[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
আউটার রিং,
পুরো আউটার রিং এ এক অসময়ে হাজার হাজার ওয়ার্ল্ড ছিলো, কিন্তু এখন সেগুলো শুধু স্মৃতিমাত্র। সবগুলো ওয়ার্ল্ড পৃথিবীর সাথে যুক্ত হয়েছিলো ড্যানজন গেইটের মাধ্যমে, যে কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেলে আউটার রিং এ থাকা বাকি ওয়ার্ল্ডও ধ্বংস হয়ে যাবে।
ন্যাকরো ব্লেডে থাকা এনার্জির সাহায্যে এলেক্সের সময় লাগলো না পুরো পৃথিবীকে ধ্বংস করতে। শুধুমাত্র তার একটা স্কিল যেটা পৃথিবীর বুকে এতো পরিমাণ কালো সৈন্য তৈরি করে ফেলে যার ফলে পৃথিবী ধ্বংস না হয়ে থাকতে পারলো না।
একটা কালো ব্যারিয়ার তৈরি হয়েছে এলেক্সের চারপাশ দিয়ে। আর সামনে সিস্টেম থেকে কয়েকটা মেসেজ আসতে লাগলো। এলেক্স সিস্টেমের দিকে নজর দিচ্ছে না বরং সে তার চারপাশে তাকিয়ে রইলো। ধারনা মতে যেভাবে একটা বিগ ব্যাং হয়েছিলো ঠিক সেভাবেই এলেক্সের চোখের সামনে একটা বিশাল বিস্ফোরণ হয়ে যায়। পুরো বিস্ফোরণের সাক্ষী হিসেবে কোনো জীবিত বস্তু বা ব্যক্তি ছিলো না। তবে সেগুলো নিজ চোখে স্পষ্ট এলেক্স দেখেছে। এতোক্ষণ পুরো মহাকাশটা বিস্ফোরণের আলোতে উজ্জ্বল হলেও এখন আস্তে আস্তে সেটা অন্ধকার হয়ে গিয়েছে। সাধারণত এলেক্স অন্ধকারে দেখতে পারে সব কিছুই, কিন্তু এই অন্ধকার সম্পূর্ণ ভিন্ন ছিলো তার জন্য। সে কিছুই দেখতে পারছিলো না। একটা কন্ঠ তার কানে বার বার ভেসে আসতে শুরু করলো।
ཌ এটায় অসীম অন্ধকার যেটা, যা কখনো কোনো আলো সব সময়ের জন্য আলোকিত করতে পারে না। আমার সাথে কন্ট্রাক করলে এই অন্ধকারের মাঝে রাজ করতে পারবে তুমি। ད
এলেক্স কথাটা শুনেও না শোনার ভান করতে লাগলো। একদম পরিচিত মনে হলো তার কন্ঠটা। যেটা সে পূর্বেও কোথাও শুনেছিলো একটা স্বপ্নের মধ্যে। এবার এলেক্স তাকালো তার সিস্টেমের মেসেজের দিকে,
꧁ཌ কনগ্রাচুলেশন, স্পেশাল মিশন- ৪ সম্পূর্ণ হয়েছে। হোস্টের রিওয়ার্ড ক্যালকুলেশন হচ্ছে এবং এক্সব্লকে প্রবেশের পরে হোস্টকে সব গুলো রিওয়ার্ড প্রদান করা হবে। ད꧂
