আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King Part: 246 (Hridoy Bappy)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]

#Demon_King#


The Beginning

পর্ব:২৪৬

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ট্রাইল ফ্লোরের মধ্যে এলেক্স একা রয়েছে। তার পিছনে প্রবেশ করা ব্যক্তিটা অনেক পূর্বেই টেলিপোর্ট হয়ে বসে ট্রাইল ফ্লোর থেকে চলে গিয়েছে।

এলেক্স একাই মৃত বস মনস্টারের পাশে দাঁড়িয়ে আছে। ছায়া থেকে বেরিয়ে আসা শ্যাডো আর্মি গুলোও কোনো খোঁজ নেই এ সময়ে। এলেক্সের সামনে তার সিস্টেম থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসছে। তবে সেগুলো পড়ার মতো এলেক্সের সময় ছিলো না।

“Wake Up" 

এলেক্স তার হাত বারিয়ে দিলো মৃত ড্রাগনের দিকে। ড্রাগনটাকে এলেক্স তার আনডেড আর্মিতে পরিণত করতে চাচ্ছিলো, তাই তার সউলকে ডাক দিলো এলেক্স। কিন্তু ড্রাগনটা থেকে কোনো রকম রেসপন্স আসলো না। বরং টাওয়ারের সিস্টেম থেকে একটা মেসেজ আসলো এলেক্সের সামনে।

ཌ দুঃখিত, ইউজারের স্কিল 'ওয়ান হু রুল দী আনডেড' সফল হয় নি। যেহেতু টার্গেট আসল মনস্টার ছিলো না তাই ইউজার তার সউলকে ডাক দিতে পারে নি। ད

এলেক্স যেহেতু তার কাজে সফল হলো না তাই এবার সে তার সামনে থাকা সব গুলো মেসেজ একে একে দেখতে লাগলো। মেসেজ গুলো দেখার মাধ্যমে এলেক্স একটা জিনিস বুঝতে পেরেছে। আর সেটা হলো, ডিম্যান কিং সিস্টেম এবং টাওয়ারের সিস্টেম দুটো ভিন্ন জিনিস। এলেক্সের সামনে ডিম্যান কিং সিস্টেম থেকে মেসেজ আসলে কিছুটা লাল কালারের হয়ে আসে, অন্য দিকে টাওয়ারের সিস্টেম থেকে মেসেজ আসলে সবুজ কালারের হয়ে আসে। এলেক্স এবার লাল মেসেজ গুলো দেখতে লাগলো।

꧁ཌ একজন আউটসাইডার হয়ে ট্রাইল ফ্লোরের ১০ম দরজা ক্লিয়ার করার রেকর্ড এবং পুরো এক্সব্লকের মধ্যে সর্বোচ্চ কম সময়ে ১০ম ফ্লোর ক্লিয়ার করার জন্য ডিম্যান কিং সিস্টেম হোস্টকে শুভেচ্ছা জানাচ্ছে। সব গুলো রিওয়ার্ড ক্যালকুলেট করা হয়েছে এবং হোস্টকে তা প্রদান করা হচ্ছে। ད꧂

꧁ཌ স্পেশাল মিশন-৩ 

অবজেক্টিভ- এক্সব্লকে প্রবেশ করা যেকোনো মাধ্যমে।

 সম্পূর্ণ হয়েছে।

রিওয়ার্ড- 'আই অফ এনাইহিলেশন' আপগ্রেড হয়ে 'ভয়েড আই' তে পরিণত হয়েছে।
 ད꧂

꧁ཌ স্পেশাল মিশন-৪

অবজেক্টিভ- টাইম প্রিজমের মধ্যে হোস্টের কাছে রয়েছে অসীম সময়। হোস্টকে সব গুলো ফ্রাগমেন্টকে হত্যা করতে হবে।

 সম্পূর্ণ হয়েছে।

রিওয়ার্ড- 
১) হোস্ট ট্রাইল ফ্লোরে প্রবেশ করেছে। তবে অসম্ভব একটা মিশন যেখানে ডিম্যান কিং সিস্টেমও ভেবে নিয়েছিলো হোস্ট মারা যাবে সেটা সম্পূর্ণ করার জন্য হোস্টকে অতিরিক্ত কিছু রিওয়ার্ড দেওয়া হচ্ছে।
২) হোস্টের হারিয়ে যাওয়া স্মৃতি গুলো ব্যাক আসবে।
 ད꧂

