[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এবারের রয়েল টুর্নামেন্টে প্রায় ১০ লক্ষেরও অধিক লোক অংশগ্রহন করেছে। যা পূর্বের রেকর্ডও ভেঙে ফেলেছে। যেহেতু টাওয়ারের বাইরে থেকে অনেক আউটসাইডার টাওয়ারে প্রবেশ করেছে তাই এই সংখ্যাটা পূর্বের টুর্নামেন্টগুলোর থেকে অনেক বেশি বলা যায়।
প্রতিবারই কোনো না কোনো মাধ্যমে একদম দুর্বল ব্যক্তিদের বাতিল করে দেওয়া হয় যাতে করে তারা আসল টুর্নামেন্টের পর্যায়ে এসে নিজের জীবন না হারায়। রয়েল টুর্নামেন্ট এমন একটা জায়গা যেটা মূলত প্রথমে নাইটদের জন্য তৈরি করা হয়েছিলো। তবে এখন এখানে এম্পায়ারের সকল ধরনের মানুষই অংশগ্রহন করতে পারে। এ কারনে যে কোনো সময় যেকেউ নিজের জীবন হারাতে পারে যদি সে সতর্ক না থাকে। তাই ধারনা করা হয় যে ব্যক্তি একবার অংশগ্রহন করে এই টুর্নামেন্টে সে দ্বিতীয় বার অংশগ্রহন করতে চাই না।
জীবন হারানোর রিক্স থাকলেও রয়েল টুর্নামেন্ট এমন একটা জায়গা যেখানে মানুষজন অনেক অর্থ উপার্জন করতে পারে, যে কারনে প্রতিটা ব্যক্তিই তাদের জীবন রিক্সে রেখে অংশগ্রহন করে।
টুর্নামেন্ট শুরু হয়েছে আধা ঘন্টা সময় পার হয়েছে মাত্র আর এর মাঝেই ৭০% লোকই এরিনার বাইরে চলে গিয়েছে। যে ৩০% লোক এরিনার মাঝে রয়েছে তাদের মধ্যে নাইটের সংখ্যায় সবচেয়ে বেশি। রোদের আলোতে তাদের আর্মার গুলো উজ্জ্বল হয়ে উঠে তাদেরকে অনেকটা সম্মানের পর্যায়ে নিয়ে গিয়েছে। এরিনার মধ্যে থাকা অধিকাংশ নাইটদেরই চিনে বসে থাকা দর্শকগুলো। কারণ সব নাইটই বড় বড় নোবেলদের নাইট অর্ডার থেকে এসেছে। তাই তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যাও কম ছিলো না। দর্শকদের মাঝে অন্য রকমের উত্তেজনা কাজ করছিলো।
আর সবার উত্তেজনার মাঝে মারকুইজ টরেনহামের নাইট অর্ডারের ভাইস কমান্ডার এবং লেডি টেসির পার্সোনাল নাইট এলেক্স সবাইকে অবাক করে দিয়ে এখনো এরিনার মাঝে রয়েছে। ভাইস কমান্ডার এলেক্সের উপদেশ শুনে নিজের এনার্জি একত্রিত করার মাধ্যমে একটা এট্যাকে এট্যাক পাওয়ার ২০ করে টিকে রয়েছে এরিনার মাঝে। যেটা আশে পাশের সবাইকে অবাক করলেও তাদের অনুভূতি রাগে পরিণতি হতে সময় লাগে নি বেশি একটা।
-> আমার মনে হয় এখন আমাদের সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে এবং এক এক করে ফাইট করতে হবে। তবে যেহেতু এখনো তিন লক্ষের মতো মানুষ রয়েছে তাই আমার মনে হয় ১ মাসের মতো লেগে যাবে টুর্নামেন্ট শেষ করতে। (ভাইস কমান্ডার)
এখানে আসার পূর্বে ক্যারেজের সামনে থাকা সময়ে এলেক্স ভাইস কমান্ডারের থেকে শুনেছে পূর্বের টুর্নামেন্ট গুলোতে কি কি হয়েছিলো। যদিও সেটা আংশিক ছিলো তবে শুধুমাত্র সে অনুযায়ী দেখলেই টুর্নামেন্ট শেষ করতে অনেকটা সময় লাগবে। এলেক্স কিছু ভাবতে যাবে তখনি ব্যাঙ এর উপরে বসে থাকা এডমিনিস্ট্রেটর বলতে শুরু করলো।
