#Demon_King#
The Beginning
পর্ব:২৫৬
সংখ্যাটা মোটেও কম নয়। সিলভার এম্পায়ারের প্রতি তিনমাস অন্তর এই টুর্নামেন্টের জন্য একটা বিশাল জায়গা বরাদ্দ রয়েছে। প্রায় দশ কিলোমিটার জায়গা নিয়ে তৈরি এই এরিনার মাঝে শুধুমাত্র ফাইট করার এবং দেখার জায়গা নেই, বরং নোবেল এবং যারা ফাইট করবে তাদের থাকার জায়গাও রয়েছে।
টাইটেল অনুযায়ী গেইট থেকে প্রথম শ্রেনীতে রয়েছে উঁচু পদের নোবেলদের থাকার জায়গা, যদিও মারকুইজ টরেনহামের ক্ষমতা এখন পূর্বের মতো আর নেই তারপরও সে একজন উচ্চ পদের নোবেল হওয়ার কারণে তার ভবনটা কাছেই থাকার জন্য হেঁটে বেশিদূর তাদের যেতে হয় নি।
-> অবাক হওয়ার কিছুই নেই, এটা পুরো এম্পায়ারের মধ্যে সবচেয়ে বড় এরিনা। এমনকি বাকি দুই এম্পায়ারের সাথে তুলনা করলেও এটা অনেক বড়। প্রায় কয়েক কোটি মানুষের এই এরিনার মধ্যেই বসার জায়গা রয়েছে। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার কথাটা বললো খুব গর্বের সাথে। এলেক্স নিচ থেকে চারিদিকে তাকিয়ে রয়েছে। যদিও সে গতকাল উপর থেকে দেখেছে পুরো জায়গাটা, কিন্তু নিচ থেকে দেখে আবার তার কাছে ভিন্ন লাগছিলো।
-> এতো গুলো মানুষ এক সঙ্গে আমি প্রথম দেখলাম। (এলেক্স)
এলেক্স এর পূর্বে এক সাথে এতগুলো মানুষ দেখে নি। যদিও অগণিত মনস্টার দেখেছে কিন্তু এতগুলো মানুষকে এক জায়গায় একত্রিত হতে দেখে নি। তবে সে অবাক হয়েছে এমন নয়।
-> শুধু যে বসার জায়গাতেই কয়েক কোটি মানুষ রয়েছে সেটাতেই শেষ নয়। আমরা নিচে যারা রয়েছি তাদের সংখ্যা গণনা করলেও দেখা যাবে প্রায় ১০ লক্ষের মতো বা তারো উপরে এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছে। যে কারনে এরকম মনে হচ্ছে। (ভাইস কমান্ডার)
যারা টুর্নামেন্টে অংশগ্রহন করবে তাদের সকালেই এরিনার মাঝে পৌঁছাতে হবে। যেখানে তাদেরকে প্রথমে বাছাই করা হবে৷ এলেক্স এবং ভাইস কমান্ডার প্রথমেই চলে এসেছে।
-> এলেক্স সত্য কথা বলতে আমার মনে হয় না আমি বেশি দূর যেতে পারবো। তবে তোমার স্কিল অনুযায়ী আমার মনে হয় না ১০০০ এর মধ্যে তোমার পৌঁছাতে কোনো সমস্যা হবে। বর্তমানে লেডি টেসির সাথে কোনো নাইট নেই। তাই আমি দ্রুত চেষ্টা করবো লেডি টেসির কাছে চলে যেতে। যেহেতু কয়েক দিন ব্যাপি টুর্নামেন্ট এটা তাই আমরা দ্রুত স্টেটে ফিরে যেতেও পারবো না। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডার এর চেহারার দিকে তাকালো এলেক্স। এতোক্ষণ তাকে হাসি মুখে দেখা গেলেও এখন বোঝা যাচ্ছিলো সে চিন্তিত রয়েছে। চিন্তিত থাকবেই না কেনো, চারিদিকে তাদেরকে এবং মারকুইজের স্টেটকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। কথা গুলো আসছে অন্যান্য নাইটদের থেকে। যেহেতু এলেক্স এবং ভাইস কমান্ডার যে আর্মার পরে আছে তাতে মারকুইজ টরেনহামের স্টেট এর লোগো রয়েছে তাই তাদের না চিনলেও তারা কার নাইট সেটা চিনতে বাকি নেই কারো।
