প্রাইমারী অস্ত্র অবস্থিত ছিলো।
একটা করে অস্ত্র থাকলেও কেউ একটা তুলে নিলে সে জায়গায় ম্যাজিকের মতো আরো একটা একই অস্ত্র চলে আসে। ট্রাইল ফ্লোরের রুমগুলো এখন তেমন ভরপুর ছিলো না। প্রতিটা ফ্লোরেই ছেলে মেয়েরা তাদের পছন্দমতো অস্ত্র বেছে নিয়েছে। সবার চোখের সামনেই একটা মেসেজ দেখাচ্ছে সেটা হলো,
ཌসবাইকে স্বাগতম। সবার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তাই মেসেজটা সংক্ষেপ রাখতে চাচ্ছি। আমি এক্সব্লকের একটা ম্যাজিকাল পোগ্রাম যাকে সিস্টেম ও বলা হয়, আমাকে মূলত ট্রাইল ফ্লোরে থাকা নতুন এবং পুরাতন ইউজারদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। আজ থেকে আমি প্রতিটা ব্যক্তির কন্সটেলেশন হওয়া পূর্ব পর্যন্ত তাদেরকে সাহায্য করবো। সিস্টেম এর সাহায্যে প্রতিটা ব্যক্তি তাদের স্ট্যাট, স্কিল, জব এবং মিশন গুলো দেখতে পারবে। অনেকের কাছে এটা গেমের মতো লাগতে পারে কিন্তু এটা তেমন হলেও আবার তেমন নয়। সিস্টেম সম্পর্কে আরো কিছু জানা যাবে ট্রাইল ফ্লোর সম্পূর্ণ করলে।
আপাতোতো প্রতিটা ইউজার তাদের পাশে আরো ৯ জন ইউজার দেখতে পারছেন। কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কোনো ইউজার এনার্জি ব্যবহার করতে পারবে না আপাতোতো সময়ের জন্য। যেহেতু ট্রাইল ফ্লোর প্রতিটা ব্যক্তিকে সমান একটা সুযোগ দিয়েছে তাই টাওয়ার চাচ্ছে এই সুযোগ ব্যবহার করে পূর্বের দুর্বলতা ভেঙে সবাই আরো উপরে উঠে আসুক। প্রতিটা ইউজারের কন্সটেলেশন হওয়ার অপেক্ষা করবো আমি। সিস্টেমের সাথে যেসব কার্যক্রম রেকর্ড করা রয়েছে সেগুলো প্রতিটা ইউজার মেইন ইভেন্ট এবং সাইড ইভেন্ট হিসেবে পেয়ে যাবে এবং ইভেন্ট গুলো শেষ করার মাধ্যমে জব, টাইটেল, স্কিল এমনকি স্ট্যাট বৃদ্ধি করে ইউজার শক্তিশালী হতে পারবে। এছাড়াও সিস্টেম এর কমিউনিটি অপশন দিয়ে অন্য রুমে, অন্য ফ্লোরে এমনকি এক্সব্লকে প্রবেশ করার পর পৃথিবীর সামাজিক মাধ্যমের মতো যোগাযোগ স্থাপন করা সম্ভব। ད
ཌমেইন ইভেন্ট: সামনে থাকা দশটা দরজার মধ্যে থেকে ইউজারকে একটা দরজায় প্রবেশ করতে হবে। ১ নম্বর দরজা সবচেয়ে স্বাভাবিক দরজা যেখানে প্রবেশ করার মাধ্যমে যেকেউ চাইলে ট্রাইল ফ্লোর সম্পূর্ণ করতে পারবে মানে তাকে বারতি কিছু করতে হবে না। ২ নম্বর দরজা থেকে ইউজারকে টাওয়ারের টেস্টে অংশগ্রহন নিতে হবে। হোস্টের জন্য বলা হচ্ছে, যত উপরের দরজায় প্রবেশ করবে হোস্ট ততই বিপজ্জনক টেস্টে তাকে অংশ নিতে হবে এবং ইভেন্ট শেষ করলে ততই বড় রিওয়ার্ড পাবে। ད
ཌ
১ম দরজার রিওয়ার্ড: +1 প্রতি স্ট্যাট
২য় দরজার রিওয়ার্ড: +2 প্রতি স্ট্যাট
৩য় দরজার রিওয়ার্ড: +3 প্রতি স্ট্যাট, 1+ কমন আইটেম
৪র্থ দরজার রিওয়ার্ড: +4 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ নরমাল আইটেম
৫ম দরজার রিওয়ার্ড: +5 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ ম্যাজিক আইটেম
৬ষ্ঠ দরজার রিওয়ার্ড: +6 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ রেয়ার আইটেম
