[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
মারকুইজের স্টেট থেকে একটা ক্যারেজ বের হয়েছে। ক্যারেজের মধ্যে রয়েছে লেডি টেসি এবং তার একজন মেইড। আর ক্যারেজ সামনে বসে চালাচ্ছে এলেক্স। আর একদম ক্যারেজের উপরে বসে আছে মারকুইজ টরেনহামের নাইট অর্ডারের ভাইস কমান্ডার। এলেক্স পূর্বে কখনো ক্যারেজ চালায় নি তাই এটা তার জন্য নতুন অভিজ্ঞতা, শিখতে তার বেশিক্ষণ সময় লাগে নি।
-> হ্যাঁ এবাবে ঘোড়ার লাগাম ধরে রাখতে হবে, যেদিকে ঘোড়া দুটোকে নিতে হবে শুধুমাত্র সেদিকে লাগাম টানতে হবে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার এলেক্সকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ক্যারেজ চালাতে হয়।
-> আমরা যে স্পিডে যাচ্ছি তাতে ১৫ দিন সময় লাগবে আমাদের কিংডমের গন্তব্য স্থানে পৌঁছাতে। ভুল ধারনা করো না আবার। যদি এম্পায়ারের ক্যাপিটালে এভাবে যেতে চাই তাহলে ১ বছরেও আমাদের যাত্রা শেষ হবে না।
-> তাহলে কি আমরা অন্য কোথাও যাচ্ছি? (এলেক্স)
-> হ্যাঁ, তোমার হাতে যে ম্যাপ রয়েছে সেটার শেষ পয়েন্ট ব্যারন ট্রাফলগারের স্টেট। যদিও আমরা জানি না ব্যারন আমাদের সাহায্য করবে কিনা তারপর যেহেতু ব্যারনের স্ত্রী আমাদের লর্ড মারকুইজেই ছোট বোন তাই কিছুটা আশা করা যাচ্ছে। ব্যারনের স্টেটে গিয়ে সেখান থেকে আমাদের টেলিপোর্টেশন গেইটের ব্যবহার করতে হবে এবং সেটার মাধ্যমে আমরা এম্পায়ারের ক্যাপিটালে পৌঁছাতে পারবো।
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স কিছুই বললো না।
-> তোমাকে আমার মাঝে মাঝে আজব লাগে, এতোটা চুপ করে মানুষ থাকতে পারে? সাথে কোনো রকম ইমোশন নেই, তোমাকে দেখেই মনে হয় আমাদের ইয়াং লেডির থেকেও বড় ইমোশনহীন একটা ছেলে তুমি।
কথাটা বলে ভাইস কমান্ডার উপর থেকে এলেক্সের পাশে এসে বসলো। এলেক্স যেখানে বসে ক্যারেজ নিয়ন্ত্রণ করছিলো সেখানে বসার অনেকটা জায়গা রয়েছে, তাই দুজনের বসতে বেশি সমস্যা হচ্ছিলো না।
-> রয়েল টুর্নামেন্ট জায়গাটা কেমন? (এলেক্স)
এলেক্স হঠাৎ একটা প্রশ্ন করবে যা ভাইস কমান্ডার ভাবে নি, তবে সে তার বিস্ময় ভাব কাটিয়ে নিয়ে এলেক্সের প্রশ্নের জবাব দিতে শুরু করলো,
-> রয়েল টুর্নামেন্ট মূলত তৈরি করা হয়েছে বিভিন্ন কারণে। যদি সহজ ভাবে বলা যায় তাহলে মূলত এটা একটা জায়গা যেখানে প্রতিটা বস্তুর জন্যই কয়েন উপার্জন করা সম্ভব। ভাবো শুধু একটা টুর্নামেন্ট যেটা তিন মাস পর পর হয় আর শুধুমাত্র এরার জন্যই পুরো প্রথম ফ্লোরের সব মানুষেরা মরতে রাজি।
এলেক্স মনোযোগ দিয়ে শুনছিলো, ভাইস কমান্ডার কিছুটা থেমে আবার বলতে লাগলো,