→আমি ভেবেছিলাম আরো হয়তো বাতিল হয়ে যাবে। কিন্তু এবার মনে হচ্ছে প্রথম ফ্লোরের মানুষগুলো অনেকটা শক্তিশালী হয়েছে। যায়হোক এখনো তোমাদের সংখ্যা অনেক, যেটা ছোট না করলে আমাদের কন্সটেলেশন গুলো বোর হয়ে যাবে। তাদেরকে উত্তেজিত রাখার জন্য একটা ছোট রাউন্ড হয়ে যাক। যেহেতু আমারও আলসেমি লাগছে তাই সিস্টেমের মাধ্যমেই সবাই জানতে পারবে তাদেরকে কি করতে হবে।←
এডমিনিস্ট্রেটর একটা চুটকি বাজালো হাত দিয়ে, সাথে সাথে এরিনার মাঝে থাকা প্রতিটা ব্যক্তির সামনে সিস্টেম থেকে নীল কালারের একটা মেসেজ চলে আসলো। তাদের মেসেজ গুলো এরকম ছিলো,
ཌ সাইড মিশন: সারভাইভ
ডিটেইলস: পুরো এরিনা এডমিনিস্ট্রেটর এর অথোরিটির সাহায্যে চেঞ্জ হবে এবং ডিমনিক ফরেস্টে পরিণত হবে। জায়গাটা আসলেই ডিমনিক ফরেস্ট হবে যেখানে সত্যিকারের মনস্টার থাকবে। এডমিনিস্ট্রেটর এর অথোরিটির সাহায্যে প্রতিটা ব্যক্তি তার চেঞ্জ করা ডোমেইনের মাঝে আঘাত পেলে সে ব্যথা অনুভব করলেও সত্যি মারা যাবে না। এডমিনিস্ট্রেটর এতোটাও খারাপ ব্যক্তি নয়। তবে একটা টুর্নামেন্ট এতোটা সহজ হবে না।
অবজেক্টিভ: প্রতিটা ব্যক্তিকে ডিমনিক ফরেস্টের মধ্যে সারভাইভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরিনার মাঝে ১০০০ জন ব্যক্তি না থাকছে। ১০০০ জন ব্যক্তির পরে মিশন চেঞ্জ হবে এবং পরবর্তী নোটিশে দেখানো হবে।
স্পেশাল নোট: প্রতিটা নাইট বা ব্যক্তির নাইট অর্ডার বা অরগানাইজেশান সিস্টেম ডিটেক্ট করেছে এবং সেটা রেকর্ড করেছে। একটা লিডারবোর্ড তৈরি হয়েছে যেখানে একটা নাইট বা ব্যক্তি এবং তাদের নাইট অর্ডার বা অরগানাইজেশান কতগুলো মনস্টার বা অন্যান্য ইউজার হত্যা করেছে সেটা দেখানো হবে। ད
মেসেজ টা সবাই পড়ে নেওয়ার পরেই আবার এডমিনিস্ট্রেটর বলতে শুরু করলো।
→যদিও সেফ রুলস বসাতে চাই নি তারপরও প্রথম ফ্লোরে এতোগুলো মানুষকে একসাথে হত্যা করে ফেলাটা কন্সটেলেশন গুলো পছন্দ করবে না। তাই তোমাদের সুযোগ দিচ্ছি, যদিও এই সুযোগে মারা না গেলেও যদি মারা যাও তাহলে সে যন্ত্রনার আরো দশগুণ বেশি কষ্ট অনুভব করবে, তাই সবার উদ্দেশ্যে আমার কথা একটায়, নিজেদের সম্পূর্ণ চেষ্টা করো।←
কথাটা বলার সাথে সাথে ব্যাঙ এর উপর থেকে এডমিনিস্ট্রেটর আস্তে করে লাফ দিয়ে নিচে পরতে শুরু করলো। একদম নিচে পরার আগ মুহুর্তে তার শরীরটা একদম ধীর গতির হয়ে গেলো। খুবই আস্তে আস্তে তার পা এরিনার ফ্লোরকে স্পর্শ করলো। তার পা এরিনার ফ্লোরে স্পর্শ করার সাথে সাথেই ভিতরে থাকা বিশাল জায়গা হঠাৎ করেই চেঞ্জ হয়ে যেতে লাগলো।