꧁ཌ ডিম্যান কিং সিস্টেম সম্পূর্ণ ভাবে কাজ করছে এবং টাওয়ারের সিস্টেমের সাথে কানেক্ট হতে পেরেছে। পুরাতন সিস্টেম হোস্টের উপরে যে স্টিলথ স্কিল যুক্ত করেছিলো তা সরে গিয়েছে এবং হোস্ট সিস্টেমের সিকিউরিটি থেকে মুক্ত। এখন হোস্টকে ভুলে যাওয়া ব্যক্তিরাও চিনতে পারবে। ད꧂

꧁ཌ পুরাতন সিস্টেম থেকে আপগ্রেড হয়ে ডিম্যান কিং সিস্টেমে পরিণত হওয়ার ফলেও ডিম্যান কিং সিস্টেম হোস্টকে পূর্বের লেভেলে নিয়ে যেতে পারছে না। তাই হোস্টের লেভেলকে এক ধরে সিস্টেম তার যাত্রা শুরু করে যাবে। এক্সব্লকের সাথে মানান সই করতে হোস্টের স্ট্যাট গুলোকেও সাজানো হলো নতুন করে। ད꧂

××× স্ট্যাটাস ×××

নেইম: এলেক্স
টাইটেলঃ এনাইহিলেটর
জব: 
সাব-জব: 
লেভেল: ০১

স্ট্রেন্থ : ২৫০
ভাইটালিটি : ২৫০
এজিলিটি : ২৫০
স্ট্যােমানা : ২৫০
ইন্টেলিজেন্স : ২৫০
মানাঃ ২৫০
লাক্ : ৪০

স্ট্যাট পয়েন্ট: ১০০০

××× ×××

এলেক্স সিস্টেমের মেসেজ গুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এবার সে নীল মেসেজ গুলোর দিকে তাকালো। 

ཌ কনগ্রাচুলেশন ইউজার এলেক্স এবং ইউজার মায়া, ১০ম দরজা ক্লিয়ার করার জন্য। ইউজার এলেক্সের সর্বোচ্চ কন্ট্রিবিউশন এর কারণে ইউজার এলেক্স অতিরিক্ত রিওয়ার্ড পাবে। রেকর্ড বোর্ডে চাইলে ইউজার এলেক্স তার আসল নাম উল্লেখ করতে পারবে, কিংবা চাইলে তার নামটা চেঞ্জ করে নিজের পরিচয় গোপন রাখতে পারবে। ইউজার যে নাম দিতে চাচ্ছেন শুধু সেটা উচ্চারণ করুন। ད

এলেক্স কোনো রকমের চিন্তা করলো না। পূর্বে লাল মেসেজ গুলো পড়ার সাথে সাথেই তার মাথার মধ্যে হারানো স্মৃতি গুলো এসেছে, যা সে এতোদিন ভুলে গিয়েছিলো। সেই স্মৃতি গুলোর কারণেই সে একটা নাম উচ্চারণ করলো,

-> HeartGen (হার্টগেন)।  

সাথে সাথে আরো একটা মেসেজ ভেসে আসলো এলেক্সের সামনে।

ཌ ইউজারের নাম হার্টগেন নামে রেকর্ড বোর্ডে সেভ হবে। এছাড়াও ইউজার এক এট্যাকে ১০ দরজা ক্লিয়ার করার কারণে "ওয়ান স্ল্যাশ ওয়ান কিল" হিডেন প্যাসিভ স্কিল পাচ্ছেন, যা স্কিল মেনুতে যুক্ত হয়েছে।  ད

ཌ ১০ম দরজার ক্লিয়ার রিওয়ার্ড: +10 প্রতি স্ট্যাট ইউজারের স্ট্যাটে যুক্ত হয়েছে। 3+ র‍্যানডম স্কিল ইউজারের স্কিল পেয়েছেন ইউজার। স্কিল "ব্লিংক", স্কিল "ফায়ার কন্ট্রোল", স্কিল "মানা কন্ট্রোল" স্কিল মেনুতে যুক্ত হয়েছে। 1+ মিস্টিক রেলিক দেওয়া হয়েছে হোস্টকে। মিস্টিক রেলিক "ফরগটেন ব্রেসলেট" ইউজারের শরীরের সাথে বন্ডিং করেছে। ད

এলেক্স পরের টুকু পড়ার সময় পেলো না। তার পূর্বেই একটা কালো অন্ধকার তার সামনে ছেয়ে গেলো। আর সে অন্ধকারে আলোকিত একটা রশ্মি এসে এলেক্সের হাতে লেগে গেলো। আলোর রশ্মিটা সরে যাওয়ার পরে এলেক্স খেয়াল করলো তার হাতে একটা ব্রেসলেট চলে এসেছে যা সে হাত দিয়ে খুলতে পারছে না। এবার সে পরের টুকু পড়তে লাগলো।