-> এই টুর্নামেন্টের মাধ্যমে সবারই লাভ হয়, কন্সটেলেশন গুলো তাদের যোগ্য অ্যাভেটার বেছে নিতে পারে, মানুষগুলো কন্সটেলেশনের অ্যাভেটার হতে পারে, ভালো ভালো ক্লান গুলোতে ঢোকার সুযোগ থাকে, তবে সবচেয়ে বেশি আকর্ষনীয় পুরষ্কার হচ্ছে কয়েন, যেটার লোভেই প্রতিটা ব্যক্তি অংশগ্রহন করে থাকে।
-> তাহলে আমরাও মূলত পুরস্কারের কারনেই যাচ্ছি। (এলেক্স)
-> তেমনি ভাবতে পারো, আমাদের স্টেট এর অবস্থা তেমন ভালো নেই, আর যেহেতু লেডি টেসির ইচ্ছায় তোমাকে স্লেভ মার্কেট থেকে কেনা হয়েছে তাতে আমাদের বাজেটের অবস্থা আরো খারাপ হয়েছে। আমি নিশ্চিত লর্ড এই সময়ে বাজেটকে কিছুটা সুস্থ করার জন্যই আমাদের টুর্নামেন্টে পাঠাচ্ছে।
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স আর কিছু বললো না। এলেক্সকে আবারো চুপ থাকতে দেখে ভাইস কমান্ডার বলতে লাগলো,
-> তবে চিন্তা করার কোনো কারণ নেই, যদি তুমি টুর্নামেন্টে আশানুরূপ কিছু করতে পারো তাহলে আমি নিশ্চিত লর্ড তোমার স্লেভ রেকর্ড মুছে দিয়ে তোমাকে প্রপার একটা নাইট হিসেবে নিযুক্ত করবেন। (ভাইস কমান্ডার)
এলেক্স এবার তাকালো ভাইস কমান্ডারের দিকে। তার তাকানো দেখে ভাইস কমান্ডার বলতে লাগলো,
-> এম্পায়ারের মধ্যে কম দেখা এবং শোনা গেলেও এরকম অনেক স্লেভ রয়েছে যারা তাদের মাস্টারের বিশ্বাস অর্জন করতে পারলে স্বাধীন হয়ে যায়। আমাদের স্টেটে অনেক নাইটকেই মারকুইজ স্বাধীন করে দিয়েছিলো।
-> তবে এতে তো স্লেভদের মাস্টারের কোনো লাভ হয় না। (এলেক্স)
-> হ্যাঁ যেহেতু স্লেভ গুলো যেকোনো সময় তাদের মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই অধিকাংশ নোবেল বা মাস্টারই স্লেভদের বিশ্বাস করে না এবং আজীবন তাদেরকে স্লেভই বানিয়ে রাখে। তবে কিছু মানুষ রয়েছে ভিন্ন। উদারহন দিলে আমাকে দিয়েই দেওয়া যায়। সাধারণত আমি কাউকে আমার পরিচয় বলতে পছন্দ করি না, তবে আমিও এক সময়ে মারকুইজের স্টেটের স্লেভ ছিলাম। তবে স্টেট এর প্রতি আমার শ্রম দেখে মারকুইজ আমাকে স্লেভারি থেকে মুক্ত করে দেয় এবং নাইট কমান্ডার আমাকে ভাইস কমান্ডার হিসেবে নিযুক্ত করে।
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স সামনের দিকে তাকালো।
❝লেডি টেসি এবং মারকুইজ দুজনেই ব্রেসলেট কন্ট্রোল করতে পারে, যেহেতু দুজনের কাছেই আমি ব্রেসলেট এর এনার্জি অনুভব করেছি। সে হিসেবে যদি আমাকে ব্রেসলেটটা খুলতে হয় তাহলে মারকুইজের বিশ্বাস অর্জন করতে হবে। যদি লেডি টেসিকে বিয়ে করে নিতাম তাহলে সেটা সহজ হয়ে যেতো, কিন্তু আমি সিওর সিস্টেম আমাকে এতো সহজ কোনো মিশন দিবে না। যেহেতু মিশন অনুযায়ী আমাকে মারকুইজের স্টেটকে এম্পায়ারের ডিউকডমে পরিণত করতে হবে, যা একার পক্ষে ধরতে গেলে অসম্ভব।❞ (এলেক্স ভাবছে)
