[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
সিলভার এম্পায়ারে মোট চারটা কিংডম ছিলো, আর আউটার ওয়ার্ল্ডের নতুন কিংডমের কারণে এখন মোট ৫ টা কিংডম রয়েছে এম্পায়ারে। কিংডম এর কিং শুধুমাত্র নাম মাত্রই মূল পাওয়ার মূলত রয়েছে এম্পেরর এর হাতে। এম্পেরর যা বলবে সবগুলো কিংকে সেটায় করতে হবে। সাধারণত একটা কিং যেকোনো ব্যক্তিকেই নোবেল বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেটা মারকুইজের উপরের লেভেলে সম্ভব নয়। একটা ডিউক শুধুমাত্র এম্পেরর ই বানাতে পারবেন। পুরো সিলভার এম্পায়ারের মধ্যে মাত্র তিনজন ডিউক রয়েছেন যাদের ক্ষমতা পাঁচজন কিং এর উপরেও। সাধারণত শুধুমাত্র হাতে গোণা কয়েকজন নোবেল ব্যতীত বাকি সকলকেই প্রথমে তাদের নিজস্ব এরিয়ার কিং এর আদেশ মতো চলতে হয়। যদি এম্পায়ার থেকে তাদের জন্য কখনো কোনো আদেশ থাকে তাহলে তখন সেটা পালন করতে হয়।
মারকুইজ টনেমহাম তার চেয়ারের উপরে বসে আছেন। স্টেট এর বাটলারও রয়েছেন তার সাথে। তার চেহারা ভালো দেখা যাচ্ছিলো না। চিন্তায় তার মুখ শুকিয়ে যাচ্ছে দিন দিন। সে যে কিংডম এর আন্ডারে রয়েছে, সে কিং এর থেকে একটা চিঠি এসেছে। সেটা পড়ার পরেই এখন কি করবে বুঝতে পারছিলো না।
-> এতোটা সময় যাবৎ আমরা পুরো কিংডমকে সুরক্ষিত করে আসছি আর কিং এভাবেই আমাদের কষ্টের প্রতিদান দিবে। তার কাছে কিছু এতোগুলো জীবনের মূল্য এর কোনো দামই নেই? (মারকুইজ)
-> লর্ড মারকুইজ আপনি শান্ত হন। উত্তেজিত হলে কোনো সমাধান বের হবে না।
মারকুইজ কাগজের টুকরোকে মুচড়িয়ে এক সাইডে ফেলে দিয়ে বলতে লাগলো,
-> কিভাবে আমাকে শান্ত হতে বলছো? আমাদের সম্মানের জন্য এতোদিন কিং এর কাছে আমরা কোনো রকমের সাহায্য চায় নি, কিন্তু সে কিভাবে আমাদেরকে ইগনোর করছে এভাবে? আদি সময় থেকে আমরা সম্মানের সাথে পুরো কিংডম না পুরো এম্পায়ারকে সুরক্ষিত রেখে আসছি ডিমনিক ফরেস্টের মনস্টার গুলোর থেকে। আর তারা আমাদের কষ্ট এবং ত্যাগ গুলোর উপরে এভাবে হেঁসে যাবে সেটা মেনে নিতেই পারছি না আমি। (মারকুইজ)
বাটলার এই সময়ে আর কিছুই বললো না। সে জানে তার কোনো কথা তার লর্ডকে শান্ত করতে পারবে না। কিছুক্ষণ বিভিন্ন রকমের কটুকথা বলার পর থামলো মারকুইজ। রুমের বাইরে থেকে দরজা খুলে একজন মানুষ প্রবেশ করলো। সে মারকুইজের ভাই এবং নাইট কমান্ডার ছিলো নাইট অর্ডারের। কমান্ডার রুমে এসেই মারকুইজের সামনের চেয়ারে বসে পরলো।
-> লর্ড আপনার চেহারা দেখে মনে হচ্ছে সিরিয়াস কোনো বিষয় হয়েছে। (কমান্ডার)
-> কিংডম আমাদের উপরে হা** করে দিয়েছে। (মারকুইজ)
বাটলার কিছু একটা বলতে চেয়েও কিছু বলতে পারলো না। পুরো রুমের মধ্যে ইনটেস্ট একটা ভাব রয়েছে।
-> আমি জানতাম, একটা না একটা সময়ে তাদের হা** এসে পরবেই আমাদের উপরে। আর সময় হয়ে এসেছে। যেহেতু তারা ঠিক করেছে আমরা তাদের কোনো কাজে আসবো না আর তাই আমাদের ডাস্টবিন ছাড়া আর কিছুই দেখছে না। (কমান্ডার)
