[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
আকাশের তারা ঝিল মিল করছে। বাতাস বয়ে যাচ্ছে মৃদু ভাবে। এই পরিবেশে একটা ছন্দ লেখতে কবিরা অনেক পছন্দ করবে। কিন্তু যেহেতু এখানে কোনো কবি নেই তাই ছন্দ লেখাটাও হয়ে উঠলো না কারো দ্বারা। সুন্দর একটা পরিবেশকে নষ্ট করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। শুধুমাত্র পরিবেশে একটা লিচ্ কে ছেড়ে দিলেই পরিবেশ সুন্দর করে দূষিত হতে শুরু করে। ফার্টিলাইজ হয়ে যাওয়া মৃত শরীরকে মাটি থেকে তুলে নিজের সৈন্যতে পরিণত করার পাওয়ার রয়েছে একটা লিচ্ এর। তার সম্পর্কে অজানা কেউ নয়। পুরো প্রথম ফ্লোরের মধ্যে একটা রুলস তৈরি করেছে তিনটা এম্পায়ার। যেখানে বলা হয়েছে, "যদি কখনো তোমার সামনে কোনো আনডেথ পরে তাহলে কোনো কিছু চিন্তা না করেই সেটার মাথা ভাঙার চেষ্টা করো। একটা ডেথ নাইট তোমার বিপক্ষে থাকলেও নিজের জীবন দিয়ে চেষ্টা করো, কিন্তু তোমার বিপক্ষে যদি কোনো লিচ্ থাকে তাহলে কোনো কিছু চিন্তা না করেই পালিয়ে যাও।"
তবে এলেক্স এই নিয়ম সম্পর্কে কিছুই জানে না। তার সামনে একটা মনস্টার রয়েছে মানে সেটাকে হত্যা করতেই হবে তাকে। এলেক্স আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে চলে এসেছে। এতোক্ষণে তার শ্যাডো ইগ্রিত লিচ্ এবং তার আর্মির সাথে ফাইট করছিলো। এলেক্সের সামনে একটা স্ক্রিণ ভেসে এসেছে। যেখানে সে ইগ্রিতের ইনফো দেখতে পাচ্ছে।
××× ইনফো ×××
নেইমঃ ইগ্রিত
লেভেলঃ ১
স্পিসিজঃ শ্যাডো নাইট
জবঃ লিজেন্ডারি নাইট
মাস্টারঃ এলেক্স
××× ×××
এলেক্স দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। সামনে ইগ্রিত হাজার হাজার স্কেলেটন মনস্টারের সাথে ফাইট করে যাচ্ছে। এলেক্স তার স্ট্যাট দেখেই বুঝতে পারছে সিস্টেমের জন্য ইগ্রিতের লেভেলও রিসেট হয়েছে।
অন্যদিকে, ইগ্রিত হাজারো স্কেলেটন মনস্টারের সাথে ফাইট করে যাচ্ছে। একটা লিচ্ মনস্টার কিংবা যেসব ব্যক্তিরা তাদের জব হিসেবে লিচ্ বেছে নেই তারা কখনো সামনা সামনি ফাইট করতে পারে না। যেহেতু ওয়ান ওয়ান ফাইটে একটা লিচ্ ম্যাজিসিয়ানদের মতোই দুর্বল তাই সে তার দুর্বলতা কাটানোর জন্য নিজের আনডেথ সৈন্যদের ব্যবহার করে থাকে। আর এটায় একটা লিচ্ কে অনেক পাওয়ারফুল বানায়। যেহেতু একটা লিচ্ এর এনার্জি ধরতে গেলে অগণিত, তাই স্কেলেটন গুলোকে যতই হত্যা করা হোক না কেনো সেগুলো আবারো রিজেনারেট হয়ে ফাইট করতে থাকবে। আর শুধু এটায় নয় পিছনে থেকে লিচ্ ব্লাক ম্যাজিসিয়ানদের মতো মারাত্মক স্পেল দিয়ে এট্যাকও করতে পারে। যা একটা লিচ্ কে সবচেয়ে বাজে একটা মনস্টার বানিয়ে তুলে যে কারণে কেউই তার সাথে ফাইট করতে চাই না।
