আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King Part: 249 (Hridoy Bappy)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]

#Demon_King#


The Beginning

পর্ব:২৪৯

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
প্রথম ফ্লোরে, 

প্রথম ফ্লোরের জায়গা সুবিশাল যা পায়ে হেঁটে শেষ করাটা প্রায় অসম্ভব বলা চলে, এই সুবিশাল জায়গার মধ্যে একটা রুইন রয়েছে যা পূর্বে কখনো কেউ আবিষ্কার করে নি। যদিও পূর্বে কেউ এটা আবিষ্কার করে নি, কিন্তু বর্তমানে এমন অবস্থা নয়, কিছু দিন হলো পুরো রুইনে বার বার একটা ছেলে আসছে। কালো চুল ওয়ালা এবং সিলভার কালারে আর্মার পরে থাকা ছেলেটার মুখে অনেক আগ্রহ ছিলো। সে বলতে লাগলো,

-> যতদূর আমার মনে আছে এই বারে সোর্ডটা আমার পেয়ে যাওয়া উচিত। 

ছেলেটা কথাটা বলতে বলতে বস রুমের মধ্যে প্রবেশ করেছে, যেখানে বিশাল একটা কুৎসিত অক্টোপাস অপেক্ষা করছিলো তার। ছেলেটাকে দেখার সাথে সাথেই অক্টোপাসটা তার মুখ দিয়ে কালো বিষাক্ত গ্যাস ছুরলো পুরো রুমের মধ্যে। যা রুমে থাকা সম্পূর্ণ বিষয় বস্তুকে আস্তে আস্তে গলিয়ে দিচ্ছিলো। ছেলেটার শরীরে গ্যাসটা স্পর্শ করার পূর্বে একটা লম্বা দম নিয়ে নিলো এবং কাঁধের সাথে ঝুলতে থাকা চাদর টেনে মুখ এবং শরীরের সামনের অংশ ঢেকে নিলো। পুরো আর্মারে এসিড থেকে রক্ষা করার ইফেক্ট থাকার কারণে ছেলেটার কিছুই হচ্ছিলো না। তবে তার আর্মার এবং চাদরটা এতোটাও উচ্চ লেভেলের ছিলো না। তাই বেশিক্ষণ সে অপেক্ষা করতে পারবে না। 

"হিপনো"

ছেলেটা একটা স্কিল ব্যবহার করলো যার কারণে তার চোখ কিছুক্ষণের জন্য হলুদ বর্ণ ধারণ করলো। আর এই সময়েই অক্টোপাসটা আর ছেলেটাকে দেখতে পারলো না। বরং অক্টোপাসের সেন্সে এবং ভিশনে তার পিছনে ছিলো ছেলেটা। এই সুযোগের ব্যবহার করে ছেলেটা একদম অক্টোপাসের পিছনে চলে আসলো এবং তার বিষে মাখা ছোট ছোট ড্যাগার গুলো ছুঁড়তে লাগলো চাদর দিয়ে মুখ ঢাকা অবস্থাতেই। আটটা পায়ে তিনটা করে বিষে মাখা ছোট ড্যাগার ছুড়লো যা অক্টোপাসটাকে কাবু করতে বেশি সময় নিলো না। এই সময়ে ছেলেটা তার ইনভেন্টরি থেকে একটা গ্রেট সোর্ড বের করলো। নিজের শরীরের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করলো মানা দিয়ে, যে কারণে গ্যাসটা এখন তার ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করতে পারছে না। 

