আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King Part: 244 (Hridoy Bappy)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated


 [গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]

#Demon_King#


The Beginning

পর্ব:২৪৪

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এক্সব্লকের কোনো এক জায়গায়,

দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে।

-> আচ্ছা আউটার ওয়ার্ল্ড থেকে যে ব্যক্তিগুলো আসছে এখন তাদের ওয়ার্ল্ডের কি হবে?

-> কি আর হবে, আমার যতদূর ধারনা সেগুলো টাইম প্রিজমের মধ্যে পরবে এবং কন্সটেলেশনের অ্যাভেটারদের ব্যাটেলের মাঝে ধ্বংস হয়ে যাবে। 

-> কিন্তু সব গুলো ব্যক্তিই তো আউটার ওয়ার্ল্ড থেকে এখন ট্রাইল ফ্লোরে রয়েছে, তার মানে সব কন্সটেলেশনদের অ্যাভেটার গুলোও এখন ট্রাইল ফ্লোরে। 

-> আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছো, কিন্তু এটা সম্পর্কে আমারো ধারনা নেই। যদি সবাই আউটার ওয়ার্ল্ড থেকে চলে আসে এবং সেখানে যেহেতু এক্সব্লকের ভিতর থেকে প্রবেশ করাটা অসম্ভব তাই কি হবে সেটা আমিও জানি না। আমি শুধু তোমাকে আমার ধারনা টুকু জানালাম। 

-> টাইম প্রিজম আসলেই অনেক ভয়ানক। এক্সব্লকে আসার পরে আমি জানতে পেরেছি, আমার ওয়ার্ল্ডের কন্ট্রোলে যে কন্সটেলেশন ছিলো সে এমন তার অ্যাভেটার দিয়ে এমন কিছু করেছে যে কারণে আমার ওয়ার্ল্ড টাইম প্রিজমের মধ্যে পরেছিলো। এরপরে শুধু শুনেছি সেখানে কয়েকশত কন্সটেলেশনের অ্যাভেটারের মধ্যে ফাইট হয় এবং ওয়ার্ল্ডটা ধ্বংস হয়ে যায়।

-> টাইম প্রিজম জিনিসটায় অনেক রহস্যের। আমাদের মতো নিচের ফ্লোরের ব্যক্তিরা ভালো করে কিছুই জানে না এটা সম্পর্কে।

-> আমাদের সার্ভ করা কন্সটেলেশন ও এই পর্যন্ত টাইম প্রিজম সম্পর্কে আমাদের কিছুই বলে নি। 

-> আমার কৌতুহল বেড়ে যাচ্ছে, যদি আমি টাইম প্রিজমের কোনো একটা ওয়ার্ল্ডে গিয়ে দেখতে পারতাম। 

তাদের কথা থেমে গেলো। হঠাৎ করে সামনে থাকা বিশাল একটা পাহাড়ের সাথে থাকা একটা দরজা খুলতে লাগলো। দুজনেই বসা থেকে উঠে দাঁড়ালো।

-> মনে হচ্ছে নুব গুলো একে একে চলে আসছে। 

-> এটা আসলেই একটা ঝামেলা, জানি না এম্পেরর এরকম আদেশ দিয়েছে কেনো? আমরা তো চাইলেই সবাইকে চাকর বানিয়ে ফেলতে পারতাম।

-> আমি তো শুধু এই কাজটা শেষ করে ট্রাইল ফ্লোরের ৫/৬ নম্বর রুম ক্লিয়ার করতে যাবো।

দরজা খোলার পরে ভিতর থেকে একে একে বেশ কিছু ব্যক্তি প্রবেশ করলো। যারা সর্বপ্রথম এক্সব্লকে প্রবেশ করে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলো না। সামনে বিশাল একটা খোলা সবুজ ঘাসের মাঠ যার কোনো শেষ দেখতে পারছিলো না। পরিবেশটা এতোটা সুন্দর যে তাদের মনে হচ্ছিলো ৩২k রেজুলেশনে তারা কোনো ফ্যান্টাসি মুভি দেখছিলো। শুধু মাত্র মাঠের সৌন্দর্য নয় বরং প্রতিটা বস্তুকণা তাদের নিজেদের ওয়ার্ল্ডের থেকে লক্ষ গুণে ভিন্ন ছিলো। একজন তো নিচেই পরে গেলো এবং বলতে লাগলো,

-> ঘাসটা পর্যন্ত উজ্জ্বল করছে, শেষ মেষ আমি তাহলে পৌঁছে গেছি। 

কথাটা বলে ঘাসের ঘ্রাণ টেনে নিতে লাগলো লোকটা। অন্যদিকে দুজন যারা এতোক্ষন বসে কথা বলছিলো, তাদের একজন আরেকজনকে বলতে লাগলো,

-> একটু আগে কি ঔখানে পানি বিসর্জন করে আসলে না? 