ইগ্রিত একের পর এক তার শ্যাডো সোর্ডটা চালিয়ে যাচ্ছে, এই পর্যন্ত কতগুলো স্কেলেটনকে সে হত্যা করেছে সেটা জানে না। যদিও প্রথমে সে চেষ্টা করছিলো লিচ্ এর কাছে যাওয়ার কিন্তু স্কেলেটন গুলোর সংখ্যা এবং তাদের রিজেনারেশন এর এবিলিটি বৃদ্ধি পাওয়ার কারণে কিছুই করতে পারছিলো না। বর্তমানে ইগ্রিত চেষ্টা করছে শুধুমাত্র তার কিং এর কাছে যেনো স্কেলেটন মনস্টার গুলো না পৌঁছায়।
-> কোনো দিক দিয়ে আমার তেমন মনে হচ্ছে না তোমার পাওয়ার কমেছে, বরং এক্সব্লকের মনস্টার গুলোই অন্য একটা লেভেলের। যেহেতু এগুলো তোমার লেভেল বৃদ্ধি করছে না তাই আমি সিওর সিস্টেম নতুন কোনো কিছু করেছে। (এলেক্স)
এলেক্স তার স্কিল মেনু ওপেন করলো এবং সেটা পড়তে লাগলো,
××× স্কিল ইনফো ×××
নেইম: ওয়ান হু রুল দী ডেথ
স্ট্যাটাস: একটিভ
লেভেল: ০১
ডিটেইলস: রুলার অফ ডেথ শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ডে থাকা সউলদের উপরে রাজ করতে পারে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সউল গুলো যদি আন্ডারওয়ার্ল্ডে না যায় তাহলে তাদের উপরে কিভাবে রুলার অফ ডেথ রাজ করবে? যেহেতু সউল গুলো তার এরিয়ার বাইরে থাকবে তাই রুলার অফ ডেথ এর থেকে সউল গুলো স্বাধীন থাকবে। যদিও পূর্বে এমন ছিলো না। প্রথম রুলার অফ ডেথ এবং প্রিমিওর্ডিয়াল কন্সটেলেশন অফ ডেথ একটা স্কিল তৈরি করেছিলো। যেহেতু এক সময়ে হাজারো প্রিমিওর্ডিয়াল বিয়িং ছিলো, তাই সকল ডুপ্লিকেট এর সাথে এই স্কিলটাও হারিয়ে যায়। তবে ভাগ্যক্রমে টাওয়ার এটাকে সংগ্রহ করে রেখেছিলো যার মাধ্যমে সকল জায়গার ডেথ সউলদের উপরে রাজ করা সম্ভব। যেহেতু এটা এক্সক্লুসিভ একটা স্কিল তাই একজন ব্যতীত অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। এবং স্কিল ম্যাক্স হলে ইউজার আসল রুলার অফ ডেথ হিসেবে গন্য হবে।
ইফেক্ট:
১) ইউজার তার হত্যা করা বস্তুর সউল সংগ্রহ করতে পারবে এবং সেগুলো দিয়ে তার আনডেথ আর্মি তৈরি করতে পারবে অথবা সউল গুলো পূর্বে থাকা আনডেথ দের খাইয়ে দেওয়ার মাধ্যমে তাদের লেভেল বৃদ্ধি করতে পারবে।
২) কোনো লিডার ছাড়া সাধারণ কোনো আনডেথ মনস্টার নিজের ইচ্ছায় ইউজারের সামনে সাম্মন হবে না, এবং হলেও ইউজারের আদেশ মানতে হবে তাদের।