꧁ཌ ডিম্যান কিং সিস্টেম হোস্টকে স্বাগতম জানাচ্ছে। সিস্টেমের উপরে থাকা সকল লিমিট সরে গিয়েছে এবং হোস্ট সিস্টেমকে সম্পূর্ন ভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন। ད꧂
꧁ཌ ডিম্যান কিং সিস্টেম এক্সব্লকের সিস্টেম এর সাথে জোরপূর্বক সংযুক্ত হয়েছে এবং হোস্টকে টাওয়ারের ট্রাইল ফ্লোরে জোরপূর্বক টেলিপোর্ট করা হচ্ছে। ད꧂
꧁ཌ হোস্টের পরবর্তী এডভেঞ্চার এর জন্য ডিম্যান কিং সিস্টেম শুভেচ্ছা জানাচ্ছে। হোস্ট এখন থেকে ভিন্ন কমান্ডের মাধ্যমে সিস্টেমের ভিন্ন ভিন্ন অপশন দেখতে পারবেন। ད꧂
আরো বেশ কিছু মেসেজ রয়েছে যা এলেক্সকে বুঝাচ্ছে সে সিস্টেমকে কিভাবে ব্যবহার করবে। যেহেতু পূর্বে এলেক্স সিস্টেমকে ব্যবহার করতে পারে নি তাই নতুন কিছু শিখে নিলো, কিন্তু সেটা প্রয়োগ করার পূর্বেই এলেক্স সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। তার চারপাশের ব্যারিয়ারও দূর হয়ে গেলো। অন্ধকারের মধ্যে একবার চোখ বন্ধ করে আরেকবার খোলার সাথে সাথে নিজেকে আলোকিত একটা জায়গার মধ্যে পেয়ে গেলো এলেক্স।
অন্যদিকে,
ট্রাইল ফ্লোরে একটা রুমের মধ্যে নয়জন ব্যক্তি অবস্থান করছিলো পূর্বে থেকেই। তারা আরেকজন ব্যক্তির অপেক্ষায় ছিলো। নয়জনের মধ্যে মোট চার গ্রুপ তৈরি হয়েছে। চারটা গ্রুপের মধ্যে দুই গ্রুপে তিনজন তিনজন করে রয়েছে, অপর এক গ্রুপে দুজন রয়েছে এবং শেষ গ্রুপে শুধুমাত্র একজন অবস্থান করছে। রুমের চারটা কর্নার রয়েছে আর চার কর্নারে চারটা গ্রুপ অবস্থান করছিলো। এটাকে গ্রুপ বললে ভুল হবে বরং এখানে আসার পূর্বে গ্রুপে থাকা লোকগুলো একে অপরের সাথে পরিচিত থাকার কারনে তারা আলাদা জায়গায় গল্প করছিলো। শুধুমাত্র একজনের সাথে কারো পরিচয় না থাকার কারণে সে কারো সাথে কথা বলতে পারছে না। তিনজন লোক থাকা দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপের লোকেরা এরকম কথা বলছিলো,
-> তাহলে শেষ হয়ে গিয়েছে নতুন ঝামেলা গুলো।
-> হ্যাঁ আমি এই ঝামেলার জন্য পুরো এক মাসের জন্য ট্রাইল ফ্লোর ব্যবহার করতে পারি নি।
-> শেষ মেষ আমরা আসতে পেরেছি ট্রাইল ফ্লোরে এটায় অনেক।
-> কিন্তু তোমাদের কি মনে হয় না সিস্টেম এখন একটু বেশিই কয়েন চার্জ করছে আমাদের থেকে?