-> আচ্ছা ভাইস কমান্ডার, ধরুন মারকুইজের স্টেটে অনেক অর্থ রয়েছে। শুধু কি তাতেই স্টেট আবারো পূর্বের মতো, না পূর্বের থেকেও শক্তিশালী হতে পারবে? (এলেক্স)
এলেক্স পলিটিক্স সম্পর্কে খুবই কম জানে, এই ফিল্ডে তার কোনোরকমের অভিজ্ঞতা নেই। তাই সে ভাইস কমান্ডারের কাছে শুনতে চাইলো। যদিও এলেক্স সঠিক কোনো উত্তরের আশা করছিলো না, তবে একটা হিন্ট হলেই তার জন্য যথেষ্ট।
-> এক সমুদ্র অর্থ থাকলেও একটা স্টেটকে চালানো সম্ভব নয়। সঠিক জায়গায় অর্থ ব্যয় না করলে দেখা যাবে এক বছরের মধ্যেই আবারো পূর্বের অবস্থায় চলে যেতে হবে। আমাদের স্টেট এর অবস্থা এমন মোটেও হতো না। ১ বছর পূর্বে বড় একটা মনস্টার এট্যাকে আমাদের স্টেট এর ম্যানেজার মারা যায়। লোকটাকে পুরো এম্পায়ারের মধ্যে সবচেয়ে মেধাবী ব্যক্তি হিসেবে গন্য করা হতো, তার কারণেই আমাদের স্টেট এক সময়ে সবচেয়ে ধনী স্টেট এর মধ্যে একটা ছিলো। কিন্তু তার মারা যাওয়ার পর থেকেই সব কিছু আমাদের হাত থেকে বেরিয়ে যেতে থাকে।
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স ভাবতে লাগলো। তার চিন্তা পুরানো একটা কথায় পৌঁছে গেলো।
❝এগনোলেনিয়ায় থাকার সময়ে ডুফেস আমাকে বলেছিলো ওর বাবা আর জেয়াবের বাবা মেফাসের অনেক বড় মার্চেন্ট বা ব্যবসায়ী ছিলো। আমার মনে হয় তারা দুজন এই সময়ে এখানে থাকলে কিছু একটা সাহায্য করতে পারতো।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের ভাবনা আটকিয়ে গেলো তার পুরাতন টিমমেটদের দিকে। সে আবারো ভাবতে লাগলো,
❝হয়তো আবারো চাপে পরে আমি অস্বাভাবিক কিছু ভাবছি। যেহেতু সমস্যাটা আমার তাই সমাধান ও আমাকেই করতে হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স সামনের দিকে তাকায় নি, ভাইস কমান্ডার এলেক্সার হাতে খোঁচা দিয়ে সামনে তাকানোর ইশারা করলো। যদিও স্বাভাবিক কারো খেয়াল করার কথা না কিন্তু অনেকটা দূরে এলেক্স জীবিত বস্তু খেয়াল করলো।
-> পাহাড় ডাকাত, অনেক গুলো কারনের মধ্যে এরাও একটা যার কারণে মারকুইজের স্টেট এর অবস্থা এরকম। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার সংক্ষেপে তাদের পরিচয় সম্পর্কে এলেক্সকে বললো। তারা পাহাড় ডাকাত যারা প্রায় সব বর্ডার এরিয়াতেই বেশি থাকে। তবে অন্যান্য পাহাড় ডাকাতের থেকে তাদের পাওয়ার অস্বাভাবিক শক্তিশালী। মারকুইজের ম্যানেজার মারা যাওয়ার পরপরই এই ডাকাতগুলো এখানে আস্তানা তৈরি করেছে এবং স্টেট এর সকল ব্যবসায়িক পন্য গুলো লুট করেছে। যে কারণে মারকুইজের আর্থিক অবস্থার আরো অবনতি হয়েছে।