-> তুমিও কি পাগল হয়ে গেছো? হাসতেছো কেনো কথাটা বলতে বলতে? (মারকুইজ)
মারকুইজের কথাটা শোনার পর কমান্ডার বলতে লাগলো,
-> যদি কোনো ভাবে সম্ভব হয় তাহলে আমি চাইবো ছেলেটার সাথে লেডি টেসির বিয়ে দিয়ে দিতে। আমার মনে হয় না বেশিদিন আমরা তাকে স্লেভ হিসেবে রাখতে পারবো। (কমান্ডার)
কমান্ডারের কথাটা ভালোমতো বুঝতে পারলো না। মারকুইজ জানে আজকে ছেলেটাকে নিয়ে একটা মনস্টার হান্টে যাওয়ার কথা ছিলো কমান্ডারের, কিন্তু কি হয়েছে বা কমান্ডার এমন কথা বলছে কেনো সেটা বুঝতেই পারছে না।
-> প্রথমে তার এনার্জি থেকে আমার অনেকটা মনে হচ্ছিলো সেটা টেসির মতোই কিছুটা অনুভূতি জাগাচ্ছিলো, যে কারণে আমি ধারনা করেছিলাম হয়তো টেসি সাহায্য করেছে তার এনার্জি দিয়ে কোনো না কোনো ভাবে, তবে ব্যাটেলের সময় আমি বুঝতে পেরেছি সেটা একই রকমের এনার্জি হলেও সেটার সোর্স সম্পূর্ণ ভিন্ন ছিলো। (কমান্ডার)
-> তাহলে বলতে চাচ্ছো, ছেলেটাও টেসির মতো? (মারকুইজ)
মারকুইজ সেটা বললে মনে মনে ভাবতে লাগলো,
❝যদি সেটা হয় তাহলে তাকে আমরা স্লেভ বানিয়ে রাখতে পারবো না। জানি না বিষয়টা তাদের কানে গেলে কি হবে। আর যদি রেড কিংবা ব্লাক ক্লানের অংশ হয় তাহলে পুরো এম্পায়ারই, না যেহেতু তারাও বুড়োটার বিপক্ষে যেতে চাইবে না তাই পুরো কিংডমকে ধ্বংস করে দিবে এটা নিশ্চিত।❞ (মারকুইজ ভাবছে)
-> লর্ড মারকুইজ আমার মনে হয় না এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে। যেহেতু এটা মাত্র একটা ধারনা তাই সেটার কারণে চিন্তা করে লাভ নেই। যেহেতু আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে না পালিয়ে গেলে ডিমনিক ফরেস্টের মনস্টারদের হাতে আমাদের মৃত্যু নির্ধারিত তাই যদি ব্যাপারটা সিওর হলেও রিক্সটা খারাপ হবে না। (বাটলার)
বাটলারের কথা শুনে মারকুইজের চিন্তা কিছুটা কমলো।
-> আমিও বাটলারের সাথে সহমত, টেসি হয়তো এরকম একই রকম বিষয় অনুভব করেছে যে কারণে ছেলেটাকে পছন্দ করেছে। আমার পরামর্শ থাকবে যেভাবেই হোক ছেলেটাকে টেসির সাথে বিয়ে দিয়ে দেওয়া। তাতে আমার ধারণা সঠিক হলেও সেটা আমাদের স্টেট এর জন্য সবচেয়ে ভালো হবে। (কমান্ডার)
❝নাইট কমান্ডার না আমার ছোট ভাই কখনো কাউকে নিয়ে প্রশংসামূলক কথা বলে নি, এটা তার থেকে শোনা আমার প্রথম এরকম কথা যেখানে সে অন্য কাউকে নিয়ে প্রশংসামূলক কথা বলছে, যদিও সে ডাইরেক্ট ভাবে কিছু বলছে না নিজের সম্মানের কারণে, কিন্তু আমি তার অনুভূতি বুঝতে পারছি। ছেলেটা কি এমন করেছে সেটা দেখার ইচ্ছা আমারও করছে এখন।❞ (মারকুইজ ভাবছে)
* * * * *
এলেক্স বড় একটা জার্নি শেষ করে তার রুমে এসেছে। পূর্বের মতো তার আর তেমন ক্লান্ত লাগছে না।
❝আমি যদি তুলনা করি তাহলে আমার বর্তমানের পাওয়ার এবং পৃথিবীতে সেই আজব ফোর্টেজ এর মধ্য থেকে বের হয়ে যাওয়ার পাওয়ার অনেকটা কাছাকাছি হবে। স্মৃতি গুলো ফিরে না পেলে হয়তো আমি বুঝতে পারতাম না বাইরের ওয়ার্ল্ড এবং এক্সব্লকের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। ❞ (এলেক্স ভাবছে)