বাকি ইফেক্ট স্কিলের পরবর্তী লেভেল গুলোতে আনলক হবে।
কুলডাউন: ইউজারের এনার্জির উপরে নির্ভর করবে ইউজার কতগুলো এবং কতক্ষণের জন্য তার আনডেথ গুলোকে সাম্মন অবস্থায় রাখতে পারবে।
××× ×××
নোট: পূর্বে হয়তো ডেড ব্যবহার করা হয়েছে, এটাকে ডেথ হিসাবে পড়ে নিবেন।
এলেক্স স্কিলের ইনফো দেখেই বুঝতে পারলো এটা তার পূর্বের শ্যাডো আর্মি স্কিলের থেকে অনেক ভিন্ন ছিলো। যেহেতু স্কিলের আরো বাকি ইনফরমেশন এলেক্স স্কিলের লেভেল বৃদ্ধির সাথে সাথে জানতে পারবে তাই তা নিয়ে কোনো আগ্রহ রইলো না। সাধারণ ভাবে স্কিলের বেস তেমনি রয়েছে যেমনটা পূর্বে রয়েছে। তাই সেটা ব্যবহার করার জন্য এলেক্সকে আর স্কিন মেনু দেখতে হয় নি। যেহেতু ইগ্রিতের লেভেলের বিষয়ে এলেক্স ক্লিয়ার হতে পেরেছে তাই এলেক্স আর দাঁড়িয়ে না থেকে ফুল স্পিডে স্কেলেটন গুলোর দিকে এগিয়ে গেলো। ইগ্রিত লজ্জিত কন্ঠে বলতে লাগলো,
ཌ মাই কিং, আমি আপনার হুকুম পালন করতে পারি নি। এর বিনিময়ে আপনি আমাকে শাস্তি দিন। আমার ব্যর্থতার কোনো কারণ নেই। ད
ইগ্রিতের কথা শুনে এলেক্স কিছু বললো না। বরং ইগ্রিতের পাশে এসেই একটা পান্স মারলো। পান্সেই এলেক্সের হাত থেকে বের হলো মারাত্মক এনার্জির ওয়েব এবং পুরো লাইটনিং এর স্পিডে লিচ্ এর কিছুটা পাশ দিয়ে একটা সুনামির মতো উড়ে গেলো এনার্জির সে ওয়েব থেকে তৈরি ভোর্টেক্স। আর তার মাঝে থাকা হাজারো স্কেলেটন নিমিষেই ছাই হয়ে গেলো। লিচ্ টা তার হাতে থাকা স্টাফটা উঁচু করলো। ছোট কোনো প্রানীর মাথার কঙ্কাল রয়েছে সেই স্টাফের উপরে। স্টাফটা দিয়ে কালো এনার্জি বের হলেও এলেক্সের এট্যাক মরে যাওয়া স্কেলেটন গুলো আর জীবিত হতে পারলো না। এলেক্স তার হাতের তালু উপরের দিকে করে রাখলো। মাত্র ধ্বংস হয়ে যাওয়া স্কেলেটন গুলোর সউল এক এক করে এলেক্সের হাতের তালুর উপরে চলে আসলো। কিছুটা নীলাভ সবুজ কালারের একটা গোল মার্বেল এর আকৃতির বল তৈরি করলো সউল গুলো একত্রিত হয়ে এবং সেটা সে ইগ্রিতের দিকে নিক্ষেপ করে বলতে লাগলো,
-> দুর্বল হওয়াটা ভুল নয়, বরং দুর্বল হয়ে ক্ষমা চাওয়াটা ভুল। যেহেতু তোমরা আমার সাবজেক্ট তাই আমি এরকম হতে যেনো সামনে না শুনি। (এলেক্স)