অক্টোপাসটা এখনো তার সামনেই ছেলেটাকে দেখে যাচ্ছে, তার ভিশনে ছেলেটা সামনে থেকেই তাকে এট্যাক করছে, যাকে তার আটটা পা বা হাত যেটাই বলি না কেনো তা দিয়ে বেশ কয়েকবার এট্যাক করেছিলো। অথচ ছেলেটার কিছুই হয় নি এবং পিছন থেকে এট্যাক করেই যাচ্ছে। এবার ছেলেটা লাফ দিলো এবং তার বিষে মাখা গ্রেট সোর্ডটা অক্টোপাসের মাথার একদম উপরে গেঁথে দিলো। কয়েক সেকেন্ড মারাত্মক ভাবে এদিক সেদিক নড়াচড়া করলেও কিছুক্ষণের মধ্যেই অক্টোপাস থেমে গেলো এবং ছেলেটার সামনে সিস্টেমের কিল মেসেজ চলে আসলো। কিল মেসেজের সাথে ছেলেটা লেভেল বৃদ্ধি করেছে সেটার মেসেজও সিস্টেম পাঠিয়ে দিয়েছে। যা পড়ে নিয়ে ছেলেটা লুট এর দিকে তাকালো। যেহেতু প্রতিটা মনস্টার হান্ট করলেই কিছু না কিছু লুট পাওয়ার সম্ভবনা থাকে তাই সেটায় চেক করতে লাগলো। আর মূলত এই লুটের জন্যই এখানে এসেছে ছেলেটা। অক্টোপাসের মৃত শরীর সাথে সাথে সে জায়গা থেকে ধোঁয়ার মতো করে হারিয়ে গেলো এবং সেখানে শুধু পরে রইলো কিছু গোল্ড এবং একটা স্পেয়ার। 

-> তাহলে আবারো তোমার সাথে আমার দেখা হয়ে গেলো স্পেয়ার অফ ডিসট্রাকশন।

ছেলেটা স্পেয়ারটাকে হাতে নেওয়ার সাথে সাথেই সেটা উজ্জ্বল আলোতে জ্বলতে লাগলো। প্রথমে কাঁপতে লাগলেও এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবং ছেলেটা নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছে। স্পেয়ারটা ছেলেটাকে একটা কর্কশ কন্ঠে বলতে লাগলো, যা কথা বলার সাথে সাথে সুন্দর হতে লাগলো।

ཌ তাহলে আবারো তোমার সাথে আমার যাত্রা করতে হবে? এটা দিয়ে কয়বার? ད

ছেলেটার কোনো রকমের এক্সপ্রেশন ছিলো না মুখে, সে বলতে লাগলো।

-> সঠিক খেয়াল নেই, তবে এটা হয়তো আমার ৯৯৯ তম চেষ্টা হবে অতীতে ফিরে আসার।

 ཌ তাহলে এবারো কি প্রতিবারের মতো আবারো সেই একই লক্ষ্য না কিছু একটা চেঞ্জ করেছো। ད

-> লক্ষ্য পূর্বের টাই ছিলো, কিন্তু মনে হচ্ছে সেটা চেঞ্জ করতে হবে। যেহেতু কিছু বিষয় পূর্বের টাইমলাইন গুলোর বাইরে হয়ে যাচ্ছে তাই এবার আমার কিছু না বা পূর্বের মতো সব কিছু করলেও অনেক কিছু পূর্বের থেকে ভিন্ন হবে। 

ཌ পুরো বিষয়টায় ঝামেলার। জানি না কোন কন্সটেলেশনের অ্যাভেটার হয়েছো, অন্যান্য কন্সটেলেশন অন্তত তার নামটা তো বলে কিন্তু তোমার কন্সটেলেশনের নামটাও জানো না। ད

-> এটা নিয়ে আমি ভাবা বাদ দিয়ে দিয়েছি। যেহেতু তার পাওয়ার এক্সব্লকের টাওয়ার এবং সিস্টেমকে হাস্যকর বানিয়ে দিয়েছে, তাই সে আমাদের লজিকের বাইরে। অন্যন্ত আমি তার একটা পাওয়ার ব্যবহার করতে পারছি এটায় আমার কাছে অনেক। 

ཌ তাহলে এখন কি করবে? ད

-> প্রতিবার যেটা করেছি। আমার টিম মেম্বার গুলোকে একত্রিত করবো, যেহেতু প্রতিটা রাউন্ডেই তাদের সাথে দেখা করেছি এবং তাদেরকে নিয়ে টিম বানিয়েছি, তাই সহজ হবে এবারো।