-> আমার মনে হয় না তারা আমাদের উপরে আক্রমণ করবে, যেহেতু খবর শোনা যাচ্ছে ডিউকের ছেলে আমাদের লেডি টেসিকে লেটার পাঠিয়েছে। তাই তারাও ভেবে চিন্তে কাজ করবে। তবে যদি কিছু অস্বাভাবিক হয় তাহলে আমাদের ফাইট করতে হবে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার কথাটা বলতে বলতে ক্যারেজ তাদের কাছে এসেই দাড়িয়েছে। পাঁচজন ব্যক্তি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চারজনের হাতেই ব্যাটেল এক্স রয়েছে আর একজনের হাতে রয়েছে একটা বো বা ধনুক। অনেক বড় এবং সুঠাম শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় পুরাতন ক্ষতের দাগ রয়েছে। তাদের চেহারা দেখলেই যে কারো ভয় পেয়ে যাওয়ার কথা। এলেক্স তাকালো তাদের দিকে। তাদের ইনফো গুলো এলেক্স দেখতে পারছে। চারজন ব্যক্তির লেভেল ৫ এবং ৬ করে ছিলো। তবে সামনে যে ব্যক্তিটা দাড়িয়ে রয়েছে শুধুমাত্র সেই লেভেল ১৫ এ রয়েছে। এলেক্সের সামনে তার ইনফো এভাবে খুলেছে,
××× ইউজার ইনফো ×××
নেইম: লিডার অফ মাউন্টেন ব্যান্ডিট
লেভেল:১৫
স্ট্রেন্থ: ১৫
ভাইটালিটি: ১৪
এজিলিটি: ৫
স্ট্যামেনা: ১৩
ইন্টেলিজেন্স: ৩
××× ×××
এটা নতুন নয়, এলেক্স ভয়েড আই এর মাধ্যমে এখন যে কোনো ব্যক্তিরই স্ট্যাট দেখতে পারছে। এলেক্স তাকালো ভাইস কমান্ডারের দিকে তার স্টেট এরকম,
××× ইউজার ইনফো ×××
নেইম: ভাইস কমান্ডার (মারকুইজ টরেনহাম নাইট অর্ডার)
লেভেল:১৫
স্ট্রেন্থ: ১০
ভাইটালিটি: ১১
এজিলিটি: ১৫
স্ট্যামেনা: ৯
ইন্টেলিজেন্স: ১৪
××× ×××
দুজনের লেভেল একই হলেও তাদের স্ট্যাট এর মধ্যে অনেক পার্থক্য ছিলো। তাই এলেক্স বলতে পারছে না ভাইস কমান্ডার আর ডাকাতদের লিডারের মধ্যে ফাইট হলে কে জিতবে আর কে হারবে।
-> মনে হচ্ছে মারকুইজের এখনো শিক্ষা হয় নি, আবারো আরেকটা বিজনেস ক্যারেজ পাঠাচ্ছে। তবে আশা করছি এবারো মারকুইজ আমাদের ট্যাক্সের কথা ভুলে যায় নি।
ডাকাতদের লিডার কথাটা বললো। পাহাড়ি ডাকাতরা মূলত যে এরিয়ায় থাকে সেখান দিয়ে কেউ যাতায়াত করলেই সেখানের রাস্তা আটকিয়ে তাদের থেকে অর্থ নিবে বা অনেকসময় তাদের কাছে যা থাকবে সেটায় নিয়ে হত্যা করবে তাদের।
❝প্রতিবার আমাদের জিনিসপত্র লুট করে আমাদের নাইটগুলোকে হত্যা করে এরা, আর এখন যেহেতু গুজব বের হয়েছে ডিউক আমাদের স্টেট এর সাথে সম্পর্ক করতে চাচ্ছে তাই ট্যাক্সের কথা বলছে। এদের কি লজ্জা করে না একটুও।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
-> আমরা কোনো জিনিস পত্র নিয়ে যাচ্ছি না। ভিতরে লর্ড মারকুইজের কন্যা লেডি টেসি রয়েছেন এবং আমরা সরাসরি এম্পায়ারের দিকে রওনা হয়েছি। মারকুইজের নাইট অর্ডারের ভাইস কমান্ডার হয়ে আমি আশা করবো আপনারা সাইড দিবেন এবং কোনো ঝামেলা ছাড়ায় আমাদের যেতে দিবেন।