কথাটা বলেই দুজনে হাসি থামাতে পারলো না। আর ঠিক এমন সময়ে তাদের পিছন থেকে একটা সিলভার কালারের আর্মার পরে একজন লোক এগিয়ে আসছিলো। তার ডান হাতে মাথার হেলমেট ছিলো, যা আর্মারেরই একটা অংশ। গলায় একটা চাদর বা কেপ বাধা রয়েছে যা পিছনে ঝুলছিলো। সেই চাদরে সুন্দর করে একটা অর্ধ সিলভার কালারের চাঁদের ছবি আকা রয়েছে। একটা সুন্দরী এবং কোল্ড এক্সপ্রেশন এর কমবয়সী মেয়ে যার বাম চোখের উপরে কালো একটা আইপ্যাছ বা কাপড় দিয়ে ঢাকা। সে এগিয়ে এসেই বলতে লাগলো,

-> সবাইকে এক্সব্লকে স্বাগতম, যেহেতু এটা প্রথম ফ্লোর এবং টাওয়ার নিজে থেকে সবাইকে প্রবেশের সুযোগ দিয়েছে তাই আমরা যারা টাওয়ারে পূর্বে থেকে ছিলাম তারাও সবাইকে একটা করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিলভার এম্পায়ার প্রতিটা আউটার ওয়ার্ল্ডের ব্যক্তিদের থাকার জন্য নতুন একটা কিংডম তৈরি করেছে এবং আপনারা সবাই সেখানে সিলভার এম্পায়ারের আন্ডারে থাকতে পারবেন। শুধুমাত্র সিলভার এম্পায়ার নয়, বাকি তির এম্পায়ার যারা একত্রে সিলভার এম্পায়ারের সাথে প্রথম ফ্লোর নিয়ন্ত্রন করে যাচ্ছে তারা সকলেই একটা করে কিংডম তৈরি করেছে আউটার ওয়ার্ল্ডের ব্যক্তিদের জন্য। আপনারা আপাতোতো এক সপ্তাহের জন্য সিলভার এম্পায়ারে থাকবেন এবং এক সপ্তাহ পরে সবাইকে সিলভার এম্পায়ারের নাগরিকতা দান করা হবে। এই এক সপ্তাহের মাঝে যদি কেউ তাদের মত চেঞ্জ করে অন্য এম্পায়ারে যেতে চায়, তাহলে তারা চাইলে অন্য এম্পায়ারে যাত্রা দিতে পারে। আমার বলার মতো এটুকুই ছিলো, আশা করি কেউ কোনো রকমের ঝামেলা না তৈরি করে আমার সাথে নতুন কিংডমের দিকে রওনা দিবেন।

মেয়েটার শরীর থেকে অন্য রকম একটা অউরা বের হচ্ছিলো। দরজার ভিতর থেকে বের হওয়া একটা লোকও পূর্বে এনার্জি ব্যবহার করতে পারে নি কিংবা পারলেও তেমন পারদর্শী ছিলো না। যারা এনার্জি ব্যবহার করতে পেরেছিলো এক সময়ে তারাও এখন এমন অবস্থায় রয়েছে যেখানে তারা এনার্জি ব্যবহার করতে পারছে না। তবে এই বিশাল দরজা পার করার পর প্রতিটা ব্যক্তিই এনার্জি অনুভব করতে পারছে। যারা এক সময়ে এনার্জি অনুভবও করে নি তারাও প্রথমবারের জন্য ফিল পাচ্ছে। 

* * * * * 

অন্য একটা এরিয়ার মধ্যে,

তিনজন ব্যক্তি বসে আছে। তাদের তিনজনের সামনেই সিস্টেম এর থ্রিডি প্রজেকশন মেসেজ ভেসে বেরাচ্ছে। তিনজন বলতে লাগলো,