এলেক্সের নিক্ষেপ করা গোল সউল বলটা ইগ্রিত ধরলো, সে হেলমেট পরা ছিলো বিধায় তার এক্সপ্রেশন এলেক্স খেয়াল করছে না। এলেক্সের প্রধান শ্যাডো হওয়ার কারণে ইগ্রিত এলেক্সের প্রতিটা ইমোশন বহন করে যা এলেক্স ভুলে গিয়েছে। যেখানে এলেক্স হাসতে পারে না সেখানে ইগ্রিত হাসতে পারে। যেখানে এলেক্স কাঁদতে পারে না সেখানে ইগ্রিত কাঁদতে পারে। কিন্তু সবাই যেমন কারো ছায়ার উপরে কখনো কোনো গুরুত্ব দেই না, ঠিক ইগ্রিতের সাথেও তেমন। তার হাসি কান্না কখনো কেউ দেখতে পারে না। যদিও সে এখন এলেক্সের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আর্মার পরে থাকার কারণে এলেক্স ইগ্রিতের ইমোশন এখন দেখতে পারলো না।
❝আমার পূর্বের মাস্টারও আমার এরকম খেয়াল রাখে নি যেমনটা না আমার কিং রাখছে। সেই প্রথম থেকে আমি তার সাথে রয়েছি এবং হয়তো শেষ পর্যন্ত থাকবো। আমাকে আমার কিং এর জন্য শক্তিশালী হতে হবে।❞ (ইগ্রিত ভাবছে)
ইগ্রিত তার মাথার হেলমেট বা হেড আর্মার খুললো এবং এলেক্সের দেওয়া সউল বলটা খেয়ে নিলো। সেটা খাওয়ার সাথে সাথেই এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো সিস্টেম থেকে,
ཌ ইগ্রিত যে ইউজার এলেক্সের একজন সাম্মন বস্তু, তার মাস্টারের প্রতি ভালোবাসা, সম্মান, বিশ্বাস, এই পর্যন্ত টাওয়ারে থাকা অন্যান্যদের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তার মাস্টারের জন্য শক্তিশালী হওয়ার প্রবল ইচ্ছা তার রয়েছে। এজন্য এক্সব্লকের সাইড মিশন আনলক হয়েছে।
সাইড মিশন- দশ মিনিটের মধ্যে আনডেথদের লিডার লিচ্ মনস্টারকে হত্যা করে তার সউল ইগ্রিতকে দিতে হবে।
রিওয়ার্ড: ইগ্রিত তার ক্লাস চেঞ্জের সাথে আপগ্রেড হবে। ད
এলেক্স মেসেজ টা দেখে আর সময় নষ্ট করলো না। সে তার ইনভেন্টরির মধ্য থেকে একটা সোর্ড বের করলো। এটা ন্যাকরো ব্লেড ছিলো না। বরং এলেক্স বের করেছে মুন ড্যাগারকে।
নোট: পূর্বে সান-মুন ড্যাগারের আকার সম্পর্কে বিবরণ দিয়ে থাকলে এবং এখনকার সাথে না মিললে অবশ্যই জানাবেন।
এলেক্সের হাতে একটা নীল কালারের অউরা যুক্ত ড্যাগার চলে আসলো। যার হাতলে সুন্দর করে ড্রাগনের নকশা আকানো রয়েছে। ব্লেডটা সম্পর্কে এলেক্স ভালো করেই জানে, তাই তো সে স্কেলেটন এর জন্য বের করলো। এই মুন ড্যাগার হাতে নিলেই এলেক্সের স্ট্রেন্থ ডাবল হয়ে যায় আনডেথ মনস্টারের জন্য। আর সেটা দিয়েই এলেক্স তার ফুল পাওয়ার ব্যবহার করার চেষ্টা করছে। মুন ড্যাগারকে শক্ত করে ধরে এলেক্স তার নিজের এনার্জি সেটার মধ্যে প্রবেশ করালো। অনেক দিন পর মুন ড্যাগার এলেক্সের এনার্জি অনুভব করে উজ্জ্বল আলোতে জ্বলতে লাগলো। আর সাথে সাথে সেটার মধ্য থেকে আওয়াজ আসতে শুরু করলো।
ཌ মাস্টার আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। মাস্টার মনে হচ্ছে আপনার একটা পরিপূর্ণ ড্রাগন হার্ট রয়েছে? ད