ཌ ইউজার জব সিলেকশন চান্সের মাধ্যমে তার জব সিলেক্ট করতে পারবেন। এই সুযোগটা ব্যবহার করলে ইউজারের সাথে সম্পর্কিত সকল জব ইউজারের সামনে চলে আসবে। ইউজারের লাক্ ভালো থাকলে ১০ টা জবও তার সামনে আসতে পারে আবার লাক্ খারাপ থাকলে ১ টা আসতে পারে। পুরো বিষয়টা লাক্ এর উপরে ডিপেন্ড করে। ད

এলেক্সের সামনে আবারো একটা আলো জ্বলে উঠলো। সাথে সাথে প্রায় হাজারের মতো স্ক্রিন তার সামনে দিয়ে ভাসছে। প্রতিটা স্ক্রিনে আলাদা আলাদা জিনিস ছিলো যা এক একটাকে ক্লাস হিসেবে নির্দেশ করছিলো। এলেক্স একনজরে তাকিয়ে গেলো। এক বিষয়েই ক্লাস ছিলো একাধিক। যেমন ওয়াটার মাস্টার, ওয়াটার ম্যাজ, ওয়াটার ম্যাজিসিয়ান, ওয়াটার উইজার্ড, ওয়াটার উইচ, ওয়াটার ম্যানিপুলেটর, ওয়াটার বেন্ডার, ওয়াটার মিস্টার, ওয়াটার মিস্ট্রেস ইত্যাদি। এরকম আরো ভিন্ন ভিন্ন নামে, এট্রিবিউটে হাজারো হাজারো স্ক্রিন এলেক্সের সামনে ভাসছে এবং সেটার সংখ্যা শুধু মাত্র বেড়েই যাচ্ছিলো। ঠিক তখনি হোস্টের সামনে লাল কালারের একটা মেসেজ চলে আসলো।

꧁ཌ হোস্ট প্রতিটা জবের জন্য যোগ্য, এতোগুলো জবের মধ্য থেকে বেছে নেওয়াটা ঝামেলার। এজন্য ডিম্যান কিং সিস্টেম হোস্টের জন্য শুধুমাত্র শক্তিশালী জব থেকে একটা র‍্যানডম ভাবে সিলেক্ট করে দিবে। তবে এটাও ভাগ্যের উপরে ডিপেন্ড করবে, হোস্ট কি এখন রাজি আছেন সিস্টেমের এই সিদ্ধান্তে? ད꧂

সামনে দুটো বাটন হয়েছে, সাধারণত একটা হ্যা আর একটা না বাটন থাকার কথা যতদূর এলেক্সের মনে আছে। কিন্তু দুটোতেই হ্যাঁ লেখা যে কারণে এলেক্স বুঝতে পারলো তার এখানে না বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ তে ক্লিক করার সাথে সাথে আস্তে আস্তে সব গুলো স্ক্রিন এলেক্সের সামনে থেকে হারিয়ে যেতে লাগলো। আর মাত্র একটা লাল কালারের স্ক্রিন এলেক্সের সামনে রয়েছে গেলো।

꧁ཌ কনগ্রাচুলেশন হোস্ট, আপনি জব "প্রোগ্রামার" পেয়েছেন। জব মেনু খোলা হচ্ছে। ད꧂

××× জব মেনু ×××

জব: প্রোগ্রামার

বিবরণ: প্রোগ্রামার এমন ব্যক্তিরা যারা কিছু কোডিং এর মাধ্যমে নতুন নতুন ডিজিটাল বিষয় তৈরি করতে সম্ভব। এটা অতীত থেকেই চলে আসছে। কোনো একটা ম্যাজিক গবেষক তার সারাজীবন ভেবে এসেছিলো যদি সহজ কোনো উপায়ে নতুন বিষয় বস্তু তৈরি করা কি যাবে যেখানে পরিশ্রম একদমই কম প্রয়োজন। তার এই চিন্তা ভাবনা পরে বাস্তব হয়ে তৈরি হয় ম্যাজিক ইন্জিনিয়ারিং যা বর্তমানের এক্সব্লকের কাঠামো হয়ে আছে। আর এই ম্যাজিক ইন্জিনিয়ারিং এর মতো একই কনসেপ্ট নিয়ে কাজ করে প্রোগ্রামাররা। 

