[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
উঁচু একটা ভবনের একদম উপরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। সে তাকিয়ে আছে দূরে থাকা বিশাল একটা এরিনার দিকে। ছেলেটা একটু সামনে গেলেই এম্পায়ারের নাইটদের হাতে ধরা পরবে। হাজারো নাইট এরিনার চারপাশ দিয়ে ঘুরে বেরাচ্ছে যাতে কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারে। ছেলেটারও ভিতরে প্রবেশ করার কোনো ইচ্ছা নেই, সে শুধু তাকিয়ে আছে।
-> প্রতি বার ফিরে আসার সাথে সাথে আমি আমার অনুভূতি গুলোও আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। এখন এই সময়ে আমি কোনো থ্রিল অনুভব করি না। যদি প্রথম সময়ের মতো হতো তাহলে হয়তো আমি রয়েল টুর্নামেন্টে কি হবে সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম।
ছেলেটা নিজের সাথেই নিজে কথাটা বললো, তার মুখে কোনো রকমের এক্সপ্রেশন ছিলো না। খুব স্বাভাবিক ভাবেই সে দাঁড়িয়ে আছে। সামনে থাকা এরিনা এখনো সম্পূর্ণ ঠিক হয় নি, যেহেতু আর মাত্র কয়েকটা দিন পরই রয়েল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তাই ভালো করে সেটাকে সাজানো হচ্ছিলো।
-> যেহেতু এই টাইমলাইনে এখনো আমি তেমন কিছু চেঞ্জ করি নি, তাই আশা করছি আমার টিম মেম্বারের সাথে দেখা হবে। যেহেতু এম্পেরর প্রতি টাইমলাইনের মতো এবারো একই পুরস্কার অফার করবে যে প্রথম হবে টুর্নামেন্টে, তাই আমার জন্যও সহজ হয়ে যাবে আইটেমটা পেতে।
* * *
এরিনার মাঝে,
একটা রুমের মধ্যে এম্পেরর বসে আছেন। তার সামনে ম্যাজিক বলের সাহায্যে এরিনার সব ফুটেজ দেখতে পারছেন।
-> মনে হচ্ছে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। (এম্পেরর)
এম্পেরর এর পাশে দাঁড়িয়ে আছেন তার নাইট অর্ডারের কমান্ডার। যে এম্পেররকে বলতে লাগলেন,
-> ইউর হাইনেস, যদিও আমার বলা উচিত নয় তারপরও কি আপনি প্রিন্সেস এর জীবনটা একটু ছোট করে দেখছেন না? এভাবে একটা টুর্নামেন্টের মাধ্যমে তার ভাগ্য নির্ধারণের কোনো কারণ আমি দেখি না। (কমান্ডার)
এম্পেরর এর নাইট কমান্ডার এর কথা শুনে এম্পেরর হাসতে হাসতে বলতে লাগলো,
-> তোমার কি মনে হয় আমি আমার মেয়ের ভাগ্যকে কন্ট্রোল করার চেষ্টা করছি? মায়া কি করতে পারে সেটা সম্পর্কে আমি ভালোই অবগত রয়েছি, এখন যদি আমি তাকে স্বাধীনতা দেই তার পছন্দের কাউকে খুঁজে নেওয়ার জন্য তাহলে সে যেকাউকেই বেছে নিতে পারবে। তবে তাতে কি এম্পায়ার ভবিষ্যতে টিকে থাকতে পারবে? (এম্পেরর)
