[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্সের এই সময়ে কোনো রকমের চিন্তা ছিলো না। সে চিন্তাহীন একটা ব্যক্তিতে পরিণত হয়েছে। সে ফাইট করতে না চাইলেও কয়েক মিলিনিয়ামের ফাইট করার এক্সপেরিয়েন্স থাকার কারণে তার শরীর আপনাআপনি ফাইট করে যাচ্ছিলো। বাচ্চা থেকে বুড়ো প্রতিটা এলেক্স তার উপরে ঝাঁপিয়ে পরছিলো। শুধুমাত্র যে এলেক্স ছিলো এমন নয়, অগণিত এলেক্সের মাঝে পূর্বে থাকা অগণিত হৃদয়ও রয়েছে। এলেক্স এই মুহুর্তে তার ভাবনাকে একত্র করে সে কিরকম পরিস্থিতিতে রয়েছে সেটা বের করতে পারলো না।
অগণিত এলেক্স এবং হৃদয়ের মাঝে ফাইট হচ্ছিলো, যা কতটা সময় যাবৎ চললো সেটা কেউ জানে না। এই জায়গায় কেউ ক্ষুধা অনুভব করছে না এমনকি কারো পিপাসাও লাগছে না। তবে অজস্র সময় ফাইট করে ক্লান্ত হয়ে আছে সবাই। যেদিকেই তাকানো হচ্ছে শুধু রক্ত ছাড়া আর কিছুই নেই। একটা শেষ না হওয়া জায়গার মধ্যে গোড়ালি পর্যন্ত রক্তে ভেসে গিয়েছে। এই রক্ত গুলো কতগুলো হৃদয় এবং এলেক্সের সেটার কোনো হিসাব নেই। তাদের মধ্যে অনেকে আছে বাচ্চা আবার অনেকে আছে মধ্য বয়স্ক আবার অনেকে রয়েছে বৃদ্ধ বয়সের। কারো জন্য কারো মায়া হচ্ছে না। যেহেতু এই জায়গা থেকে মাত্র একজনই ফিরতে পারবে তাই সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে জীবিত থাকার।
* * *
সে জায়গার আকাশের উপরে কোনো একটা জায়গার মধ্যে,
যে বিয়িং টা এলেক্সের সামনে এসেছিলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেকটা দূরে থাকলেও কোথায় কি হচ্ছিলো কোনো বিষয় তার দৃষ্টির বাইরে যাচ্ছিলো না। যেহেতু এটা তার ডোমেইন তাই এখানে সে যা মন চাই সেটায় করতে পারছে।
→যেহেতু আমার সকল এনার্জি দিয়ে আমি এই স্টেজ বানিয়েছি তাই হাজারো বছরের পূর্বে আর আমি নতুন কোনো এনার্জি পাঠাতে পারবো না এখানে আসার জন্য। যদিও এটা দুর্ভাগ্যজনক বিষয় যে আমি এবারো তোমার সউলকে আমার করতে পারলাম না। কিন্তু বেশিদিন তুমি আমার থেকে বাঁচতে পারবে না। একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। আর এই স্টেজটা সেটার একটা উদাহরণ হয়ে থাকবে। তোমার অগণিত টাইমলাইনের মাঝে সবচেয়ে শক্তিশালী যে এলেক্স রয়েছে তাকে যেহেতু আমি বন্ধি করেছি তাই এই ফাইটটা সেই জয়ী হবে এবং আমি পরের বার তোমার খোঁজ ডিম্যান কিং এর আগেও পেয়ে যাবো। আমাকে আর সেটার জন্য সিস্টেম ম্যানেজ করতে হবে না তোমাকে খোঁজার জন্য।←
লোকটা একটা বিদঘুটে আওয়াজে কথাটা বললো। তার হাসিটাও বিদঘুটে ছিলো। অনেকটা পুরাতন টিভিতে যদি ডিস না থাকে তাহলে যেমন আওয়াজ দেই ঠিক তেমনি আওয়াজ শুনতে পাওয়া গেলো।
* * *