-> আমি তো বেশ কিছু কয়েন ইনভেস্ট করেছি, যা থেকে ভালোই একটা লাভ পেয়েছি।

-> আর এদিকে দুজনের উপরে ইনভেস্ট করেছি কিন্তু তারা দ্বিতীয় দরজাই শেষ করতে পারে নি। 

দুজনের কথার মাঝে তৃতীয় ব্যক্তিটা মুচকি মুচকি হাসতে লাগলো। তার হাসি দেখে দুজনে কৌতহল নিয়ে দুজনে তার দিকে তাকালো। তার দিকে তাকানোর পরেই তৃতীয় ব্যক্তিটা বলতে লাগলো,

-> তোমরা আসলেই বোকা, কে দরজা ক্লিয়ার করবে সেটার উপরে ইনভেস্ট না করে আমার মতো কে কোন দরজায় মারা যাবে সেটার উপরে ইনভেস্ট করো দেখবে কম সময়ে বড়লোক হয়ে যাবে। 

-> এরকম রিস্কের কাজ করতে চাই না। একবার ফ্লোর এডমিনিস্ট্রেটরের কাছে ধরা পরলেই আমাকে মনস্টার বানিয়ে কোনো ড্যানজনের মধ্যে ফেলে দিবে। 

-> কিন্তু আমাদের গেইটের সামনে কেউ দিয়ে কেউ আসছে না কেনো? এতোক্ষণে তো অন্যান্য সব জায়গাতেই আউটসাইডারদের বের হয়ে যাওয়ার কথা।

-> চিন্তা করার কি দরকার। কেউ না আসলে আমাদের জন্যই ভালো। আর আসলেও তারা মারা যাবে আমাদের হাতে, তাই আসা না আসা একই হলো।

-> ভুল বলতেছো কেনো, সবাই আমাদের হাতে মারা যাবে না। বরং শুধু যেগুলো আমাদের কাজে আসবে না সেগুলো মারা যাবে, বাকিগুলোকে জোর করে নিয়ে যেতে হবে।

-> আমি শুধু ভাবছি যারা বের হবে তাদের মধ্য থেকে সুন্দরী একটা মেয়ে আসলেই আমার জন্য জ্যাকপট হবে। কোনো কাজে আসবে না বলে ক্লান লিডারকে বলে মেয়েটাকে আমার স্লেভ বানিয়ে নিলাম।

-> কয়টা লাগে তোমার? এমনিতেই তো দুইটা এল্ফ স্লেভ আছে তোমার। 

-> আমার হ্যারেম কিং হওয়ার স্বপ্ন, এটা তোমার মাথায় কিছু ঢুকবে না।

দ্বিতীয় দরজা থেকে ৪র্থ দরজার মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে র‍্যানডম ভাবে সিস্টেম দেখাচ্ছে কমিউনিটি অপশনের মধ্যে। ট্রাইল ফ্লোরে যারা রয়েছে কিংবা বর্তমানে যারা ট্রাইল ফ্লোর থেকে বের হয়েছে শুধুমাত্র তারা ব্যতীত পুরো টাওয়ারের ফোকাস এখন এই কমিউনিটির মধ্যে। ওয়ার্ল্ড কাপ শুরু হলে যেমন কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকে ঠিক একই ভাবে এখন পুরো টাওয়ারের ব্যক্তিরা এমনকি সব কন্সটেলেশনও তাকিয়ে আছে ট্রাইল ফ্লোরের দিকে। আর এটা সম্ভব করেছে সিস্টেম। তবে এটা শুধুমাত্র ৪র্থ দরজার জন্য সীমিত ছিলো। ৫ম থেকে ১০ম দরজায় কি হয় সেটা কোনো কন্সটেলেশনও জানে না। তবে একবার যখন দরজা গুলো কম সময়ে ক্লিয়ার হয় তখন সিস্টেম এর মাধ্যমে পুরো টাওয়ার সেটা জানতে পারে।

-> আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যদি কোনো সুন্দরী পায় তাহলে তোমার মতোই সেটাকে স্লেভ বানিয়ে ফেলবো। 

-> আমিও।

ঠিক এমন সময় দরজা খোলার শব্দ তিনজনের কানে আসলো। তিনজনই উঠে এগিয়ে গেলো আগ্রহ নিয়ে। কিন্তু কিছুক্ষণ হয়ে যায় ভিতর থেকে কোনো ব্যক্তি বের হয় না।

-> আমরা তাদের হত্যা করতে শুরু করবো এটা কি জেনে গিয়েছে তারা? 