ভাইস কমান্ডারের কথা শুনে লোকটা হাসতে লাগলো,
-> হাহাহাহাহা, আমাদের ভয়ে মারকুইজ তাহলে এবার তার নাইট অর্ডারের ভাইস কমান্ডারকে পাঠিয়ে দিয়েছে। যায়হোক যেহেতু ব্যবসায়ের কোনো পন্য নেই ভিতরে তাই আমরা সেটার কোনো ট্যাক্স নিবো না। তবে ভিতরে মারকুইজের স্টেট এর সবচেয়ে মূল্যবান জিনিসটায় রয়েছে, তাই সেটার জন্য তো আমাদের ট্যাক্স দিতেই হবে।
লোকটার কথা শুনে ভাইস কমান্ডার রেগে গেলো। তার পুরো শরীর কাঁপতে লাগলো, তবে সে এখানে ফাইট করতে চাচ্ছিলো না। যেহেতু এখানে ফাইট করলে লেডি টেসির জীবনের ঝুকি রয়েছে তাই ফাইটকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো সে। তবে তার দিকে ভালো করে তাকিয়ে ডাকাতদের লিডার বলতে লাগলো,
-> তোমাকে আমার পছন্দ হয়েছে। যেহেতু আমাদের দেওয়ার মতো কোনো কয়েনই মারকুইজের নেই, তাই ট্যাক্স হিসেবে তোমাকে আমার পনেরো নম্বর বিবি এবং ত্রিশ নম্বর বাচ্চার মা হতে হবে। তাহলেই আমি মারকুইজের মেয়ে আর পাশে থাকা নাইটকে যেতে দিবো এখান থেকে।
ডাকাত লিডারের কথা শুনে ভাইস কমান্ডার আরো রেগে গেলো, কিন্তু সে কোনো ভাবেই ফাইট করতে চাচ্ছে না। যেহেতু আগ বারিয়ে ডাকাত গুলো ফাইট করছে না তাই এখানে তারও ফাইটে এনগেজ হওয়ার কোনো কারণ সে দেখছে না।
❝যেহেতু এখানে ফাইট করলে কি ফলাফল হবে সেটা আমি জানি না, তাই আমি লেডির জীবনকে রিক্সে ফেলতে চাই না। ডাকাতদের লিডার যেহেতু আমাকে চাচ্ছে, তাই আমি নিশ্চিত লেডি এবং এলেক্সকে যেতে দিবে।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
ভাইস কমান্ডার তার সিদ্ধান্ত নিয়ে নিলো, সে এলেক্সের দিকে তাকালো তাকে তার সিদ্ধান্ত বলার জন্য কিন্তু এলেক্স সেখানে ছিলো না। ভাইস লিডারের চোখ সামনের দিকে চলে গেলো, যেটা সে ভাবে নি সেটায় হয়েছে। এলেক্স একটা পলকের মধ্যেই ডাকাতদের পিছনে চলে গিয়েছে যা ডাকাতগুলোও খেয়াল করে নি। তবে ভাইস লিডারের সেন্সের কারণে সে কিছুটা সরে যায় এবং তাতে তার গলায় শুধুমাত্র ছোট একটা কাট লাগে। কি হলো সে কিছুই বুঝতে পারলো না।
❝আমার শরীর একা একাই কাজ করেছে, নাহলে আমি সিওর আমার মাথা আমার গলায় থাকতো না। ভাবতেই অবাক লাগছে কেউ আমার ডিফেন্সকে এভাবে ভেদ করতে পারবে।❞ (ডাকাতদের লিডার ভাবছে)
লোকটা পিছনে তাকালো, তার পিছনে দাঁড়িয়ে থাকা বাকিদের ঠিক থাকতে দেখে আবারো ভাবতে লাগলো,
❝তাহলে এট্যাকটা শুধুমাত্র আমাকে উদ্দেশ্য করে করা হয়েছিলো।❞ (ডাকাতদের লিডার ভাবছে)