অগণিত এলেক্সের মাঝে আসল এলেক্স হারিয়ে গিয়েছে। আসল এলেক্স বললে ভুল হবে, প্রতিটা ব্যক্তিই আসল এলেক্স ছিলো এক দিক দিয়ে। তারা কেউই ডুপ্লিকেট ছিলো না। এলেক্সের যে এবিলিটি গুলো ছিলো তাদেরও সেই এবিলিটি গুলোই ছিলো। যাদের ছিলো না তারা অনেকেই আগেই মারা গিয়েছে। বিশেষ করে সবার প্রথমে সেখানে থাকা হৃদয় গুলো মারা গিয়েছে। যে কারণে এখন সংখ্যা গুলো অনেক কমে এসেছে। এক জায়গায় ফাইট হচ্ছিলো। দুজনই এলেক্স ছিলো। একজন কম বয়স্ক এলেক্স এবং অন্যজন বৃদ্ধ এলেক্স। কম বয়স্ক এলেক্সের হাতে কোনো রকমের অস্ত্র ছিলো না, তবে বৃদ্ধটার হাতে একটা বিশাল এক্স রয়েছে। দুজনের চেহারায় একই ছিলো, শুধুমাত্র বয়সের কিছুটা পার্থক্য ছিলো। পুরো জায়গার মাঝে বৃদ্ধ এলেক্সের সংখ্যা তেমন বেশি ছিলো না। যা ছিলো সব ইয়াং বয়সের ছিলো।
-> তোমার কি মনে হচ্ছে তুমি বাদে সবাই ফেক তাই না?
বৃদ্ধ এলেক্স কম বয়স্ক এলেক্সকে বললো। দুজনকে এলেক্স এবং বৃদ্ধ এলেক্স হিসেবে উল্লেখ করা হবে।
এলেক্স কিছু বললো না সে শুধু ফাইটে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। একটা পান্স দিয়ে সে বৃদ্ধ এলেক্সের এক্সের এট্যাক ব্লক করেছে যে কারণে তার হাত কেটে গিয়েছে অনেকটা। বৃদ্ধ লোকটার কথাটা সঠিক। এলেক্স কোনো কিছুই ভাবতে পারছে না এই সময়ে। তবে তার মনের মধ্যে একটা ভাবনা লুকিয়ে ছিলো যেটা সে মাত্র অনুভব করলো লোকটার কথা শুনে। সেও ভাবতে লাগলো সে ব্যতীত তার আশেপাশের সবাই ডুপ্লিকেট।
-> তোমাকে আর কি বলবো। আমি, তুমি এবং এখানে থাকা সব এলেক্স সেটায় ভেবে যাচ্ছে। যদিও হৃদয় গুলো কি ভেবে যাচ্ছে সেটা আমি বলতে পারবো না কারণ তাদের টাইমলাইনে তারা এখনো এলেক্স হয় নি তাই সম্ভবত তারা কনফিউজড রয়েছে আমাদের পরিচয়ে।
বৃদ্ধ এলেক্স কথাটা বললো এলেক্সকে। এলেক্সও এবার চুপ না থেকে বলতে লাগলো,
-> তাহলে আমরা সবাই এখানে সবাই ভিন্ন ভিন্ন টাইমলাইনের? (এলেক্স)
এলেক্সের কথাটা শুনে বৃদ্ধ এলেক্স তার হাতে থাকা বিশাল এক্সটা নামিয়ে দিয়ে বলতে লাগলো,
-> আমরা ভিন্ন ভিন্ন টাইমলাইনের এটা সঠিক। তবে আরেকটু কারেক্ট করে দেই তোমাকে। এখানে থাকা প্রতিটা এলেক্স এবং হৃদয় প্রতিটা টাইমলাইনের। যতগুলো শ্বাস নিয়েছি আমরা আমাদের জীবনে এখানে ততগুলো এলেক্স এবং হৃদয় অবস্থান করেছিলো। আর আমরা সবাই এক এক করে আমাদেরই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দের হত্যা করে যাচ্ছি নিজ হাত দিয়েই।
বৃদ্ধ লোকটার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে এলেক্স। তারা একই জায়গায় দাঁড়িয়েই কথাগুলো বলে এবং শুনে যাচ্ছিলো না। বরং বৃদ্ধ লোকটা তার বিশাল এক্স ফেলে দেওয়ার পরে এলেক্সের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে যাচ্ছে। দুজনের হাত দুজনে ধরে রেখেছে এবং নিজেদের স্ট্রেন্থ দিয়ে একে অপরকে কাবু করার চেষ্টা করতে লাগলো।
-> তোমার কি মনে হয়? আমরা নিজেদের এতোগুলো ভার্সনের সাথে কেনো ফাইট করে যাচ্ছি?
