[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
সিলভার এম্পায়ারের ডিমনিক ফরেস্টের সাথে যে বর্ডার রয়েছে ঠিক সেই জায়গায় মারকিউজ টনেমহাম এর অনেক বড় একটা এরিয়া রয়েছে। এম্পায়ারে কোনো নোবেলদের নিজস্ব এরিয়া থাকলে সেগুলোকে তাদের স্টেট বলা হয়ে থাকে। যদিও মারকুইজ টনেমহামের স্টেট পরিমাপ করলে এটা অনেকটা তিনজন ডিউকের যেকোনো একজনের স্টেট এর সমান হবে, কিন্তু মারকুইজ টনেমহাম যে এরিয়া পেয়েছেন তার অধিকাংশই ব্যবহার যোগ্য নয়। এছাড়াও বর্ডারে নিজের স্টেট হওয়ার কারণে প্রতিনিয়ত মারকুইজের সৈন্যদের মনস্টারের সাথে ফাইট করতে হয়। কখন কোন সময় মনস্টার আক্রমণ করবে এই ভয়ে মারকুইজের স্টেটে সাধারন জনগনের সংখ্যাও অনেক কম। যে কারণে পুরো এম্পায়ারের মধ্যে যত নোবেল রয়েছে তাদের থেকে এমনকি বলতে গেলে একটা ব্যারন এর থেকেও মারকুইজের পাওয়ার এবং ক্ষমতা বেশি।
পুরো এক সপ্তাহ সময় পার হলো,
এই এক সপ্তাহ সময় এলেক্সের জন্য একটুও ভালো যায় নি। যদিও এলেক্সের তেমন কোনো কিছু ফিল হচ্ছে না তবে তাকে যেই দেখবে সেই বলবে তার জন্য সময় ভালো যাচ্ছে না। বিছানার উপরে এসেই উপর হয়ে পরে গেলো এলেক্স। নরম একটা বালিশের মতো কিছু একটার মধ্যে নিজের মুখ ঢুকিয়ে ঘুমিয়ে পরেছে। কোনো রকম সারা শব্দ নেই তার মাঝে আর। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এর দাগ রয়েছে যা পূর্বের মতো হিল হচ্ছে না। শরীরে অসহনীয় যন্ত্রনা করছে যা পূর্বের মতো ঠিক হচ্ছে না।
* * *
৫ দিন পূর্বে এলেক্সকে মারকুইজের সামনে আনা হয়েছিলো। একটা টেবিলের পাশে চেয়ার নিয়ে মারকুইজ বসে ছিলো এবং তার পাশে মারকুইজের স্টেট এর বাটলার দাঁড়িয়ে ছিলো। এলেক্সকে দুটো সুযোগ দেওয়া হয়েছিলো। মারকুইজের কথা এমন ছিলো,
-> যেহেতু আমাদের স্টেট বর্ডারের কাছে তাই সাধারণ ব্যক্তিরা আমাদের স্টেট সবার প্রথমেই তাদের থাকার জায়গা থেকে বাতিল করে। আর যারা এক সময়ে এখানে ছিলো তারাও পর্যাপ্ত খাবারের অভাবে কিংবা মনস্টারের প্রতিনিয়ত এট্যাকের কারণে স্টেট ছেড়ে অনেক পূর্বেই অন্যান্য স্টেটে চলে গিয়েছে। যেহেতু সাধারণ জনগনের সংখ্যা খুবই কম এবং মনস্টার নিয়মিত এট্যাক করে যাচ্ছে তাই আমাদের স্টেটের নাইটদের সংখ্যাও কমে যাচ্ছে। যেটা পূর্ণ করতে আমরা পূর্বে মার্সেনারি হায়ার করতাম কিন্তু তাদের আর্থিক অবস্থা টানতে গিয়ে স্টেট এর মানুষ আরো না খেয়ে রয়েছে। এই অবস্থায় আমাদের সমস্যা দূর করার জন্য এবং আর্থিক অবস্থা কিছুটা ভালো করার জন্য একটা সিদ্ধান্ত নেই, সেটা হলো স্লেভ মার্কেট। পূর্বের স্লেভ মার্কেটে সে উদ্দেশ্যে গেলেও আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। যেহেতু