→ফুফুফুফুহহহহ। তাহলে আমাদের সবাইকে ইন্টারেস্টিং একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে যাও।←
* * *
একটা বিশাল ফরেস্টের মধ্যে আটকা পরেছে সব গুলো ব্যক্তি যারা এরিনার মধ্যে ছিলো। একটু পূর্বেও তারা চারপাশে বসে থাকা দর্শকদের দেখতে পারছিলো কিন্তু এখন তাদের আশেপাশে গাছপালা এবং হালকা একটা কুয়াশা ব্যতীত কিছুই দেখতে পারছে না। সব গুলো মানুষ এক এক জায়গায় রয়েছে। পূর্বে যারা একসাথে রয়েছে তারা আলাদা হয়ে গিয়েছে এবং যাদের কেউ কখনো দেখেনি তারা তাদের আশেপাশে রয়েছে।
-> আমার মনে হচ্ছে আমরা টেলিপোর্ট হয়ে ডিমনিক ফরেস্টে চলে এসেছি।
একটা নাইট কথাটা বললো। নাইটটাকে উদ্দেশ্য করে আরেকজন নাইট বলতে লাগলো,
-> আমরা ডিমনিক ফরেস্টে টেলিপোর্ট হয় নি বরং এডমিনিস্ট্রেটরের অথোরিটির সাহায্যে ডিমনিক ফরেস্ট আমাদের কাছে এসেছে।
-> আমরা এখনো এরিনার ভিতরে রয়েছি তবে পুরো এরিনা ট্রান্সফর্ম হয়েছে ডিমনিক ফরেস্টে।
নাইট গুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা তাদের জায়গা মতো সতর্ক হয়ে রয়েছে। যেহেতু তাদেরকে এই জায়গায় বেঁচে থাকতে হবে তাই তারা কাউকেই বিশ্বাস করতে পারছে না। এক জায়গায় মোট পাঁচজন নাইট এবং একজন সাধারণ পোষাকের ব্যক্তি রয়েছে যার শরীরে কোনো রকমের আর্মার নেই। নাইটগুলো নিজেদের দিকে তাকাচ্ছিলো বার বার। একজন নাইট এগিয়ে গেলো কোনো আর্মার ছাড়া ছেলেটার দিকে,
-> আমার মনে হয় আমাদের একসাথে একটা টিম তৈরি করা দরকার। যদি এই ফরেস্টে আমরা বেঁচে থাকতে চাই তাহলে সেটা ছাড়া অসম্ভব।
নাইটটা কথাটা বলে তার হাত বারিয়ে দিলো এবং নিজের পরিচয় দিতে লাগলো,
-> আমি একজন ব্যারনের নাইট অর্ডারের কমান্ডার। আশা করি আমাদের ভালো একটা সময় যাবে।
নাইটের হাতে হাত মেশাতে যাচ্ছিলো ছেলেটা তখনি নাইটটা তার সোর্ড বের করে ছেলেটার পেটের মধ্যে ঢুকিয়ে দিলো। সাথে সাথে বাকি নাইটগুলোও হাসতে শুরু করে দিলো।
-> যেহেতু আমাদের টিকে থাকতে হবে এই জায়গায় তাই সবচেয়ে ভালো পথ হবে দুর্বলদের প্রথমে হত্যা করে লোকসংখ্যা কমানো। এতে করে আমরা দ্রুত টপে থাকতে পারবো। আমার নাইটস ভাইয়েরা এই সময়ে আমাদের একে অপরের সাহায্য করার দরকার এবং সামনে থাকা যত নন নাইটস রয়েছে তাদের হত্যা করে ফেলা।
নাইট গুলো ছেলেটাকে রেখে সেখান থেকে চলে যাবে ঠিক তখনি তারা পিছন থেকে পিছু একটার শব্দ পেলো। পিছনে তাকানোর সাথে সাথে ছেলেটাকে উপরে উঠে দাঁড়াতে দেখে অবাক হয়ে গেলো।
-> এটা তো অসম্ভব। আমি মাত্র তোমার পেটে আঘাত করেছি আমার অউরা এনার্জি দিয়ে। কিন্তু তুমি নরতে পারছো কিভাবে?