-> আমারও সেটায় মনে হয়, কিন্তু কিছু কি করার রয়েছে আমাদের? ৬ মাস পূর্বে হঠাৎ করে প্রথম ফ্লোর এরকম চেঞ্জ না হলে আমাদের ট্রাইল ফ্লোরেও প্রবেশ করতে হতো না। এখন যেহেতু সময় এবং সুযোগ রয়েছে তাই যতটা সম্ভব স্কিল এবং ভালো একটা জব আমাদের সিলেক্ট করে নেওয়া উচিত।
অন্য তিনজনের গ্রুপে এরকম কথা বার্তা হচ্ছে,
-> আমি বুঝতে পারছি না আমাদের এম্পেরর কিভাবে এরকম করে আউটসাইডার গুলোকে একটা কিংডম করে দিলো? আমাদের কি উচিত না তাদের ভালো করে ব্যবহার করা।
-> আরে বোকা আমাদের তোমার কি মনে হয় এম্পায়ারের এতো চালাক ব্যক্তিদের চেয়েও তুমি বেশি চালাক। এম্পেরর জেনে শুনেই এটা করেছে, যেহেতু আমাদের পূর্বের পাওয়ার আর নেই তাই তাদেরকে আমরা চাকরের মতো ঝুলুম করলে কখনোই ব্যবহার করতে পারবো না। বরং তাদেরকে যদি আমরা আমাদের এম্পায়ারের অংশ করি তাহলে তাদের কোনো প্রকার প্রশ্ন ছাড়ায় এম্পেরর এর আদেশ মানতে হবে।
->আউটসাইডারদের নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমাদের। যেহেতু আমরা তাদের থেকে অনেকটা এগিয়ে আছি তাই এই সময়টা কাজে লাগাও, নাহলে দেখবে আউটসাইডার গুলো আমাদের থেকে এগিয়ে যাবে।
অন্য জায়গায় দুজনের যে গ্রুপ ছিলো, তারা কথা বলতে লাগলো,
-> আমি শুধু ভাবছি কোন ব্যক্তি এতো দ্রুত ১০ম দরজা ক্লিয়ার করে রেকর্ড তৈরি করলো।
-> ভালো করে লক্ষ্য করলে দেখা থেকে ৫ম থেকে ৮ম পর্যন্ত সব গুলো রেকর্ডই ভেঙে ফেলেছে। এবং যেখানে প্রথম পাঁচ ফ্লোরের নামকরা র্যাংকার গুলোও ৯ম এবং ১০ম দরজা ক্লিয়ার করতে পারে নি, সেখানে এই লোকটা কোথায় থেকে এসে সব রেকর্ড ভেঙে ফেললো।
-> আমি শুধুমাত্র তার ভিডিও দেখার অপেক্ষায় আছি। যদি কোনো ভাবে সিস্টেম তার ভিডিও শেয়ার করতো আমাদের সাথে।
সবার কথা শুনে চুপ করে বসে আছে একজন ব্যক্তি। যেহেতু তার সাথে কারো পরিচয় ছিলো না তাই কেউ আগ বারিয়ে তার সাথে কথা বলার চেষ্টাও করছে না। আর এমনিতেও একদম পাতলা গরনের শরীর আর ময়লা চেহারার কারনে কারো আগ্রহও হচ্ছিলো না ছেলেটার দিকে।
সবাই অপেক্ষা করছিলো শেষ একজন ব্যক্তির, যেহেতু ট্রাইল রুমে দশজন ব্যক্তি যারা কোনো দরজায় প্রবেশ করা যায় না তাই সবাইকে অপেক্ষা করতে হচ্ছে শেষ ব্যক্তির। আর এমন সময়েই একটা ছেলের অবস্থান হলো সেই জায়গাতে। প্রথমেই পাতলা গরনের এবং ময়লা চেহারার একটা ছেলে থাকার কারণে তার দিকে কেউ আগ্রহ দেখায় নি, এবারও একই রকম হলো।
❝এটা আবার কে? যদিও ভালো মতো দেখা বোঝা যাচ্ছে না চেহারা, কিন্তু দেখে মনে হচ্ছে এর বয়স ১৫ এর বেশি হবে না।❞ (সবাই ভাবছে)
ছেলেটার শরীর দিয়ে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছিলো, যেহেতু তাদের এখানে ফাইট করলে কোনো লাভ হবে না তাই তিনটা গ্রুপই ৭ নম্বর দরজার মধ্যে প্রবেশ করলো।
ছেলেটার শরীর দিয়ে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছিলো, আর কালো পানির মতো বস্তু শরীরে লেগে শরীরকে ঢেকে অনেক ময়লা করে তুলেছে। বসে থাকা ছেলেটা যাকে দেখলে তার বয়স ২৫ এর মাঝে মনে হচ্ছিলো সে নাক বন্ধ করে এলেক্সের দিকে এগিয়ে আসলো,
-> তোমাকে কি জোর করে এখানে কেউ পাঠিয়েছে?