-> কিভাবে জানবে যদি আমরা না বলি? মনে হচ্ছে ভিতরে মনস্টারের সাথে ফাইট করে গুরুতর আক্রান্ত হয়ে আছে সবাই।

-> তাহলে তো আমাদের জন্য সহজ হবে।

আস্তে আস্তে দরজার ভিতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। হাতে কোনো রকমের অস্ত্র ছিলো না। হলুদ চুল এবং চোখ চোখ ওয়ালা ছেলে বের হওয়ার পর তিনজনেই খেয়াল করলো ছেলেটার শরীরে বিভিন্ন রকম ক্ষত দেখা যাচ্ছে যা থেকে ব্লাড বের হচ্ছিলো একটু একটু করে। তিনজনে ভাবতে লাগলো,

❝মনে হচ্ছে যারা এইখানে এসেছে তাদের সবাই ফাইট করে মারা গিয়েছে এবং শুধুমাত্র এই ছেলেটা রয়েছে।❞ 

তিনজনের মধ্যে থেকে একজন বলতে লাগলো,

-> ঔ ছেলে ভিতরে আরো কেউ থাকলে তাদের বের হতে বলো, আমরা তোমাদের গাইড এবং তোমাদের নিরাপদ জায়গাতে নিয়ে যাবো।

তিনজন দরজার ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই ছেলেটার থেকে সিওর হতে চাচ্ছিলো ভিতরে আরো কেউ আছে কিনা। কিন্তু ছেলেটাকে কথাটা বলার পরই একসাথে তিনজন চোখের পলক ফেললো। চোখের পাতা খোলার সাথে সাথেই সামনে আর ছেলেটাকে দেখতে পারলো না।

-> আমার বেশ কয়েক ধরনের ব্যক্তিদের জীবিত রাখতে ইচ্ছা করে না যাদের মধ্যে একটা হলো, যারা সুন্দরী মেয়েদের স্লেভ বানিয়ে রাখতে চাই। 

হলুদ চুল ওয়ালা ছেলেটা চোখের পলকের মধ্যেই তিনজনের পিছনে চলে গিয়েছে এবং ডান হাত একজনের মাথার ডান সাইডে এবং বাম হাত আরেকজনের মাথার বাম সাইডে রেখে চাপ দিলো অনেক জোরে। সাথে সাথেই দুজনের মাথা গুঁতো খেয়ে থেঁতলে গেলো এবং শরীর নিস্তেজ হয়ে পরে গেলো। পাশে থাকা তৃতীয় ব্যক্তির পুরো শরীর জমে গেলো। সে নরতে পারছিলো না হঠাৎ করে এরকম একটা দৃশ্য দেখে।

-> তুমিইইইই্, তুমি কোনো আউটসাইডার নও, এরকম স্ট্রেন্থ শুধুমাত্র এক্সব্লকের পূর্বে থেকে থাকা ব্যক্তিদের মাধ্যমেই সম্ভব। না মূল বিষয় হলো তুমি আমাদের সাথে কেনো ফাইট করছো, নিশ্চয় আমাদের আর্মারের সিম্বল দেখে তোমার বুঝে যাওয়ার কথা যে আমরা কোন ক্লানের লোক। আমাদের ক্লানের সাথে এম্পায়ারের সিলভার ক্লানও ফাইট করতে সাহস পায় না।

লোকটা ছেলেটাকে ভয় দেখাতে চাচ্ছিলো নিজের পিছনের পাওয়ার দিয়ে, কিন্তু ছেলেটা তার মুখে থাবা দিয়ে ধরলো। চাপ দেওয়ার সাথে সাথে মুখের হাড় ভেঙে সেও পরে গেলো নিচে। ছেলেটা এবার বলতে লাগলো,

-> আন্ডার ওয়ার্ল্ডে গিয়ে মেয়েদের পর্যাপ্ত সম্মান দিতে শিখে নিও। যে মেয়েদের স্লেভ বানিয়ে রাখতে চাচ্ছিলো তার মতো আরেকটা মেয়ে না থাকলে তোমাদের মতো নিম্ন মানের ব্যক্তির জন্ম হতো না। 