এম্পেরর একটা প্রশ্ন নাইট কমান্ডারকে করলো। কমান্ডার সেটা শুনে সাথে সাথেই বুঝতে পারলো এম্পেরর কি বোঝাচ্ছিলো।
❝যেহেতু এম্পায়ারের শুধুমাত্র একটা প্রিন্সেস রয়েছে এবং প্রিন্সেস নিজে শক্তিশালী না হলে এম্পেরর মারা যাওয়ার পরে এম্পায়ারের ক্ষমতা স্বাভাবিক ভাবেই প্রিন্সেস যাকে বিয়ে করবে তার কাছে চলে যাবে। যদিও এম্পেরর চায় না সেটা তারপরও এটা তাকে মেনে নিতে হয়েছে প্রিন্সেস এর জন্মের পর থেকেই। কিন্তু এম্পেরর কখনোই দুর্বল ব্যক্তিদের পছন্দ করেন না, তাই এটা স্বাভাবিক যে সে প্রিন্সেস এর জন্যও সবচেয়ে শক্তিশালী ছেলে খুঁজে বের করবে।❞ (কমান্ডার ভাবছে)
-> এতো বেশি চিন্তা করে লাভ নেই, পূর্বে আমার সিদ্ধান্ত অন্য রকম থাকলেও এখন এই টুর্নামেন্টের ব্যবস্থা করা শুধুমাত্র হার্টগেন এর জন্য। (এম্পেরর)
-> কিন্তু ইউর হাইনেস,
নাইট কমান্ডারের কথাটা শেষ করতে না দিয়ে এম্পেরর আবারো বলতে লাগলো,
-> জানি হার্টগেন এর যে এবিলিটি রয়েছে তাতে সে এতোদিন উপরের ফ্লোরে চলে গিয়েছে, কিন্তু যেহেতু আমি প্রথম ফ্লোরের সবচেয়ে বড় প্রাইজ বের করেছি টুর্নামেন্টের জন্য, তাই সে বোকা নাহলে নিশ্চয় অংশগ্রহন করবে। (এম্পেরর)
* * *
ব্যারন ট্রাফলগারের স্টেটে,
টেসির ক্যারেজ তার আঙ্কেল এর স্টেট এর সামনে দাড়িয়ে আছে। গেইটের তাদের ক্যারেজকে দাড় করিয়ে রাখা হয়েছে। টেসি তার ক্যারেজ থেকে বের হয়েছে এবং গেইটের সামনে দাঁড়িয়ে থাকা নাইটদের সাথে কথা বলছে,
-> যেহেতু আমরা কোনো রকমের আদেশ এখনো আমাদের লর্ডের থেকে পায় নি তাই আমরা আপনাদের ভিতরে প্রবেশ করতে দিতে পারবো না। যদিও আপনি আমাদের লর্ডের আত্মীয় এবং একজন নোবেল তারপরও আমাদের লর্ডের কড়া নির্দেশ কিছু দিনের মধ্যে লর্ডের আদেশ ব্যতীত সবার প্রবেশ নিষেধ।
একজন নাইট যে সাধারণ গার্ডদের মাঝে দাঁড়িয়ে আছে সে কথাটা বললো টেসিকে। পিছনে থাকা এলেক্স কিছু বুঝতে পারছিলো না কি হচ্ছে, তাই তাকে ভাইস কমান্ডার বুঝিয়ে দিচ্ছে।