গন্ধ বের হওয়া ছেলেটার দিকে এগিয়ে এসে বসে থাকা ছেলেটা উক্ত কথাটা বললো। তবে গন্ধ যুক্ত ছেলেটা কিছুই বললো না। বসা থেকে উঠে আসা ছেলেটা এবার ভাবতে লাগলো,
❝যেহেতু আমার প্লান ফেইল হয়েছে এবং স্লাম এরিয়ার মানুষ গুলো আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে তাই আমি নিশ্চিত এই ছেলের সাথেও একই হয়েছে।❞
ছেলেটা নির্ভর দেখিয়ে বলতে লাগলো,
-> তোমার ভয় পেতে হবে না। যদিও জায়গাটাকে সবাই ভয়ানক মনে করে, তবে ৩ নম্বরের পরের দরজা গুলো এরিয়ে চললে কোনো তেমন ভয়ানক জায়গা নয় এটা। আমরা ইনসাইডার যারা আছি, বা আউটসাইডার যারা একবার এক্সব্লকে প্রবেশ করেছে তারা আর প্রথম দরজায় প্রবেশ করতে পারবে না। তাই আমি বলবো তুমি দ্বিতীয় দরজায় প্রবেশ করো। যদি মনস্টারদের সাথে ফাইট করতে না পারো তাহলে এই স্টোনটা নিয়ে যাও। এটা বিপদের সময় তোমাকে ট্রাইল ফ্লোর থেকে বের করে নিবে।
গন্ধ যুক্ত ছেলেটা তার সামনের লোকটার কথা শুনে কোনো রকমের উত্তর দিলো না। সে আশেপাশে তাকিয়ে জায়গাটা দেখতে লাগলো। আর তার সামনে সিস্টেম এর মেসেজ তো রয়েছেই।
ཌমেইন ইভেন্ট: সামনে থাকা দশটা দরজার মধ্যে থেকে ইউজারকে একটা দরজায় প্রবেশ করতে হবে। ১ নম্বর দরজা সবচেয়ে স্বাভাবিক দরজা যেখানে প্রবেশ করার মাধ্যমে যেকেউ চাইলে ট্রাইল ফ্লোর সম্পূর্ণ করতে পারবে মানে তাকে বারতি কিছু করতে হবে না। ২ নম্বর দরজা থেকে ইউজারকে টাওয়ারের টেস্টে অংশগ্রহন নিতে হবে। হোস্টের জন্য বলা হচ্ছে, যত উপরের দরজায় প্রবেশ করবে হোস্ট ততই বিপজ্জনক টেস্টে তাকে অংশ নিতে হবে এবং ইভেন্ট শেষ করলে ততই বড় রিওয়ার্ড পাবে। ད
ཌ ১ম দরজার রিওয়ার্ড: +1 প্রতি স্ট্যাট
২য় দরজার রিওয়ার্ড: +2 প্রতি স্ট্যাট
৩য় দরজার রিওয়ার্ড: +3 প্রতি স্ট্যাট, 1+ কমন আইটেম,
৪র্থ দরজার রিওয়ার্ড: +4 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ নরমাল আইটেম
৫ম দরজার রিওয়ার্ড: +5 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ ম্যাজিক আইটেম
৬ষ্ঠ দরজার রিওয়ার্ড: +6 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ রেয়ার আইটেম
৭ম দরজার রিওয়ার্ড: +7 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ ইউনিক আইটেম, জব সিলেকশন চান্স
৮ম দরজার রিওয়ার্ড: +8 প্রতি স্ট্যাট, 1+ র্যানডম স্কিল, 1+ লিজেন্ড্রি আইটেম, জব সিলেকশন চান্স
৯ম দরজার রিওয়ার্ড: +9 প্রতি স্ট্যাট, 2+ র্যানডম স্কিল, 1+ লিজেন্ড্রি রেলিক, জব সিলেকশন চান্স