মুচকি একটা হাসি দিয়ে তার নজর এবার এলেক্সের দিকে চলে গেলো। একটা মাস্ক পরে থাকার কারণে এলেক্সের চেহারা দেখতে পারলো না। তবে তার শরীরে ভাইস কমান্ডারের মতো আর্মার থাকার কারণে সহজেই বলা যাচ্ছিলো সেও একজন নাইট।
-> মনে হচ্ছে একটা ইঁদুর আমাদের সামনে এসেছে যে শুধু দৌড়াতে পারে। চিন্তা করার কারণ নেই, একই রকমের সারপ্রাইজ এট্যাক দ্বিতীয় বারের মতো কাজ করবে না আমার উপরে। সবাই এট্যাক করো।
ডাকাতদের লিডার বাকি চারজন ডাকাত সদস্যদের আদেশ করলো, তবে তারা নিজেদের শরীর ঘোরাতেই শরীর থেকে গলা নিচে পরে গেলো। যেটা দেখে ডাকাতদের লিডার অনেকটা রেগে গেলো।
-> তাহলে আমার ধারণা ভুল ছিলো, নাইট তুমি তাহলে প্রথম থেকেই আমাদের সবাইকে টার্গেট করেছিলে। কিন্তু আফসোস যেহেতু আমাকে তোমার সারপ্রাইজ এট্যাক দিয়ে হত্যা করতে পারো নি তাই এখন আমাকে হত্যা করাটা অসম্ভব ব্যাপার হবে।
এলেক্স দাঁড়িয়ে রইলো পিছনে, তার সামনে রয়েছে ডাকাতদের লিডার।
❝তাহলে এটুকু আমার স্পিডের লিমিট আপাতোতো।❞ (এলেক্স ভাবছে)
ডাকাতদের লিডার আরো রেগে গেলো। এলেক্স তাকে সম্পূর্ণই ইগনোর করছিলো এই সময়ে। তার দিকে তাকিয়ে সে রাগে নিজের স্কিল ব্যবহার করলো,
'এবসুলেট ডিফেন্স'
স্কিলটা ব্যবহারের সাথে সাথে লোকটার চারদিকে অউরার একটা শিল্ড তৈরি হলো যা লোকটার এনার্জির মাত্রা আরো বৃদ্ধি করে তুললো।
-> শুধুমাত্র এই স্কিলের কারণেই কিংডমের কোনো নোবেলই তাদের ফোর্স পাঠাতে চাই না আমার কাছে, যদিও আমি প্রথমে ব্যবহার করলে আমার আন্ডারলিং গুলো মারা যেতো না। তবে এখন আমাকে নতুনদের খুজতে হবে। তবে প্রথমে তোমাকে মরতে হবে।
ডাকাতদের লিডারের স্কিলের নামটা শুনেই ভাইস কমান্ডার চিন্তায় পরে গেলো,
❝এটা কি সেই স্কিল না যেটা ব্যবহার করলে নিজের সহ যত লোক নিজের পক্ষে থাকে তাদের এনার্জি কিছু সময়ের জন্য দ্বিগুণ করে, সাথে ১০০% হিলিং ইফেক্টও রয়েছে, সাথে সবার আশেপাশে কিছু সময়ের জন্য একটা অউরা শিল্ড তৈরি করে যেটা ব্যবহারিক ভাবে ভাঙা অসম্ভব। তাহলে এই স্কিলের কারণেই আমাদের শত শত নাইট এবং হায়ার করা সকল মার্সেনারি মারা গিয়েছে।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
এলেক্সের হাতে একটা ড্যাগার ছিলো যেটা ভাইস কমান্ডারও পূর্বে দেখে নি, তবে সেটার থেকে যে উজ্জ্বল আলো বের হচ্ছিলো শুধুমাত্র সেটা থেকেই সে বুঝতে পারছিলো ড্যাগারটা কোনো স্বাভাবিক আইটেম নয়।
❝এটা এলেক্সের কাছে আসলো কিভাবে? লেডির পার্সোনাল নাইট হওয়ার কারনে কি মারকুইজের কাছ থেকে সেটা পেয়েছে এলেক্স?❞ (ভাইস কমান্ডার ভাবছে)
এলেক্সের হাতে থাকা সান ড্যাগার উজ্জ্বল ভাবে জ্বলতে শুরু করলো। এলেক্সের সামনে একটা মেসেজ আসলো নীল কালারের,