-> সাধারণত একজন নোবেল যখন অন্য একজন নোবেলের স্টেটে যায় তখন তাকে প্রথমে স্টেটের লর্ডের থেকে অনুমতী নিতে হয়, তবে এই নিয়মটা শুধুমাত্র কাজ করে যখন সমান কোনো সমান টাইটেল বা নিচু টাইটেল এর কেউ উচু টাইটেল এর স্টেটে প্রবেশ করতে যাবে। উদাহরণ হিসেবে ব্যারন যদি আমাদের লর্ডের স্টেটে প্রবেশ করতে চাই তাহলে তাকে মারকুইজের থেকে অনুমতি নিতে হবে। কিন্তু একটা মারকুইজ বা তার পরিবারের কেউ যখন কোনো ব্যারণ, কাউন্ট অথবা ভিসকাউন্টের স্টেটে প্রবেশ করবে তখন তাদের কোনো রকমের অনুমতি এর প্রয়োজন হবে না। এটা নোবেলদের মাঝে অনেক পূর্বের নিয়ম, তবে যেহেতু লর্ড মারকুইজ এবং আমাদের স্টেটে ক্ষমতা এখন একটা সাধারণ লর্ড যার কোনো টাইটেল নেই তার মতো হয়ে গিয়েছে, তাই ব্যারন গুলোও তাকে সম্মান দেখাতে চাই না। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারের বড় ব্যাখ্যা শোনার সাথে সাথে এলেক্স খেয়াল করলো ভাইস কমান্ডার রেগে আছেন। তার হাত কাপছিলো যেকোনো সময় তার সোর্ড বের করার জন্য। ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্স বুঝতে পারলো এটা মারকুইজ এবং লেডি টেসির জন্য অপমান জনক একটা বিষয় ছিলো।
-> যদিও ব্যারন সম্পর্কে লেডি টেসির আঙ্কেল হয় তারপরও ব্যারন অনেক লোভী একটা ব্যক্তি। সে নিজের স্বার্থ ছাড়া কিছুই কখনো করে না। লেডি টেসিও ভালো করে জানে ব্যাপারটা। (ভাইস কমান্ডার)
এলেক্স তাকালো টেসির দিকে, তার মুখটা চিন্তিত দেখা যাচ্ছিলো। সামনে থাকা নাইট সম্মান দিয়ে কথা বললেও তার কথাগুলো ইন্ডাইরেক্টলি ভাবে অপমানজনক ছিলো টেসির জন্য।
❝আমি ভেবেছিলাম হয়তো আঙ্কেল আমাদের সাহায্য করতে চাইবে না। কিন্তু এভাবে যে আমাদের গেইট দিয়ে প্রবেশ করতে না দিয়ে অপমান করবে সেটা ভাবি নি। পূর্বের মতো সময় হলে এখন সামনে থাকা নাইট এবং সকল গার্ড মারা যেতো তাদের ভুলের কারণে। কিন্তু এখন সেটাও করতে পারবো না। এখানে ঝামেলা তৈরির থেকে প্রথমে আমাদের আঙ্কেলের সাথে দেখা করা উচিত।❞ (টেসি ভাবছে)
পুরো দুদিন ক্যারেজ গেইটের সামনে দাঁড়িয়ে ছিলো। কোনোভাবেই গেইটে থাকা নাইট তাদেরকে প্রবেশ করতে দেই নি।
ক্যারেজের মধ্যে টেসি বসে ছিলো তার মেইডের সাথে।
-> লেডি টেসি আপনি কিছুটা খেয়ে নিন। এভাবে না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ হয়ে যাবে।
টেসির মেইড কথাটা বললো। টেসি একদিন হলো না খেয়ে আছে। এমন নয় যে খাবার নেই, তবে টেসি খেয়াল করেছে তার মেইড না খেয়ে খাবার গুলো রেখে দিয়েছে তার জন্য। যেহেতু সে তার মেইডকেও বলতে পারছে না সেটার জন্য এজন্য নিজেও না খেয়ে রয়েছে।