-> আমি শুনেছি মারকুইজ যেকোনো সময় মারা যেতে পারে মনস্টারদের আক্রমনে। তাহলে কি এই সময়ে তাদের নাইট পাঠানো ঠিক হয়েছে।
-> দুটো নাইট মানে মারকুইজ টরেনহামের পুরো আর্মি।
-> হাহাহাহা, মারকুইজ তো দেখছি এখন ছোট ছোট বাচ্চাদেরও নিজের নাইট বানাচ্ছে।
-> শুধু শুধু নিজের স্টেটকে মারকুইজ লজ্জিত করতে পাঠিয়েছে। নাইট হিসেবে যদি তারা টপ ১০০০ এর মধ্যে না আসতে পারে তাহলে মারকুইজ টাইটেল কি আর কোনো সম্মানের রইলো।
-> যারা কিছু মনস্টারের হাতে এবং একটা সাধারণ ব্যান্ডিট এর হাতে নিজের পুরো আর্মি হারিয়ে ফেলেছে তাদের তো নোবেল টাইটেল রাখায় ঠিক নয়।
-> আমি শুনেছি মারকুইজ এখন স্লেভ কিনতে শুরু করেছে নিজের নাইট অর্ডারের জন্য।
-> যেমন কর্ম তেমন ফল। পূর্বে তাদেরকে আমার একটুও পছন্দ হতো না। এতোটা গর্ব করা কখনো ঠিক না। আজ সেটার ফল তারা পাচ্ছে।
আবার কিছু কিছু তো এলেক্স আর ভাইস কমান্ডারকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে।
-> আমার এখনো মনে হচ্ছে মারকুইজ টরেনহামের নাইট আমাকে একটা ফাইটে হারিয়েছিলো। আজ আমি সেটার প্রতিশোধ নিতে পারবো।
-> একটা বাচ্চা আর একটা মেয়ে নাইট তারা তো আমার ছোয়াতেই উড়ে যাবে।
-> মনে হচ্ছে আমি মন মতো তাদের সাথে ফাইট করতে পারবো।
কেউ কেউ আছে যারা গালাগালি করছিলো মারকুইজ টরেনহামকে যা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এরিনার মাঝে প্রবেশ করার বেশ অনেকগুলো গেইট রয়েছে যা বন্ধ হয়ে গিয়েছে সবাই প্রবেশ করার সাথে সাথে। যদিও নতুন দর্শক আসতে পারবে কিন্তু আর কেউ অংশগ্রহন করতে পারবে না এরিনার মাঝে। ঠিক এমন সময় এরিনার ফ্লোর কিছুটা কাঁপতে শুরু করলো।
❝কিছু একটা নিচ থেকে বেরিয়ে আসছে।❞ (এলেক্স ভাবছে)
একটা বিশাল ব্যাঙ বেরিয়ে আসলো ফ্লোরের ভিতর থেকে। ফ্লোর ব্যাঙটার জন্য একদম পানির মতো বস্তু হয়ে গিয়েছিলো এবং সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে যার সাইজ প্রায় একটা ভবনের সমান ছিলো। যদিও ব্যাঙটা সেখানে থাকা নাইটগুলোর উপরে পা ফেলেছে, যা নাইট এবং অন্যান্য মানুষদের মৃত্যুর ভয়ে ফেলে দিয়েছে, অথচ তাদের কিছুই হয় নি। এলেক্সের হাতে খোঁচা দিয়ে ভাইস প্রিন্সিপাল বলতে লাগলো,
-> সতর্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোনো সাধারণ ব্যাঙ নয় এবং তার উপরে বসে থাকা লোকটাও সাধারণ ব্যক্তি নয়। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারকে লোকটার পরিচয় দিয়ে দিতে হলো না। বরং লোকটা নিজেই বলতে লাগলো,