আমার একমাত্র সন্তান কখনো আমার কাছে কিছু চাই নি তাই তার আশা পূর্ণ করার জন্য আমি পুরো স্টেট এর এক বছরের বাজেট তোমার উপরে ইনভেস্ট করি। আমার বাটলার কনফার্ম করেছে তুমি এক্সব্লকের বাইরে থেকে এসেছো, এ কারণে তোমার স্পাই হওয়ার কোনো সম্ভবনা নেই, তারপরও স্টেট এর নিরাপত্তা এবং আমার মেয়ের নিরাপত্তা বজায় রাখার জন্য তোমার গলায় এই ব্রেসলেট। সাধারণ স্লেভদের একটা স্লেভ মার্ক দেওয়া হয়, কিন্তু যেহেতু তোমার উপরে কোনো স্লেভ মার্ক দেওয়া সম্ভব হয় নি তাই আমাদের বাধ্য হয়ে ব্রেসলেটটা কিনতে হয়েছে।
মারকুইজের কথা গুলো একদম সাজানো ছিলো, যা সামনে থেকে শুনলে মনে হবে সে অনেক ভালো একজন মানুষ। এবার তার বাটলার পাশে থেকে বলেছিলো,
-> যেহেতু তোমার উপরে স্লেভ মার্ক বসে নি, তাই এই ব্রেসলেটটা কেনা। যেটা দুটো কাজ করবে। ব্রেসলেট আমার লর্ড কমান্ড না করতে পারলেও ইয়াং লেডি তার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবে। তার ইচ্ছার বাইরে গেলে সেদিনের মতো শাস্তি ভোগ করতে হবে। এই ব্রেসলেট তোমার গলায় থাকা অবস্থায় ইয়াং লেডিকে কখনোই ধোঁকা দিতে পারবে না এবং নিজের জীবন দিয়ে হলেও তার পাশে তোমাকে সব সময় থাকতে হবে।
বাটলার থেমে যায়, বাকিটা মারকুইজ বলেছিলো,
-> আমার একমাত্র মেয়ে, টেসি তোমাকে পছন্দ করেছে। যদিও আমরা নোবেল, তারপরও এটা নোবেলদের জন্য একটা অপমানজনক বিষয় যদি কোনো নোবেল এর বিয়ে কোনো স্লেভ এর সাথে হয়। তবে নোবেল হিসেবে আমাদের এমনিতেই কোনো সম্মান নেই তাই সেটা বিক্রি করে হলেও আমার মেয়ের ইচ্ছাটা পূর্ণ করতে চাই। তবে সে ভালো একটা কথা বলেছে। স্লেভ এরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। যদিও আমি কাউকে এরকম সুযোগ দেই নি, কিন্তু যেহেতু আমার মেয়ের পারিবারিক জীবন নিয়ে বিষয়টা আসছে তাই আমি তোমাকে সুযোগ দিয়েছি। ব্রেসলেট এর দ্বিতীয় কাজ, যেটা তোমাকে অন্যান্যদের থেকে বেশি এনার্জি এবজোর্ব করতে সাহায্য করবে। শুধুমাত্র এই ব্রেসলেট থাকার কারণেই ৫ বছরের মধ্যেই একটা অফিসিয়াল নাইট কমান্ডার হতে পারবে লেভেল ১ থেকেই। আর এই বিষয়টা মাথায় রেখেই তোমার সামনে দুটো পথ, প্রথমত আমার মেয়েকে বিয়ে করে ফেলো। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার সর্বোচ্চ পাওয়ার দিয়ে তোমার স্লেভ রেকর্ড মুছে ফেলবো। আর দ্বিতীয় পথ দ্রুত একজন নাইট হয়ে আমার মেয়ের পার্সোনাল নাইট হিসেবে সারাজীবন থাকো।
এলেক্স এতোক্ষণ কিছু বলছিলো না। তবে সে তখন বলেছিলো,