১০ম দরজার রিওয়ার্ড: +10 প্রতি স্ট্যাট, 3+ র্যানডম স্কিল, 1+ মিস্টিক রেলিক, জব সিলেকশন চান্স ད
বসে থাকা থেকে উঠে আসা ছেলেটা জিজ্ঞাসা করলো,
-> যদিও আমাদের আবার দেখা হবে না, তারপরও তোমার নাম কি? যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় তাহলে আমি চেষ্টা করবো এরকম কোনো পরিস্থিতি যেনো তোমার সাথে না হয়।
-> এলেক্স
এলেক্স শুধু তার নামটা বললো। যেহেতু সামনে থাকা মেয়েটার কথা সে ভালো ভাবে বুঝতে পারছিলো না যে কি বুঝাতে চাচ্ছিলো, তাই সেটা এরিয়ে গেলো। এলেক্স ছেলেটাকে সম্পূর্ণ ইগনোর করলো। ছেলেটা হাত এগিয়ে দিয়েছিলো একটা স্টোন দেওয়ার জন্য সেটাও এলেক্স গ্রহন করলো না। বরং পাশ কাটিয়ে এসে দুটো অস্ত্র হাতে নিলো। দুটো অস্ত্র হাতে নেওয়া দেখতে পেরে ছেলেটা বলতে লাগলো,
-> আমার মনে হচ্ছে তোমার এটা প্রথম বার ট্রাইল ফ্লোরে। আমার থেকে সতর্ক হতে হবে না। আমি জানি ট্রাইল ফ্লোরে অনেক কিছু হয় যেটা সবাই জানে, কিন্তু আমার কোনো খারাপ চিন্তা নেই। আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম। আর দুটো অস্ত্র ট্রাইল ফ্লোরে চালানো অসম্ভব। সিস্টেমের রুলস অনুযায়ী দুটো অস্ত্র ব্যবহার করলে এট্যাক পাওয়ার অর্ধেক কমে যাবে।
ছেলেটার কথা শুনে এবারো এলেক্স কিছু বললো না। সে একটা গ্রেট সোর্ড এবং একটা ড্যাগার নিয়ে ১০ নম্বর দরজার দিকে এগিয়ে গেলো। প্রথমে ছেলেটা অবাক হয়েছে, কিন্তু পরেই উত্তেজিত হয়ে বলতে লাগলো,
-> তুমি কি পাগল হয়েছো, ১০ম দরজা তোমার লেভেলে সম্পূর্ণ অসম্ভব। আর এই ট্রাইল অস্ত্র দিয়ে তো সেটা কোনো ভাবেই সম্ভব নয়।
তবে এলেক্স সে কথা না শুনে ১০ দরজা খুলে সেটার মধ্যে ঢুকে গেলো। ছেলেটা এলেক্সকে আটকাতে এগিয়ে আসলো কিন্তু পারলো না। বরং হোঁচট খেয়ে সে নিজেও ১০ দরজার মধ্যে প্রবেশ করলো।
দরজার ঔপাশে যাওয়ার সাথে সাথে এলেক্সকে দেখতে পেলো ছেলেটা।
-> তোমাকে আমি বলেছি ১০ দরজা অসম্ভব। শুধু মাত্র তোমার জন্য নয়, আমিও কোনো ভাবেই সাহস করতে পারবো না এই দরজায় আসতে। কিন্তু তোমাকে আটকাতে গিয়ে দেখো আমিও চলে আসছি। এখনো সময় আছে বস মনস্টার দেখার পূর্বে এই স্টোনটা নাও এবং আমার সাথে বের হয়ে যাও।