ছেলেটা আরো কিছু কথা বলতে বলতে স্পেয়ারটা নিয়ে আস্তে আস্তে রুইন থেকে বের হতে লাগলো। তার বের হয়ে যাওয়ার পরেই রুইনটা ভেঙে চুরমার হয়ে গেলো এবং বোঝায় যাচ্ছিলো না যে সেখানে কোনো একটা রুইন ছিলো।

-> মনে হচ্ছে এবারের গল্পটা কিছুটা ইন্টারেস্টিং হবে।

ཌ যতগুলো সময়ে তুমি টাওয়ারের উপরে উঠার চেষ্টা করেছো এবং কোনো না কোনো ভাবে মারা গিয়ে আবার ফিরে এসেছো সময়ের সাথে। তোমার কি মনে হয় না সেগুলো ওভারল্যাপ হতে পারে বর্তমান সময়ের সাথে। ད

-> টাওয়ারে অনেক কিছুই সম্ভব। এই পর্যন্ত কয়েকবারই যা হওয়ার কথা ছিলো সেটা না হয়ে অন্য কিছু হয়েছে, শুধু যে আমার ভবিষ্যৎ জানার জন্য সেটা হয়েছে এমন নয়, অনেক ব্যক্তি আছে যাদের ডেস্টিনি আমার ফিরে আসার সাথে সম্পর্কিত নয়। আর এমন নয় যে ওভারল্যাপ হতে পারে কিনা। আমি নিশ্চিত সেটা হবে কোনো এক সময়ে, তবে আমার কন্সটেলেশনের উপরে পুরো বিশ্বাস রয়েছে। সে কে আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার লক্ষ্য পূর্ণ হওয়ার পূর্বে সেটা হবে না। 

* * * * * 

অন্যদিকে,

নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলো এলেক্স। চোখ খোলার পরে এমন জায়গায় নিজেকে আবিষ্কার করবে বলে ভাবে নি কখনো। উঠার চেষ্টা করলো তবে কোনো রকম স্ট্রেন্থ সংগ্রহ করতে পারছিলো না এলেক্স। এলেক্সের পুরো শরীর ভারি হয়ে আছে। তার মনে হচ্ছিলো মারাত্মক কোনো গ্রাভিটি ফোর্সের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। যেহেতু ফিলিংস টা পরিচিত ছিলো তাই এলেক্সের বুঝতে বাকি রইলো না।

-> আবারো আমি আমার এনার্জি ব্যবহার করতে পারছি না। (এলেক্স)

এলেক্স তার হার্টে থাকা এনার্জি অনুভব করতে পারলেও সেটা আবারো ব্যবহার করতে পারছিলো না। শুধুমাত্র যে সেটায় এমন নয়, এলেক্সের পুরো শরীরের উপরে মারাত্মক গ্রাভিটি ফোর্সের মতো কিছু একটা কাজ করছিলো। এটা কি ছিলো এলেক্স সেটা বুঝতে পারছিলো না। যেহেতু তার শরীর তাতে আসলেই ভারি হচ্ছিলো না বরং তার শুধু অনুভব হচ্ছিলো তাই সিওর হতে পারছে না এলেক্স। যদি তার শরীর আসলেই ভারি হতো তাহলে সেটার ফোর্স ফ্লোরে পরতো, যেটা হচ্ছিলো না। এলেক্স খেয়াল করলো তার গলায় একটা ব্রেসলেট এর মতো পরানো রয়েছে। যেটা খোলার চেষ্টা করেও সে পারছিলো না। 