ড্যাগারের কথায় এলেক্স কোনো রকম উত্তর না দিয়ে উপরের দিকে একটা লাফ দিলো এবং উপর থেকে ফুল স্পিডে লিচ্ এর দিকে যেতে লাগলো। লিচ্ দূর থেকে এলেক্সকে দেখে তার চারপাশে শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে নেয়। কুটকুটে কালো অন্ধকার লিচ্ এর চারিদিকে আটকে ধরে। এলেক্স এই সময়ে তার এট্যাক করতে গিয়েও করলো না। বরং সে প্রচুন্ড স্পিডে ব্যারিয়ারের সাথে স্পর্শ করলো। আশ্চর্যজনক ভাবে এলেক্স একদম ব্যারিয়ারের মাঝ দিয়ে ভিতরে ঢুকে গেলো যার মধ্যে অন্ধকার ছাড়া আর কিছুই নেই।
একটা চাঁদ সূর্যের আলো পেলে যেভাবে উজ্জ্বলিত হয়ে এলেক্সের হাতে থাকা মুন ড্যাগারের ব্লেডও উজ্জ্বল ভাবে জ্বলতে লাগলে, কিন্তু তাতে কোনো লাভ হলো না, এলেক্স এই অন্ধকারে কিছুই দেখতে পারছিলো না। এলেক্সের সামনে হঠাৎ করে একটা ম্যাসেজ আসলো, যা দেখার সাথে সাথে তার ভিশন আস্তে আস্তে ক্লিয়ার হতে লাগলো।
꧁ཌ স্কিল 'ভয়েড আই' একটিভ হচ্ছে। হোস্টের উপরে কোনো রকমের ইলুশন কাজ করবে না। হোস্ট প্রতিটা বিষয়ের সত্যতা জানতে পারবে। ད꧂
পুরো অন্ধকার এলেক্সের চোখের সামনে থেকে কেটে গেলো এবং এলেক্স সব কিছু স্পষ্ট দেখতে পারছে। ঠিক এমন সময় এলেক্স দেখতে পারলো তার উপর থেকে তার দিকে আলোকিত কোনো একটা জিনিস আসছিলো। একটা বিশাল অগ্নিপিন্ড এলেক্সের দিকে নিক্ষেপ করেছে লিচ্ মনস্টার, যা দেখে এলেক্স একটুও নরলো না বরং মুখ দিয়ে বলতে লাগলো,
-> ঠিক আছে মাস্টার, মনে হচ্ছে আপনার কথাটায় আমার রাখতে হবে।
মুন ড্যাগারকে শক্ত করে ধরে এলেক্স সেটার মধ্যে এনার্জি প্রয়োগ করলো খুবই দ্রুত। বরফ বাইরে রাখলে যেমন ধোঁয়া বের হয় তেমনি ব্লেডের ত্বক থেকেও ধোঁয়া বের হতে লাগলো এলেক্স এবার বলতে লাগলো,
'টেন্থ-মুভ: গ্রাভিটি স্ল্যাশ'
এলেক্সের হাতেই তার মুন ড্যাগারের ওজন বৃদ্ধি পেতে লাগলো। তার মনে হচ্ছিলো সে একটা পাহাড়কে তুলে সেটা দিয়ে এট্যাক করছে। জায়গায় দাঁড়িয়ে শুধু একটা স্ল্যাশ মারলো এলেক্স, এলেক্সের একটা স্ল্যাশে কোনো কিছুই দেখা গেলো না। কিছু হয়েছে সেটা বোঝায় যাচ্ছিলো না। মনে হচ্ছিলো এলেক্স তার জায়গাতে দাঁড়িয়েই একটা স্ল্যাশ মারলো। কিন্তু এক সেকেন্ড পরেই এলেক্সের দিকে তেড়ে আসা উল্কা পিন্ডটা দুই টুকরো হয়ে গেলো। শুধু যে উল্কা পিন্ড দুই টুকরো হয়েছে এমন নয়। এলেক্সের সামনে থাকা প্রায় এক কিলোমিটারের মতো জায়গার মাটিও একদম সরু ভাবে কেটে গিরিখাত হয়েছে। স্ল্যাশের পথে যেহেতু লিচ্ মনস্টারও ছিলো তাই তাকে আর সামনে দেখা যাচ্ছিলো না।