-> যতদূর আমি বুঝতে পেরেছি লেডি টেসিকে বিয়ে করলেও আমার এই গলার ব্রেসলেট খুলবে না যতদিন পর্যন্ত আমি আপনার বিশ্বাস অর্জন না করছি। এমনকি এটা দ্বিতীয় সুযোগের জন্যও প্রযোজ্য। যেহেতু স্লেভারি নিয়ে হালকা কিছুটা ধারণা আমার রয়েছে তাই আপনি যত চেষ্টাই করেন আমার সাথে লেডি টেসির বিয়ে হলে তার সম্মানে যে দাগ লাগবে সেটা মারকুইজের পরবর্তী কোনো জেনারেশনেও মুছবে না। আর আমিও চাই না। যদিও আমাকে ছোট দেখা যায় তবে এক্সব্লকে প্রবেশ এর পূর্বে আমার বিয়ে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মারকুইজকে আমাকে দ্বিতীয় একটা সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আমি আর কিছু করতে পারবো না তাই কথা দিচ্ছি যতদিন আমার গলায় এই ব্রেসলেট থাকবে আমি ততদিন পর্যন্ত লেডি টেসির পাশে থাকবো। (এলেক্স)
* * *
উপরের ফ্লাশব্যাক গুলো ভাবছিলেন তার রুমে বসে মারকুইজ। মারকুইজ টেবিলের পাশে বসে বসে ভাবছে,
❝আমি পূর্বে এমন কোনো ছেলে দেখি নি যে স্লেভ হওয়া সত্ত্বেও এতোটা কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে। বাটলার এর কথা মতোই এই কয়েকদিন তাকে আমি অবজার্ব করেও তার মধ্যে কোনো রকম ইমোশন দেখতে পায় নি। ছেলেটার ব্যবহার আর তার প্রতিটা বস্তুকে দেখার স্কিলটা দেখে এখন সিওর হওয়া যাচ্ছে যে সে কোনো শক্তিশালী কন্সটেলেশন অ্যাভেটারের পিওর ব্লাডলাইন থেকে এসেছে। যেহেতু স্লেভ মার্ক কাজ করে নি তার উপরে তাই এটাই একমাত্র কারণ হবে। যেহেতু আমাদের পিওর ব্লাডের নোবেলদের উপরেও একই কারণে স্লেভ মার্ক কাজ করে না৷ তবে আমি একটা বিষয় বুঝতে পারছি না। ব্রেসলেট এর কারণে ছেলেটার যে স্কিল রয়েছে তাতে তার লেভেল ৩ থেকে এ থাকার কথা, কিন্তু সেটা এক ই রয়েছে। আমি কি আমার সিদ্ধান্তে কোনো ভুল করেছি?❞ (মারকুইজ ভাবছে)
টেবিলের উপরে বিভিন্ন রকমের ডকুমেন্ট রয়েছে, যা এক এক করে মারকুইজকে চেক করতে হচ্ছিলো। মারকুইজ সেগুলো চেক না করে এলেক্সকে নিয়ে ভাবছে। যদিও এলেক্সকে মারকুইজের কন্যার প্রাইভেট বা পার্সোনাল নাইট হিসেবে নিযুক্ত করা হয়েছে, তবে এলেক্স এখনো অফিসিয়াল কোনো নাইট হয় নি। যেকারণে সে মারকুইজের কন্যাকে সুরক্ষিত রাখতে পারবে না। আর যেহেতু তাকে মারকুইজ তার কন্যার পার্সোনাল নাইট হিসেবে নিযুক্ত করেছে তাই তাকে অনেকটা শক্তিশালী হতে হবে। মারকুইজ আবারো ভাবতে লাগলো,
❝ছেলেটা যখনি আমার দিকে তাকায় আমার মনে হয় সে আমার ভিতরে কি চলছে সব কিছুই বুঝতে পারে। এ পর্যন্ত আমার কোনো আদেশ সে অমান্য করে নি এবং আমার মনে হচ্ছে সে কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছে তার গলার ব্রেসলেট শুধু টেসি নয় বরং আমিও কন্ট্রোল করতে পারি। যেহেতু টেসির সাথে বিয়ে সম্ভব নয়, তাই কোনো অপ্রতিকারক অবস্থা যেনো না তৈরি হয় সেটার ব্যবস্থাও আমাকে নিতে হবে।❞ (মারকুইজ ভাবছে)