ঠিক এমন সময় রুমের দরজা খোলার শব্দ শুনতে পারলো এলেক্স। দরজাটা খোলার সাথে সাথে বাইরে থেকে একটা মেয়ে এবং তার সাথে কালো স্যুট এবং প্যান্ট পরা একজন বৃদ্ধ লোক প্রবেশ করলো রুমের মধ্যে। লোকটাকে দেখেই বোঝা যাচ্ছিলো সে হয়তোবা বাটলার হবে। বাটলারের সামনে মেয়েটা হেটেহেঁটে এলেক্সের কাছে এসে দাঁড়ালো। এলেক্সের দিকে তাকিয়ে আছে মেয়েটা। একটুও চোখের পলক দিচ্ছে না, 

-> যদিও এটা অসম্মানজনক একটা নোবেল এর জন্য, কিন্তু আমার বাবা রাজি হয়েছে। সহজ ভাবে তোমার বোঝার জন্য তোমাকে দুটো চয়েজ দিবো। প্রথমত আমাকে বিয়ে করে একজন নোবেল হতে পারো সিলভার এম্পায়ারের। আর নাহলে সারা জীবন স্লেভ হয়ে আমাদের ফ্যামিলিকে সার্ভ করে যেতে হবে। যদিও তুমি একটা স্লেভ, তারপরেও তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছি আমি। 

পূর্বে কখনো মেয়েটাকে এলেক্স দেখে নি। তাই কেনো এরকম দুটো প্রপোজাল দিবে সেটাও বুঝে নিতে পারছে না। পিছনে থাকা বাটলার বলতে লাগলো,

-> ইয়াং ম্যান, তুমি মনে হয় নিজের পরিস্থিতি বুঝতে পারছো না। ইয়াং লেডি তোমাকে পুরো স্টেট এর এক বছরের কয়েন দিয়ে স্লেভ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে শুধুমাত্র তোমার চেহারার জন্য। তাই তোমার উচিত তোমার মাস্টারের প্রতিটা আদেশ এখন থেকে মেনে চলা। নাহলে তোমার গলায় যে ব্রেসলেট দেখতে পারছো, সেটার জন্য ইয়াং লেডি যেকোনো সময় তোমাকে শাস্তি দিতে পারবে। 

বাটলারের কথায় কোনো রকমের খারাপ ইনটেন্ট ছিলো না। একটা স্বাভাবিক কথা এলেক্সকে বলে দিলো যা সে প্রতিটা স্লেভকেই বলে থাকে। এলেক্স মেয়েটার দিকে তাকালো। এলেক্সের চোখ মেয়েটার চোখে পরার সাথে সাথেই মেয়েটার মুখ লাল হয়ে গেলো। মেয়েটা একদম লজ্জা পেয়েছে, কিছু একটা বলতে চাচ্ছিলো সেটাও এখন বলতে পারছিলো না। মেয়েটার পুরো সেন্স গুলিয়ে গেলো এবং সে কি বলবে ভেবে পাচ্ছিলো না। শুধুমাত্র এলেক্সের তাকানোর কারণেই মেয়েটার হৃদপিন্ডের কম্পন বৃদ্ধি পেলো। পিছন থেকে তার বাটলার ভাবতে লাগলো,

❝আমি এখন বুঝতে পেরেছি ইয়াং লেডি কেনো এই ছেলেটাকে স্লেভ মার্কেট থেকে কিনে এনেছে। যদিও ছেলেটা শুধুমাত্র লেভেল ওয়ান এবং তার চেহারা ছাড়া কোনো কিছু দেখার মতো নেই, তবে এই চেহারাটাই তাকে বড় একটা থ্রেড বানিয়ে দিচ্ছে। ইয়াং লেডি যে কখনো কোনো ছেলের প্রতি আগ্রহ দেখায় নি সে এরকম ব্যবহার করবে এখানে সেটা আমি কল্পনাও করি নি।❞ (বাটলার ভাবছে)