ছেলেটা কোনো রকম কথা না বলেই তার হাতে থাকা স্পেস রিং এর থেকে একটা সোর্ড বের করলো এবং সোর্ডটা দিয়ে একটা স্ল্যাশ মারলো। সোর্ড থেকে একসাথে বিশটার মতো এনার্জি ওয়েব বের হলো এবং নাইটগুলোর আর্মার থাকার পরেও তাদেরকে টুকরো টুকরো করে দিলো।
-> একই ব্যবহারে এখন আমার কাছে বিষয়টা বোরিং হয়ে গিয়েছে। (ছেলেটা)
ছেলেটা কথাটা বলার সাথে সাথে সেখানে পরে থাকা নাইটগুলোর ব্লাড আস্তে আস্তে এবজোর্ব এর মাধ্যমে নিজের ক্ষতটা একদম হিল করে নিলো সে।
-> প্রতি সময়ের মতো আবারো প্রথম স্থান এবং একই সাথে আমার ভাইস লিডারকেও খুঁজে নেওয়া যাক।
ছেলেটা কথাটা বলেই হাঁটতে শুরু করে দিলো।
* * *
অন্যদিকে এলেক্স এবং ভাইস কমান্ডার ভাগ্যক্রমে একই জায়গাতেই নিজেদের পেয়েছে যে কারণে তাদেরকে বেশি দূরে যেতে হয় নি। এক এক জন র্যানডম ভাবে এক এক জায়গাতে উপস্থিত হওয়ার কারণে কেউ ভালো অথবা কেউ খারাপ পরিস্থিতিতে রয়েছে, তবে এলেক্স আর ভাইস কমান্ডারের পরিস্থিতিটা কি বলা যায় সেটা আমিও জানি না। ছোট একটা আইল্যান্ডের মতো জায়গাতে রয়েছে দুজনে, যার চারপাশে পানি। ঘন কুয়াশা থাকার কারণে পানিটা কতদূর সেটা বোঝা একদমই কষ্ট হচ্ছিলো দুজনের জন্যই।
-> আমার মনে হয় আমাদের এখানেই থাকতে হবে এলেক্স। যেহেতু পানির মাঝ দিয়ে আমরা পার হতে পারবো না। (ভাইস কমান্ডার)
পানির কাছে এসেই দুজনে তাকিয়ে আছে। ভাইস কমান্ডার পানিতে স্পর্শ করেও দেখেছে। পানিতে হাত দেওয়ার সাথে সাথেই সেটা মারাত্মক লাইটনিং শক দিচ্ছিলো।
-> জায়গাটা প্রায় প্রথম ফ্লোরে সবার কাছেই পরিচিত। ডিমনিক ফরেস্টের একদম মাঝে রয়েছি আমরা। মনে হচ্ছে আমাদের ভাগ্যটায় তেমন ভালো নয়। এই জায়গাটা লেক অফ লাইটনিং নামে পরিচিত। যদিও এটার রহস্য সম্পর্কে কেউই জানে না তবে এই পানির মধ্যে দিয়ে যাত্রা করা অসম্ভব। (ভাইস কমান্ডার)
এলেক্স তার হার্টে হাট দিলো। তার ড্রাগন হার্ট অনেক জোড়ালো ভাবে বিট করছিলো এই সময়ে। এলেক্সের মনে হচ্ছিলো তার হার্ট যেকোনো সময়েই বন্ধ হয়ে যেতে পারে।
❝আমি এরকম পূর্বে কখনো বোধ করি নি। আমার পুরো শরীর জমে আছে এবং মনে হচ্ছে কোনো একটা জিনিস আমার দিকে তাকিয়ে আছে। ভাইস কমান্ডার কি অনুভব করতে পারছে না?❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের শরীর স্বাভাবিক হতে সময় লাগলো না। পানি থেকে দূরে সরে আসাতেই সে ঠিক হয়ে গেলো।
-> একমাত্র উপর দিয়ে উড়ে যেতে পারলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো। (ভাইস কমান্ডার)
ভাইস কমান্ডারের কথা শুনে এলেক্সের ভালো একটা কথা মনে পরে গেলো।
-> ঠিক আছে, ভাইস কমান্ডার আমরা উড়ে যাবো। (এলেক্স)
এলেক্স কথাটা বলার সাথে সাথে তার হাতে থাকা আর্মারের অংশ খুলে ফেললো এবং জামার হাতা গুছিয়ে ড্রাগন এর ট্যাটুটা বের করলো। এলেক্স ড্রাগনের ট্যাটুতে নিজের এনার্জি প্রয়োগ করার সাথে সাথে সেটা উজ্জ্বল হয়ে গেলো।