পরের দিন,
এলেক্স একদম ভোরেই ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছে। জায়গাটা মারকুইজের সকল নাইট ব্যবহার করে ট্রেনিং এর জন্য। এটার বিপরীত পাশে আরো একটা জায়গা আছে যেখানে সাধারণ সৈন্যরা ট্রেনিং করে থাকে। যেহেতু এলেক্স এখনো নাইট হয় নি তাই সাধারণত তার জায়গা নয় এটা, তার বিপরীত পাশে সাধারণ সেনাদের জায়গায় ট্রেনিং করার কথা ছিলো। তবে বাটলার এর কথা মতো সে নাইটদের ট্রেনিং করার জায়গাতে ট্রেনিং করে যাচ্ছে প্রথম দিন থেকে। যে কারণে প্রথম দিন থেকেই মারকুইজের স্টেট এর নাইটগুলো এলেক্সের প্রতি অসন্তুষ্ট। তাদের কথোপকথন গুলো এরকম।
-> সে স্লেভ তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ স্লেভদের সুযোগ দিলে তারাও শক্তিশালী নাইট হতে পারে, কিন্তু নাইটদের মাঝেও অনেক রুলস আছে।
-> ঠিকই, আমি বুঝতে পারছি না মারকুইজ কেনো একটা স্লেভকে এতোটা ফেভার দেখাচ্ছে। তার তো প্রথমে সাধারণ সেনাদের এরিয়ায় থাকার কথা ছিলো।
-> আমি শুনেছি মারকুইজ ছেলেটাকে লেডি টেসির পার্সোনাল নাইট হিসেবে নিযুক্ত করবে। এরকমও গুজব শোনা যাচ্ছে যে ছেলেটাকে লেডি টেসি পছন্দ করে এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিলো।
-> আমি মানছি স্লেভ হওয়া সত্ত্বেও ছেলেটার চেহারা আমার দেখা কোনো ছেলের সাথে তুলনা করার মতো নয়, কিন্তু লেডি টেসি শুধুমাত্র চেহারার জন্য একটা স্লেভকে বিয়ে করতে চাইবে সেটা আমার বিশ্বাস হচ্ছে না।
-> অন্তত আমি প্রতিদিন ছেলেটাকে ইচ্ছামতো মারতে পারছি, এটাই আমার আনন্দ, তবে মানতে হবে ছেলেটার ইচ্ছাশক্তি রয়েছে প্রবল। প্রতিদিন আমাদের হাতে মাইর খেয়েও একদিন ট্রেনিং মিস করছে না।
-> নাইট ট্রেনি হিসেবে আমি ছেলেটাকে পছন্দ করতে শুরু করেছি। এরকম ইচ্ছাশক্তি ভালো ভালো নাইটদের মাঝেও দেখা যায় না।
-> তবে আমার মাঝে মাঝে মনে হয় ওর দুর্বল শরীরের জন্য ওর জন্য উইজার্ড এর পথ সবচেয়ে ভালো হবে।
-> একটা উইজার্ড আমাদের কিংডমে থাকলে ভালোই হতো।
-> স্বপ্ন দেখা বাদ দাও। যারা মানা ব্যবহার করতে পারে সঠিক ভাবে তাদের মূল উদ্দেশ্যই থাকে টাওয়ার ক্লাইম করা। এজন্য শুধু আমাদের স্টেট নয় বরং এম্পায়ারেও খুব কম উইজার্ড কিংবা মানা ব্যবহারকারী কম দেখা যায়।
-> আমিও হার মানছি না, কোনোদিন গ্রান্ড মাস্টার লেভেল পৌছাতে পারলে আমিও প্রথম ফ্লোর ছেড়ে উপরে রওনা দিবো।
প্রায় ৫০ জন নাইট রয়েছে মারকুইজের স্টেট। যারা এক সাথে ট্রেনিং এরিয়ার দিকে রওনা দিয়েছে। ট্রেনিং এরিয়ার মধ্যে সেখানে এলেক্সকে দেখে আর অবাক হলো না। কারন এটা দিয়ে চারদিন হয়ে যায় এলেক্স তাদের সাথে ট্রেনিং করছে। এলেক্সের শরীরের ক্ষতের দাগ গুলো এখনো যায় নি। সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছিলো।