এলেক্স বসে পরেছে মেডিটেশন করতে। তার প্রতিদিনের রুটিন ছিলো এটা এক্সব্লকে প্রবেশের পূর্বে তাই বাদ দিতে পারছে না। এলেক্স মেডিটেশন করতে করতে অন্য এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে সে মাইন্ড ব্যাটেলও করতে পারে। সহজ ভাবে বলতে গেলে এলেক্স বর্তমানে তার মাইন্ডে ফাইট করছিলো। বিশটার মতো ডিমনিক বিস্ট যারা মারকুইজের স্টেট এর দিকে আসছিলো তাদের সাথে একের পর এক এলেক্স ফাইট করে যাচ্ছিলো। এলেক্স মেডিটেশন করার সময়ে যে মাইন্ড ব্যাটেল বা মনে মনে ফাইট করে সেখানে সে তার ইচ্ছা মতো শত্রু বা প্রতিপক্ষের পাওয়ার নির্ধারণ করতে পারে। যে কারণে বর্তমানে তার ফাইট করা ডিমনিক মনস্টার গুলো আসলের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিলো।
❝মাইন্ড ট্রেনিং যা মাস্টার আমাকে দেখায় নি, বরং একবার শুধু এটার ব্যাসিক সম্পর্কে আমাকে ধারনা দিয়েছিলো। আমি এক মিলিয়ন বছর আননোন একটা জায়গায় থাকার সময়ে এই টেকনিকটাও মাস্টার করেছি। যদিও এটা আমার শরীরের উপরে তেমন কোনো কাজে দিচ্ছে না বর্তমানে, তবে এটা আমার সেন্সকে আরো উপরে তুলতে সাহায্য করবে।❞ (এলেক্স ভাবছে)
অন্যদিকে,
এলেক্স তার ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকার কারণে টেসি তাকে বিরক্ত করলো না। এলেক্সের রুমের বাইরে থেকেই এলেক্সকে মেডিটেশন করতে দেখে চলে গেলো। টেসি সোজা প্রবেশ করলো মারকুইজের কাছে। মারকুইজের কাছে যাওয়ার পরই হাতে থাকা একটা চিঠি মারকুইজের হাতে তুলে দিলো।
-> এটা তে তো ডিউকের সিল মারা রয়েছে। (মারকুইজ)
মারকুইজ অবাক হলো, তিন ডিউকের মধ্যে একজন ডিউকের ফ্যামিলি থেকে একটা চিঠি টেসির কাছে আসবে বলে ভাবে নি কখনো সে। তবে চিঠিটা পরে সে আরো অবাক হয়ে গেলো। চিঠিটা ডিউকের একমাত্র ছেলে পাঠিয়েছে, যেখানে সে টেসির কাছে জানতে চেয়েছে সে ডিউকের ছেলেকে পছন্দ করে কিনা। যদি টেসি রাজি হয় তাহলে পারিবারিক ভাবে বিয়ের আয়োজন করবে ডিউক নিজেই। চিঠিটা পড়ার পরে মারকুইজের মুখে হাসি ফোটাটা স্বাভাবিক তবে সে আর সব বাবার মতো ব্যবহার করতে পারলো না এই সময়ে।
❝যদিও স্টেটকে বাঁচানোর একমাত্র সুযোগ এটা, তারপরও আমি কোনো কেয়ারলেস সিদ্ধান্ত নিতে পারবো না। যেহেতু টেসি আর সব মেয়ের মতো নয়, তাই স্টেটকে আমি চাইলে আগেই পলিটিক্যাল ম্যারেজের মাধ্যমে ভালো করতে পারতাম। এখনো টেসির সিদ্ধান্ত নির্ভর করছে।❞ (মারকুইজ ভাবছে)
মারকুইজ কিছু বলছে না, সে শুধুমাত্র টেসির দিকে তাকিয়ে আছে এবং টেসির কিছু বলার অপেক্ষায় রয়েছে।
-> আপনি যে সিদ্ধান্ত নিবেন আমি সেটায় মেনে নিবো, তবে আমার নাইট আমার চোখের পানি গ্রহন করেছে সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে। (টেসি)
টেসির কথাটা শুনে অনেকটা অবাক হয়ে গেলো। মারকুইজ খুব ভালো করেই জানে তার মেয়ে কি বলছে,