❝ড্রাকো❞
এলেক্সের ডাক শুনেই তার হাতের ট্যাটুটার মাঝ থেকে একটা উজ্জ্বল আলো তৈরি করে একটা ড্রাগন বেরিয়ে আসলো। লাল এবং কালো রঙের মিশ্রনের ড্রাগনটাকে দেখে বোঝা যাচ্ছিলো না সে কোন স্পিসিজের ড্রাগন। ড্রাগনটাকে দেখার সাথে সাথেই ভাইস কমান্ডার নিচে পরে গেলো।
-> একটা ড্রা ড্রা ড্রা ড্রাগন! (ভাইস কমান্ডার)
এলেক্সের হাত থেকে একটা ড্রাগন বেরিয়ে আসবে সেটা স্বপ্নের মধ্যেও কল্পনা করে নি ভাইস কমান্ডার। তার উপরে এলেক্সকে স্লেভ মার্কেট থেকে কিনে আনা হয়েছে। তার কাছে একটা ড্রাগন থাকবে সেটা কেউ জানলে কিংডমের কোনো ব্যক্তিই এলেক্সকে কেনার সামর্থ রাখতো না শুধুমাত্র এম্পেরর এবং ডিউক ব্যতীত। ভাইস কমান্ডার এটায় ভেবে যাচ্ছিলো।
❝কিভাবে সম্ভব এটা? ড্রাগনদের সাথে ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরি কর প্রায় অসম্ভব। যদি ড্রাগনদের সাথে বন্ডিং তৈরি করা যায় তবে কোনো ড্রাগনই মানুষকে পছন্দ করে না। একটা ড্রাগনকে নিজের পেট বানাতে চাইলে অবশ্যই সেই ব্যক্তিকে ড্রাগনের থেকেও শক্তিশালী হতে হবে। কিভাবে এলেক্স এই ড্রাগনের সাথে বন্ডিং তৈরি করেছে?❞ (ভাইস কমান্ডার ভাবছে)
এলেক্স কোনো রকমের বিবরণ দিলো না ভাইস কমান্ডারকে। যেহেতু ড্রাগনটা এলেক্সকে অনেকদিন হলো দেখে না তাই এলেক্সের গলার সাথে আস্তে করে গলা ঘষতে ব্যস্ত সে। এলেক্স ড্রাগনটার উপরে উঠে বসলো এবং ভাইস কমান্ডারকে ইশারা দিলো তার পিছনে বসতে।
-> আমাদেরকে নিয়ে চলো উপর দিয়ে এই পানির ওপারে। (এলেক্স)
এলেক্সের আদেশ শুনেই ড্রাকো তার ডানা ঝাপটিয়ে উড়তে শুরু করে দিলো। ড্রাকোর সাইজ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এলেক্সের সাথে বন্ড অবস্থায় থাকার কারণে সে এলেক্সের ড্রাগন হার্ট থেকে একটু একটু এনার্জির কারণে শরীর অনেকটা বৃদ্ধি করে ফেলেছে। এই সময়ে ড্রাকোর শরীরের আকার প্রায় একটা ছোট দালানের সমান হয়েছে।
* * *
ড্রাকো অনেকক্ষণ যাবৎ পানির উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। তবে সে বের হতে পারছিলো না কুয়াশাচ্ছন্ন জায়গা থেকে। যত দূর যাচ্ছিলো পথ মনে হচ্ছিলো শেষই হচ্ছিলো না। এলেক্স পানির উপরে থাকা অবস্থায় আবারো পূর্বের মতো অনুভব করছে। শুধু যে সে এমন নয় এবার ড্রাকোর অবস্থাও একই হয়েছে। তবে ড্রাকো তার সর্বোচ্চ চেষ্টা করে উড়ে যাচ্ছিলো।
-> মনে হচ্ছে জায়গাটা একটা মায়াজাল। যার মধ্য থেকে আমরা শত চেষ্টা করলোও বের হতে পারবো না। (এলেক্স)
এলেক্স বুঝতে পেরেছ ড্রাকো তার লিমিটে চলে এসেছে। এবং তারা যত চেষ্টায় করুক না কেনো কেউ একজন রয়েছে যে চাচ্ছে তারা এখানেই থাকুক।
❝আর সেটার উত্তর পেতে হলে আমাদের এই পানিতেই ঝাপ দিতে হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের মনের কথাটা ড্রাকো শুনতে পেলো। তাই সে তার ডানা ঝাপটানো বন্ধ করে দিলো এবং সোজা পানির মধ্যে এলেক্স এবং ভাইস কমান্ডারকে নিয়ে পরে গেলো।