ছেলেটার কথায় এলেক্স কোনো রকমের কান দিলো না। এলেক্স খুব জোরে জোরে শ্বাস গ্রহন করছিলো। পিছনে থাকা ছেলেটা তীব্র একটা এনার্জি অনুভব করতে পেরেছিলো দরজার ভিতরে আসার পর থেকেই। এই এনার্জিটা যে বস মনস্টারের সেটা ভালো করেই সে জানে। এনার্জিটা এতোটা তীব্র ছিলো যে ছেলেটা পুরো শরীর পুড়ে যেতে চাচ্ছিলো। তবে তারপরও সে দাঁড়িয়ে এলেক্সকে মানাতে চেষ্টা করছে। কিন্তু এলেক্স ব্যস্ত ছিলো চারপাশের এনার্জি এবজোর্ব করা নিয়ে। যেহেতু অনেক অনেক সময় পরে এলেক্স তার ড্রাগন হার্টে এনার্জি স্টোর করতে পারছিলো তাই এই সুযোগটা সে কাজে লাগাতে ভুললো না।
꧁ཌ স্কিল "গ্লাটোনি" এর কারণে হোস্টের এনার্জি এবজোর্ব ক্ষমতা ১০× বৃদ্ধি পাবে। ད꧂
এলেক্সের কোনো রকম আদেশ ছাড়াই আস্তে আস্তে তার ছায়া থেকে একটা বস্তু বেরিয়ে আসলো যেটা দেখে অনেকটা ভয় পেয়ে গেলো পিছনে থাকা বস্তুটা। সেটার সাথে সামনে থেকে আরো কয়েকটা শ্যাডো বেরিয়ে আসলো, যার মধ্য থেকে একটা বিশাল শেয়ালের মতো দেখতে, একটা ভ্যাম্পায়ারের মতো দেখতে, এবং একটা জাদুকর বা ম্যাজিসিয়ানের মতো দেখতে। সবগুলো বের হয়েই এলেক্সের সামনে হাঁটু গেঁথে বসলো।
-> মনে হচ্ছে বাকি গুলোর সউল ওয়ার্ল্ড ধ্বংসের সাথে হারিয়ে গিয়েছে। (এলেক্স)
এলেক্স কথাটা বলে দূরে তাকালো, যেখানে পিছনে থাকা লোকটাও খেয়াল করে নি, সেখানে এলেক্স এখানে দাঁড়িয়েই বস মনস্টারটা আবিষ্কার করে ফেললো।
-> দরজার ভিতরে প্রবেশ করার পরই আমি পরিচিত একটা এনার্জি অনুভব করতে পেরেছিলাম। এখন যেহেতু সেটার আসল মালিককে খুঁজে পেয়েছি তাই সবার প্রতি আমার আদেশ, ড্রাগনের চাকর গুলোকে সামলে নাও। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই আর অপেক্ষা করলো না। দুই হাতে দুটো সোর্ড নিয়েই বসে পরলো। কি করবে সেটা ভেবে পাচ্ছিলো না পিছনের লোকটা। লোকটার চোখের পলকের পূর্বেই এলেক্স আর সে জায়গায় ছিলো না। এলেক্স একটা লাফ দিয়ে সে জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে এবং আরো একটা লাফ দিয়ে একদম দূরে থাকা বিশালাকার ফায়ার ড্রাগনের উপরে চলে এসেছে। চারপাশে প্রায় একশত এর মতো ওয়াইভার্ন ছিলো। সেগুলো ওয়াইভার্ন ছিলো তা এলেক্সের বুঝতে কোনো রকমের সমস্যা হচ্ছিলো না। কারন এলেক্সের চোখের সামনে তার সিস্টেম মনস্টার গুলোর উপরে নাম দেখিয়ে দিচ্ছে।
ওয়াইভার্ন গুলো অনেকটা ড্রাগনের মতোই, তবে পার্থক্য শুধু এদের দুটো পা থাকে এবং সামনে দুটো হাতের সাথে ডানা লাগানো থাকে। অপরদিকে ড্রাগনদের চারটা পা এবং পিঠে ডানা থাকে। এলেক্স ওয়াইভার্ন গুলোর দিকে কোনো রকমের গুরুত্ব দিলো না। সে উপর থেকে তার দুই হাতের সোর্ড দুটো শক্ত করে ধরলো এবং সোর্ডের ভিতরে নিজের এনার্জি প্রয়োগ করলো। টাওয়ারের সিস্টেম থেকে একটা মেসেজ আসলো এলেক্সের সামনে,