❝আমি ভাবি নি এরকম কিছু একটা হয়ে যাবে। সিলভার ড্রাগনের বংশধরেরা যাকে নিজের চোখের পানি দেয় তাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। যে ড্রাগনকে ইমোশনহীন একটা ড্রাগন বলা হয়, যে তার ইমোশনহীন হওয়ার কারনেই এতোটা শক্তিশালী সে বা তার বংশধর একবার কাউকে নিজের চোখের পানি দিলে সমস্ত ইমোশন তৈরি হয় শুধু সে ব্যক্তিটার জন্যই।❞ (মারকুইজ ভাবছে)
মারকুইজ মুচকি একটা হাসি দিলো। সে আবারো ভাবতে লাগলো,
❝ছেলেটাকে আমি কিভাবে বলবো সে এটার যোগ্য নয়, যেহেতু আমিও যোগ্য না থাকার পরেও টেসির আম্মার মূল্যবান চোখের পানি গ্রহন করেছিলাম।❞
মারকুইজ মুচকি একটা হাসি দিয়ে টেসিকে বলতে লাগলো,
-> টেসি আমার সারা জীবন আমি চেষ্টা করেছি এই স্টেটকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে, স্বপ্নটা প্রায় সত্য হয়ে যাচ্ছিলো, কিন্তু হঠাৎ করে আবার সবকিছু ভেঙে যেতে শুরু করে প্রথম ফ্লোরের নিয়মের কারণে। একজন লর্ড হয়ে আমার জনগনের জন্য আমি কিছু না করতে পারলেও একজন বাবা হয়ে আমি আমার মেয়ের অনিচ্ছায় কখনো কিছু করবো না। যদিও আমি তোমার চাওয়াটা পূর্ণ করতে পারি নি, তবে আশা করছি ভবিষ্যতে সেটা পূর্ণ হয়ে যাবে। (মারকুইজ)
টেসি কিছু না বলে দাঁড়িয়ে রইলো। এখানে টেসির জায়গায় অন্য কোনো মেয়ে একই রকম অনূভুতি নিয়ে থাকলে ডিউকের ছেলেকে বিয়ে করে ফেলতো নিজের স্টেটকে বাঁচানোর জন্য। কিন্তু টেসি সেটা করতে পারছে না। যার একটাই কারণে,
❝আমিই অনেক বড় বোঝা হয়ে আছি বাবার কাছে। যেহেতু সিলভার ড্রাগন বা তার বংশধরের অনিচ্ছায় বা তার কোনো আগ্রহ না থাকলে তাকে যদি কিছু করানো হয় তাহলে সেই ব্যক্তি এবং তার সাথে সম্পর্কিত সকল ব্যক্তির উপরে একটা আনলাকি কার্স যুক্ত হয়। কার্সটা প্রথমে তেমন কিছু না করলেও এক পর্যায়ে বড় একটা কিছু তৈরি করে শেষ হয়ে যায়। বর্তমানে আমাদের স্টেট এর অবস্থাটাও কার্সের কারণে, যেটা আমার জন্মের সময়ের আমার বাবার উপরে লেগেছিলো কোনো একটা কারণে যা বাবা আমাকে কখনো বলে নি। আমার আম্মা যে আমার থেকেও আমার বাবাকে বেশি ভালোবাসতেন সে বাবার উপর থেকে কার্সটা সরানোর চেষ্টা করতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলে, যেটা কার্সকে অনেকটা দুর্বল করে দিলেও সেটা বর্তমানে আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে। বাবা আম্মাকে হারানোর পর থেকে আমাকে কোনো বিষয়ে জোর করে না। আমার ইচ্ছার বিরুদ্ধে সে কিছুই আমাকে করতে বলে না। এতোটা সময়ে আমার যা মন চেয়েছে আমি সেটায় করে এসেছি।❞ (টেসি ভাবছে)
টেসি ভাবতে ভাবতে মারকুইজের রুম থেকে বেরিয়ে যাচ্ছিলো, তখন মারকুইজ বলতে লাগলো,
-> তোমার স্টেটকে নিয়ে চিন্তা করতে হবে না। যদিও আমাদের কাছে তেমন ফান্ড নেই, তবে একটা সুযোগ রয়েছে। প্রতিবারের মতো তিন মাস পর পর যে রয়েল টুর্নামেন্ট সংগঠিত হয় সেটা আর এক মাস পরেই শুরু হবে। আমাদের ভাগ্য ভালো থাকলে যদি একটা নাইট টপ ১০০০ এর মধ্যে থাকতে পারে তাহলেই আমাদের আর্থিক সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। (মারকুইজ)