ཌ সান ড্যাগার তার এট্রিবিউট ব্যবহার করছে। ইউজার এলেক্স যেকোনো সময় সান ড্যাগারের মাধ্যমে ফায়ার এট্রিবিউট ব্যবহার করতে পারবেন। ইউজারের ফায়ার রিলেটেড এট্যাক ৩০০% বৃদ্ধি পাবে। ད
সান ড্যাগারের ব্লেড থেকে আগুন বের হতে শুরু করলো। সেটা এলেক্স শক্ত করে ডান হাতে ধরে ডাকাতের লিডারকে বলতে লাগলো,
-> শুনেছি একজন ছেলে নাইট এম্পায়ারের এম্পেরর এর কাছে স্যার এবং মেয়ে নাইট ম্যাডাম টাইটেল পেয়েছে আরো এক মিলিনিয়াম পূর্বে। যে কারণে কিং বা এম্পেরর না চাইলেও একটা সাধারণ ব্যারণের নাইটকে উল্লেখ করে কিছু বলতে হলে স্যার অথবা ম্যাডাম শব্দটা ব্যবহার করতে হয়। যদি এতোটা সম্মানের হয় এই একজন নাইটের জব, তাহলে আশা করছি এটার জন্য মারকুইজকে কেউ দোষী করবে না। (এলেক্স)
* * *
প্রতিটা ফ্লোরে খবর ছড়াতে বেশি একটা সময় লাগে না। আর যদি খবরটা এম্পায়ারের কোনো নোবেলকে নিয়ে হয় তাহলে সেটা আরো দ্রুত ছড়িয়ে পরে। ঠিক এমনি পাঁচটা কিংডম এবং এম্পায়ারে খবর ছড়াতে সময় লাগে নি। প্রতিটা মানুষের মধ্যে কথা বার্তা এমন হচ্ছে।
-> মাউন্টেন এক্স ব্যান্ডিট এর লিডার সহ মোট পাঁচজন ব্যক্তি মারা গিয়েছে।
-> এটা আজকের সবচেয়ে অবাক করা নিউজ, কে ভেবেছিলো এই লোকটা যার স্কিলের কারণে কোনো কিং এমনকি এম্পেররও কিছু করে নি সে একটা অজানা নাইটের হাতে মারা যাবে।
-> কিন্তু আরো অবাক করার ব্যাপার হলো কে এই নাইট যে এক্স ব্যান্ডিট এর লিডারকে হত্যা করলো?
-> তার থেকেও অবাক করার বিষয় হলো মারকুইজ টরেনহাম যার নিজের স্টেট এর মানুষেরা তাকে ছেড়ে চলে এসেছে। যার কাছে মনস্টার এট্যাক আটকানোর জন্য মার্সেনারি হায়ার করার কয়েনও এখন নেই তার স্টেটে কিভাবে এরকম একটা নাইট থাকতে পারে যে এক্স ব্যান্ডিট এর লিডারকে হারালো।
-> আমি শুনেছি তারা এম্পায়ারের দিকে রওনা দিয়েছে। আশা করছি সেই নাইটও রয়েল টুর্নামেন্টে অংশ নিবে।
-> হ্যাঁ হয়তো এটাই সুযোগ মারকুইজ টরেনহামের, এজন্য সে নাইটটাকে পাঠিয়েছে।
-> তবে এটা কি শুধুমাত্র অন্য নোবেলদের জন্য একটা বড় সুযোগ নয়? যেহেতু মারকুইজের স্টেট মৃত প্রায় এবং যেকোনো সময় মারকুইজ নিজের টাইটেলও হারিয়ে ফেলতে পারে, তাই আমি নাইটটা যদি আসলেই ট্যালেন্টেড হয় গুজবের মতো তাহলো অন্যান্য নোবেলরা তাকে নিজের স্টেটে নেওয়ার সম্পূর্ন চেষ্টা করবে।
-> দেখা যাক কি হয়, আমি তো এবারের রয়েল টুর্নামেন্টের জন্য অনেকটা এক্সাইটেড। আমি শুনেছি অনেক গুলো আউটসাইডারও রয়েছে যারা খুব কম সময়ে অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে। তাই এবারের টুর্নামেন্ট দেখার মতো হবে।
* * * * *
To Be Continued
* * * * *