[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ডিমনিক ফরেস্ট অনেক রহস্যময়ী একটা জায়গা। শুধুমাত্র প্রথম ফ্লোরে এর অবস্থান রয়েছে এমন নয়। পুরো এক্সব্লকের বিভিন্ন জায়গায় ডিমনিক ফরেস্ট খুঁজে পাওয়া যাবে। আজ পর্যন্ত কেউ এই ডিমনিক ফরেস্টের ভিতরের রহস্য বের করতে না পারলেও সবাই ভালো করে জানে সাধারণ জায়গার মনস্টারের থেকে পরিমাণে বেশি এবং পাওয়ারের দিক দিয়েও সাধারণ মনস্টারের তুলনায় ডিমনিক ফরেস্টের মধ্যে থাকা মনস্টার গুলো অনেক শক্তিশালী।
ডিমনিক ফরেস্টের মধ্যে ড্যানজন খুঁজে পাওয়াটা সবার জন্যই অনেকটা সৌভাগ্যের হয়ে থাকে। যদিও ভিতরের মনস্টার গুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, কিন্তু কোনো ভাবে ড্যানজনটা ক্লিয়ার করতে পারলে অনেক ভালো ভালো আইটেম পাওয়া সম্ভব যেগুলো বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়। এ কারণে প্রতিটা ব্যক্তিই ডিমনিক ফরেস্টের মধ্যে ড্যানজনের সন্ধান করে থাকে। সাধারণত ড্যানজন ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তাদের মধ্যে স্পেশাল কিছু ড্যানজন রয়েছে যেগুলোর ভিতরের মনস্টারের নাম শুনলেই মানুষ কখনো সেখানে পা দিতে চাইবে না। আর তার মধ্যে একটা হলো ড্রাগোনাইট ড্যানজন।
এলেক্স একাই শত শত ড্রাগোনাইট মনস্টারের সাথে ফাইট করে যাচ্ছে। যেহেতু তার স্ট্যাট গুলো সিল রয়েছে তাই সে পূর্বের মতো শক্তিশালী না হলেও এলেক্সের কাছে রয়েছে অগণিত সময়ের ফাইট করার এক্সপেরিয়েন্স। কিছুদিন পূর্বে তার স্ট্যাট একদমই খারাপ হওয়ার কারণে সে সঠিক মতো তার শরীর নিয়ন্ত্রণ করতে পারে নি। তবে বর্তমানের অবস্থা ভিন্ন। কিছুটা হলেও এলেক্স তার স্ট্যাট ফিরে পেয়েছে আর সেটা দিয়েই সে দক্ষতার সাথে ফাইট করে যাচ্ছে।
-> আমার চোখের সাথে আমার মুভমেন্ট গুলো নিতে পারছে না। (এলেক্স)
এখনো এলেক্স তার রিফ্লেক্সের সাথে নিজের শরীরকে ঠিক মতো মানিয়ে নিতে পারে নি। তারপরও তার তেমন কোনো সমস্যা হচ্ছিলো না। তবে মূল সমস্যা ছিলো একটাতেই,
-> যদিও এখনো শরীরে ড্রাগনের স্কেল গুলো সম্পূর্ণ উঠে নি তারপরও এটা কম শক্ত নয়। (এলেক্স)