মারকুইজের কথাটা শুনে টেসি তার কাছ থেকে চলে আসলো। সে আস্তে আস্তে বলতে লাগলো,
-> রয়েল টুর্নামেন্টে পুরো এম্পায়ারের প্রতিটা ব্যক্তি অংশগ্রহন করতে চাইবে বা করে থাকে। আমাদের স্টেটে কি আঙ্কেল কমান্ডার বাদে আর কেউ রয়েছে যে এতো গুলো ব্যক্তির মধ্যে ১০০০ এর মধ্যে আসতে পারবে? আর যদি আঙ্কেল চলেই যায় অংশগ্রহণ করতে তাহলে স্টেটকে কে সুরক্ষিত রাখবে? (টেসি)
* * * * *
রাতের সময়,
নাইটদের ট্রেনিং এরিয়াতে সব গুলো নাইট একত্রিত হয়েছে। যেহেতু স্পেশাল সাইরেন বাজানো হচ্ছিলো, তাই প্রতিটা নাইট সেটা শোনার পরে উঠে ট্রেনিং এরিয়াতে চলে আসে। কোনো মনস্টার বা শত্রুদের স্টেট হামলা করে নি বরং কমান্ডার সিরিয়াস একটা মুডে তাকিয়ে আছে সবার দিকে,
-> হয়তো কারো খেয়াল নেই তবে আবারো রয়েল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এক মাস পরে। এম্পায়ারের অন্যান্য স্টেট গুলোর নাইট এই টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি নিতে থাকে, সেখানে আমরা আমাদের স্টেট সুরক্ষিত রাখায় ব্যস্ত থাকার কারণে বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহনই করতে পারি নি। তবে মারকুইজের নির্দেশ এবার আমি ব্যতীত বাকি নাইটদের মধ্য থেকে দুজন নাইট যারা সব দিক দিয়ে এক্সপার্ট হবে তাদেরকে রয়েল টুর্নামেন্টে পাঠাতে। যেহেতু লর্ডের আদেশ তাই আমি জানতে চাচ্ছি তোমাদের মধ্য থেকে কে যেতে চাচ্ছে? (কমান্ডার)
রয়েল টুর্নামেন্ট যেটা এই মারকুইজের স্টেট এর থেকে অনেকটা ভালো জায়গা হবে প্রতিটা নাইটের জন্যই, কিন্তু একটা নাইটও তাদের আগ্রহ দেখালো না। কমান্ডার সেটার কারণও বুঝতে পারছে।
❝শেষ বারের অপমান গুলো হয়তো এখনো নাইটদের মাঝে স্রোতের মতো বয়ে যাচ্ছে।❞ (কমান্ডার ভাবছে)
❝আদেশ ছাড়া কেউই যেতে চাইবে না এটা স্বাভাবিক, একজন নাইটের কাছে মনস্টারের হাতে মারা যাওয়াটা অনেক সম্মানের। তাই কেউ সে সম্মানটা রেখে রয়েল টুর্নামেন্টে অপমান হতে যাবে না। যেহেতু আমাদের স্টেট এর ৯৯% ক্ষমতা এখন আর নেই তাই এক সময়ে যারা আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারতো না তারাও আমাদের অপমান করতে দ্বিধা বোধ করবে না। যেহেতু কেউ ইচ্ছাবোধ করছে না, তাই কমান্ডারকে নিজেই বেছে নিতে হবে কাকে কাকে সে পাঠাবে।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
-> টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মারকুইজ নাহলে লেডি টেসিকে উপস্থিত থাকতে হবে যদি আমাদের কোনো নাইট টুর্নামেন্টে অংশগ্রহন করে, যেহেতু লেডি টেসি যাচ্ছে এবার তাই প্রথম ব্যক্তিটা যে অংশগ্রহন করবে টুর্নামেন্টে সে হলো এলেক্স। ভাইস কমান্ডার? (কমান্ডার)
-> জ্বী নাইট কমান্ডার?