এক সময়ে একজন প্রোগ্রামারের জীবন কাহিনী শুনে আরো একটা ব্যক্তি চিন্তা করে, 'আচ্ছা কোনো ভাবে কি ম্যাজিককে কোডের সাহায্যে ব্যবহার করা সম্ভব?' যদিও লোকটার চিন্তা ছিলো সেটা কিন্তু কোনো এক জায়গা থেকে একটা জব তৈরি হয় অনেক অনেক অনেক সময় পূর্বে, তবে সেটা গ্রহন করার মতো যোগ্য কোনো ব্যক্তি সামনে আসে নি, আর আসলেও সে গ্রহন করে নি জবটা। আচ্ছা তাদের জবটা গ্রহন না করার কারণটা কি? নিশ্চয় কারণ হবে তারা অন্যান্য জবের মতো একাধিক স্কিল পাচ্ছে না এই জব থেকে। যেখানে একটা ব্যাসিক জবও তাদেরকে ৫/৬ টা স্কিল প্রোভাইড করে জব সম্পর্কিত, সেখানে প্রোগ্রামার জব শুধুমাত্র একটা স্কিল "প্রোগ্রামিং" ছাড়া ইউজারকে আর কিছু দিতে পারে না।

জব-স্কিল: প্রোগ্রামিং (লেভেল-১)

স্কিল ইফেক্ট: 
১) ইউজার তার তিনটা স্কিলকে যেকোনো সময়ে প্যাসিভ থেকে একটিভ করতে পারবে।

××× ×××

এলেক্স ভালো করে জবের মেনুটা পড়ে দেখলো। সে একটা বিষয় বুঝতে পারলো কেনো এই জবটা কেউ সিলেক্ট করে না সামনে আসলেও। তবে এলেক্স সেটা নিয়ে চিন্তা না করে বলতে লাগলো,

-> এটা দিয়ে আমার নার্কোলেপসি স্কিলটা কন্ট্রোল করতে পারবো আমি। (এলেক্স)

এলেক্স কথাটা বলার সাথে সাথে তার সামনে একটা দরজা চলে আসলো। সামনে আরো মেসেজ ছিলো সিস্টেম থেকে, কিন্তু এখন আর সেগুলো পড়ার কোনো প্রয়োজন মনে করলো না এলেক্স। দরজার ভিতর দিয়ে এলেক্স প্রবেশ করলো এবং সর্বপ্রথম পা দিলো এক্সব্লক নামের একটা জায়গাতে। বিশাল একটা পাহাড়ের মধ্যে খোদাই করা একটা বিশাল দরজার মধ্য থেকে এলেক্স বের হয়েছে। তার সামনে শুধুমাত্র ঘন একটা বন, যেখানে নিজের ম্যাজিক সেন্সের মাধ্যমে একটা জীবিত বস্তুরও সন্ধান পেলো না। 

-> এই সময়ে আমার কোথায় যাওয়া উচিত, পুরাতন স্মৃতি অনুযায়ী টাওয়ারের টপে নাকি নতুন স্মৃতি মতে ক্রেজি হান্টার গ্রুপে?

* * * * *

পুরো এক্সব্লক অবাক হয়েছে। কি হয়েছে সেটা কেউ বিশ্বাস করতে পারছে না। ট্রাইল ফ্লোর নতুন কোনো একটা জিনিস নয়, যদিও ট্রাইল ফ্লোরের ব্যবস্থা পূর্বের থেকেও চেঞ্জ হয়েছে, কিন্তু সেটার রেকর্ড চেঞ্জ করাটা এতোটা সহজ নয়। কিছু কন্সটেলেশন একটা জায়গায় বসে ছিলো তাদের মধ্যে কথা হচ্ছে,

-> তোমার কি মনে হয় এটা কে হতে পারে?

-> যেহেতু ট্রাইল ফ্লোরের র‍্যাংকিং এ টপে হার্টগেন রয়েছে। তাই আমি সিওর এই ব্যক্তিটাই সেটা ক্লিয়ার করেছে।

-> কিন্তু নিচের ফ্লোরে অন্য কেউ কি ১০ ফ্লোরে প্রবেশ করার সাহস করবে? আমি সিওর এই মায়া নামের ব্যক্তিটাও অনেক শক্তিশালী।

-> আমি মায়া নামের ব্যক্তিটার সম্পর্কে তথ্য বের করেছি আমার অ্যাভেটার গুলো দিয়ে, কারো লাগলে ১ মিলিয়ন গোল্ডের বিনিময়ে এক্সচেঞ্জ করে নিতে পারো।

-> একটা তথ্যের জন্য ১ মিলিয়ন? 