উপরের উল্কা পিন্ড কোনাকোনি ভাবে এলেক্সের দিকে আসছিলো উপর থেকে। যে কারণে দুই টুকরো হয়ে যাওয়া উল্কা পিন্ড এলেক্সের থেকে অনেকটা দূরেই পরে গেলো। এলেক্স তার বাম হাতে মুন ড্যাগারকে নিয়ে ডান হাতের তালু উপরের দিকে রাখলো। সাথে সাথেই সেখানে থাকা বাকি সব গুলো মনস্টারের সউল এলেক্সের হাতে জমা হতে লাগলো। এবার আর মার্বেল এর আকারে ছিলো না। বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং নীলভ সবুজ থেকে সেটার রং বেগুনি হয়েছে। এলেক্স সেটা নিয়ে হেঁটে আসলো ইগ্রিতের পাশে, যে তার হাঁটুতে বসে আছে কিছু করতে না পেরে। প্রতিবারই তার মাস্টার বা কিং তাকে মুগ্ধ করে, যা এবারো করেছে। এলেক্স তার হাতে থাকা সউল বলটা ইগ্রিতের হাতে তুলে দিলো। এবং সেটা ইগ্রিত খাওয়ার সাথে সাথেই তার শরীর আলোকিত হয়ে উঠলো। ইগ্রিত এমনিতেই লম্বায় এলেক্সের থেকে অনেকটা বড় ছিলো, আর এবার তার আকার এলেক্সের থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। পূর্বে তার আর্মারের কারণে তার বডি বোঝা যাচ্ছিলো না, কিন্তু এখন শরীরের সাথে লাগানো আর্মার থাকার কারণে কঠোর পরিশ্রমে বানানো বডি দেখা যাচ্ছিলো। শরীর থেকে অন্যরকম লেভেলের একটা এনার্জি বের হচ্ছিলো যা আর একদম কালচে রঙের ছিলো না। বরং এখন ইগ্রিতের এনার্জি অনেকটা বেগুনি কালচে রঙের হয়ে উঠেছে। এলেক্সের সামনে একটা মেসেজ উঠে আসলো। যা তার ইগ্রিত এর ইনফো দেখাচ্ছে।
××× ইনফো ×××
নেইমঃ ইগ্রিত
লেভেলঃ ১
স্পিসিজঃ শ্যাডো হিউম্যান
জবঃ লিজেন্ডারি ডেথ নাইট
মাস্টারঃ এলেক্স
××× ×××
꧁ཌ কনগ্রাচুলেশন, হোস্টের শ্যাডো লিজেন্ডারি নাইট থেকে তার জব চেঞ্জ করে একজন লিজেন্ডারি ডেথ নাইটে পরিণত হয়েছে। জব চেঞ্জের সাথে ইগ্রিতের স্পিসিজও চেঞ্জ হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ডিম্যান কিং সিস্টেম কিংবা টাওয়ারের সিস্টেম এর আন্ডারে যে কারো জব চেঞ্জ হলে তাদের লেভেল আবার রিসেট হয়ে যায়। ད꧂
এলেক্স লেভেলের দিকে গুরুত্ব দিলো না। বরং সে তার ইগ্রিত এর দিকে তাকালো। ইগ্রিতের শরীরের পুরো ভাইব চেঞ্জ হয়ে গিয়েছে। এলেক্স তার এনার্জি দেখেই বলে দিতে পারবে সে কতটা শক্তিশালী।
-> যেহেতু শক্তিশালী না হলে তোমার পজিশনটা যেকোনো সময় চেঞ্জ হতে পারে তাই আমি বলবো আশানুরূপ কিছু একটা করতে। (এলেক্স)