-> তুমি কি প্রস্তুত এই স্টেট এর জন্য কিছুটা অপমান মুখ বুঝে সহ্য করার জন্য? (কমান্ডার)
-> মোটেও প্রস্তুত নেই আমি স্যার, তবে আমি চেষ্টা করবো যেনো মারকুইজের নাইট অর্ডার কোনো ভাবে এবারো ছোট না হয়। (ভাইস কমান্ডার)
-> তাহলে আমাদের দুজন ব্যক্তি নির্ধারন হয়ে গেলো। ভাইস কমান্ডার যে লেডি টেসির ভ্রমণ নাইট হিসেবে এবং এলেক্স যে লেডি টেসির পার্সোনাল নাইট হিসেবে রয়েল টুর্নামেন্টে অংশগ্রহন করবে। তোমাদের হাতে এক সপ্তাহ সময় রয়েছে, যেহেতু তোমাদের ক্যারেজে যাত্রা করতে হবে তাই অন্যান্যদের তুলনায় অনেক পূর্বেই রওনা দিতে হবে। (কমান্ডার)
* * *
সাত দিন পর,
তিন ডিউক স্টেট এর মধ্যে একটায়, ডিউকের ম্যানশনের মধ্যে একটা রুমের মধ্যে বসে আছে ডিউক নিজে, তার একমাত্র ছেলে। তাদের জন্য চা পরিবেশন করছে স্টেট এর বাটলার।
-> তাহলে এখনো মারকুইজের স্টেট থেকে কোনো সংবাদ পাওয়া যায় নি? (ডিউক)
ডিউক কথাটা বললো। ডিউকের কথা শুনে তার ছেলে বলতে লাগলো,
-> না বাবা এখনো কোনো চিঠি আসে নি, তবে আমি শুনেছি লেডি টেসি দুজন নাইট সহ এম্পায়ারের ক্যাপিটালে আসছে।
-> মারকুইজ কি তাহলে সরাসরি তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে? হয়তো তাদের অবস্থা বেশি ভালো নয় দেখে বেশি প্রয়োজনে রয়েছে সাহায্যের। (ডিউক)
-> আমি শুনেছি তাদের নাইট অংশগ্রহন করবে রয়েল টুর্নামেন্টে। তবে যেহেতু লেডি টেসি নিজে আসছে তাই আমার ধারনা মারকুইজ পলিটিক্যাল ম্যারেজের জন্য রাজি হয়েছে। এছাড়া তো তাদের স্টেটকে কোনো ভাবে বাঁচাতে পারবে না।
-> আমি তোমাকে সাবধান করছি, যদিও মারকুইজের স্টেট এখন আর আগের মতো নেই তারপরও তার মেয়ে সিলভার ড্রাগনের বংশধর, একবার যদি তুমি তার অনিচ্ছায় চলে আসো তাহলে আমাদের পুরো স্টেট ধ্বংস হতেও সময় লাগবে না। যেহেতু আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মেয়েটার চোখের পানি, তাই একবার তুমি সেটা সংগ্রহ করতে পারলে সে আর আমাদের কোনো ব্যবহারে আসবে না। (ডিউক)
-> জ্বী বাবা আমি আমার সম্পূর্ণ চেষ্টা করবো একটা ভালো এবং চার্মিং ছেলে হয়ে থাকার। একবার তার চোখের পানি সংগ্রহ করে নিয়ে এরপরে প্রিন্সেসকে বিয়ে করে এম্পায়ারের সিংহাসনে বসতে আমাদের সময় লাগবে না।
* * * * *
To Be Continued
* * * * *