-> কেনো বেশি হয়ে যাচ্ছে? আমাকে হয়তো বলে দিতে হবে না তারা দুজনেই কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন। তাদেরকে অ্যাভেটার বানাতে পারলে প্রতিটা কন্সটেলেশনেরই পাওয়ার বৃদ্ধি পাবে। 

-> আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সবাই দিচ্ছি। 

-> মেয়েটা প্রথম ফ্লোরের সিলভার এম্পায়ারের এম্পেরর এর একমাত্র কন্যা, যার নাম মায়া ডেস সিলভার। নাম অনুযায়ী গরীবদের প্রতি তার মায়াও বেশি। মাঝে মাঝে নিজের চেহারা পাল্টিয়ে সিলভার এম্পায়ারের বিভিন্ন স্লাম এরিয়াতে ঘুরে বেরাতে দেখা গিয়েছে তাকে কয়েকবার। এবারো ধারণা করা হয় তাকে স্লাম থেকেই কিছু ডিম্যান ভক্তরা মিলে ধরে ট্রাইল ফ্লোরে ফেলে দিয়েছিলো।

-> যদি প্রথম ফ্লোরের একটা এম্পায়ারের প্রিন্সেস হয় তাহলে বিষয়টা গ্রহন যোগ্য যে শক্তিশালী হয়েছে, কিন্তু আমরা তার উপরে আগ্রহ দেখাতে পারছি না।

-> হ্যাঁ সিলভার এম্পায়ার না হলে আমি তাকে আমার অ্যাভেটার বানানোর জন্য এগিয়ে যেতাম, কিন্তু মেয়েটার জন্য বুড়োটার সাথে আমি ফাইট করতে চাচ্ছি না।

-> যেখানে অলিম্পাসও জিততে পারছে না বুড়োটার সাথে ফাইট করে সেখানে আমাদের তো কোনো খাওয়ায় নেই।

-> তাহলে এই হার্টগেন কে হতে পারে? 

-> এটার জন্য হাফ মিলিয়ন গোল্ড কয়েন লাগবে।

-> আচ্ছা ঠিক আছে।

-> হার্টগেন সম্পর্কে এখনো কোনো রকম তথ্য আমরা বের করতে পারি নি। শুধু আমরা না আমাদের মতো আরো নেটওয়ার্ক কন্সটেলেশনের কেউই সফল হয় নি। লোকটা কে, কোথায় থেকে এসেছে সেটা সম্পর্কে কেউই জানে না। যেহেতু এডমিনিস্ট্রেটরও আমাদের হিন্ট দিতে পারছে না তাই আমি সিওর ১০ম দরজা ক্লিয়ারের পরে পূর্বের আননোন ব্যক্তির মতোই কোনো একটা রিওয়ার্ড এর মাধ্যমে পরিচয় চেঞ্জ করে নিয়েছে।

* * * * *

অন্য একটা জায়গা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে লাল একটা ড্রেস পরে। হাতে একটা লালচে রঙের ছাতা রয়েছে। ছাতাটা বন্ধ ছিলো এবং সেটার হাতল ধরে মাটিতে রেখে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা বিশাল জম্বিফাইড মনস্টার উপর থেকে উড়ে আসছিলো মেয়েটার দিকে। আর তখনি দূর থেকে সেটার থেকেও বড় একটা লাল কালারের ড্রাগন উড়ে আসে একটা কামড় দিলো জম্বিফাইড মনস্টারকে। কালো ব্লাডের বৃষ্টি হতে শুরু করলো। সাধারণত এই সময়ে মেয়েটার তার ছাতা খুলে ধরতো, কিন্তু সেটা সে করছে না দেখে ড্রাগনটার আকার ছোট হয়ে গেলো এবং সে মেয়েটার পাশে চলে আসলো। মেয়েটার পাশে এসেই সে দেখতে পারলো মেয়েটার চোখ দিয়ে অঝোরে পানি বের হচ্ছে। ড্রাগনটা বুঝতে পারছিলো না কি হচ্ছে। তবে মেয়েটা বলতে লাগলো,

-> তাহলে তুমি অবশেষে চলে এসেছো।


* * * * *

To Be Continued 

* * * * * 

কে হতে পারে মেয়েটা?

1 comment

  1. অসাধারণ হয়েছে গল্প.... ❤️❤️❤️
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.