তিনটা শরীর নিচে পরে আছে যাদের মাথা থেকে ব্লাড বের হচ্ছে। ব্লাড গুলো থেকে একটা লাল ধোঁয়ায় পরিণত হতে লাগলো এবং তা আস্তে আস্তে ছেলেটার শরীরে প্রবেশ করে সব গুলো ইনজুরি ঠিক করক দিলো। ছেলেটা এবার বলতে লাগলো,

-> তাহলে এটা কি ব্লাড হিলিং এর ইফেক্ট! নিজেকে তো এখন ভ্যাম্পায়ার মনে হচ্ছে। শুনেছি মেয়েরা ভ্যাম্পায়ার পছন্দ করে, তাহলে কি আমি দুটো লম্বা দাঁত আর সাদা পাউডার লাগিয়ে নিবে শরীরে? 

কথাটা বলেই দুই হাতের তালু মাথার পিছনে দিয়ে মুখ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে ছেলেটা চলে গেলো সে জায়গা থেকে। 

* * * * * 

আউটার ওয়ার্ল্ড,

যেহেতু টাইম প্রিজমের মধ্যে রয়েছে পৃথিবী, তাই এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই অন্যান্য ওয়ার্ল্ডে। এমনো হতে পারে এই ওয়ার্ল্ডে হাজারো সিভিলাইজেশ্যন জন্ম মৃত্যু পার করে চলে গেছে কিন্তু স্বাভাবিক একটা ওয়ার্ল্ডে একদিন কেটেছে। আবার এমনো হতে পারে কয়েক মিলিয়ন বছর কেটেছে টাইম প্রিজমের ওয়ার্ল্ডে কিন্তু একটা স্বাভাবিক ওয়ার্ল্ডে এক মিনিট কেটেছে। পুরোটায় ভাগ্যের উপরে ডিপেন্ড করবে।

এলেক্স কতগুলো মনস্টার হত্যা করেছে সেটা হিসাব করতে পারছে না। অগণিত মনস্টার যাদের একটা হত্যা করলে আরো দশটা মাটির মধ্য থেকে উঠে। এছাড়াও মনস্টার গুলো যে শুধুমাত্র পৃথিবীর ছিলো এমন নয়। হাজার হাজার ওয়ার্ল্ডের মধ্যে এই পর্যন্ত যতগুলো জীবিত বস্তু মারা গিয়েছে তাদের সবার জম্বি গুলো মাটি থেকে উঠেছে। স্বাভাবিক পৃথিবীতে মোট জনসংখ্যা ছিলো প্রায় ৬ বিলিয়ন। আর পৃথিবীতে কত গুলো মানুষ মারা গিয়েছিলো সেটা হিসাব করাটা তো একদম কষ্টকর। সেই সাথে হাজার হাজার ওয়ার্ল্ডে কতগুলো জীবিত বস্তু এই পর্যন্ত মারা গিয়েছে সেটার হিসাব করাটাও অসম্ভব। ঠিক তেমনি এলেক্স এই পর্যন্ত কতগুলো মনস্টার হত্যা করেছে সেটাও অসম্ভব। মাসে একদিন ব্যতীত এলেক্স রেস্ট নেওয়ার মতো কোনো সময় পায় নি। দিন নেই রাত নেই প্রতিটা সময় এলেক্সকে ফাইট করে যেতে হয়েছে জীবিত থাকার জন্য। কোনো রকম এনার্জি নেই, শুধুমাত্র শারিরীক শক্তির মাধ্যমে ফাইট করে এলেক্স তার লিমিটকে আরো অতিক্রম করে নতুন একটা পর্যায়ে চলে এসেছে।

ভাঙা বেশকিছু দালানের উপরে এলেক্স শুয়ে আছে। চারপাশে উঁচু জায়গার মধ্যে শুধুমাত্র এটায় দেখা যাচ্ছে। তাছাড়া যতদূর চোখ যাবে সব শুধু কালো ব্লাডে ভরা। পুরো ওয়ার্ল্ড একটা বিশাল কালো সমুদ্রে পরিণত হয়েছে যার মাঝে শুধুমাত্র একটা জায়গা দূর থেকে ফুটে উঠবে আর সেটা যেখানে এলেক্স রয়েছে। 