→লেডিস এন্ড জেন্টেলম্যানস, সবাইকে আবারো তিনমাস পরে স্বাগতম সিলভার এম্পায়ারের এই রয়েল টুর্নামেন্টে। যেহেতু এখানে এখন অনেক আউটসাইডার রয়েছে তাই আমি আমার সংক্ষেপ পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম ওয়ান এবং আমি এই প্রথম ফ্লোরের এডমিনিস্ট্রেটর। আমি জানি সবার নিয়ম গুলো জানার কথা, তাই সেটা নিয়ে আর কিছু বললাম না।←
সাদা এক চোখে ফুটো যুক্ত একটা মাস্ক পরে থাকা লোকটা হঠাৎ থামলো। দূরে এক জায়গায় মারা মারি হচ্ছিলো। লোকটা শুধুমাত্র তাদের দিকে তাকালো এবং সেখানে থাকা প্রায় একশত ব্যক্তির মাথা একা একাই ফুটে তারা মারা গেলো। শরীর গুলো আস্তে আস্তে ফ্লোরে মাঝে হারিয়ে যেতে শুরু করলো। সবাই এবার চুপ করে কোনো রকমের কথা না বলেই লোকটার দিকে তাকিয়ে রইলো। তারা সবাই এডমিনিস্ট্রেটর এর পাওয়ার সম্পর্কে জানে তাই এখানে একটা বেয়াদবি করা মানে তাদের নিজের জীবন হারিয়ে ফেলা।
→যায়হোক যেটা বলছিলাম। প্রতিবারের মতো এবারো অনেক লোক অংশগ্রহন করেছে যাদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করতে অনেকটা সময় লাগবে। তাই এবার কিছু ইন্টারেস্টিং বিষয় যুক্ত করে প্রথমেই যারা টুর্নামেন্টে বেশি দূর যেতে পারবে না তাদেরকে বের করে দেওয়া হবে।←
লোকটা একটা চুটকি বাজালো আর সাথে সাথে ফ্লোরের মাঝে থেকে পুতুল বেরিয়ে আসলো সবার সামনে। ব্যাঙ এর মতো তৈরি পুতুল যেটার হাত পা সব কিছুই রয়েছে। একদম শক্ত করে সেটা দাঁড়িয়ে আছে যার উচ্চতাও প্রতিটা মানুষের সমান ছিলো।
→এগুলো আমার তৈরি গোলেম। টিকে থাকতে হতে সবাইকে তার সামনে থাকা গোলেমে তাদের শক্তিশালী এট্যাক দ্বারা আক্রমণ করতে হবে। সময় মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টার মাঝে যতখুশি তত এট্যাক করতে পারবে তোমরা গোলেমে। গোলেমে একটা লিমিট সেট করা রয়েছে। যাদের এট্যাক পয়েন্ট ১৫ এর উপরে থাকবে শুধুমাত্র তারাই এরিনার মধ্যে থাকবে আর নাহলে আধা ঘন্টা পরে বাকিদের গোলেমগুলো বাইরে বের করে দিবে। এবার চাইলে তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারো।←
লোকটা যে ব্যাঙ এর উপরে রয়েছে সেটা হঠাৎ করে লাফ দিলো এবং হাওয়ার উপরেই ভাসতে লাগলো। ব্যাঙ এর উপরে সে এবার বসে সব কিছু দেখতে লাগলো। সে ভাবতেও লাগলো,
❝কন্সটেলেশন গুলো শুধু বার বার বলে যাচ্ছে ইন্টারেস্টিং কিছু দেখাতে। কিন্তু প্রথম ফ্লোরে তারা আর কি ইন্টারেস্টিং দেখবে। তারপরও তাদের গোল্ড কয়েনের জন্য আমি যতদূর সম্ভব ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। হাহাহাহা, মনে হচ্ছে বাকি দুই এম্পায়ারের টুর্নামেন্ট শেষ হলে আমার বড়লোক এডমিনিস্ট্রেটরদের খাতায় আমার নামও চলে আসবে।❞ (এডমিনিস্ট্রেটর ভাবছে)