-> তাহলে তুমি আজও ট্রেনিং স্কিপ করো নি। মারকুইজের নাইটদের এরকম হওয়ায় উচিত।
কথাটা বলে উঠলো মারকুইজের নাইট অর্ডারের লিডার বা কমান্ডার। সম্পর্কে সে মারকুইজের ছোট ভাই যে দেখতে মারকুইজের মতোই কিছুটা। সে এলেক্সের কাছে আসলো এবং এলেক্সের মাথায় হাত দিয়ে চুল গুলো নেরে দিয়ে বলতে লাগলো,
-> আজকে তোমার ভাগ্যবান দিন, কারণ তুমি আজ আমার সাথে ফাইট করবে।
মারকুইজের নাইট অর্ডারের কমান্ডার কথাটা বলে তার গায়ে পরে থাকা টিশার্ট টা খুলে দাঁড়ালো। ফুলে থাকা বডি দেখেই বোঝা যাচ্ছিলো সেটা অনেক ট্রেনিং এবং হাজারো ফাইটের মাধ্যমে কমান্ডার তৈরি করেছে। কোনো রকম অস্ত্র ছাড়ায় সে এলেক্সের সামনে দাঁড়িয়েছে। অন্যদিকে এলেক্স প্রথম থেকেই একটা কাঠের সোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলো। কমান্ডার যেহেতু ফাইট করবে তাই এলেক্সেরও না করার সুযোগ নেই। এলেক্স তার হাতে থাকা কাঠের সোর্ড দিয়ে দিয়েই একের পর এক এট্যাক করে যাচ্ছে। কিন্তু সেগুলো কমান্ডার তার হাত দিয়েই আটকিয়ে দিচ্ছিলো। সোর্ড যখন লোকটার হাতে বারি খাচ্ছিলো তখন এলেক্সের হাত কেঁপে উঠছিলো এবং সে কিছুটা পিছিয়ে যাচ্ছিলো। এলেক্সের মনে হচ্ছে সে কাঠের সোর্ড দিয়ে কোনো লোহার দরজায় বারি দিচ্ছে প্রতিবার।
-> এই কয়েকদিনে তোমাকে পর্যবেক্ষণ করে আমি যা বুঝতে পেরেছি তাতে সোর্ডে তোমার ট্যালেন্ট থাকলেও কিভাবে সোর্ড ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে তুমি কিছুই জানো না। হাতে সোর্ড থাকলেই যে শুধু এদিক সেদিক স্ল্যাশ মারতে হবে এমন নয়। ধারালো একটা সোর্ড দিয়ে শক্ত কিছু কাটলেও মাঝে মাঝে দেখা যায় সেটা এক টুকরো কাগজকে কাটতে পারে না। একজন নাইট হতে হলে শুধু সোর্ড এদিক সেদিক চালালেই হবে না। যদিও নাইট হওয়ার যে লজিকটা সেটা আমরা সম্পূর্ণ করতে পারি না, তবে অন্তত আমাদের প্রথমে সোর্ড সম্পর্কে জানতে হবে। (নাইট কমান্ডার)
কিছুটা থেমে নাইট কমান্ডার আবারো বলতে লাগলো,
-> তোমার যে স্টাইল সেটা নাইটদের কোড এর সম্পূর্ণ বিপরীত। যদি অনেক ক্ষেত্রে বার্সাকার নাইট দেখা যায়, কিন্তু তাদের প্রপার নাইট বলা হয় না। মূলত বার্সাকার রিলেটেড জব যাদের রয়েছে তারাই এভাবে এলেমেলো এট্যাক করে। তাদের ক্ষেত্রে লাভ রয়েছে, যেহেতু তাদের স্ট্রেন্থ স্ট্যাট নাইটদের থেকে বেশি থাকে তাই অনেকক্ষেত্রে নাইটদের ডিফেন্স ভেদ করতে সমস্যা হয় না। কিন্তু যার স্ট্রেন্থ স্ট্যাট বার্সাকারদের মতো বেশি নয় তারা একজন নাইটের ডিফেন্স কিভাবে ভেদ করবে? এই জায়গায় আসে সোর্ড টেকনিক।
নাইট কমান্ডার আবারো থামলো। এলেক্স বার বার তাকে এট্যাক করে যাচ্ছে, কিন্তু কোনো এট্যাকই কাজ হচ্ছে না। বরং এলেক্সের হাত লাল হয়ে গিয়েছে। হাতে ফোসকা পরে গিয়েছে এবং তা থেকে রক্তও পরতে শুরু করেছে। নাইট কমান্ডার এতোক্ষণ এলেক্সের এট্যাক গ্রহন করলেও একটা পান্স মারলো এলেক্স। যেটা বেশি শক্তিশালী না হলেও এলেক্সের পেটে লাগার সাথে সাথে এলেক্সের পুরো শরীর থেমে গেলে। এলেক্স নিচে পরে গেলো। নাইট কমান্ডার আবারো বলতে লাগলো,
-> মানা নাইট খুব দ্রুত শক্তিশালী হলেও এক সময় তাদের একটা লিমিট চলে আসে যা পার করা অনেক কষ্টকর। কিন্তু অপরদিকে অউরা নাইটরা একটু সময় নিয়ে শক্তিশালী হলেও তাদের সামনে ভবিষ্যতে কোনো বাঁধা থাকে না। সময় বেশি প্রয়োজন হয় বলে কেউ অউরা নাইটের পথ অবলম্বন করতে রাজি হয় না। দুর্বল হয়েও একটা নাইটের ডিফেন্স ভাঙার সহজ উপায় হলো অউরা সোর্ড টেকনিক। আর যদি তুমি মারকুইজের স্টেট এর এবং লেডি টেসির পার্সোনাল নাইট হতে চাও তাহলে তোমাকে মারকুইজের ফ্যামিলির অউরা সোর্ড টেকনিক শিখতে হবে। (নাইট কমান্ডার)
এলেক্স নিচে পরা থেকে উঠে দাঁড়ালো। নাইট কমান্ডার পাশে থাকা আরেকটা নাইটের দিকে তাকালো। নাইটটা তার হাতের কাঠের সোর্ডটা ছুঁড়ে মারলো নাইট কমান্ডারের দিকে। সোর্ডটা নিয়ে দাঁড়ালো।
-> অউরা সোর্ড টেকনিক শেখার পূর্বে একজন ব্যক্তিকে প্রথমে অউরার সাথে সম্পর্কিত হতে হবে। যদিও অউরার থেকে মানা সেন্স করা সহজ, কিন্তু যতই ট্রেনিং করা হোক না কেনো যে মানা ভালো ভাবে সেন্স করতে পারে না সে হাজারো চেষ্টার পরেও পারবে না। যার একটায় কারণ, মানা সবাইকে তার ব্লেসিং সমান ভাবে দেয় নি। কিন্তু অপরদিকে কেউ সঠিকভাবে অউরা সেন্স না করতে পারলেও যদি কঠিন ট্রেনিং এর মাধ্যমে নিজেকে প্রমাণ করে তাহলে অউরা তাকে নিজে থেকেই ব্লেসিং দিবে। যেহেতু অধিকাংশ ব্যক্তিরাই বেশি কষ্ট করতে পছন্দ করে না তাই যারাই মানা ব্যবহার করতে পারে তারা আর অউরার দিকে তাকিয়ে দেখে না। ব্যাসিক জ্ঞান এই পর্যন্তই। তোমাকে অউরা সেন্স করতে হলে প্রতিটা সময় এই ট্রেনিং গ্রাউন্ডে দিতে হবে। নিজের ঘাম এমনকি ব্লাডও বের হতে দিতে হবে। এরপর দেখবে এক বছরের মধ্যেই না তোমার গলার ব্রেসলেট এর কারনে হয়তো হয়তো ৭/৮ মাসের মধ্যেই তুমি অউরা ব্যবহার করতে পারবে। (নাইট কমান্ডার)
নাইট কমান্ডার কথাটা বলার সাথে সাথে তার হাতে থাকার কাঠের সোর্ডের গায়ে নিজের এনার্জি প্রয়োগ করলো। সাদা রঙের এনার্জিতে পুরো সোর্ড কিছুটা আলোকিত হয়ে উঠলো। অন্য হাত দিয়ে সে এলেক্সকে এবার একটা এট্যাক করার জন্য ইশারা দিলো। এলেক্সও তার হাতে থাকা কাঠের সোর্ড দিয়ে একটা স্ল্যাশ মারলো। নাইট কমান্ডার কিছুই করেনি, সে এনার্জিতে ঢাকা সোর্ড শুধু ধরে রেখেছিলো। কিন্তু এলেক্সের এট্যাক করার সাথে সাথেই এলেক্সের হাতে থাকা সোর্ডটা দুই টুকরো হয়ে গেলো।
-> মানা ডিসট্রাকটিভ পাওয়ার দিয়ে থাকে, আর সেখানে অউরা যেকোনো বস্তুকেই টুকরো করার পাওয়ার দিয়ে থাকে। মানা দিয়ে যেমন অউরা ধ্বংস করা যায় ঠিক তেমনি অউরা দিয়ে মানা কাটা সম্ভব। তোমার প্রথম কাজ হবে এই অউরা সেন্স করা। যেহেতু সেটা অনেকটা সময় লাগবে, তাই এই সময়ে তোমার ব্যাসিক ঠিক করতে হবে। (নাইট কমান্ডার)
কথাটা বলেই নাইট কমান্ডার সে জায়গা থেকে চলে গেলো। সাথে সাথে অন্যান্য নাইটরা বলতে লাগলো,
-> কমান্ডারকে খুব কমই একশনে দেখা যায়। আমি ভাবছিলাম আরো ইন্টারেস্টিং কিছু দেখতে এবং শিখতে পারবো, কিন্তু কি করার। ছেলেটা আর একটু শক্তিশালী হলে হয়তো ভালো কিছু দেখতে পারতাম আমরা।
-> যায়হোক যেহেতু কমান্ডার চলে গিয়েছে তাই ওকে শেখানোর দায়িত্ব এখন আমাদের, সবাই মন মতো তাদের আশা মিটিয়ে নাও যারা এখনো মেটাতে পারে নি।
নাইটগুলো হাসতে লাগলো। তারা এক এক করে এলেক্সের সাথে ফাইট করতে শুরু করেছে, সেটাকে ফাইট বললে ভুল হবে বরং তারা এলেক্সকে একতর্ফা ভাবে পিটাচ্ছিলো।
অন্যদিকে নাইট কমান্ডার তাদের মাঝ থেকে হেঁটে হেঁটে সোর্ড স্ট্যান্ড এর কাছে এসে দাঁড়িয়েছে। এই ট্রেনিং গ্রাুউন্ডের সকল সোর্ড এবং অন্যান্য অস্ত্র বা আইটেম এখানেই রয়েছে। এমন সময় সেখানে একটা মেয়ে নাইট এসে উপস্থিত হলো। সে মারকুইজের নাইট অর্ডারের ভাইস কমান্ডার যে বাইরের ট্রেনি নাইট বা সাধারণ সেনাদের দায়িত্বে রয়েছে। নাইট কমান্ডার তাকে বলতে লাগলো,
-> বাইরের সেনাদের মধ্যে কেউ কি এবার নাইট হতে পারবে? (কমান্ডার)
-> দুজন রয়েছে, যাদের দিয়ে আশা করা যাচ্ছে। (ভাইস কমান্ডার)
-> মাত্র দুজন? আমাদের স্টেট এর অবস্থা ঠিক করতে হলে অন্তত আরো ৫০ জন নাইট এর দরকার এই সময়ে৷ যদিও সে সংখ্যাও কম হয়ে যাবে। (কমান্ডার)
-> ভাবতেই অবাক লাগছে, এক সময়ে যেখানে আমাদের ৩ লাখের নাইট অর্ডার ছিলো সেটা এক্সব্লকের নিয়মের কারণে এখন মাত্র ৫০ জনে এসে দাঁড়িয়েছে। (ভাইস কমান্ডার)
-> ছেলেটাকে নিয়ে তোমার কি ধারণা? (কমান্ডার)
ভাইস কমান্ডার এলেক্সের দিকে তাকালো। সে বলতে লাগলো,
-> ছেলেটার রিয়াকশন স্পিড এবং সেন্স অন্য টেবিলে, যদিও একজন নাইটের কোনো বৈশিষ্ট্য নেই সেটা ট্রেনিং এর মাধ্যমে ঠিক হয়ে যাবে। তবে শুধু মাত্র তার সেন্স এবং রিয়াকশন স্পিডের কারণেই বলা যাচ্ছে এক্সব্লকে প্রবেশের পূর্বে অনেকটা পাওয়ারফুল ছিলো এই ছেলে। আউটার ওয়ার্ল্ডে সে কি ছিলো বা কতটা শক্তিশালী ছিলো সেটা এখন আর ম্যাটার করে না। যেহেতু বর্তমানে সে মারকুইজের স্টেট এর একজন ট্রেনি নাইট, তাই তার মূল্য সে প্রমাণ না করতে পারলে অন্যদের মতোই মনস্টারের হাতে মারা যাবে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারের কথাটা শুনে নাইট কমান্ডার হাসতে লাগলো। তার হাসার দিকে ভাইস কমান্ডার তাকিয়ে আছে। এই সময়ে কমান্ডার বলতে লাগলো,
-> দেখা যাক ভবিষ্যৎ কি রেখেছে আমাদের জন্য। যদিও এক বছর আমাদের একটু আর্থিক ভাবে সমস্যা হবে, কিন্তু যেহেতু লেডি টেসি চেঞ্জ হয়েছে তাই আমার মনে হয় এটা অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট ছিলো। যদিও আমি তেমন আশা রাখছি না কিন্তু ছেলেটা স্পেশাল কিছু করতে পারলে হয়তো আমাদের জন্য সেটা লাভজনক হবে।
* * *
সেদিন সন্ধায়,
এলেক্স ফ্লোরে পরে আছে। পুরো ট্রেনিং গ্রাউন্ড ফ্লোর করা, যার উপরেই সে উপর হয়ে শুয়ে আছে। এলেক্সের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষত নেই। পুরো শরীরেই তার ক্ষতের দাগ স্পষ্ট হয়ে আছে। এলেক্স সম্পূর্ণ সেন্স লেস অবস্থায় যায় নি, বরং সে জেগেই ছিলো। শরীরে প্রচুন্ড ব্যথা এবং কোনো রকমের স্ট্রেন্থ না থাকার কারণে এলেক্স উঠতে পারছিলো না। এমন সময় এলেক্স তার পাশে কাউকে অনুভব করলো। সে কে ছিলো তা জানতে এলেক্সের সময় লাগলো না। যেহেতু একটা সুগন্ধি তার নাকে আসছিলো তাই সেটা মারকুইজের মেয়ে লেডি টেসি ছিলো। এলেক্সের মাথাটা উঁচু করে নিয়ে লেডি টেসি তার কোলের উপরে রাখলো। সাথে সাথে লেডি টেসির চোখ থেকে কয়েক ফোটা পানি বের হয়ে এলেক্সের শরীরে লাগলো। যদিও এতোগুলোর প্রয়োজন ছিলো না। একটা ফোটা এলেক্সের শরীরে স্পর্শ করার সাথে সাথেই এলেক্সের পুরো শরীর সম্পূর্ণ হিল হয়ে গেলো। ঠিক এই সময়ে এলেক্সের সামনে একটা লাল স্ক্রিনে মেসেজ চলে আসলো,
꧁ཌ সিলভার ড্রাগন, যাকে সকল ট্রু ড্রাগনদের মধ্যে ইমোশনহীন ড্রাগন বলা হয়, তারই ট্রু ব্লাডলাইনের একজনের মধ্যে ইমোশন তৈরি করেছে হোস্ট । ধারনা করা হয় ট্রু সিলভার ড্রাগন একবার যার জন্য কাঁদে সে কখনোই কোনো রোগে আক্রান্ত হয় না। এবং শুধুমাত্র সিলভার ড্রাগনের চোখের পানির স্পর্শে এলেই একজন ব্যক্তির জীবনকাল দ্বিগুণ বৃদ্ধি পায় এবং শরীরের যেকোনো সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। আরো ধারনা করা হয় একবার সিলভার ড্রাগন কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির জন্য কাঁদলে নিজে মারা যাওয়া না পর্যন্তও তাকে ভালোবাসতে থাকবে এবং কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। ད꧂
* * * * *
To Be Continued
* * * * *