-> এরকম চলতে থাকলে আমি যে কোনো সময়ে আমার মাইন্ড হারিয়ে ফেলতে পারি। (এলেক্স)

এলেক্স দীর্ঘ একটা শ্বাস ছেড়ে কথাটা বললো। তার কথাটা বলার মূল কারণ মূলত তার সাথে হয়ে যাওয়া ঘটনাটি। প্রথমে এক মিলিয়ন বছরের মতো এলেক্সকে তার মাইন্ডে থাকতে হয়েছে। শক্তিশালী হওয়ার জন্য এলেক্স আরো করতে পারতো, এরপর এখানে কতটা বছর এলেক্স কাটিয়েছে সেটা তার সিস্টেমও হয়তো হিসাব করতে পারবে না। তবে এলেক্স জানে সেটা তার মাইন্ডের সে জায়গার থেকেও অনেক বেশি সময় হবে। যদিও এলেক্স আরো এমন সময় কাটাতে পারবে শক্তিশালী হওয়ার জন্য, কিন্তু তার চিন্তা এখানে নয়। দিন দিন এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে পরিস্থিতি, যেখানে যেকেউ তাদের মাইন্ড হারিয়ে পাগল হয়ে যেতো। এলেক্স বিষয়টা বুঝতে পেরেছে। এই সময়ে এলেক্সের মনে হচ্ছে না তার আর কোনো রকমের ইমোশন রয়েছে। সাব-কনশাস এর মধ্যেও কোনো ইমোশন থাকলে সেটাও এলেক্সের এখন আর থাকার কথা না। কোনো বিষয়ে এলেক্সের আর আগ্রহ জাগে না। 

যেখানে যেকারো আগ্রহ জাগাটা স্বাভাবিক যে এই এলেক্সকে এরকম কাজ কে করাচ্ছে, বা তার ডেস্টিনি নিয়ে কে কন্ট্রোল করছে, 

-> কিন্তু জানি না কেনো, আমার একটুও আগ্রহ জাগছে না আগের মতো এটা জানতে। (এলেক্স)

এলেক্সের নীল কালারের চোখের নিচ দিয়ে কালো দাগ পরে গিয়েছে। নীল চোখের মাঝেও কালো ছাউনি পরেছে যা এলেক্সের দৃষ্টিশক্তিতে কোনো পার্থক্য তৈরি করছে না। এলেক্সের চুলগুলোও রং হারিয়ে একদম সাদা নয় বরং কিছুটা সিলভার কালার ধারণ করেছে। চুলগুলো বড় এলেক্সের এলেক্সের কোনো দাঁড়ি কিংবা গোঁফ হয় নি। ঠিক এমন সময় এলেক্স কিছু একটা অনুভব করলো। এলেক্সের সেন্স এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যে কারণে সে কোনো কিছু চোখের সামনে হওয়ার পূর্বেই এমনকি হওয়ার পূর্বেই জানতে পারে। যে কারণে সে উঠে বসলো। এমন সময় ব্লাডের সাগরের মধ্য থেকে প্রায় এক হাজারের বিশাল ওয়াটার টাইপের ডাইনাসোর এবং বেশ কিছু ডিম্যানের জম্বি চারদিক দিয়ে এলেক্সকে হামলা করলো। এলেক্স বসা অবস্থাতেই মনস্টার গুলোর এক ইঞ্চি নরার পূর্বেই পাশে থাকা ন্যাকরো ব্লেডকে নিয়ে প্রচুন্ড স্পিডে একটা সেগুলোর শরীরের কাছে গিয়ে আবার চলে আসলো। এলেক্স কি করলে সেটা লেখকের বিবরণের স্পিডেরও বেশি ছিলো যে কারণে এক ইঞ্চি নরবার পূর্বেই সব গুলো মনস্টার টুকরো টুকরো হয়ে কালো পানির মধ্যে পরে গেলো। এলেক্স আবার বসে পরলো এবং ব্লেডটা রাখতে যাবে ঠিক এমন সময় সেটা উজ্জ্বল হতে শুরু করলো এবং আশেপাশে থাকা কালো ব্লাডের সাগরের সমস্ত ব্লাড এবজোর্ব করতে লাগলো। পুরোটা এবজোর্ব করার সাথে সাথে এলেক্সের সামনে একটা মেসেজ আসলো,