বৃদ্ধ লোকটার কথায় এলেক্স কোনো জবাব দিলো না। এলেক্স এ বিষয়ে কিছু ভাবে নি। তার চিন্তা মাত্র এক জায়গাতেই, সে আসল এবং বাকি গুলো ডুপ্লিকেট। তার মতো অগণিত এলেক্সের একই চিন্তার কারণে আসল এলেক্স কোনটা সেটায় হারিয়ে গিয়েছে। বৃদ্ধ লোকটার কথা অনুযায়ী এখানে এলেক্স তার জীবনে যতগুলো নিশ্বাস ফেলেছে বা গ্রহন করেছে সে অনুযায়ী এখানে এলেক্স এবং হৃদয়ের সংখ্যা, যে কারণে সেখানে বাচ্চারাও ছিলো। এলেক্সের সময়ের আশেপাশেই প্রায় অগনিত এলেক্স ছিলো যারা কোনো ভাবেই আসল এলেক্সের থেকে পিছিয়ে নেই। যেহেতু সবার মাইন্ড ক্লিয়ার তাই এই সময়ে আসল এলেক্স শুধুমাত্র নির্ধারণ হবে শেষে যে জীবিত থাকবে।
-> শুধুমাত্র এক লাইনে জীবন কাটিয়েছে এমন এলেক্সের সংখ্যায় এখানে ৯৯.৯৯%। প্রতিটা বৃদ্ধ এলেক্সই জানে তাদের জীবন কেমন হতে চলেছে। আমার কয়েকটা ভার্সনের সাথে আমি ফাইট করেছি যারা আমার থেকেও বয়সে বড় ছিলো। তাদের সাথে ফাইট করে ইন্টারেস্টিং একটা বিষয় জানতে পারলাম। জানো সেটা কি?
এলেক্স তেমন কোনো কথা বলছে না। শুধু সে নয় বরং সেখানে থাকা বাকি এলেক্সও যারা একে অপরের সাথে ফাইট করে যাচ্ছে তারা কেউই কোনো রকমের কথা বলছে না। তারা চুপচাপ অপরকে হত্যা করে যাচ্ছে নাহলে নিজে অন্যের হাতে মারা যাচ্ছে। তবে এই এলেক্স যে বৃদ্ধ এলেক্সের সাথে ফাইট করে যাচ্ছে সে অন্যান্যদের আলাদা।
-> হ্যাঁ আমি সেই ০.০১% লোকদের মধ্যে একজন যে একই লাইনের নয়। তুমি হয়তো বুঝবে না তারপরও আমি তোমাকে বুঝিয়ে বলছি। এখানে সব এলেক্সের মধ্যে আমি একটা ব্যক্তি যে আমাদের ডেস্টিনির বাইরে চলে এসেছি। শুধু এখানে আমি নয় আমার মতো আরো বৃদ্ধ এবং ইয়াং ভার্সন রয়েছে যারা এটা করতে পেরেছে। যে কারনে দেখতেই পারছো এখন পর্যন্ত হাজারো বৃদ্ধ এলেক্সও আমার কিছুই করতে পারে নি।
বৃদ্ধ এলেক্স কিছুটা থামলো এবং আবারো বলতে লাগলো,
-> তোমাকে এতো কিছু বলছি কেনো? এটা বড় বিষয় নয়, বড় বিষয় আমি এলেক্সের জীবন অতীতে রেখে বৃদ্ধ হয়েছি, তাই আমার ভালো করেই জানি এখানে শুধুমাত্র একজন ব্যক্তি জীবিত থাকবে, আর সেটা.....
* * *
To Be Continued
* * *
বেশি লেখতে পারলাম না এজন্য দুঃখিত। চাপে আছি পরীক্ষা নিয়ে, তাই বোনাস পর্ব হিসেবে এটুকুই থাকলো।