এলেক্সের কথা শুনেই ইগ্রিত আর দেরি করলো না। যেহেতু ইগ্রিত জানে তার মাস্টার যেকোনো সময় সাম্মন করলে সে যে প্রান্তেই থাকুক না কেনো সে তার মাস্টারের ছায়ায় চলে আসবে, তাই সে আর এলেক্সের পাশে থাকাকে পরোয়া করলো না। রওনা দিলো, এবং যাওয়ার সময় বলতে লাগলো,
ཌ মাই কিং পরবর্তী সময়ে যখন আমাকে সাম্মন করবেন আমি তখন আপনার নিজস্ব ছায়ায় থাকার মতো একমাত্র শ্যাডো হবো। ད
* * *
প্রায় তিনদিন সময় পার হলো। এলেক্স ফাইট করছিলো বর্ডারের কাছেই। ফাইটটা তার মতে ভয়ানক না হলেও সেটা তিন এম্পায়ারের নজর কেড়ে নিয়েছিলো এবং তারা তিন এম্পায়ারের বর্ডার থেকে লোক পাঠানো হয়েছিলো বিষয়টা তদন্ত করার জন্য।
কত বছর হয়েছে এলেক্স না খেয়ে আছে সেটা সে নিজেও জানে না। যেহেতু নার্কোলেপসিকে এলেক্স তার জবের সাহায্যে একটিভ করে রেখেছে তাই এলেক্সের স্ট্যামেনা রিফিল হতেও পারছিলো না। আউটার ওয়ার্ল্ডে মনস্টারদের সাথে ফাইট করার সময়েও এলেক্সের এতোটা খারাপ লাগে নি যতটা এক্সব্লকে আসার পর লাগছে। এলেক্স বুঝতে পেরেছে এই আবহাওয়ায় তার শরীর মানিয়ে নিতে পারে নি। নার্কোলেপসি একটিভ ছাড়ায় ক্ষুদায় কখন ঘুমিয়ে গিয়েছে সেটা এলেক্সও জানে না। যেহেতু এই পর্যন্ত আর কোনো মনস্টার এলেক্সের সামনে পরে নি এবং যাদের হত্যা করেছে সেগুলো হাড্ডি ছাড়া কিছুই ছিলো না তাই খাওয়ার মতোও এলেক্সের কিছুই ছিলো না।
আর ঠিক এই সময়ে দুজন ব্যক্তি যারা ভিতরে এসেছে তদন্ত করার জন্য তারা এলেক্সকে পরে থাকতে দেখলো। মূলত এই দুই ব্যক্তির একজন প্রফেশনাল স্পাই এবং আরেকজন এসাসিন। এসাসিন বলতে লাগলো,
-> স্ক্যান করো, দেখো কোনো ট্রাপ কিনা?
লোকটা বোঝাচ্ছিলো স্পাইকে তার স্কিল ব্যবহার করতে। প্রতিটা স্পাই এর কাছে একটা স্কিল থাকে যেটা দিয়ে তারা অন্যের ইনফরমেশন দেখতে পারে। স্পাই তার স্কিল ব্যবহারের মাধ্যমে এরকম একটা কিছু দেখতে পেলো যা এসাসিনকেও দেখালো।
××× ইউজার ইনফো ×××
নেইম: এলেক্স
লেভেল: ১
স্পিসিজ: হিউম্যান
জব: প্রোগ্রামার
××× ×××
স্পাই বলতে লাগলো,
-> মনে হচ্ছে কোনো আউটকাস্ট হবে। শরীরের অবস্থাও তো তেমন ভালো না। মনে হচ্ছে না খেয়ে রয়েছে।
-> জায়গাটা মার্ক করে আসো, আমাদের কাজ শেষ হলে নাহয় আমার ফেরার সময় নিয়ে যাবো ছেলেটাকে।
-> ভালো সিদ্ধান্ত নিয়েছো, ছেলেটার জীবনও বাঁচাতে পারবো, সাথে স্লেভ মার্কেটে বিক্রি করে দিলে আমাদেরও কিছুটা বারতি ইনকাম হলো।
দুজনেই কিছুটা হেসে সে জায়গা থেকে চলে গেলো।।
* * * * *
To Be Continued
* * * * *