এলেক্স কোনো রকম কথা বললো না সে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিলো সে তার শারিরীক এবং মানসিক সব স্ট্রেন্থ হারিয়ে ফেলেছে। গলায় ব্রেসলেট এর কারণে এলেক্স পূর্বের মতো শরীরে স্ট্রেন্থ অনুভব করতে পারছে না। তবে এটা তার হাটাচলায় তেমন একটা সমস্যা তৈরি করলো না। যেহেতু এর থেকেও অনেক মারাত্মক পরিস্থিতি এলেক্সের কেটেছে, তাই এটা সেগুলোর সামনে ছোট একটা খেলা ছিলো মাত্র। এলেক্স আস্তে আস্তে হাঁটতে শুরু করলো এবং খোলা দরজার ঔখানে চলে গেলো। মেয়েটা এমন সময় বলতে লাগলো,

-> তোমার শরীর দুর্বল রয়েছে এই সময়ে, রেস্ট নিতে হবে আরো তোমাকে। 

তবে মেয়েটার কথায় কান দিলো না এলেক্স। আরেকটা পা বারানোর সাথে সাথে এলেক্সের গলা থেকে মারাত্মক একটা লাইটনিং শক এলেক্সের শরীরে লাগলো। যা এলেক্সকে ফেলে দিলো নিচে। এলেক্স ফ্লোরে পরে কাঁপতে শুরু করে দিলো। মেয়েটার পিছনে থাকা বাটলার বলতে লাগলো,

-> ইয়াং লেডি, আমার মনে হয় এই ছেলেটা একটা আউটসাইডার হবে, যেহেতু তার লেভেল ১ এবং সে স্লেভ-মাস্টারের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে জানে না। আপনি কি সিদ্ধান্তটা একটু ভেবে দেখবেন? এমনিতেও স্লেভ-মাস্টারের মধ্যকার সম্পর্ক বৈবাহিক পর্যায়ে পৌঁছায় না কখনো। কিন্তু পৌঁছালে ছেলেটাকে মুক্ত করতে হবে আপনার, আর যেহেতু আপনার সাথে বিয়ে হবে তাই তার একটা নোবেল টাইটেল না থাকলেও সমাজে মারকুইজের জন্য একটু সমস্যা হবে।

বাটলারের কথা শুনে মেয়েটা কোনো কথা বলতে পারছিলো না। সে এলেক্সের জন্য একদম চিন্তিত ছিলো। মেয়েটার অনুভূতি সে প্রকাশ করতে পারছিলো না। এটাকে হয়তো প্রথম দেখাতে ভালোবাসা বলে।

যদি দুদিন পূর্বে আমরা ফিরে যায় তাহলে এলেক্স বন্ধি ছিলো একটা ছোট খাঁচার মধ্যে। সে যে খাঁচার মধ্যে ছিলো সেরকম আরো খাঁচা রয়েছে এবং সবগুলো খাঁচার মধ্যে হয়তো বিস্ট, মানুষ কিংবা অন্যান্য স্পিসিজ ছিলো। একটা দুটোর মধ্যে মনস্টারও লক্ষ্য করা যাচ্ছিলো। জায়গাটা ব্লাক মার্কেটের আন্ডারে এবং যেহেতু এম্পায়ারের অনুমতি রয়েছে তাই কোনো জিনিসই এখানে বেআইনি নয়। যদিও সাধারন চোখ তাদের কাজ গুলো খারাপ, তারপরও তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভিত্তিই নেই কারো। ব্লাক মার্কেট তিন এম্পায়ারের মধ্যে অপারেট হয় এবং এক এক সময় এক এক নোবেলদের এরিয়ায় তারা স্লেভ মার্কেট কিংবা বিভিন্ন অকশন হাউজ নির্মাণ করে কিছু দিনের জন্য। এই সময়ে সেই এরিয়ার নোবেলরা প্রথমে স্লেভ কিংবা অকশনে থাকা পন্য গুলো কেনার সুযোগ প্রথমে পেয়ে থাকে। ঠিক তেমনি সিলভার এম্পায়ারের আন্ডারে থাকা একজন মারকুইজ এবারের ব্লাক মার্কেটের আয়োজিত স্লেভ মার্কেট বা স্লেভ হাউজের পন্য গুলো প্রথমে কেনার সুযোগ পেয়েছে। মারকুইজের সাথে তার পরিবারও উপস্থিত ছিলো সেখানে। এলেক্স যে খাঁচার মধ্যে রয়েছে সে খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছে মারকুইজের একমাত্র সন্তান। এলেক্স ঘুমন্ত অবস্থায় ছিলো, শরীর ভালো করে পরিস্কার করা হয়নি, খাঁচার উপর দিয়েই পানি ঢালার কারণে কিছুটা পরিস্কার হয়েছিলো এলেক্সের শরীর, তবে এখনো দুর্গন্ধ লেগেই রয়েছে তার সাথে। এলেক্সের দিকে এক নজরে তাকিয়ে ছিলো মেয়েটা। কিছুটা হলুদ এবং পুরোটায় সিলভার কালারের চুল ওয়ালা প্রথম মানুষ যাকে দেখছে মেয়েটা। মুখটা ময়লার কারনে ভালো করে দেখা না গেলেও এলেক্সের চেহারাটা মনে মনেই অনুভব করতে পারছিলো মেয়েটা। এলেক্সকে নিয়ে চিন্তা করার কারণে তার মুখ দুটো লাল হয়ে গেলো এবং সোজা তার বাবার কাছে গিয়ে বললো,