ཌ দুটো অস্ত্র একসাথে ব্যবহারের কারণে ইউজারের এট্যাক পাওয়ার অর্ধেক কমে গিয়েছে। ད
এলেক্স সিস্টেমের মেসেজের দিকে ফোকাস দিলো না বরং সে তার সোর্ড দুটো দিয়ে ফুল ফোর্সে ড্রাগনের উপরে এট্যাক করতে যাবে। এমন সময় ড্রাগনটা তার মুখ উচু করে ভয়ানক একটা ব্রিথ (breath) এট্যাক করলো। মুখ থেকে অনেক দূর পর্যন্ত মারাত্মক আগুন ঝড়িয়ে গেলো যা আকাশের কতদূর পর্যন্ত গেলো সেটার কোনো ঠিক নেই। তবে সেই ব্রিথ এট্যাককেই মাঝখান দিয়ে কেটে এলেক্স তার দুটো সোর্ড দিয়ে ড্রাগনের মাথায় আঘাত করে। একটা ভয়ানক একটা সাউন্ড করে ড্রাগনের উপরের অর্ধেক শরীর কেটে দুই টুকরো হয়ে যায় এবং আকাশের দিকে উজ্জ্বল একটা লাল কালারের এনার্জির ড্রাগন উপরে উড়ে চলে গেলো।
-> মাস্টার, মনে হচ্ছে আপনার টেকনিক গুলো আমি শুধু ফিস্ট নয়, বরং এখন থেকে সোর্ডেও ব্যবহার করতে পারবো। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই আস্তে আস্তে পিছনে ফিরলো। পিছনে এতোক্ষণে তার শ্যাডো আর্মি গুলো ওয়াইভার্নদের সাথে ফাইট করতে শুরু করেছিলো। কিন্তু এলেক্সের একটা এট্যাকে যেহেতু ড্রাগনটা মারা গিয়েছে তাই ওয়াইভার্ন গুলোও আস্তে আস্তে উধাও হয়ে যেতে শুরু করলো।
দূরে থাকা লোকটা তার হাতে থাকা স্টোনটা ব্যবহার করতে যাচ্ছিলো,
❝আমার জীবনটা আমি ছেলেটার জন্য হারাতে চাচ্ছি না। আমাকে যে করেই হোক বের হতে হবে এই ট্রাইল ফ্লোর থেকে।❞ (লোকটা ভাবছিলো)
সে কিছু বুঝে ঔঠার পূর্বেই তার সামনে একটা মেসেজ চলে আসলো,
ཌ ইউজার এলেক্স এবং ইউজার মায়া কে সিস্টেমের পক্ষ থেকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে ১০ম দরজা ক্লিয়ার করার জন্য। যেহেতু দুজন ইউজার একসাথে ১০ দরজায় প্রবেশ করেছে, তাই তারা একটা পার্টি তৈরি হয়েছিলো। যেহেতু ইউজার মায়ার ব্যাটেলে কোনো কন্ট্রিবিউশন নেই তাই সে চারটার মধ্যে শুধুমাত্র একটা রিওয়ার্ড বেছে নিতে পারবে। অন্যদিকে ইউজার এলেক্স নতুন রেকর্ড গড়ার কারণে এক্সট্রা রিওয়ার্ড পাবে। ད
ছেলেটা না, ছেলে বললে ভুল হবে বরং মেয়েটা যে একটা ছেলের মুখোস পরে এসেছিলো সে যে জায়গায় দাড়িয়ে ছিলো সেখানেই পরে গেলো। কি হয়েছে কিছুই সে বিশ্বাস করতে পারছে না। মাত্র ড্রাগনের সবচেয়ে শক্তিশালী এট্যাক যাকে "ড্রাগন ব্রিথ" বলা হয়, ড্রাগন সেটা ব্যবহার করেছিলো তারপরও ড্রাগনটা মারা গেলো। এখানে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিলো না সে।
* * * * *
To Be Continued
* * * * *