এলেক্স গলায় ব্রেসলেট লাগার পরে শুধুমাত্র একবারই মনস্টারদের সাথে ফাইট করার সুযোগ পেয়েছিলো। যেহেতু তারা তেমন শক্তিশালী মনস্টার ছিলো না তাই এলেক্সের বেশি কষ্ট করতে হয় নি। তবে এখন এলেক্সের মনে হচ্ছিলো সে তার প্রতিটা পান্স শক্ত কোনো লোহার দরজায় মারছিলো যা সম্পূর্ণ ভাঙা অসম্ভব ছিলো কয়েকটা পান্সে। এলেক্সের পান্স তেমন কার্যকর না হলেও সেগুলো মনস্টার গুলোকে ভালোই আহত করছিলো এবং প্রতিটা পান্সেই তারা পিছনে থাকা আরো চার-পাঁচটা নিয়ে পরে যাচ্ছিলো। তবে তাতেও তাদের সংখ্যার কোনো কমতি ছিলো না। এলেক্স তার হাত দিয়ে একটা ড্রাগোনাইটের মুখ ধরলো এবং সেটার মুখেই এনার্জির ছোট একটা ব্লাস্ট করলো। সাধারণ এট্যাক কাজ না করলেও মনস্টার গুলো উপরে এনার্জির এট্যাক গুলো ভালোই কাজ করছিলো। ছোট এনার্জি ব্লাস্টেই ড্রাগোনাইটের মাথা উড়ে গেলো।
-> সিল থাকা অবস্থাতেও আমার মনে হয় না আমার এনার্জিতে এতো কম লেভেলের মনস্টার করতে কোনো সমস্যা হবে। (এলেক্স)
এলেক্স এই পর্যন্ত তেমন বেশি মনস্টার হত্যা করতে পারে নি। শুধু একের পর এক পান্স মেরে বেশ কয়েকটাকে আহত করেছে এবং ১০/১২ টার মতো মনস্টারকে হত্যা করতে পেরেছে। মনস্টার গুলো একে পর এক আসলেও এলেক্সের এক ঝাক মনস্টারের সামনে ফাইট করাটা নতুন কোনো ব্যাপার নয়। সে তার চারপাশের পরিস্থিতির সুযোগ নিয়ে একটা ভালো পজিশনে দাঁড়িয়ে তাদেরকে তীব্র এট্যাকে পিছিয়ে রাখছে। এলেক্স চাইলে এখানে তার এনার্জি ব্যবহার করে কোনো শক্তিশালী এট্যাক করতে, কিন্তু সেটা এলেক্স করতে চাচ্ছে না কারণ সে জানে না ড্যানজনে আরো কত মনস্টার রয়েছে। যেহেতু সিল হয়ে থাকার কারণে তার শরীরে একটা লিমিট রয়েছে এই সময়ে।
"জেগে উঠো"
এলেক্সের কথার সাথে সাথে তার মেরে ফেলা সদ্য ১০/১২ টা ড্রাগোনাইট এর শরীর জেগে উঠলো। এলেক্স তাদের দিকে তাকালো না। অন্য কেউ থাকলে এই সময়ে অবাক হতো কিন্তু এলেক্সের কাছে নতুন নয় বিষয়টা। নতুন হলেও এলেক্স অবাক হতো না। মৃত ড্রাগোনাইট শ্যাডো আর্মি হয়ে জেগে উঠে নি বরং তাদের শরীর যেমন ছিলো তারা সেভাবেই জেগে উঠেছে আনডেড হিসেবে। এলেক্সের কোনো রকম আদেশ দিতে হয় নি। এলেক্সকে ফাইট করতে দেখে সে আনডেড গুলোও ঝাঁপিয়ে পরলো ড্রাগোনাইটদের উপরে।
শ্যাডো আর্মির মতো রিজেনারেশন এবিলিটি না থাকার কারণে আনডেড গুলোকে জীবিত ড্রাগোনাইট এট্যাক করার সাথে সাথেই সেগুলোর শরীর আলাদা হয়ে যাচ্ছিলো যা আর ঠিক না হওয়ার কারণে তার সউল এলেক্সের কাছে জমা হচ্ছিলো।
-> এগুলো শ্যাডো আর্মির অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয়। (এলেক্স)
সউল গুলোর দিকে এলেক্স গুরুত্ব দিচ্ছিলো না। সে এখন একের পর একটা ড্রাগোনাইটের মাথা ধরে ছোট ছোট এনার্জি ব্লাস্টের মাধ্যমে সেগুলো হত্যা করছিলো এবং আস্তে আস্তে তার আনডেড এর সংখ্যা বৃদ্ধি করতে লাগলো। যদিও আনডেড গুলোর পাওয়ার আসলের থেকে মাত্র ৩০% তারপরও তাদের সংখ্যা বারার সাথে সাথে পাঁচজন মিলে একটা ড্রাগোনাইটকে হত্যা করতে পারছিলো। যে কারণে আসল গুলোর থেকে আনডেড গুলোর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করলো।
বেশিক্ষণ সময় প্রয়োজন হলো না এলেক্সের সব গুলো নর্মাল ড্রাগোনাইটকে হত্যা করে সেগুলোকে আনডেড বানাতে। যদিও মাত্র ৩০ টা আনডেড রয়েছে এখনো যারা শরীরে গুরুতর আহত পাওয়ার পরও দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে এলেক্স বলতে লাগলো,
-> তোমরা এখানে থাকো এবং ভাইস কমান্ডারকে গার্ড দাও। (এলেক্স)
এলেক্স কথাটা বলে ইগ্রিতের দিকে তাকালো। ইগ্রিত এলেক্সের ইশারা বুঝতে পেরে সেখানে থাকা ভাইস কমান্ডারের ছায়ার মাঝে হারিয়ে গেলো। এবার এলেক্সের ছায়ার মধ্য থেকে ইগ্রিত বেরিয়ে আসলো এবং এলেক্সের সামনে এক হাঁটু গেঁথে বসলো।
❝মাই কিং আপনার এই শ্যাডোকেও একটা সুযোগ দিন আপনার সেবা করবার।❞
ইগ্রিতের কথা শুনে এলেক্স কিছু না বলে এগিয়ে গেলো আরো ভিতরের দিকে। তার পিছনে ইগ্রিতও যেতে লাগলো।
* * *
ড্যানজনের একদম ভিতরে একটা রুমের মধ্যে বিশাল একটা ছোট ড্রাগন শুয়ে আছে। ড্রাগনটার সাইজ একদম বাচ্চা ড্রাগনের মতো দেখাচ্ছে। সে তার সামনে থাকা একটা ম্যাজিক বলের মাধ্যমে দেখে যাচ্ছে তার ড্যানজনের মধ্যে কি হচ্ছে। একটা ছেলে ভিতরে এসেই ড্রাগোনাইটদের সাথে ফাইট করে যাচ্ছে।
→এটা সাধারণ কোনো নেক্রোমেন্সার জব মনে হচ্ছে না।←
ড্রাগনটা একাধারক তাকিয়ে রইলো ছেলেটা সামনে কি করে সেটা দেখার জন্য।
* * *
অন্যদিকে এলেক্স নর্মাল ড্রাগোনাইট গুলোকে হত্যা করবার করে ড্যানজনের আরো ভিতরে প্রবেশ করে। সাধারণত মনস্টার গুলোকে হত্যা করলে আইটেম পাওয়ার উচিত ছিলো, কিন্তু ড্রাগোনাইট গুলোকে হত্যার পরে কোনো রকমের আইটেম পাওয়া যায় নি সেগুলো থেকে।
কিছুটা ভিতরে আসার পরে আরো এক ঝাক মনস্টার এলেক্সের সামনে আসলো। এগুলো নর্মাল ড্রাগোনাইট ছিলো না। বরং এলেক্স দেখতে পারলো,
××× মনস্টার ইনফো ×××
নেইম: হাই ড্রাগোনাইট
স্পিসিজ: ড্রাগোনাইট
লেভেল: ২৫
××× ×××
পূর্বের ড্রাগোনাইট আর এগুলো দেখতে অনেকটা একই রকম। কিন্তু পূর্বের গুলোর শরীরে কোনো স্কেল ছিলো না তবে এগুলোর বুকে এবং হাতে স্কেল রয়েছে। যা ড্রাগোনাইট গুলোর ডিফেন্স বৃদ্ধি করে দিচ্ছিলো।
→মাই কিং আমি জানি না কেনো তবে ড্রাগোনাইট গুলোর সামনে আমার শরীর এবং আমার সোর্ড আরো শক্তিশালী হয়ে উঠেছে।←
ইগ্রিতের কথাটা শুনে এলেক্স ইগ্রিতের দিকে তাকালো। কিছুটা পার্পেল এবং কালো কালারের ইগ্রিতের শরীর থেকে লাল রঙের একটা এনার্জি বের হচ্ছিলো। শুধু যে তার শরীর এমন নয়, ইগ্রিতের হাতে থাকা বিশাল সোর্ড থেকেও লাল রঙের একটা এনার্জি বের হচ্ছিলো।
-> ঠিক আছে। তুমি ফাইট করো। (এলেক্স)
ইগ্রিত লিজেন্ডারি ডেড নাইট হওয়ার পরে তেমন সুযোগ পায় নি আর ফাইট করার। তাই এলেক্সের জন্য এটা সুযোগ ছিলো ইগ্রিতের পাওয়ারটা দেখার। যদিও ইগ্রিতের পাওয়ার এলেক্সের মতোই এখন অনেকটা সিল হয়ে থাকার কথা, তারপরও ইগ্রিতের নতুন স্কিল গুলো দেখার জন্য এলেক্স দাঁড়িয়ে রইলো। ইগ্রিত তার কিং এর থেকে আদেশ পেয়ে সামনে এগিয়ে আসলো। এতোক্ষণে হাই ড্রাগোনাইট মনস্টার গুলো এলেক্স এবং ইগ্রিতের দিকে এগিয়ে আছে। প্রায় দেড়শত এর মত ড্রাগোনাইটের সামনে ইগ্রিত দাঁড়িয়ে আছে তার বিশাল সোর্ড উঁচু করে।
→আমি এখানে দাঁড়িয়ে থাকতে তোমরা কেউ আমার কিং এর কাছে যেতে পারবে না।←
ইগ্রিত কথাটা বলেই তার সোর্ডের হাতল ধরে সেটার ব্লেডের মাথা দুই পায়ের মাঝখানের ফ্লোরে গেঁথে ফেললো। মুখ দিয়ে সে বললো,
→শ্যাডো ডেড চেইন←
সাথে সাথে প্রতিটা হাই ড্রাগোনাইটের নিচের ফ্লোর থেকে হাজারো কালো কালো চেইন বেরিয়ে আসলো। চেইনগুলোর মাথায় ধারালো একটা সূঁচালো ব্লেডের মতো থাকাতে সেগুলো দ্বারা সামনে থাকা অধিকাংশ মনস্টারের শরীরের মাঝ দিয়ে প্রবেশ করে সবগুলো মনস্টারকে বেঁধে ফেললো। সোর্ড ফ্লোরে গাঁথা রেখেই ইগ্রিত সোর্ড ছেড়ে দিলো। তার হাতে একটা চেইনের অংশ চলে আসলো যেটা ধরে সে টানতে লাগলো। প্রতিটা টানে ড্রাগোনাইটকে যে চেইনগুলো দিয়ে বেধে রাখা হয়েছে সেগুলো শক্ত হচ্ছিলো। পিছনে আরো কিছু ড্রাগোনাইট রয়েছে যেগুলোকে চেইন আক্রমণ করতে পারে নি।
→তোমাদের যাত্রা এই পর্যন্তই।←
ইগ্রিতের কথা শুনে এলেক্স তাকালো তার দিকে। এলেক্স লক্ষ্য করলো ইগ্রিতের শরীর থেকে সেই লাল রঙের এনার্জির মাত্রা বেড়েই যাচ্ছে। পূর্বে এলেক্স ইগ্রিতকে এরকম অবস্থায় দেখেছে কিনা মনে করতে পারছে না। ইগ্রিত তার হাতে থাকা চেইনটা আরো জোরে টান দিতেই সব গুলো ড্রাগোনাইটের শরীর টুকরো টুকরো হয়ে সেখানে পরে গেলো। এই অবস্থায় পিছন থেকে আরো যেসব ড্রাগোনাইট এগিয়ে আসছিলো ইগ্রিতের দিকে তারাও থেমে গেলো। ইগ্রিতের শরীর থেকে বের হওয়া এনার্জি দেখে তারা থমকে গেলো। হাজারো চেইন একত্রিত হয়ে একটা চেইন তৈরি করলো যা ইগ্রিতের হাতে রয়েছে। ইগ্রিত সেটাকে নিক্ষেপ করলো যা সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেও সামনে থাকা প্রতিটা ড্রাগোনাইটের ছায়ার মধ্য থেকে বেরিয়ে গেলো। চেইন বা শিকল গুলো প্রতিটা ড্রাগোনাইটের শরীরের ভিতরে ছায়ার মতোই প্রবেশ করে বেরিয়ে গেলো।
→শ্যাডো কিলার চেইন←
ইগ্রিতের কথাটা বলার সাথে সাথে ড্রাগোনাইট গুলোর ভিতরে প্রবেশ করা চেইন গুলো অনেক বড় ভাবে ব্লাস্ট হয়ে গেলো যা কোনো চিহ্নই রাখলো না ড্রাগোনাইট গুলোর। এলেক্স ইগ্রিতের ফাইটটা দেখে একটা বিষয় ভাবতে লাগলো,
❝কম এনার্জি এবং পাওয়ারে বেশি ভালো ফলাফল। যদিও আমি কতটা সময় মনস্টারদের সাথে ফাইট করেছি সেটা জানি না। তারপরও এরকম কোনো ট্রিক্স ব্যবহার করি নি। আমার সামনে মনস্টার আসলে আমি শুধু আমার শরীর যেভাবে ফাইট করতে চাই সেভাবেই ফাইট করি। কিন্তু আমি যদি আমার টেকনিক গুলোকে আরো পারফেক্ট ভাবে ব্যবহার করতে শিখি তাহলে কি আমার অতিরিক্ত পাওয়ারের প্রয়োজন হবে এতো দুর্বল মনস্টার হত্যা করতে?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার চিন্তার মাধ্যমে একটা বিষয় বের করতে পেরেছে। যা নিয়ে পূর্বে সে কখনো চিন্তা করে নি। যেহেতু সময় কম ছিলো তাই সে তার মাস্টারের থেকে সব কিছু শিখতে পারে নি। শুধু তার মাস্টারের দেখানো দশটা মুভ সে ভালো করে শিখেছিলো, তবে সেগুলো শুধু ভালো করে শেখা মাত্রই। এলেক্স সেগুলোকে একদম পারফেক্ট ভাবে মাস্টার করতে পারে নি।
❝মাস্টারের টেকনিক গুলোর মূল বিষয় ছিলো এনার্জি। কিভাবে একদম কম এনার্জি দিয়েও সবচেয়ে শক্তিশালী এট্যাক বা স্কিল ব্যবহার করা যায় সেটায় মূলত ব্যাসিক। আমি যদি সে নিয়ম মেনে চলে আমার বাকি স্কিল গুলো ব্যবহার করি তাহলে কি দশটা টেকনিককে বৃদ্ধি করে আমি আমার সব গুলো স্কিলকেই মাস্টারের টেকনিকের মতো তৈরি করতে পারবো না?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স এগিয়ে আসলো এবং ইগ্রিতের কাঁধে হাত রাখলো। এতে বোঝাচ্ছিলো ইগ্রিত ভালো একটা কাজ করেছে যে কারণে ইগ্রিতও গর্ব বোধ করছিলো। তবে ইগ্রিতের কাঁধে হাত দেওয়ার সাথে সাথেই এলেক্স ইগ্রিতের জীবিত থাকা সময়ের ছোট একটা ফ্লাশব্যাক দেখতে পারলো।
* * *
(ফ্লাশব্যাক শুরু)