এলেক্স তাকালো ভাইস কমান্ডারের দিকে। তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারলো এরকম বিষয় প্রথম বারের মতো হচ্ছে। আশে পাশের লোক গুলো বলতে লাগলো,
-> তাহলে আমাদের এই গোলেমকে এট্যাক করতে হবে এরিনাতে থাকার জন্য।
-> কিন্তু এটা কি প্রথমবার এমন নয়? আগের বারের এনার্জি টেস্টের তুলনায় আমার মনে হয় এটা একটু সহজ হবে।
-> হ্যাঁ নাইটদের জন্য ভালো হয়েছে, যেহেতু আমরা আমাদের স্ট্রেন্থ ট্রেনিং এর মাধ্যমে বৃদ্ধি করি। তবে এবার মনে হয় না কোনো ম্যাজিসিয়ান বা মানা ব্যবহারকারীরা অংশগ্রহন করলেও তারা টিকতে পারবে কিনা।
এলেক্সের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভাইস কমান্ডার বলতে লাগলো,
-> চিন্তা করার কারণ নেই এলেক্স। যেহেতু আমাদের ১৫ এর এট্যাক পয়েন্ট দরকার তাই আমার মনে হয় না সেটা অর্জন করতে সমস্যা হবে। (ভাইস কমান্ডার)
এট্যাক পয়েন্ট আর স্ট্রেন্থ স্ট্যাট সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটা নিয়েও এলেক্সকে বলেছে ভাইস কমান্ডার এখানে আসার পথে। তার কথা মতে একজন ব্যক্তির স্ট্রেন্থ স্ট্যাট যদি ১০ হয় তাহলে তার এট্যাক পয়েন্ট সেটার তিন গুন এমনকি পাঁচগুন বেশিও হতে পারে। এটা নির্ভর করবে ট্রেনিং, এনার্জির মাত্রা, টেকনিক এবং স্কিলের উপরে। আবার অনেকের স্ট্রেন্থ ১৫ থাকলেও তাদের পর্যাপ্ত ট্রেনিং, এনার্জির মাত্রা, টেকনিক এবং স্কিল না থাকলে তাদের এট্যাক পাওয়ার দেখা যায় তাদের স্ট্যাট এর নিচে থাকে।
যে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে টুর্নামেন্টে অলশগ্রহন করার জন্য। তাদের মধ্যে সবাই তো এক রকম নয়। যারা নাইট হওয়ার যোগ্য নয় এবং যারা সাধারণ হওয়ার পরেও এসেছে তাদেরকে হত্যা না করে বাতিল করে দেওয়ার জন্যই মূলত এডমিনিস্ট্রেটর এই নিয়মের ব্যবস্থা করেছে। যা প্রতিবারই অন্যান্য ভাবে করা হলেও এবারের নিয়মটা একটু ভিন্ন ধরনের।
এতোক্ষণে এক এক করে প্রতিটা ব্যক্তি তাদের সামনে থাকা ব্যাঙ এর গোলেমে আক্রমন করতে শুরু করলো। প্রতিটা এট্যাকেই গোলেম গুলো ব্যাঙ এর মতো আওয়াজ করছিলো যা বিরক্ত লাগলেও সেটা নিয়ে কিছু বলার মতো সাহস কারোরই নেই।
* * *
নোবেলদের এরিয়ার মধ্যে,
বসার জন্য একটা জায়গা শুধুমাত্র নোবেলদের জন্য দেওয়া হয়েছে। সেখানে চার কিংডমের সকল নোবেলরা বসে আছে। লর্ড, ব্যারন, ভিসকাউন্ট, কাউন্ট, মারকুইজ এবং তাদের স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য এই জায়গা। একদিন পূর্বে প্রতিটা নোবেলের পরিবার থেকে একজনকে তাদের নাইট গুলো নিয়ে আসতে হয়েছে নিয়মের কারণে। আর আজ তাদের পরিবারের বাকিরা এসেছে। এই নোবেলদের ভীড়ের মাঝে চুপ করে বসে আছে টেসি। সবার পরিবারের সদস্য আসলেও টেসির স্টেট থেকে আর কেউ আসে নি। প্রতিটা নোবেলের সিটের পাশেই তাদের নাইট দাঁড়িয়ে রয়েছে তাদের সুরক্ষার জন্য কিন্তু টেসির জন্য শুধুমাত্র তার মেইড দাঁড়িয়ে আছে। যা প্রথম থেকেই তাকে অন্যদের কাছে হাস্যকর বানিয়ে দিয়েছে। তবে টেসি সেটা নিয়ে চিন্তা করছে না।