-> বাবা আমার ঔ স্লেভটা দরকার। যতই খরচ হোক না কেনো ওকে আমার লাগবেই। 

বর্তমান সময়ে,

মেয়েটার চিন্তিত ভাব দেখে পিছনে থাকা বাটলার এগিয়ে গেলো এবং এলেক্সকে গিয়ে ধরলো। এলেক্সের শরীর এখনো কাপছিলো শকের কারণে। এলেক্সের পেটে হাত রেখে কিছুটা এনার্জি প্রয়োগ করলো বাটলার আর সাথে সাথে এলেক্সের শরীরটা স্বাভাবিক হতে শুরু করলো। এলেক্স তাকালো বাটলার এর দিকে,

-> এখন থেকে আমি ইয়াং লেডির প্রতিটা আদেশ মেনে চলার পরামর্শ দিবো। এই স্লেভ ব্রেসলেট সাধারণ কোনো জিনিস নয়। যেহেতু এই ব্রেসলেট কিনতেই ইয়াং লেডি প্রায় এক বছরের স্টেটের অর্থ খরচ করেছে, যেজন্য ব্রেসলেট এর সাথে ব্লাক মার্কেট আর তোমার কোনো মূল্য রাখে নি। তোমার দিক দিয়ে দেখতে গেলে সবটা মূল্য তোমার, কিন্তু আমাদের দিক দিয়ে তোমার কোনো মূল্য নেই এবং একটা ফ্রি প্রেডাক্ট। আমি খারাপ কোনো ব্যবহার করছি না, কিন্তু যেহেতু ইয়াং লেডি তোমাকে ফেভার দেখাচ্ছে তাই আমিও শেষ বারের মতো পরামর্শ দিবো তার আদেশ মতোই চলতে, এটাই তোমার জন্য ভালো হবে। 

বাটলার কথাটা বলে সেখান থেকে দরজার বাইরে গিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলতে লাগলো,

-> ইয়াং লেডি আপনার ব্যবহার ইম্প্রুভ ক্লাসের সময় হয়ে গিয়েছে।

বাটলারের কথা শুনে মেয়েটাও বেরিয়ে যেতে লাগলো। তবে মেয়েটাকে এখন অনেক চিন্তিত মনে হচ্ছিলো। সে বের হয়ে যাওয়ার সময় এলেক্সকে বলতে লাগলো,

-> আমি তোমাকে শাস্তি দিতে চাই নি, যেহেতু এটা আমার প্রথম সময় তাই আমি সঠিক ভাবে ব্যবহার করতে পারছি না৷ আপাতোতো তুমি রেস্ট নাও। আমি কালকে তোমার সাথে দেখা করতে আসবো।