❝আর মাত্র দুদিন রয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার। আমরা যদি আজকের মধ্যে এম্পায়ারে না পৌঁছাতে পারি তাহলে সেটা মিস হয়ে যাবে। গেইটে থাকা নাইট বলেছে একজন গার্ড পাঠিয়েছেন আমার চিঠিটা আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু কোনো খবর যে আসবে না সেটা আসলেই দুঃখজনক।❞ (টেসি ভেবে যাচ্ছে)
বাইরের অবস্থাও ভালো নেই। ক্যারেজের উপরে বসে আছে এলেক্স আর ভাইস কমান্ডার। দুদিনে অনেক ব্যক্তিকেই গেইট দিয়ে প্রবেশ এবং বের হতে দেখেছে এলেক্স। যা দেখেই বোঝা যাচ্ছিলো শুধুমাত্র তাদের জন্যই মারকুইজের আদেশটা কাজ করে যাচ্ছে।
-> যদি কখনো আমাদের স্টেট আবারো পূর্বের অবস্থানে ফিরে আসে তাহলে আমি আর কিছু করি আর না করি এই নাইটের গলাটা ঠিকই কাটবো। (ভাইস কমান্ডার)
-> আমার মনে হয় না দোষটা শুধুমাত্র এই নাইটের। যেহেতু সে তার লর্ডের আদেশ পালন করে যাচ্ছে তাই আপনার রাগটা ব্যারনের উপরে থাকা উচিত। (এলেক্স)
-> আমি প্রথমেই ভেবেছিলাম ব্যারণ আমাদের সাহায্য করবেন না। যেহেতু এতো সমস্যার মাঝে একবারও তিনি সাহায্য করেন নি তাই হঠাৎ করে কেনো করবেন? বরং আমাদের আশ্বাস দিয়ে বের করে দিবেন। (ভাইস কমান্ডার)
দুই দিনে এলেক্স এবং ভাইস কমান্ডার কম কথা শুনে নি। একজন নাইট অউরার মাধ্যমে একজন মানার ইউজারের থেকেও খুব ভালো দেখে এবং শোনে। যে কারণে গেইটে থাকা নাইট এবং গার্ডদের কথাও তাদের শুনতে কোনো সমস্যা হলো না।
-> মারকুইজের মেয়ের ধৈর্য রয়েছে এটা মানতেই হবে। এভাবে কোনো মেয়ে দুদিন একটা ক্যারেজের মধ্যে একটা জায়গায় থাকলে তো আত্মহত্যা করতো সম্মানহানীর কারণে।
-> আমি শুনেছি মারকুইজ টরেনহাম তার মেয়েকে পাঠিয়েছে আমাদের লর্ডের কাছে যাতে আমাদের লর্ডের ছেলের সাথে তার বিয়ে হয়।
-> আমি তো শুনেছি তারা এম্পায়ারে যাবে।
-> তুমি যেটা শুনেছো সেটা ভুল কারণ তাদের সাহস হবে না সেই জায়গায় গিয়ে আবারো দ্বিতীয় বারের মতো অপমানিত হওয়ার।
-> তাহলে কি তুমি সিওর যে সে এসেছে আমাদের ইয়াং মাস্টার এর স্ত্রী হওয়ার জন্য?
-> তাছাড়া আর কি কারণ হবে? বর্তমানে যে অবস্থা মারকুইজের তাতে তার টাইটেল যেকোনো সময়েই হারিয়ে যেতে পারে। তখন তার মেয়ে যত সুন্দরই হোক না কেনো কেউ বিয়েই করবে না।
-> হ্যাঁ তবে তার সৌন্দর্যের কারণে হয়তো সহস্ত্রী বানাতে পারে তাকে।
-> আমি তো তাহলে অপেক্ষা করবো, যেহেতু আমার স্ত্রী মারা গিয়েছে, তোমার কি মনে হয় মারকুইজ কমনার হওয়ার পর তার মেয়ের বিয়ে দিবে আমার সাথে?
কথাগুলো শুনে ভাইস কমান্ডার তার সোর্ড খুলতে চাচ্ছিলো, কিন্তু সে খুব কষ্টে তার রাগকে কন্ট্রোল করে বসে রয়েছে।
* * *
ব্যারন এর ম্যানশনের মধ্যে ব্যারন বসে আছে তার অফিস রুমের মধ্যে। তার বাটলার এসেছে তার রুমে। ব্যারন তাকে বলতে লাগলো,
-> তাহলে এখনো যায় নি তারা? (ব্যারন)
-> না লর্ড, মনে হচ্ছে লেডি টেসি সেখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে কিছু বলছেন। (বাটলার)
বাটলারের কথা শুনে ব্যারন কিছুক্ষণ ভাবতে লাগলো। এরপর সে তে লাগলো,
-> যদিও আমি তাদেরকে সাহায্য করি নি, তারপরও অন্তত তাদের জন্য এটুকু করতে চেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে তাদের আমার সাহায্যের প্রয়োজন নেই। (ব্যারন)
বাটলার ভাবতে লাগলো ব্যারনের কথা শুনে,
❝যদিও এটা মারকুইজ এবং লেডি টেসির জন্য অসম্মানজনক যেটা করা হচ্ছে তাদের জন্য কিন্তু অন্তত এটা ততটা খারাপ হবে না যতটা না এম্পায়ারে গেলে হবে। যদিও লর্ড ভাষায় প্রকাশ করে না কিন্তু সে চাচ্ছিলো লেডি টেসি অন্তত সেই পরিস্থিতির শিকার না হয়।❞ (বাটলার ভাবছে)
-> বাটলার তুমি যাও এবং তাদেরকে টেলিপোর্টেশন গেইট ব্যবহার করতে দাও। একটা গুজব বের হয়েছে তার নাইট এক্স ব্যান্ডিটের লিডারকে হত্যা করেছে, যদি সেটা সত্য হয় তাহলে অন্তত এতোটা কষ্টকর হবে না টেসির জন্য। (ব্যারন)
-> ঠিক আছে, লর্ড। (বাটলার)
* * *
দুদিন পর গেইটের সামনে স্টেটের বাটলার আসে এবং টেসির ক্যারেজকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। টেলিপোর্টেশন গেইটের সামনে তাদের ক্যারেজ যাওয়ার পরে বাটলার টেসিকে বলতে লাগলো,
-> লেডি টেসি, আমি আপনাকে শান্তনা দেওয়ার মতো কিছু বলবো না। আমার লর্ড যেটা করেছে সেটা আপনার ভালোর জন্যই করেছে, হয়তো এম্পায়ারে গেলে সেটা নিজের চোখেই দেখতে পারবেন। তারপরও আমার মতে আমাদের কাজটা ঠিক হয়নি। আশা করছি লেডি টেসি লর্ড ব্যারনের দেওয়া গিফট গুলো গ্রহন করে ব্যাপারটা ভুলে যাবেন। (বাটলার)
বাটলারের হাতে একটা বাস্কেট ছিলো, যেটা টেসি গ্রহন করলো এবং তাদের ক্যারেজ টেলিপোর্টেশন গেইটের মধ্য দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার সময়ে,
-> ব্যারন একটা খাবারের বাস্কেট দিয়ে পুরো ব্যাপারটা ঠিক করার চেষ্টা করবে সেটা আমি ভাবি নি, তারপরও কি আর করার। যেহেতু চারদিন যাবৎ প্রতিদিন একটা করে রুটি খেয়ে রয়েছি তাই অন্তত সেটা গ্রহন করা বাধ্যতামূলক। (ভাইস কমান্ডার)
এলেক্স এই কয়েকটা দিন ভাইস কমান্ডারের সাথে থেকে ভাইস কমান্ডারের ব্যবহার গুলো লক্ষ্য করেছে, ভাইস কমান্ডারের ব্যবহার চেন্জ হতে সময় লাগে না। যেখানে এলেক্সের কোনো রকমের ইমোশন নেই সেখানে ভাইস কমান্ডার একটু পর পরই ইমোশন চেঞ্জ করে। কখনো সে হাসে, কখনো এলেক্সকে পুরানো ইতিহাস বলতে গিয়ে কাঁদে আবার কখনো ভেংচি কাটে মজা করতে গিয়ে। একটু আগেই যে রেগে ছিলো ব্যারনের উপরে তার এখন কোনো রাগ নেই।
❝ঠিক এমনটা সেই ব্যান্ডিট এর সাথেও হয়েছে। তাকে হত্যা করার পর তাকে নিয়ে কোনো রাগ না থাকলেও এক দিন পর পরই এক বার হলেও সেটা মনে করে রাগে সে।❞ (এলেক্স ভাবছে)
ভাইস কমান্ডারের ইমোশন প্রেডিক্ট করাটা এলেক্সের জন্য সম্ভব নয় তাই সে আর সেটা নিয়ে ভাবলো না।
* * *
(18+ Warning, যদিও তেমন কোনো সিন উল্লেখ করা হয় নি, তারপরও ইন্ডাইরেক্টলি সিন থাকতে পারে যা বয়স অনুযায়ী পড়ে নিবেন। ১৮+ না হলে পড়ার দরকার নাই😶)
এজগার্ড,
ওডিন বসে আছে তার সিলভার সিংহাসনের উপরে। তার আশেপাশে অনেক রমনীগণ নাচ করছিলো। তখনি সেখানে তার স্ত্রী ফ্রিয়া উপস্থিত হয়। ফ্রিয়ার উপস্থিতিতে সকল রমনীগণ নিজের জীবন নিয়ে পালাতে ব্যস্ত হয়ে গেলো। বরাবরের মতো এবার এই ব্যবহারের জন্য ওডিনকে কিছু বললো না ফ্রিয়া, তবে সে ওডিনকে অন্য বিষয়ে বলতে লাগলো,
-> হাত পা তুলে আপনি এখানে বসে রয়েছেন। একশত আপেলের মধ্যে মাত্র ১৫ টা আমরা বের করতে পেরেছি। বাকি গুলোর কি করবেন? (ফ্রিয়া)
-> আমার বিবি, এতো উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, একা সময় যেহেতু পেয়েছি আমরা তাই আমার কাছে আসো। (ওডিন)
ফ্রিয়া খেয়াল করলো ওডিনের হাতে একটা সিলভারের গ্লাস রয়েছে। যার মধ্যে অবশ্যই গোল্ডেন আপেল দিয়ে তৈরি মদ্য ছিলো যেটা ওডিন মাসে একবার পান করে।
❝মনে হচ্ছে আমি ভুল সময়ে এসে গিয়েছি। সেই মেয়ে গুলো থাকলেই ভালো হতো। আমাকে যেহেতু পেয়েছে তাই এক মাসের মধ্যে ছারবে না এটা তো আশা করা যাচ্ছে।❞ (ফ্রিয়া)
এরপরে স্ক্রিন অফ, দুদিন পরে ওডিন শুয়ে আছে ফ্রিয়ার উপরে। ওডিনের কিছুটা সেন্স ফিরে এসেছে। তাই সে ফ্রিয়াকে বলতে লাগলো,
-> যেহেতু আমরা ১৫টা সংগ্রহ করেছি তাই আরো ১৫ টার মতো এতোদিনে অন্যান্যদের হাতে চলে গিয়েছে সেটা স্বাভাবিক। টাওয়ারের এরিয়ার বাইরের ওয়ার্ল্ড গুলোতে আপেল গুলো যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে, তাই আমাদের এখন টাওয়ারের মধ্যেই খোঁজ করতে হবে। (ওডিন)
ফ্রিয়া ওডিনকে শক্ত করে জরিয়ে ধরে বলতে লাগলো,
-> তোমার কি বয়স হয়ে যাচ্ছে? এবার এতো দ্রুত সেন্স ফিরে আসলো? (ফ্রিয়া)
-> মাই লাভ, তুমি মনে হয় ভুলে গিয়েছো তোমার এই কিং যত বুড়ো হবে তার এনার্জি তত বেশি বারতে থাকবে। তবে যেহেতু আমার প্রথম ফ্লোরের এম্পায়ারের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তাই কিভাবে আমি আমার নেশায় থাকতে পারি বলো। (ওডিন)
* * * * *
To Be Continued
* * * * *