-> মনে হচ্ছে লেডি টেসি দুজন নাইটকে নিয়ে এসেছে টুর্নামেন্টে অংশগ্রহন করানোর জন্য। আপনার কি মনে হয় তারা এই রাউন্ড টিকতে পারবে।
-> পারবে না কেনো অবশ্যই পারবে। তারা কে দেখতে হবে না। এম্পায়ারের গর্ব এবং মারকুইজ টরেনহামের নাইট তারা।
-> লেডি টেসি আমি শুনেছি ঔ ছেলেটা আপনার পার্সোনাল নাইট। এতো কম বয়সী ছেলেকে কি কেউ পার্সোনাল নাইট বানায়, নাকি অন্য কিছু করার সিদ্ধান্ত রয়েছে।
-> তাছাড়া আর কি? এখন আপনার স্টেট এর যে অবস্থা তাতে আপনার পার্সোনাল নাইটের থেকে স্টেটের জন্য নাইট প্রয়োজন।
-> হয়তো মারকুইজ রাতে খেলা করার জন্য লেডি টেসিকে ছোট একটা নাইট উপহার দিয়েছে। হাহাহাহা।
মেয়েরা একের পর এক খারাপ কথা বলে যাচ্ছিলো। যা আস্তে আস্তে আরো খারাপ হতেই যাচ্ছিলো। তবে টেসি তাদের কারো কথাতেই কান দিলো না। যেটা তাদেরকে আরো রাগিয়ে দিলো। সবাই ভাবতে লাগলো,
❝ঠিক আছে টেসি, দুটো নাইট এই রাউন্ডে টিকে গেলেও তারা আমাদের নাইটের সামনে পরলে সবচেয়ে লজ্জাজনক হার হারবে।❞
টেসি শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে আছে। এখানে বসে ভালো করে দেখা যাচ্ছিলো না নিচে এরিনায় কি হচ্ছিলো। যেহেতু অনেক মানুষ রয়েছে নিচে তাই সবাইকে সিস্টেম এর ব্যবহার করতে হচ্ছিলো। কমিউনিটি এর মধ্যে বেশ কয়েকটা জায়গা ভিত্তিক ভাবে ভিডিও দেখানো হচ্ছিলো সেটার মধ্যেই এলেক্স এবং ভাইস কমান্ডারকে দেখে যাচ্ছে টেসি।
* * *
এলেক্স তার সামনে থাকা গোলেমে এট্যাক করার জন্য তৈরি হচ্ছিলো। মাত্রই ভাইস কমান্ডার তার এট্যাক করেছে গোলেমে। গোলেমে এট্যাক করলে সেটা ব্যাঙ এর মতো আওয়াজ করে সাথে সেটার শরীরে নম্বর দেখা যায় কত পয়েন্ট হয়েছে সেই এট্যাকে। ভাইস কমান্ডারের প্রথম এট্যাকে ১৩ পয়েন্ট হয়েছে। যেটা দেখার সাথে সাথেই আশেপাশের সবাই হাসতে শুরু করলো। এলেক্স এবং ভাইস কমান্ডারের আশে পাশে থাকা লোকগুলোর মধ্যে সবাই বড় বড় নোবেলদের নাইট হওয়ার কারণে তাদের এট্যাক পয়েন্ট গুলোও ২০ এর কাছাকাছি প্রায়। সে এরিয়াতে শুধুমাত্র ভাইস কমান্ডারের এট্যাক পয়েন্ট ১৩ হওয়ার কারণে তারা সবাই হাসতে শুরু করেছে।
-> আমি ভেবেছিলামই এরকম কিছু একটা হবে। এজন্যই তো মারকুইজের স্টেট এর এরকম অবস্থা। এরকম এট্যাক দিয়ে তারা কিভাবে মনস্টারকে হত্যা করবে।
-> আর এই ছোট ছেলেটা তো কোনো সোর্ডই বহন করছে না। সোর্ড ছাড়া সে কোনো নাইট হলো কিভাবে?