কথাটা বলেই মেয়েটা চলে গেলো। এলেক্স ফ্লোরের উপরেই পরে রইলো। সে তার হাত দিয়ে ফ্লোরে একটা পান্স মারলো, কিন্তু তাতে কিছুই হলো না। আস্তে করে একটা শব্দ এবং তার হাতে ব্যথা ছাড়া এলেক্স কিছুই অনুভব করতে পারছিলো না। এলেক্সের ছায়া থেকে এই সময়ে ইগ্রিতের উপস্থিতি অনুভব করতে পারছিলো। এই সময়ে ইগ্রিত এলেক্সকে কি বলবে সেটা ভেবে পাচ্ছিলো না। তাই সে চুপ হয়ে ছিলো।

-> বের হতে পারবে তুমি? (এলেক্স)

ইগ্রিতের নিরবতা শুনে বুঝতে পারলো সে বের হতে পারবে না। ইগ্রিত কিছুক্ষণ পর বলতে লাগলো,

ཌ আমি দুঃখিত, মাই কিং। আপনার গলায় যে ব্রেসলেটটা রয়েছে সেটা খুবই পাওয়ারফুল একটা আইটেম। সেটা আপনার এনার্জির সাথে আপনার ফিজিক্যাল স্ট্রেন্থ সিল করে রেখেছে। এমনকি আমিও কথা বলা এবং আপনার ছায়ায় থেকে সব কিছু দেখা ব্যতীত কিছুই করতে পারছি না। আপনার ডাকেও আমি কোনোভাবে বের হতে পারছি না। ད

এলেক্সের সামনে এমন সময়েই একটা লাল স্ক্রিনে মেসেজ চলে আসলো। এলেক্স সেটা পড়তে লাগলো,

꧁ཌ স্পেশাল মিশন-৫

এই নিষ্ঠুর টাওয়ারে দয়া বলতে কোনো জিনিস নেই। প্রতিটা মানুষই তাদের নিজস্ব স্বার্থ অর্জনের আশায় বসে থাকে। হোস্ট এই সময়ে একটা সাধারন মানুষ ছাড়া আর কিছুই নয়। তাকে টিকে থাকতে হলে অন্যের ইমোশন এর ব্যবহার করা শিখতে হবে। অন্যের ব্যবহার সঠিক ভাবে না করতে পারলে এই টাওয়ারে টিকে থাকাটা একদম কষ্টকর। 

একটা সময় ছিলো যখন বর্তমান সিলভার এম্পায়ারের এম্পেরর অন্য কেউ ছিলেন এবং এম্পায়ারের নামও ভিন্ন ছিলো, কিন্তু একটা শক্তিশালী কন্সটেলেশনের পাওয়ারের কারণে নিজের রাজত্ব হারিয়ে এখন সাধারন একজন মারকুইজ হয়ে রয়েছেন তিনি। 

অবজেক্টিভ: যেকোনো একটা অবজেক্টিভ পূর্ণ করলেই হোস্টের মিশন সম্পূর্ণ হবে,

১) মারকুইজের কন্যাকে বিয়ে করা,

২) মারকুইজের কন্যার পারশোনাল নাইট হয়ে তার স্টেটকে সিলভার এম্পায়ারের ডিউকডমে পরিণত করা।

রিওয়ার্ড: 
????? ད꧂

এলেক্স মিশনের ডিটেইলস দেখেই আস্তে আস্তে বলতে লাগলো,

-> এটা কোনো রকমের মিশন হতে পারে? যত দিন যাচ্ছে মিশন গুলো আজব হচ্ছে। (এলেক্স)


* * * * *  

To Be Continued 


* * * * * 

1 comment

  1. Ajker part ta daron hoise
    Samner part a dekha jabe noton kicho
    Ar onek din dore golpo na porar karone onek kicho vole gesi tai abar apnar সুপ্রিম বিয়িং golpo pora start korlam akhon theke aste aste sob clear hoye jabe
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.