꧁ཌ কনগ্রাচুলেশন হোস্ট, ন্যাকরো ব্লেড (কপি) এর হিডেন ইফেক্ট এর সাহায্যে সব আনডেড টাইপের মনস্টারের ব্লাডকে ডেড এনার্জিতে কনভার্ট করা হয়েছে। বিপুল পরিমাণ এনার্জির কারণে আইটেম ন্যাকরো ব্লেড (কপি) ইভোলিউশনে পা দিতে পারবে এবং একটা পূর্ণাঙ্গ আইটেম হতে পারবে। ད꧂

꧁ཌ বিপুল পরিমাণ এনার্জি যা আইটেম ন্যাকরো ব্লেড (কপি) এবজোর্ব করতে পারে নি। বাকি এনার্জি রিং অফ বিলজবাব এবজোর্ব করে নিয়েছে। ད꧂

꧁ཌ কনগ্রাজুলেশন হোস্ট, আপনি ডিম্যান কিং সিস্টেমকে ১০০% আনলক করেছেন। এই সময়ে আপনি সিস্টেমের সমস্ত অপশন ব্যবহার করতে পারবেন। রিওয়ার্ড ক্যালকুলেশন করা হচ্ছে। ད꧂

এলেক্স একদম স্বাভাবিক থেকে বলতে লাগলো,

-> ইগ্রিড।

এলেক্সের কথা শুনে তার ছায়া থেকে বেরিয়ে গেলো কালো একটা ছায়া। সে এলেক্সের সামনে হাঁটু গেঁথে বসে পরলো।

ཌ মাই কিং, আমি এই সময়ের অপেক্ষায় করছিলাম। আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। ད

এলেক্স খেয়াল করলো তার হাতে ন্যাকরো ব্লেড থাকার কারণে সেটা থেকে সে নিজেও অনেকটা এনার্জি এবজোর্ব করে নিতে পারছিলো। তাই সে ইগ্রিতকে বলতে লাগলো,

-> যেহেতু আমি মেরেছি এসব মনস্টারকে, তাহলে এরাও কি তোমার মতো হবে? (এলেক্স)

ཌ মাই কিং, আপনার হত্যা করা একটা বস্তুর সউলও আন্ডারওয়ার্ল্ডে যেতে পারবে না আপনার আদেশ ব্যতীত। তবে এসব মনস্টার অনেক পূর্বেই মারা গিয়েছিলো এবং সউল ছাড়া তাই আমি বলতে পারছি না। তারপরও তাদের ডাক দিয়ে দেখতে পারেন। অনেক কুল একটা লাইনও ঠিক করেছি মাই কিং আপনার জন্য। আপনি এনার্জি ত্যাগ করে Wake Up To Reality বলে দেখেন। ད

ইগ্রিতের দিকে না তাকিয়েই এলেক্স কথাটা শুনলো। এলেক্স ইগ্রিতের কথা শুনে তাকালো। তার হাতে ন্যাকরো ব্লেড রয়েছে যা পর্যাপ্ত এনার্জি এলেক্সকে সাপ্লাই দিচ্ছিলো। এলেক্সের শরীর থেকে কালো কালারে একটা এনার্জি ছড়িয়ে গেলো। যা পুরো পৃথিবী কভার করে ফেললো। আর তখনি এলেক্স হাত একটা বারিয়ে দিয়ে বলতে লাগলো,

Wake Up To Reality

এলেক্সের বলা এক একটা অক্ষরে পুরো ওয়ার্ল্ড কাঁপতে শুরু করে দিলো। আর তখনি পুরো পৃথিবী আবারো কালো পানিতে ঢেকে গেলো এবং তাদের মধ্য থেকে আবারো জম্বি গুলো বেরিয়ে আসলো। তবে এবারের জম্বি গুলোর রং কিছুটা কালচে ছিলো।

* * * * * 

To Be Continued 


* * * * * 

4 comments

  1. Mone hocche alex abar sob mone korte parche
  2. Madara ছাড়া অন্য কেউ এই লাইনটা বললে মানায় না🙁
  3. System 100% unlocked hoye gese akhon sudo opekkha
    Abar Saturday wait korte parci na
  4. দারুণ হয়েছে পর্বটা...এক কথায় অসাধারণ ❤️❤️❤️❤️
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.