৭ম দরজার রিওয়ার্ড: +7 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ ইউনিক আইটেম, জব সিলেকশন চান্স
৮ম দরজার রিওয়ার্ড: +8 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ লিজেন্ড্রি আইটেম, জব সিলেকশন চান্স
৯ম দরজার রিওয়ার্ড: +9 প্রতি স্ট্যাট, 2+ র্যানডম স্কিল, 1+ লিজেন্ড্রি রেলিক, জব সিলেকশন চান্স
১০ম দরজার রিওয়ার্ড: +10 প্রতি স্ট্যাট, 3+ র্যানডম স্কিল, 1+ মিস্টিক রেলিক, জব সিলেকশন চান্স
ད
রুমের মধ্যে থাকা প্রতিটা ব্যক্তির সামনে থ্রিডি প্রজেকশনের মতো করে এই মেসেজটা আসলো। কিছু কিছু ব্যক্তির জন্য এটা নতুন ছিলো না তবে অধিকাংশের কাছে এটা নতুন একটা বিষয় ছিলো। সিস্টেমের বলা কমিউনিটি অপশনের সাহায্যে সবার গুরুত্বপূর্ণ তথ্য গুলো পেতে বেশি সময় লাগলো না। তাই মনের মধ্যে সাহস নিয়ে একটা অস্ত্র নিয়ে প্রতিটা ব্যক্তিই চলে গেলো একটা দরজার দিকে।
একটা হলুদ চুল এবং নীল চোখ যুক্ত ছেলে বসে আছে। রুমের সব গুলো অস্ত্রের মধ্য থেকে সবচেয়ে লম্বা সোর্ডটা পাশে রেখে সে বসে আছে। রুমে আরো নয় জন লোক বসে আছে। হলুদ চুলওয়ালা ছেলেটাকে দেখে তার বয়স বোঝা যাচ্ছিলো না। দেখতে একদম বাচ্চা বাচ্চা টাইপের ছিলো, অন্যদিকে তার রুমে থাকা ব্যক্তিরা সবাই এল্ফ ছিলো। মানুষ হওয়া সত্ত্বে এল্ফ গুলো ছেলেটার দিকে কোনো রকম ফোকাস দিলো না। প্রতিটা এল্ফ হাতে একটা করে ধনুক এবং পিছে তীর রাখার থলের মাঝে বেশ কিছু তীর নিয়ে দাঁড়িয়ে আছে চিন্তিত ভাবে। তারা নিজেদের মাঝে কথা বলে যাচ্ছে।
-> কমিউনিটি অপশনটা না থাকলে হয়তো অন্যদের মতো আমরাও ভুল করতাম।
-> হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত আমাদের।
-> যেহেতু আমরা ছোট থেকেই ধনুকে পারদর্শী তাই আমার মনে হয় আমাদের তৃতীয় দরজায় গেলেই ভালো হবে।
-> চতুর্থ দরজা সম্পূর্ণ অসম্ভব আমাদের লেভেল আর স্ট্যাটে।
-> কে জানতো এরকম কিছু হবে, প্রথমে জানলে আমরা ম্যাজিকের দিকে ফোকাস না দিয়ে আমাদের স্ট্রেন্থও বৃদ্ধি করতাম।
-> তাতেও কোনো লাভ হতো না। বিস্টম্যান গুলো কমিউনিটিতে পোস্ট করেছে, বাকিদের মতো তাদের স্ট্রেন্থও ৯৫% কমে গিয়েছে।
-> আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হয়? প্রথমে আমাদের এনার্জি নিয়ে নেওয়া হয়েছে এবং এনার্জি ক্যাপাসিটিও ৯৫% কমে গিয়েছে। যেটা আমরা সারাজীবন চেষ্টা করে বৃদ্ধি করেছি। সেই সাথে অন্যান্য স্ট্যাট যারা বৃদ্ধি করেছে তাদের সেই স্ট্যাট ৯৫% কমে গিয়েছে।
-> যেহেতু আমরা এক্সব্লকে প্রবেশ করছি তাই এটা স্বাভাবিক। আমাদের যে প্রবেশ করতে দিচ্ছে এতেই আমাদের শুকরিয়া আদায় করা উচিত।
-> কিন্তু এভাবে প্রবেশ করে লাভই হবে কি? পূর্বে থেকে এক্সব্লকে থাকা ব্যক্তিগুলো তো এক একটা আমাদের পূর্বের থেকেও শতগুণে শক্তিশালী হওয়ার কথা। আমরা যদি এভাবে প্রবেশ করি তাহলে তাদের স্লেভ হওয়া ছাড়া আর কিছু কি করতে পারবো?