-> মনে হচ্ছে তার নরম নরম ফিস্ট দিয়ে এট্যাক করার চিন্তা করে যাচ্ছে।
-> তাহলে মারকুইজ টরেনহামের নাইটদের যাত্রা এখানেই শেষ। আমি চাচ্ছিলাম তাদের সাথে ফাইট করতে।
-> তাদের থেকে তো একটা ব্যারণ এর নাইটগুলোও শক্তিশালী।
-> নাইট হিসেবে তারা এভাবে এখানে এসে তাদের লর্ডকে অপমানিত করলো কেনো সেটায় আমি বুঝতে পারছি না।
-> এর থেকে থেকে মরে যাওয়ায় ভালো।
তাদের কথায় কান না দিয়ে এলেক্স ভাইস কমান্ডারকে বলতে লাগলো,
-> আমাকে বলে আপনিই চিন্তিত হচ্ছেন এখন। আশেপাশে কি বললো সেটায় মনোযোগ না দিয়ে নিজের এনার্জিতে ফোকাস দিয়ে এট্যাক করুন। (এলেক্স)
এলেক্সের থেকে একটা উপদেশ পাবে ভাইস কমান্ডার সেটা কখনো সে ভাবে নি। এতো গুলো লোকের সামনে প্রেসারটা অনেক বড় ছিলো ভাইস কমান্ডারের জন্য। যেহেতু পূর্বে এরকম অবস্থায় সে পরে নি তাই একটু বেশিই চিন্তা করছিলো সে। তবে এলেক্সের কথাটা শুনে তার চিন্তা কিছুটা হলেও দূর হলো।
এলেক্স তার পান্স রেডি করলো এবং তার ফুল ফোর্সে কোনো রকম এনার্জি ব্যবহার করা ছাড়ায় একটা পান্স মারলো গোলেমে। অনেক জোরে একটা আওয়াজ তৈরি হলো গোলেমের মুখ থেকে। আর সেটার গায়ে ৩০ পয়েন্ট লেখা দেখে সবাই অবাক হয়ে গেলো।
-> এটা অসম্ভব।
-> শুধুমাত্র একটা পান্সেই এতোটা ফোর্স। গোলেমের গায়ে পান্সটা লাগার সাথে সাথে এতোটা দূরে থাকার পরেও আমরা সেটার থেকে তৈরি হাওয়া অনুভব করেছি।
-> তাহলে কি গুজব টা সত্য ছিলো যে এই ছেলেটাই এক্স ব্যান্ডিট এর লিডারকে মেরেছে।
-> আমার মনে হয় এটা কোনো আইটেম এর কাজ। মারকুইজ এর কাছে কোনো শক্তিশালী আইটেম নেই এটা কেউই বিশ্বাস করবে না। যেহেতু দুজন নাইটকে পাঠিয়েছে এবার তাই আমি নিশ্চিত তাদের কাছে শক্তিশালী কোনো আইটেম রয়েছে।
এলেক্স তাদের কথায় কান দিলো না। বরং সে গতকালের কথা মনে করতে লাগলো। গত কাল এই এরিনার উপরেই তার দেখা হয়েছিলো একটা ছেলের সাথে। ছেলেটার কথা এখনো এলেক্সের মনে আছে। তার কথা এরকম ছিলো,
" প্রথম ফ্লোরে আমার একটা কাজ ছিলো তাই আশা ছিলো, কিন্তু ভাবি নি তোমার সাথে এরকম দেখা হয়ে যাবে। আমি জানতাম তুমি এখানে আসবে আমাকে লক্ষ্য করলেই। যায়হোক আমার কাছে বেশি সময় নেই আমাকে উপরে যেতে হবে। আমাদের প্রমিস এর কথা নিশ্চয় তোমার মনে আছে। যদি এই টুর্নামেন্টে কোনো কিছু না লুকিয়ে জিততে পারো তাহলে আমার সাথে ফাইটের একটা সুযোগ দিবো তোমাকে।”
কথাটা মনে করার সাথে সাথে এলেক্স ভাবতে লাগলো,
❝ঠিক আছে, কোনো কিছু না লুকিয়েই ফাইট করে জয়ী হবো। যেহেতু তাতে পুরানো একটা ফাইট এবং মিশনটাও দ্রুত সম্পূর্ণ হতে পারে।❞ (এলেক্স ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *