[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৫৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এডমিনিস্ট্রেটর পুরো ডিমনিক ফরেস্টকে ছোট একটা এরিনার মধ্যে নিয়ে এসেছে। প্রথম ফ্লোরের প্রায় ৯০% অংশ নিয়ে তৈরি ডিমনিক ফরেস্ট যার পুরোটায় এখন এই ছোট এরিয়ার মাঝে ছিলো। যারা বসে বসে সব কিছু দেখছিলো তাদের মাঝে নানা রকমের প্রশ্ন থাকলেও এডমিনিস্ট্রেটর এর পাওয়ার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে কারোরই সঠিক ধারনা নেই। তাই কিভাবে ডিমনিক ফরেস্টের এতো বিশাল জায়গা এখানে আসলো সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিলো না। বরং সবাই তাকিয়ে আছে নিজেদের সামনে থাকা সিস্টেম এর দিকে। কমিউনিটি অপশনে ভিন্ন ভিন্ন জায়গার ভিডিও লাইভ দেখা যাচ্ছিলো যা আগ্রহ নিয়ে সবাই বসে বসে দেখে যাচ্ছে এবং পাশে থাকা লোকজনকে নিয়ে আড্ডা দিয়ে যাচ্ছে।
নোবেলদের বসার জায়গাতে ভিন্ন ভিন্ন নোবেল তাদের নাইটদের ভিডিওতে তাদের ভালো পারফর্মেন্স দেখে প্রশংসা করে যাচ্ছিলো যাতে করে তারা অন্যান্য নোবেলদের থেকে বেশি সম্মান অর্জন করতে পারে। প্রতিটা নোবেলই দোয়া করছিলো অন্যান্য নোবেলদের নাইট যেনো মারা যায় এবং শুধুমাত্র তাদের নাইটগুলো টপ হাজারের মধ্যে থাকুক।
-> মনে হচ্ছে লেডি টেসির স্টেটের নাইট এবং তার পার্সোনাল নাইট দুজনেই মারা গিয়েছে। যেহেতু কোনো ভিডিওতে তাদেরকে দেখা যাচ্ছে না।
-> তাহলে লেডি টেসি এখানে বসে আছে কেনো? তিনি কি ভাবছেন তার নাইট দুজন কোথাও পালিয়ে আছে যেখানে একজন কন্সটেলেশনের চোখও যাবে না। মাঝে মাঝে তার বাচ্চামি দেখলে আমার খুব হাসি পায়।
-> এখনো বেশিক্ষণ হয় নি তাহলে তো বলা যায় এক সময়ের সর্বশক্তিশালী মারকুইজের নাইট বর্তমানে এক লক্ষ র্যাংকিং এর মাঝেও আসতে পারে নি।
টেসির আশেপাশে থাকা মেয়েগুলোর কথা শুনে টেসি কোনো রকম কথা বললো না। তার মুখে কোনো রকম এক্সপ্রেশন না দেখা গেলেও সে অনেক চিন্তিত ছিলো। এখন পর্যন্ত সে তার নাইটদের দেখতে পারে নাা। এ অবস্থায় তার উচিত ছিলো সেখান থেকে উঠে যাওয়া কারণ সে যত এখানে থাকবে ততই তাকে, তার বাবাকে এবং তার স্টেটকে নিয়ে সবাই অপমান করবে।
❝এলেক্স যেহেতু এতোটাও শক্তিশালী নয় তাই ভাইস কমান্ডার। অন্তত কোনো না কোনো ভাবে সারভাইভ করুন। পুরো স্টেট এর ভবিষ্যৎ আপনার উপরে রয়েছে।❞ (টেসি ভাবছে)
* * *
ভাইস কমান্ডার শান্তি মতো ঘুমাচ্ছিলো। সে তার সেন্স হারিয়ে ফেলেছে এলেক্সের আঘাতে তাই কিছুই করতে পারছে না সে। তার সামনে বেশ কিছু আনডেড দাঁড়িয়ে আছে তার সুরক্ষার জন্য।
অন্যদিকে এলেক্স এবং ইগ্রিত রওনা দিয়েছে ড্যানজনের আরো গভীরে। হাই ড্রাগোনাইটের পরে তাদের সামনে আর কোনো মনস্টার আসে নি। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এলেক্স বস রুমের সামনে এসে দাঁড়ালো। সে আশেপাশে একবার তাকালো।
❝এই ড্যানজনটা আমার কাছে সম্পূর্ণ আজব লাগছে।❞ (এলেক্স)
এলেক্সের কাছে ড্যানজনটা আজব লাগার কারণ হলো তার মনস্টার। প্রথম ড্রাগোনাইট দের থেকে যতটা দূরত্বে হাই ড্রাগোনাইট গুলো ছিলো ঠিক সেরকম দূরত্ব চারবার অতিক্রম করেছে এলেক্স। কিন্তু এখনো তার সামনে অন্য কোনো মনস্টার আসে নি। সাধারণত ড্যানজনে এতোটা গ্যাপ থাকে না মনস্টারের৷ তারপরও এলেক্স তেমন বেশি কিছু চিন্তা না করে বস রুমের মধ্যে প্রবেশ করলো।
একটা বিশাল রুমের মধ্যে এলেক্স প্রবেশ করলো। রুমের মাঝখানে একটা পুকুর রয়েছে। পুকুরের পানিটা সাধারণ পানি ছিলো না সেটা তার টগবগানো ভাব দেখেই বোঝা যাচ্ছিলো। সবুজ রঙের পানির মধ্য থেকে হঠাৎ করে বিশাল একটা সাপ বেরিয়ে আসলো। সেটাকে সাপ বললে ভুল হবে, বরং সেটা একটা বিশাল মনস্টার ছিলো যা ড্রাগনের পরিণত হতে যাচ্ছিলো।
××× মনস্টার ইনফো ×××
নেইম: ইমুগি
স্পিসিজ: হাফ ড্রাগন-হাফ স্নেক
লেভেল: ১১০
বিবরণ: বর্তমানে ইমুগির ড্রাগন ট্রান্সফর্মেশন চলছে, তাই সে তার পুরাতন চামড়া বদল করছে। এই সময়ে তার ডিফেন্স ৫০০% কমে গেলেও তার এট্যাক ৫০০% বৃদ্ধি পেয়েছে।
××× ×××
এলেক্স তাকিয়ে আছে মনস্টারের দিকে। একটা ১১০ লেভেলের মনস্টার যা তার বর্তমান স্ট্যাট এবং লেভেলের তুলনায় অনেক শক্তিশালী। আর তার এট্যাক যদি ৫০০% বৃদ্ধি পায় তাহলে এই মনস্টার এলেক্সের তুলনায় হাজার গুন বেশি শক্তিশালী। শুধুমাত্র সাপটা তাকিয়ে আছে এলেক্সের দিকে আর তাতেই এলেক্সের মনে হচ্ছিলো তার এট্যাক গুলো কোনো কাজে দিবে না।
꧁ཌ হোস্ট তার প্রেডিক্ট করা লাইনে না থাকার কারণে বর্তমানে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। সকল ক্যালকুলেশন করা হচ্ছে। হোস্ট মারা যাবে ১০০% ད꧂
ডিম্যান কিং সিস্টেম থেকে একটা মেসেজ আসলো, এরকম মেসেজ এলেক্স আশা করে নি। তারপরও সেটা দেখে এলেক্সের এক্সপ্রেশনের কোনো চেঞ্জ হলো না। সে তার পূর্বের অবস্থাতেই রয়েছে, শুধু বলতে লাগলো,
-> তাহলে আমও এখানে মারা যাবো? (এলেক্স)
এলেক্সের কথা শুনে ইগ্রিত কিছু একটা বলতে চাচ্ছিলো, কিন্তু সেটা বলার কোনো সুযোগ পেলো না। এলেক্স তার সিস্টেমের স্ট্যাট অপশন বের করলো এবং জমে থাকা স্ট্যাট পয়েন্ট গুলো ব্যবহার করলো।
꧁ཌ হোস্টের স্ট্যাট সিল হয়ে থাকার কারণে হোস্ট বর্তমানে তার যুক্ত করা স্ট্যাট ব্যবহার করতে পারবে না। উক্ত স্ট্যাটও সিল হয়ে থাকবে। ད꧂
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ এনাইহিলেটর
জব: প্রোগ্রামার
সাব-জব:
লেভেল: ০১
স্ট্যাটাস: স্লেভ
স্ট্রেন্থ : ১৪ (৫৬০)
ভাইটালিটি : ১৪ (৪৬০)
এজিলিটি : ১৪ (৪৬০)
স্ট্যােমানা : ১৪ (৩৬০)
ইন্টেলিজেন্স : ১৪ (৩৬০)
মানাঃ ১৪ (৩৬০)
লাক্ : ৪০
স্ট্যাট পয়েন্ট: ০০
××× ×××
এলেক্স তার স্ট্যাট পয়েন্ট গুলো চেঞ্জ করেছিলো এটা ভেবে যে সেটা করলে হয়তো তার জেতার সম্ভাবনা বারবে, কিন্তু সে বুঝতে পারলো সেটা তার ভুল ছিলো এবং এ কারনেই সিস্টেম তাকে বলেছে সে মারা যাবে।
-> এর থেকেও কত বড় ঝুকির সামনে আমি লড়াই করেছি। আর এই সিস্টেম বলছে আমি এখানে একটা মনস্টারের সাথে লড়াই করে মারা যাবো। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরি থেকে সান এবং মুন ড্যাগার বের করলো এবং দুটো দুই হাতে নিলো। তার কাছে মনে হচ্ছিলো এতেই হবে না তাই সে ন্যাকরো ব্লেড বের করলো এবং সেটা ইগ্রিতের হাতে ধরিয়ে দিলো।
-> ঠিক আছে ইগ্রিত, এটা আমাদের শেষ ব্যাটেল হতে পারে। (এলেক্স)
ইগ্রিত এলেক্সের ব্যবহারে অবাক হচ্ছে। সে যে এলেক্সকে জানে এবং চিনে তার মনে হচ্ছিলো না সে এখন সেটাকে দেখতে পারছিলো। কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে এলেক্সের মাঝে যেটা সে মাত্রই অনুভব করতে পারছে। তবে সেটা কি তা সম্পর্কে ভালো মতো এখনো সে জানে না।
অন্যদিকে এলেক্স মাত্র দেখেছে সে মারা যাবে, যা তার সিস্টেম তাকে বলেছে। সিস্টেম এই পর্যন্ত যা বলেছে বা করেছে তা মিথ্যা হয় নি। তাই এলেক্স ভালো করেই জানে সেটা তার ডেস্টিনি। ইগ্রিতের ফ্লাশব্যাক দেখে অনেক প্রশ্ন তার মাথায় জমে আছে, যা এতোক্ষণ হাঁটতে হাটতে সে ভেবে এসেছে। শুধুমাত্র এটুকু ভাবনাতেই এলেক্স একটা চিন্তায় এসে আটকে গিয়েছে।
❝আমি কেনো করছি এসব? আমার লক্ষ্য কি?❞
এলেক্স নিজেকে হারিয়ে ফেলেছে তার চিন্তার মাঝে। এই সময়ে এলেক্স তার সঠিক মাইন্ডে ছিলো না।
* * *
ড্রাগনটা ম্যাজিক বলের সাহায্যে এলেক্সকে দেখে যাচ্ছে।
→অনেকেই ভাবতে পারে এতোটা জায়গার মধ্যে কোনো মনস্টার কেনো ছিলো না। সেখানে মনস্টার রাখার কোনো প্রয়োজনও নেই। কারণ সেখানে আমার স্পেশাল ম্যাজিক ট্রাপ বসানো হয়েছে। বলতে হবে ছেলেটার মাইন্ড একটা শক্তিশালী কন্সটেলেশন লেভেলে পৌছে গিয়েছে। কিন্তু দিনশেষে সান কন্সটেলেশনের দুর্বলতাও মাইন্ড এট্যাক, তাই ছেলেটার সেটা সহ্য করাটা অসম্ভব। বর্তমানে সে তার একপাশে রেখে দেওয়া অগণিত চিন্তা ভাবনা নিয়ে একসাথে ভাবতে শুরু করেছে। আজ পর্যন্ত কেউই প্রথম বসের রুমে পৌঁছাতে পরে নি এই ট্রাপের কারণে। তাই ভাবতেই অবাক লাগছে যে একটা ছেলে এই ড্যানজনের ফ্লোর বসকে হত্যা করতে এসেছে যাকে বানানো হয়েছে এমন ম্যাজিক দিয়ে যেটা চাইলে কোনো কন্সটেলেশনও হত্যা করতে পারবে না। অবশ্য বিষয়টা সবার সাথেই একই। যেহেতু যে বা যারা প্রবেশ করবে রুমের মধ্যে তার বা তাদের লেভেল এর থেকে বসের লেভেল ১০ গুণ বেশি হবে এবং তাদের সকলের এট্যাক পাওয়ারের থেকে ৫০০ গুন বেশি হবে মনস্টারের এট্যাক পাওয়ার তাই পুরো এক্সব্লকের মধ্যেই এটি একটি অসম্ভব ড্যানজন।←
ড্রাগনটা ম্যাজিক বলের দিকে তাকিয়ে হাসতে লাগলো,
→জানি না কে তুমি, তবে তোমার বয়সে এতো দূর আসাটা সত্যি আশ্চর্যজনক। তবে যেহেতু তুমি এসেছো তাই তোমাকে একটা সুযোগ দিবো। যদি বস মনস্টারের গায়ে একটা ক্ষত তৈরি করতে পারো তাহলে আমার সাথে দেখা করতে পারবে।←
কথাটা এলেক্স বস রুমের মধ্যে থেকেই শুনতে পারলো। কথাটার উৎস কি সেটা খোজার চেষ্টা করেও এলেক্স পেলো না। তাই কথাটার দিকে সে কোনো রকমের গুরুত্বই দিলো না। বর্তমানে এলেক্স এমন একটা অবস্থায় রয়েছে যেটাকে মেন্টাল ব্রেকডাউন বলা হয়। এলেক্স তার লক্ষ্য হারিয়ে ফেলেছে।
❝এক্সব্লকে প্রবেশ করা, আমার মায়ের প্রতিশোধ নেওয়া, পূর্বের পৃথিবীতে থাকার সময়ে আমার স্ত্রীর উপরে প্রতিশোধ নেওয়া এই কোনোটায় আমার লক্ষ্য নয়। আমি শুধু এতোদিন শক্তিশালী হতে চেয়েছি। কিন্তু বার বার শক্তি অর্জন করার পর হারিয়ে আবার বুঝতে পেরেছি সে শক্তিটা যথেষ্ট ছিলো না। সীমাহীন শক্তি বলতে কোনো বিষয় আদৌ রয়েছে কিনা জানি না। তবে আমার মনে হয় শক্তির কোনো সীমা নেই। যে কেউ চাইলে অসীম শক্তি অর্জন করতে পারে। কিন্তু সেটাও আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য এখন কোথায় থাকা উচিত? এগনোলেনিয়ার মাঝে আমি নতুন একটা লক্ষ্য খুঁজে পেয়েছিলাম। যদিও তখন আমি এক্সব্লকে যেতে চাচ্ছিলাম কিন্তু আমার লক্ষ্য ছিলো তাদের জন্য শক্তিশালী হওয়া। আমি এই সময়ে মায়াবীর চেহারা পর্যন্ত ভুলে গিয়েছি, তাই তার উপরে প্রতিশোধ নেওয়ার মতো কিছু বিষয় দেখছি না। বরং তাকে আরো ধন্যবাদ দিতে মন চাচ্ছিলো এক পর্যায়ে। তার কারণেই আমি একটা পরিবার পেয়েছিলাম যেটা কখনো আমি অনুভব করি নি। এখন আমার কোন দিকে যাওয়া উচিত?❞
এলেক্সের ভাবনা কিছুটা থামলো। সে নিজেও জানে না সে কি করছে। তার শরীর একা একাই দুই হাতে দুটো সোর্ড নিয়ে ফাইট করে যাচ্ছে। সে শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত ছিলো। ইমুগি প্রথমেই কোনো রকম এট্যাক না করলেও সেটা তার বিশাল শরীর নারানোর ফলে পুকুরে থাকা বিষাক্ত পানি ছিটকে এদিক সেদিক যাচ্ছিলো। যা এলেক্সের দিকেও তেড়ে আসছিলো। পানি গুলো ফ্লোরে লাগার কারনে ফ্লোর গুলো গর্ত হয়ে যাচ্ছিলো পানির বিষাক্ততার কারণে। এলেক্স তার দুটো ড্যাগার হাতে নিয়ে পুকুরের চারপাশে দৌড়াচ্ছিলো যাতে করে তার দিকে পানি না এসে লাগে।
→আমি কোন দিকে যাবো? বার বার মনে হচ্ছে অন্ধকার আমাকে ডাকছে তার দিকে। মাঝে মাঝে আমার মনে হয় অন্ধকার থেকেই আমার জন্ম হয়েছে। আমি হাসতে ভুলে গিয়েছি, কাঁদতে ভুলে গিয়েছি, শেষ কখন আমি চিৎকার করেছি মন খুলে সেটাও জানি না। মনের মধ্যে অগণিত প্রশ্ন নিয়ে আমি বেঁচে আছি। সিস্টেম বলছে আমি মারা যাবো সেটায় কোনো মিথ্যা নেই। হ্যাঁ এই অবস্থায় আমি এই বস্তুটার সাথে ফাইট করলে অবশ্যই মারা যাবো। আমার মনে হচ্ছে আমি পূর্বের সময়ে ফিরে এসেছি। একদম সেই মুহুর্তে যখন আমার চোখের সামনে হাসি মুখে মাহাবী অন্য একটা ছেলের সাথে চলে যাচ্ছিলো, সেই মুহুর্তে যখন আমার চোখের সামনে আমার আম্মার লাশ পরে ছিলো, সেই মুহুর্তে যখন আমার পাথরের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কিছু করার ছিলো না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার শরীরকে নিয়ন্ত্রন করছিলো না, বরং তার এতো বছরের ফাইটিং এক্সপেরিয়েন্স এবং তার ব্যাটেল সেন্স তার শরীরকে নিজের মতো নিয়ন্ত্রন করছিলো। এক কথায় তার সাব-কনশাস এর কারণেই সে চলতে পারছিলো। এ কারণে সে বস ইমুগির বিশাল লেজের এট্যাক দেখতে পারে নি। লেজটা এলেক্সকে বারি দিবে ঠিক সেই সময়ই সেখানে ইগ্রিত লাফিয়ে পরে এবং এলেক্সকে শক্ত করে জরিয়ে ধরে। বারিটা ইগ্রিতের পিঠে লাগলো এবং সে বুলেটের ফোর্সে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। ড্যানজনের দেওয়াল কিছু না হলেও এলেক্সের শরীরে কতগুলো হাড় ভেঙেছে সেটা ইগ্রিতও বলতে পারছিলো না। শুধুমাত্র একটা এট্যাকেই এলেক্সের অবস্থা ভালো ছিলো না। ইগ্রিত শুধুমাত্র এলেক্সের এনার্জির কারণেই দাঁড়িয়ে আছে।
❝আমার এবজোর্ব করা এনার্জি শেষ এবং আমাকে এই মুহুর্তে আমার কিং এর এনার্জি ব্যবহার করতে হচ্ছে শুধুমাত্র আমার শরীরটা হিল করার জন্য। আমার কিং এর অবস্থাও ভালো নয়, সে জেগে রইলেও তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহুর্তে আমরা এখান থেকে পালিয়ে না গেলে আমার কিং কে বাঁচানো কোনো ভাবেই সম্ভব নয়। এটা এমন একটা মনস্টার যেটাকে আমার কিং তার সিল হয়ে থাকা পাওয়ার নিয়ে হত্যা করতে পারবে না। কিন্তু যেহেতু এই মনস্টারের কাছ থেকে আমি আমার কিং কে কোনো ভাবেই নিয়ে যেতে পারবো না তাই আমার কিং কে বাঁচাতে হলে আমার এই লাইফটা স্যাকরিফাইস করতে হবে।❞ (ইগ্রিত ভাবছে)
ইগ্রিত কোনো রকমের কথা বললো না, সে এখনো এলেক্সকে জরিয়ে ধরে আছে। আর তার জরিয়ে ধরে থাকা অবস্থাতেই আস্তে আস্তে ইগ্রিত ছায়ার মতো হয়ে এলেক্সের শরীরে প্রবেশ করলো। এলেক্সের শরীরে প্রবেশ করার সাথে সাথে এলেক্সের শরীরের পরিবর্তন লক্ষ্য করা গেলো। এলেক্সের শরীরে ইগ্রিতের মতো কালো এবং হালকা বেগুনি রঙের আর্মার চলে আসলো এবং হাতে ইগ্রিতের বিশাল সোর্ডটা।
→আমি ভাবি নি এটা সম্ভব হবে। কিন্তু যেহেতু আমার কিং এখন সঠিক অবস্থাতেই নেই তাই হয়তো এটা সম্ভব হয়েছে। মাই কিং, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি ছাড়া আপনার শরীরকে ব্যবহারের কারণে।←
কথাটা বলার সাথে সাথে এলেক্সের মাথায় একটা হেলমেট চলে আসলো। তাকে সম্পূর্ণ ইগ্রিতের মতো লাগছিলো ইগ্রিতের আর্মার এবং সোর্ড হাতে থাকার কারণে। এই মুহুর্তে ইগ্রিতের মূল উদ্দেশ্য বস মনস্টার ছিলো না বরং কিভাবে এই রুম থেকে বের হওয়া যায় সেটায় ইগ্রিত চিন্তা করছে। বর্তমানে তারা যে দরজা দিয়ে প্রবেশ করেছিলো সেটার সামনের পুকুরের বিপরীত পাশে রয়েছে তাই ইগ্রিতকে আবারো ঘুরে যেতে হবে। যেহেতু দরজা এখনো খোলা রয়েছে তাই এলেক্সকে বাঁচাতে চাইলে তাদেরকে দরজার বাইরে প্রবেশ করতে হবে।
* * *
অন্যদিকে,
এলেক্স আবারো অন্য কোনো একটা জায়গায় এসেছে। এটা দিয়ে বেশ অনেকবার তার সাথে এমন হলো। এলেক্স এই জায়গায় আসলেও তার চিন্তা ভাবনা একটু পূর্বের মতোই ছিলো। তবে চিন্তা ভাবনা গুলো বেশিক্ষণ রইলো না, কারণ একটা বিয়িং তার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার শারিরীক গঠন থাকলেও সেটা যে শরীর সেটা বলা কষ্টকর। মানুষের মতো বাইরের কাঠামো একই থাকলেও তার শরীরে অন্ধকার ছাড়া আর কিছুই ছিলো না।
꧁ཌ আমি ভাবি নি এতোদূর আসতে পারবে। যদিও সব কিছু আমার ক্যালকুলেশন এর ভিতরে ছিলো তারপরও বেশ কিছু জায়গায় আমার আশাকে অতিক্রম করেছো তুমি। তবে বর্তমানে এমন একটা অবস্থাতে তুমি রয়েছো যেখানে তুমি মারা যাবে। এ সময়ে স্বয়ং কেয়স আসলেও তোমাকে বাঁচাতে পারবে না। তোমার ডেস্টিনি এখানেই শেষ। আমার শুধু আফসোস হচ্ছে সেই লোকটার জন্য যে এতো প্লান তৈরি করলো অথচ প্রতিবারের মতো এবারের প্রোডাক্টও বেশিদিন টিকতে পারলো না। ད꧂
এলেক্সের সামনে থাকা লোকটা কোনো রকমের কথা বলছিলো না। বরং এলেক্সের সামনে লাল কালারের একটা মেসেজ চলে আসলো যেখানে এ কথাটা লেখা ছিলো। একদম তার সিস্টেম যেভাবে মেসেজ দেয় তাকে সেভাবেই এসেছে মেসেজটা।
꧁ཌ একসাথে এতো কিছুর চিন্তা করার দরকার নেই। আমি কে সেটা বললেও তুমি বুঝতে পারবে না। আপাতোতো বলতে পারো আমি তোমার সিস্টেম এর AI যে সিস্টেমটা নিয়ন্ত্রণ করে যাচ্ছি। তবে এটা আমার পরিচয় নয়। হয়তো আমার পরিচয় তুমি নিজে থেকেই জানো, তবে প্রতিবারের মতো সেটা স্বীকার না করার কারণে সবগুলোর সাথে যা হয়েছে তোমার সাথেও একই রকম জিনিস হচ্ছে। ད꧂
এলেক্স সামনে থাকা বিয়িং টার দিকে তাকিয়ে রইলো। সেটা কি বলা মুশকিল। তার দিকে তাকিয়ে থাকলেই চোখে ধাঁধা লেখে যাচ্ছে এবং সব কিছু আস্তে আস্তে এলেক্স ভুলতে শুরু করেছে। এই অবস্থায় তার নাম কি সেটা ছাড়া এলেক্স সবকিছু ভুলে গেলো। একটা বিদঘুটে হাসি এলেক্সের কানে আসলো।
꧁ཌ এটা নাকি তার মাস্টার প্লান ছিলো এবং কাজ করবেই, অথচ প্রতিবারের মতো এবারো আমি কিছুই পেলাম না। তবে এবার আর বোরিং ভাবে শেষটা দেখতে মন চাচ্ছে না। যেহেতু তুমি মারায় যাবে, তাই শেষ বারের মতো একটা সার্কাস হয়ে যাক। ད꧂
মেসেজটা পড়ার সাথে সাথে এলেক্স তার সামনে হাজারো, না অগণিত মানুষ দেখতে পারলো যারা এলেক্সেরই চেহারা বহন করছিলো।
꧁ཌ এটাকে একটা সুযোগও ভেবে নিতে পারো। তবে আমার মনে হয় না তোমার এতোগুলো ভার্সনের সামনে তুমি জীবিত থাকতে পারবে বেশিক্ষণ। ད꧂
এলেক্সকে আর কিছু শুনতে হলো না। বস্তুটা কোথায় গেলো এলেক্স জানে না, তার সামনে অগণিত এলেক্স রয়েছে। একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা নিজেদের মধ্যে ফাইট করে আছে। উপরে বিশাল করে লেখা রয়েছে,
❝শেষ পর্যন্ত যে জীবিত থাকবে সেই শুধুমাত্র এই জায়গা থেকে বের হতে পারবে।❞
* * * * *
To Be Continued
* * * * *