-> এসব চিন্তা বাদ দাও। যদি আমরা ৯ জন প্রবেশ করি তাহলে ৩য় দরজা আমাদের জন্য তেমন কঠিন হবে না।
-> দ্বিতীয় দরজার রিওয়ার্ড গুলো তেমন আহামরি নয়। কমিউনিটিতে যারা পোস্ট করেছে এবং কমেন্ট করেছে তাদের মধ্য থেকে ৯৯% ই দ্বিতীয় দরজার টেস্ট সম্পূর্ণ করেছে।
-> যদিও মূল রিওয়ার্ড ৭ম দরজা থেকে, কিন্তু সেটা সম্ভব নয় আমাদের জন্য। ৪র্থ দরজার ভিতরেই এই পর্যন্ত যারা প্রবেশ করেছে তারা মারা গিয়েছে।
-> হ্যাঁ আমাদের বেশি লোভ করাটা ঠিক হবে না। তৃতীয় ফ্লোরই আমাদের জন্য যথেষ্ট।
কথাগুলো বলে এল্ফ গুলো ধনুক এবং তীর নিয়ে তৃতীয় দরজার মধ্যে প্রবেশ করলো। একবারের জন্য তারা পিছনে তাকিয়েও দেখলো না হলুদ চুলওয়ালা ছেলেটার দিকে। লোকগুলো চলে যাওয়ার সাথে সাথে দাঁত বের করে পাগলের মতো হাসতে লাগলো ছেলেটা। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। পাশে থাকা টু হ্যান্ডেড লং সোর্ডটার হাতল ধরে সেটা কাঁধের উপরে তুলে নিলো। ধারালো ব্লেডে লেগে ছেলেটার পরে থাকা টিশার্ট টা কাঁধ থেকে অনেকটা কেটে গেলো এবং ডান হাতে ডানায় (যে জায়গায় টিকা দেওয়া হয়) একটা ড্রাগনের ট্যাটু ভেসে উঠলো।
-> ভাবলাম হয়তো এল্ফ গুলো অন্যান্য নুব গুলোর মতো ভালো রিওয়ার্ডের আশায় উপরের দরজায় প্রবেশ করবে। অনেক গুলো সুন্দরী মেয়ে ছিলো যারা পাত্তাই দিলো না আমাকে। এক একটাকে এই সোর্ড দিয়ে কাটলে কেমন লাগতো সেটা আমি এখন অনুভব করতে পারলাম না। আফসোসটা থেকেই যাবে।
ছেলেটা আবারো দাঁত বের করে একটা হাসি দিয়ে ১০ নম্বর দরজার সামনে দাঁড়ালো।
-> যেহেতু অনেক কষ্টে নিচের ফ্লোরে এসেছি তাই এই সুযোগে নতুন একটা রেকর্ড করেই যায় যেটা কারো ভাঙার সাধ্য হবে না।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।