ইগ্রিত যে জীবিত সময়ে শক্তিশালী একজন নাইট ছিলো যা তার দামী আর্মার এবং সোর্ড দেখেই বোঝা যাচ্ছিলো। হাজারো ড্রাগনের সামনে ইগ্রিত একা দাঁড়িয়ে আছে এবং এক এক করে প্রতিটা ড্রাগনের গলা কাটতে ব্যস্ত ছিলো। দামী আর্মার এবং বিশাল সোর্ডটা ড্রাগনের রক্তে সেদিন লাল হয়ে গিয়েছিলো।
সিন চেঞ্জ হওয়াটা আরেকটা বিষয় দেখা যাচ্ছিলো। একটা ট্রেনিং গ্রাউন্ড যেখানে জীবিত থাকা সময়ে ইগ্রিত ট্রেনিং করেছে। সেখানে খুবই যে লোকটা ইগ্রিতকে ট্রেনিং দিচ্ছিলো তার চেহারা স্পষ্ট না দেখা গেলেও যেভাবে সে ইগ্রিতকে শেখাচ্ছিলো এনার্জি ব্যবহার করাটা এবং সেই সাথে তার শরীরের আকারটি খুবই পরিচিত ছিলো।
(ফ্লাশব্যাক শেষ)
* * *
একটা আজব ফ্লাশব্যাক দেখলো এলেক্স। তাকে কিছু জিজ্ঞাসা করতে হলো না। ইগ্রিত এবার নিজে থেকেই বলতে লাগলো,
→মাই কিং, ডেড নাইট হওয়ার পর থেকে আমার পূর্বের জীবনের কিছুটা স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। যদিও সেগুলো কোনো গুরুত্ব রাখে না তবে আপনাকে বলার দরকার ছিলো, এজন্য বললাম। আশা করি আপনি কিছু মনে করবেন না আপনার এই শ্যাডোর ব্যবহারে।←
-> তাহলে জীবিত সময়ে তুমি একজন ড্রাগন স্লেয়ার ছিলে? (এলেক্স)
এলেক্সের কথা শুনে ইগ্রিত একদম লজ্জিত হলো এবং সিরিয়াস হয়ে বলতে লাগলো,
→মাই কিং, আমি কেনো পুরো এক্সব্লকের কেউই ড্রাগন স্লেয়ার টাইটেলের যোগ্য নয়। বরং শুধুমাত্র যে ব্যক্তি আমাকে সর্বপ্রথম ফাইট করা শিখিয়েছে এই টাইটেলটা সেই ডিজার্ভ করে। তবে আমি নিশ্চিত এই টাইটেল তার কাছেও বেশিদিন থাকবে না। কারণ আমার কিং এক সময়ে প্রতিটা ড্রাগনকে হত্যা করার মতো ক্ষমতা রাখবে।←
নিজের প্রশংসার দিকে কান দিলো না এলেক্স। বরং এলেক্স ফ্লাশব্যাকে দেখা লোকটা যা চেহারা স্পষ্ট ছিলো না তাকে নিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো,
-> মনে হচ্ছে অনেক কিছুই রহস্য হয়ে রয়েছে যার উত্তর আমি এখনি পাবো না। (এলেক্স)
এলেক্স আর এই বিষয় নিয়ে চিন্তা না করে সামনের দিকে রওনা দিলো।
* * *
অন্যদিকে একদম ভিতরে থাকা ড্রাগনটা সব কিছু দেখছিলো কি হচ্ছিলো। সে হঠাৎ করে বলতে লাগলো।
→এই এনার্জি, ছেলেটার কাছে ড্রাগন হার্ট রয়েছে। তবে সেটা আসল কথা নয়। ছেলেটার সাথে কেনো আমি সেই লোকটার গন্ধ পাচ্ছি? কি সম্পর্ক ছেলেটার সাথে সেই লোকটার?←
* * * * *
To Be Continued
* * * * *
২০ তারিখ থেকে আমার টেস্ট পরীক্ষা। এর মাঝে গল্প দিবে তবে একটু ছোট হবে। আর পরীক্ষার ডেটে গল্প দেওয়াটা হবে না। যে যে ডেটে গল্প দিবো না সেটা জানিয়ে দেওয়া হবে।