* * *
এলেক্স এবং ভাইস কমান্ডার পানির মাঝে পরে যাওয়ার সাথে সাথে নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন তাদের চোখ খুলে তারা নিজেদেরকে দুই দেওয়ালের মাঝে আবিষ্কার করলো। দুজনের সামনেই সিস্টেম থেকে একটা মেসেজ এসেছে। যদিও ভাইস কমান্ডারের মেসেজটা নীল রঙের ছিলো এবং সেটা তাকে বলছিলো,
ཌ ইউজারকে লাইটনিং ড্যানজনে স্বাগতম। অনেকদিন পরে এই ড্যানজনে কেউ প্রবেশ করার কারণে ইউজারের এক্সপি ২০০% বৃদ্ধি পাবে। ད
অন্যদিকে এলেক্সের কাছে তার ডিম্যান কিং সিস্টেম থেকে লাল একটা মেসেজ এসেছে। যেখানে তাকে বলতেছে,
꧁ཌ হিডেন মিশন: সারভাইভ
অবজেক্টিভ: হোস্টকে এই লাইটনিং ড্যানজনের মধ্য থেকে যে করেই হোক জীবিত ফিরতে হবে।
রিওয়ার্ড: হোস্ট এবং তার টিম মেম্বারের জীবন।
স্পেশাল নোট: এই ড্যানজনে এডমিনিস্ট্রেটরের অথোরিটি কাজ করে না তাই মারা গেলে হোস্ট সত্যিই মারা যাবে। ད꧂
এলেক্সতার সিস্টেমের মেসেজটা দেখেই বুঝতে পারলো এই ড্যানজনটা এমন একটা জায়গা হতে চলেছে যেটা সে পূর্বে কখনো এক্সপেরিয়েন্স করে নি। তবে এমন নয় যে এলেক্স পূর্বে কখনো জীবন হারানোর মতো পরিস্থিতির শিকার হয় নি। তাই এলেক্স উঠে দাঁড়ালো। তাকে খুঁজতে হলো না বরং ড্যানজন এর মনস্টার গুলো তাদের দিকেই আসতে শুরু করেছে। এলেক্সের ভয়েড আই এর মাধ্যমে এলেক্সের তাদের ইনফরমেশন দেখতে পেলো।
××× মনস্টার ইনফো ×××
নেইম: নর্মাল ড্রাগোনাইট
স্পিসিজ: ড্রাগোনাইট
লেভেল: ২০
××× ×××
নতুন ধরনের মনস্টার যারা দেখতে মানুষের আকারের হলেও তারা মনস্টার, এরকম মনস্টার পূর্বে এলেক্স দেখে নি। প্রায় শত শত মনস্টার তাদের সামনে রয়েছে।
-> এলেক্স আমার মনে হয় এই পর্যন্তই আমাদের যাত্রা টুর্নামেন্টে। (ভাইস কমান্ডার)
মনস্টার গুলো দেখেই ভাইস কমান্ডারের শরীর চলছে না। এলেক্সের ড্রাগন দেখার পর থেকেই অনেক চিন্তা রয়েছে ভাইস কমান্ডারের মাথায় ভাসতে লাগলো, তাই সে ভালো ভাবে চিন্তা করতে পারছিলো না। আর এখন প্রথম ফ্লোরের সবচেয়ে শক্তিশালী একটা মনস্টারকে সামনে দেখে তার চিন্তা ভাবনার সাথে তার শরীরও ঠিক মতো কাজ করা বন্ধ করে দিয়েছে। এলেক্স সেটা লক্ষ্য করলো এবং তার ঘাড়ে একটা আঘাত করলো যে কারণে সে তার সেন্স হারিয়ে ফেললো।
-> ভ্যাম্পায়ার, জেনারেল আর আইরিস আপাতোতো লেডি টেসির কাছে রয়েছে আর মিনোটরদের সাইজ এখানে গ্রহন যোগ্য নয়।
এলেক্স কথাটা বলে ভাইস কমান্ডারকে এক সাইডে শুইয়ে দিয়ে মনস্টারদের দিকে এগিয়ে আসলো।
-> ইগ্রিত নতুন কিছু ড্রাগোনাইড আনডেড না বানানো পর্যন্ত তুমি গার্ড দাও তাকে। (এলেক্স)
এলেক্সের কথার সাথে সাথে তার ছায়া থেকে ইগ্রিত বেরিয়ে আসলো এবং সে এলেক্সের আদেশের মতো নিজের সোর্ড নিয়ে দাঁড়িয়ে রইলো ভাইস কমান্ডারের সামনে।
* * * * *
To Be Continued
* * * * *