[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্স ট্রেনিং নিয়ে ব্যস্ত। সকাল থেকে কোনো রকমের নাইট তার নজরে পরে নি। তাই আজকে আর তাদের থেকে কোনো স্পেশাল ট্রেনিং পায় নি এলেক্স। যদিও স্পেশাল ট্রেনিং এর নামে নাইটগুলো ইচ্ছামতো এলেক্সকে পিটায়, কিন্তু এলেক্সের তাতে কোনো সমস্যা ছিলো না।
কাঠের সোর্ডটা দিয়ে স্ল্যাশ করতেই এলেক্স বুঝতে পারছে তার স্ট্রেন্থ আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদিও সে বৃদ্ধিটা তার গলার ব্রেসলেট না থাকলে খুবই নগন্য হতো। গলার ব্রেসলেট এর কথা মনে পরে এলেক্সের গতদিনের কথা মনে পরে গেলো যেখানে সে লেডি টেসির কোলের উপরে শুয়ে ছিলো। লেডি টেসির বলা কথাটা এমন,
-> ব্রেসলেট টার কিছু ফাংশন সম্পর্কে আমি জানতে পেরেছি, যদিও সিওর না এটা তোমাকে সাহায্য করবে কিনা। ব্রেসলেট এর মধ্যে একটা সিল রয়েছে। যা তোমাকে আমার সকল আদেশ মানতে বাধ্য করবে। যদিও তুমি আমার আদেশ অমান্য করতে পারবে তবে সেটা করলে তোমাকে শাস্তি পেতে হবে। মূলত এই ব্রেসলেটটা বানানো হয়েছিলো শক্তিশালী ব্যক্তিদের জন্য। যেহেতু টাওয়ারের উপরে এমন অনেক স্লেভ পাওয়া যায় যাদের স্ট্রেন্থ অনেকটা কন্সটেলেশন লেভেলে পৌঁছায় তাই তাদের পাওয়ারকে সিল করে রাখার জন্য এই ব্রেসলেট তৈরি করে সুপ্রিম কন্সটেলেশন। যদিও এটা সুপ্রিম কন্সটেলেশনের তৈরি নয় বরং একটা কপি মাত্র তারপরও এটা তোমার পূর্বের সকল স্ট্রেন্থকে সিল করে রেখেছে। তবে আমার মনে হয় না সেটা কোনো ঝামেলা তৈরি করবে, যেহেতু তোমার লেভেল এখনো ১ এ রয়েছে, তাই আমি নিশ্চিত তোমার সব স্ট্যাটও দশের মধ্যে ছিলো। তারপরও আমার মনে হচ্ছে তোমার ভাইটালিটি স্ট্যাট কমে গিয়েছে সিল এর কারণে, যে কারণে তোমার শরীর অনেকটা দুর্বল দেখায় সব সময়ে। যদিও আমার পাওয়ার দ্বারা পুরোটা সম্ভব নয়, তবে আমি ব্রেসলেট এর ৫% সিল আনলক করতে পারবো। জানি এতে তেমন কোনো পার্থক্য হবে না। তবে এটা অন্তত তোমার স্ট্যাটকে কিছুটা হলেও বৃদ্ধি করবে। (টেসি)
টেসির কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সে হাতে থাকা ছোট একটা ড্যাগারের ব্লেড দিয়ে একটা আঙ্গুলে ছোট একটা কাট দিলো। কাটা জায়গা থেকে একটু একটু করে ব্লাড পরতে লাগলো, যা টেসি এলেক্সের গলার ব্রেসলেটে ফেললো। সাথে সাথে সে ব্রেসলেট কিছুটা আলোকিত হয়ে অদৃশ্য হয়ে গেলো। সেটা অদৃশ্য হয়ে গেলেও এলেক্স গলায় সেটাকে অনুভব করতে পারছিলো। যদিও সেটা হাত দিয়ে স্পর্শ করতে পারছিলো না কিন্তু এলেক্সের গলায় ব্রেসলেটটা ছিলো।
-> আমি পূর্বে কোনোদিন এরকম অনুভব করি নি। মারা যাওয়ার পূর্বে আমার আম্মা বলেছিলেন যদি এমন কোনো সময় আসে যেদিন আমি শুধু একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করতে শুরু করি, সেদিন থেকে আমি যেনো তারই হওয়ার চেষ্টা করি। যেহেতু তুমি আমাকে বিয়ে করতে রাজি নও বরং আমার পার্সোনাল নাইট হতে চাচ্ছো তাই এমন নয় যে আমি আমার সুযোগ হারিয়ে ফেলেছি। যেহেতু একটা নোবেল লেডি তার পার্সোনাল নাইটকে বিয়ে করতে পারে তাই ভবিষ্যতে সুযোগ রয়েছে। তবে আমি এটা নিয়ে তোমাকে কোনো রকম জোর করবো না। এমনকি আমি তেমন কোনো আদেশও দিবো না যেটা তোমার মান্য করতে সমস্যা হবে। তুমি শুধু আমার পাশে থেকে আমার পার্সোনাল নাইটের দায়িত্ব পালন করলেই হবে। (টেসি)
এলেক্সের ভাবনা শেষ হলো,
হাতে থাকা কাঠের সোর্ড দিয়ে এলেক্স আরো একটা স্ল্যাশ মারলো। আজকে আর এলেক্স পূর্বের মতো হাঁপিয়ে যাচ্ছে না। গতকালই একশটা স্ল্যাশ দিতে গিয়েই এলেক্সের হাত ব্যথা করছিলো, তবে আজ এখনো এলেক্সের তেমন সমস্যা মনে হচ্ছিলো না।
-> যদি ব্রেসলেট এর ৫% সিল আনলক হয় তাহলে আমার মোট স্ট্যাট এর ১৩/১৪ থাকার কথা এখন। (এলেক্স)
এলেক্স তার কাঠের সোর্ডটা ফ্লোরের উপরে ফেলে দিয়ে নিজের স্ট্যাটাস দেখতে লাগলো,
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ এনাইহিলেটর
জব: প্রোগ্রামার
সাব-জব:
লেভেল: ০১
স্ট্যাটাস: স্লেভ
স্ট্রেন্থ : ১৪ (২৬০)
ভাইটালিটি : ১৪ (২৬০)
এজিলিটি : ১৪ (২৬০)
স্ট্যামেনা : ১৪ (২৬০)
ইন্টেলিজেন্স : ১৪ (২৬০)
মানাঃ ১৪ (২৬০)
লাক্ : ৪০
স্ট্যাট পয়েন্ট: ১০০০
××× ×××
পূর্বে এলেক্সের সব গুলো স্ট্যাটই ১ ছিলো, যে কারণে এলেক্স সঠিক মতো সোর্ডই ধরতে পারতো না। তবে এটা এখন চেঞ্জ হয়েছে। নাইটগুলোর কাছ থেকে যে এলেক্স শুধু মাইর খেয়েছে এমন নয়। বরং এলেক্স অনেক কিছু সম্পর্কে জানতেও পেরেছে।
-> নাইটদের কথা মতে একটা সাধারণ ব্যক্তির স্ট্যাট লিমিট ১০। যেহেতু আমার স্ট্যাট ১৪ হয়েছে তাই আমি এখন আর সাধারণ নই। (এলেক্স)
নাইটরা এলেক্সকে যা বুঝেছিলো তা সহজ ভাবে বলতে গেলে বিষয় টা এমন। প্রথম ফ্লোরে অনেক ব্যক্তি রয়েছে। আউটার ওয়ার্ল্ডে বা পৃথিবীতে যেমন সবাই পাওয়ার ব্যবহার করতে পারে নি বা পারলেও কারো পাওয়ার নগণ্য বা কোনো কাজের নয় ঠিক তেমনি এক্সব্লকের প্রথম ফ্লোরের অধিকাংশ ব্যক্তিগুলোই তেমন। যারা শক্তিশালী বা শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখে তারা উপরের ফ্লোরে চলে যায়, আর যাদের উপরের ফ্লোরে বেঁচে থাকার তেমন কোনো সম্ভবনা থাকে না তারা প্রথম ফ্লোরেই থেকে যায়। একটা সাধারণ ব্যক্তির স্ট্যাট ১০ হয়। হতে পারে তার সব স্ট্যাটই ১০, তবে সব গুলো স্ট্যাট সেভাবে সমান করা অনেকটা অসম্ভবই ভাবা হয়। যদিও কোনো ভাবে সেটা সম্ভব হতে পারে কম লেভেলে থাকলে, কিন্তু লেভেল বারতে বারতে স্ট্যাট গুলো সমান করা অসম্ভব হয়ে দাড়ায়। এজন্য প্রতিটা ব্যক্তি তার জবের জন্য প্রয়োজনীয় স্ট্যাট বৃদ্ধি করতেই বেশি গুরুত্ব দিয়ে থাকে।
-> একজন নাইট হতে হলে একজন ব্যক্তির স্ট্রেন্থ, ভাইটালিটি এবং স্ট্যামেনা সর্বনিম্ন ১০ হতে হবে। যেহেতু আমার তিনটা স্ট্যাটই ১০ এর উপরে আছে এখন তাই একজন নাইট হতে পারবো এখন।
এলেক্স সোর্ড বাদ দিয়ে তার হাত মুঠো করলো এবং সামনেই বেশ কিছু পান্স মারতে শুরু করলো। বাতাসে প্রতিবার তার পান্স লাগার সাথে সাথে শব্দ হতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ফিস্ট ট্রেনিং করার পরে এলেক্স খেয়াল করলো নাইট গুলো ট্রেনিং এরিয়াতে এক এক করে চলে আসছে। এলেক্স তার ট্রেনিং করা বাদ দিয়ে দাঁড়ালো। প্রতিটা নাইটের শরীরেই ক্ষত দেখতে পারলো এলেক্স। আস্তে আস্তে নাইট কমান্ডার এলেক্সের পাশে এসে দাঁড়ালো। লোকটা কখন তার পাশে আসলো সেটা খেয়ালই করতে পারলো না এলেক্স। যদিও এলেক্সের রিয়াকশন স্পিড অনেক বেশি ছিলো, তারপরও তার সব স্ট্যাট সিল থাকার কারণে এলেক্সের শরীর এবং তার রিয়াকশন স্পিড অনেক ধীর গতির হয়েছে।
-> তোমার শরীর থেকে আমি পরিচিত একটা এনার্জি অনুভব করছি, কোনো ভাবে কি লেডি টেসি সাহায্য করেছে তোমাকে?
কমান্ডারের কথা শুনে এলেক্স তাকালো তার দিকে। এলেক্সের মুখে কোনো রকম এক্সপ্রেশন নেই তবে মাথা নারিয়ে সম্মতি জানালো এলেক্স। গতকাল লেডি টেসি এলেক্সকে সাহায্য করেছিলো বিধায় এলেক্সের গলার ব্রেসলেট এর সিল কিছুটা খুলে তার স্ট্যাট বৃদ্ধি পেয়েছে। কমান্ডার ভাবছে অন্য কথা,
❝যেহেতু যারা ট্রু ড্রাগনের এনার্জি দেখেছে বা একবার অনুভব করেছে তাদের ভুল করা অসম্ভব, তাই আমি সিওর লেডি টেসি কোনো না কোনো ভাবে তার এনার্জি দিয়ে এই ছেলেটাকে সাহায্য করেছে। হয়তো ব্রেসলেটটা মাধ্যম হবে সেটার।❞ (কমান্ডার ভাবছে)
কমান্ডারের চিন্তা একপাশে রেখে সে এলেক্সকে বলতে লাগলো,
-> আজ দুজন নাইট তাদের জীবন হারিয়েছে। প্রতিনিয়ত মনস্টারের এট্যাকে সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। (কমান্ডার)
নাইট কমান্ডারের কথা শুনে এলেক্স কিছু বললো না। সে চুপ করে দাঁড়িয়ে আছে, যা কমান্ডার কিংবা নাইটদের কাছে নতুন কোনো বিষয় নয়। তবে একটা বিষয় খেয়াল করলো নাইট কমান্ডার।
❝এনার্জির বিষয়টা নাহয় টেসি সাহায্য করার কারণে ওর শরীর থেকে আমি সেটা অনুভব করতে পারছি, কিন্তু আমার কেনো মনে হচ্ছে পূর্বের থেকে ছেলেটা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। নাকি এটা আমার ধারনা মাত্র?❞ (কমান্ডার ভাবছে)
এলেক্স নাইটগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো,
-> আচ্ছা কমান্ডার, গতকাল একজন নাইট বলেছিলো আমাকে অফিসিয়াল নাইট হতে হলে একটা টেস্টে অংশ নিয়ে হবে, আমি কি সেটা নিতে পারবো? (এলেক্স)
এলেক্স দ্রুত তার মিশন সম্পূর্ণ না করলে এই জায়গা থেকে বের হতে পারবে না। তাকে গলার ব্রেসলেট খোলার জন্যও এই মিশনটা সম্পূর্ণ করতে হবে। যদিও মুখে বলা সহজ, কিন্তু করাটা কষ্টকর। একটা মারকুইজের স্টেটকে ডিউকডমে পরিণত করতে হবে যেটা সম্পূর্ণ করতে হলে মারকুইজের স্টেটকে অনেক কিছুই করতে হবে। সিস্টেম এর দেওয়া মিশনটা অন্যান্য মিশনের থেকে এলেক্সের কাছে প্রায় অসম্ভব একটা ব্যাপার লাগবে যে কারোরই। একটা মৃত প্রায় স্টেট যেখানে পর্যাপ্ত খাবার নেই এমনকি পর্যাপ্ত মানুষও নেই কাজ করার মতো, সেটাকে কিভাবে একটা ডিউকের স্টেটে পরিণত করবে এলেক্স। যদিও সেটা অসম্ভব তারপরও এটা পূর্ণ না করলে এলেক্স মুক্ত হতে পারবে না। আর সেটা কিভাবে দ্রুত সম্পূর্ন করা যায় সেটায় এলেক্স চিন্তা করে যাচ্ছে।
অন্যদিকে, কমান্ডার এলেক্সের কথা শুনে মুচকি হাসতে লাগলো। যদিও এলেক্স শক্তিশালী হয়েছে কিনা সেটা সঠিক ভাবে বলতে পারছে না সে। শুধুমাত্র মৃদু ভাবে অনুভব করতে পারছিলো কমান্ডার।
❝ছেলেটার কনফিডেন্স আছে বলতে হবে। সাধারণত এরকম ছেলেরাই দ্রুত নাইট হতে পারে, তবে ৫/৬ দিনের ট্রেনিং করে কেউ নাইট টেস্ট পাশ করেছে বলে আমার জানা নেই।❞ (কমান্ডার ভাবছে)
কিছু কিছু নাইটের ইনজুরি অনেকটা সিরিয়াস ছিলো। তাদেরকে ট্রেনিং এরিয়ার মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছিলো। কিছু পোশন খাইয়ে দেওয়া হয়েছে যেটার কারণে তাদের ক্ষত গুলো হিল হচ্ছিলো। রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করা হয়েছে তাদের শরীরে। যেহেতু তাদের মুড বেশি ভালো ছিলো না তাই কমান্ডার একটা পরিবেশ তৈরি করলো তাদের সবার মুড ভালো করার জন্য।
-> একজন সাধারণ নাইট হতে হলে মাত্র তিনটা টেস্টে অংশগ্রহন করতে হয়। যদিও টেস্ট তিনটা একজনের স্ট্যাট নির্ধারণ করার জন্য করা হয়। বর্তমানে স্ট্যাট দেখার আইটেম বা স্কিল থাকার পরেও নাইটদের কোড এর মধ্যে এটা একটা নিয়ম হয়ে আসছে যে প্রতিটা ট্রেনিকেই একজন নাইট হতে হলে তাকে তিনটা টেস্টে অংশগ্রহন করতে হবে। (কমান্ডার)
খুবই অল্প সময়ের মধ্যে নাইট কমান্ডার ট্রেনিং গ্রাউন্ডে থাকা দুটো জিনিস নিয়ে এসেছে। প্রথম বস্তুটা একটা মোটা কাঠ এবং দ্বিতীয় বস্তুটা একদমই থেঁতো একটা ব্লেড সহ সোর্ড।
-> একজন নাইট হওয়ার প্রথম শর্ত অউরা, মানা ব্যবহারকারী কখনোই একজন নাইট বলে নিজেকে প্রমাণ করতে পারবে না। যারা মানা ব্যবহার করে নিজেদের ব্লেডে বা আর্মারে, তাদেরকে ম্যাজিকসোর্ডসম্যান বা অন্য কোনো নামে ডাকা হয়। তবে একজন নাইট হতে হলে অউরা ব্যবহার করতে জানতে হবে। হোক সেটা মানার পাশাপাশি। (কমান্ডার)
কমান্ডারের পাশে একজন মেয়ে দাঁড়িয়ে ছিলো, যে মারকুইজের নাইট অর্ডারের ভাইস কমান্ডার। এবার সে এলেক্সকে বলতে লাগলো,
-> কমান্ডারের কথায় কান দিয়ে লাভ দেই, সে অউরা নিয়ে একটু বেশিই সেনসিটিভ তাই যখন যা কিছু বলতে পারে। নিয়ম অনেক আগেই চেঞ্জ হয়েছে তাই যেকোনো এনার্জিই একজন ব্যবহার করুক না কেনো তার ব্যবহার এবং টেকনিক একজন নাইটের মতো থাকলেই সে ব্যক্তি নাইট টাইটেল পাবে। তুমি তোমার এনার্জিকে সোর্ডে চ্যানেল করতে থাকো। পুরোটা ব্লেড কভার না করলেও চলবে, কিছুটা করতে পারলেই বোঝা যাবে তোমার ট্যালেন্ড রয়েছে সোর্ডে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স তার কোর থেকে এনার্জি চ্যানেল করলো, যদিও তেমন এনার্জি নেই পূর্বের মতো, তারপরও তার ড্রাগন হার্টের কারণে অন্যান্যদের থেকে এনার্জির মাত্রাটা এই স্ট্যাটে প্রায় তিনগুণ বেশি ছিলো।
❝যেহেতু আমার এবজোর্ব করা এনার্জি যেকোনো ফর্মেই ব্যবহার যোগ্য তাই কমান্ডারের নিয়ম মানতে অসুবিধা হবে না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের শরীর থেকে এনার্জি বের হলো। সে মানা এনার্জি নয়, যেহেতু প্রতিটা নাইট অউরাতে অনেক বেশি পরিচিত ছিলো তাই তাদের চিনতে সময় লাগলো না।
❝আমি তেমন কিছু আশা করি নি, তবে এরকম কিছু একটা এই বয়সে দেখতে পারবো বলেও ভাবি নি। মাত্র ৫/৬ দিনে যার শরীর থেকে একটুও এনার্জি অনুভব করি নি, সে পুরো ব্লেডকে এনার্জি দিয়ে ঢেকে ফেলেছে যা করতে আমার নিজেরই ৫ বছর লেগেছিলো।❞ (কমান্ডার ভাবছে)
এলেক্স সবাইকে অবাক করে দিলো। প্রতিটা নাইটই বিশ্বাস করে নি এরকম কিছু একটা দেখবে। সবাই ভেবে নিয়েছিলো, হয়তো এলেক্স একটু উজ্জ্বল করতে পারবে তার সোর্ডটা শুধু। কিন্তু পুরো ট্রেনিং এরিয়া আলোকিত হয়ে যাবে কেউ সেটা ভাবে নি। সবার অবাক কাটতে কিছুটা সময় লাগলেও এলেক্সের টেস্ট অপেক্ষা করছিলো না।
-> একজন নাইটের এট্যাক গুলো সুক্ষ্ম ব্লেডের মতো হওয়া উচিত, প্রচুর ট্রেনিং এর পরে একজন নাইট যেকোনো বস্তুকেই ব্লেড হিসেবে ব্যবহার করতে পারে। তোমার দ্বিতীয় টেস্ট হিসেবে তোমার হাতে যে সোর্ডটা রয়েছে সেটা দিয়ে যেকোনো ভাবে এই মোটা গাছের টুকরোতে আঘাত করতে হবে। এটাকে সাধারণ মোটা গাছের টুকরো ভাবলে ভুল করবে। যাদের স্ট্রেন্থ নাইট হওয়ার যোগ্য নয় তারা এই গাছে একটা দাগও ফেলতে পারবে না। এই টেস্টে পাস করতে হলে তোমাকে শুধুমাত্র তোমার একটা এট্যাকের মাধ্যমের এটার গায়ে একটা দাগ ফেলতে হবে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারের কথাটা শুনে এলেক্সের সামনে একটা দৃশ্যের কথা চলে আসলো।
❝এগনোলেনিয়াতে থাকতে একটা গাছের ঢাল দিয়ে বাবা আমাকে শিখিয়েছিলো।❞ (এলেক্স)
এলেক্সের পুরানো কিছু কথা মনে পরে গেলো, তবে সেটা তার এক্সপ্রেশন চেঞ্জ করতে পারলো না। এলেক্স সেটা নিয়ে ভাবা বাদ দিয়ে কিছুটা এনার্জি তার ব্লেডের গায়ে ফোকাস করলো এবং সেটা দিয়ে সম্পূর্ণ স্ট্রেন্থে একটা স্ল্যাশ মারলো গাছের টুকরোর গায়ে। গাছের টুকরোর সাইজ এলেক্সের সমান ছিলো এবং সেটা অনেকটা মোটা, এলেক্স ভেবেছিলো তার সোর্ড পার হয়ে যাবে কিন্তু পুরোটা গেলে ১০০% ধরলে এলেক্স শুধুমাত্র ১% ই সোর্ডের ব্লেড গাছের টুকরোর ভিতরে ঢুকাতে পেরেছিলো। আর শুধুমাত্র এটা দেখেই সবাই এলেক্সের দিকে হা করে তাকিয়ে আছে।
❝আমি এখনি আমার ফুল স্ট্রেন্থ দিয়ে চেষ্টা করলে ওর সমানই ক্ষত তৈরি করতে পারবো গাছটায়, তাহলে কি মাত্র ৫/৬ দিনের মধ্যে শুধু সবার থেকে মাইর খেয়েই ছেলেটা আমার লেভেলে চলে এসেছে?❞ (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার অবাক হওয়ার সাথে সাথে বিশ্বাস করতে পারছিলো না। তার দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কমান্ডার বলতে লাগলো,
-> এটা নিয়ে এতো চিন্তা করার কোনো কারণ নেই, আমি এবার নিশ্চিত লেডি টেসি শুধু ওর চেহারা দেখে ওকে পছন্দ করে স্লেভ মার্কেট থেকে কিনে আনে নি। এরকম কিছু একটা হবে যা প্রেডিক্ট করেই লেডি টেসি কাজটা করেছে। আর যেহেতু পুরো স্টেটের এক বছরের বাজেটের নেকলেস রয়েছে ছেলেটার কাছে তাই এটা স্বাভাবিক একটা বিষয়। (কমান্ডার)
কমান্ডারের কথা শুনে ভাইস কমান্ডার স্বাভাবিক হয়ে গেলো। সে লম্বা একটা নিশ্বাস নিয়ে আবারো বলতে লাগলো,
-> আমার মনে হয় না তোমার তিন নম্বর টেস্টের কোনো প্রয়োজন হবে, তারপরও নাইট কোড ভাঙা অসম্ভব। তিন নম্বর টেস্টের জন্য তোমাকে কমান্ডার কিংবা ভাইস কমান্ডারের সাথে একটা মনস্টার রেইডে যেতে হবে এবং যদি জীবিত ফিরে আসতে পারো তাহলে তুমি মারকুইজের স্টেটের অফিসিয়াল নাইট বলে বিবেচিত হবে। (ভাইস কমান্ডার)
* * *
একটা ছোট উঁচু পাহাড়ের উপরে দশজন নাইট সহ নাইট কমান্ডার দাঁড়িয়ে আছে। দশজন নাইট আর নাইট কমান্ডারের সাথে এলেক্সও দাঁড়িয়ে আছে।
-> আমাদের স্কাউটস এর রিপোর্ট অনুযায়ী প্রায় বিশটার মতো ডিমনিক বিস্ট এদিকে আসছে। যদিও এটা অনেকটা ছোট ব্যাটেল হবে, তারপরও এই ব্যাটেলে টিকে যেতে পারলে তুমি আমাদের মতোই একটা নাইট হবে মারকুইজের। (নাইট কমান্ডার)
❝যেহেতু দুটো টেস্টেই পাশ করেছে এলেক্স, তাই তার স্ট্রেন্থ, এবং ভাইটালিটি নিশ্চয় ১০ এর উপরে রয়েছে। কিন্তু লেভেল ১ এ কি সেটা সম্ভব?❞ (কমান্ডার ভাবছে)
প্রতিবারের মতোই মনস্টার দেখতে পেরে এলেক্স আর দাঁড়িয়ে না থেকে ফাইটের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো।
* * * * *
To Be Continued
* * * * *