[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
কেমন হবে যদি আমাদের সামনে আমাদের প্রতিটা মুহুর্তের একটা ভার্সন চলে আসে যাদের সংখ্যা পরিমান করাটা প্রায় অসম্ভব। শুধু তাই নয় যদি এমন হয় যে প্রতিটা ভার্সনই একে অপরকে হত্যা করতে শুরু করে এবং শেষ সময়ে যে বেঁচে থাকবে শুধুমাত্র তারই অস্তিত্ব বজায় থাকবে? আমরা কি এমন সময়ে কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারবো? কোনো কিছুর সিদ্ধান্ত না নিতে পারলেও আমাদের সাব-কনশাস ঠিকই এই সময়ে আমাদের বার বার বলবে জীবিত থাকার কথা। আর সে কথা আমাদের শরীর মানার জন্য অবশ্যই লড়াই করে যাবে।
ঠিক অগণিত এলেক্স এবং হৃদয়ের সাথেও সেটা হচ্ছে। ছোট ছোট হৃদয় এমনকি ছোট ছোট এলেক্স যারা হাঁটতে পারে কিন্তু ফাইটের কিছুই জানে না তারাও জীবিত থাকার জন্য কম করে হলেও একটা পান্স মারা চেষ্টা করেছিলো। কতগুলো এলেক্স এবং হৃদয় তাদের নিজেদের ভবিষ্যৎ বা অতীতের হাতে মারা গিয়েছে সেটা হিসাব করাও মুশকিল। এই সময়ে ফাইট একটা ক্লাইম্যাক্স এর মধ্যে পৌঁছে গিয়েছে।
সকল এলেক্স এখানে থাকলেও কোনো এলেক্স তাদের এনার্জি ব্যবহার করতে পারছিলো না। তাদের জীবনে তারা যতটা স্ট্রেন্থ অর্জন করেছিলো শুধুমাত্র সেটা দিয়েই ফাইট করে যাচ্ছে, আর সেটাও তুলনামূলক কম হয়েছে এই জায়গায়।
এক জায়গায় বৃদ্ধ এলেক্স এবং এলেক্সের সাথে ফাইট হচ্ছে, যেখানে বৃদ্ধ এলেক্স প্রথমে এলেক্সের সাথে কথা বললেও এখন এলেক্সকে প্রায় অর্ধমৃত অবস্থায় পিটাতে শুরু করেছে। গোড়ালি পর্যন্ত ব্লাডের সীমাহীন পুকুরে মধ্যে শুয়ে রয়েছে এলেক্স আর বৃদ্ধ এলেক্স তাকে পান্সের উপরে পান্স মেরে যাচ্ছিলো। তার প্রতিটা পান্সে এলেক্সের মুখের একটা করে হাড় ভেঙে যাচ্ছিলো। বেশিক্ষণ লাগলো না বৃদ্ধ এলেক্সের হাতে এলেক্সের মৃত্যু হতে।
-> তার একটা পান্সের কাছে এগুলো কিছুই নয়। নিজেকে ভাগ্যবান মনে করো যে তুমি তার সামনে এখনো পরো নি। কারণ সব শেষে এই বিশাল যুদ্ধে সেই জয়ী হবে।
বৃদ্ধ এলেক্সের কথাটা বলা শেষ হলো না আর তখনি তার পিঠের মধ্য দিয়ে কেউ একজন এসে হাত ঢুকিয়ে দিলো। হাতটা পিঠ দিয়ে ঢুকে একদম পেট দিয়ে বেরিয়ে গেলো। পিছনে থাকা লোকটা তার হাত বের করে নিলো এবং বৃদ্ধ এলেক্স নিচে পরে গেলো। সে পিছনে ফিরতেই আরো একটা এলেক্সকে দেখতে পারলো। তাকে দেখার সাথে সাথেই সে চিনতে পারলো তাকে।
-> আমি তোমার কথায় বলছিলাম মাত্র, তবে ভাবি নি তুমি এভাবে আমার সামনে চলে আসবে।
বৃদ্ধ লোকটার সামনে একটা এলেক্স দাঁড়িয়ে আছে। পুরো জায়গার মধ্যে কেউই কোনো রকমের এনার্জি ব্যবহার না করতে পারলেও শুধুমাত্র এই এলেক্সই যে দেখতে একদম ইয়াং ছিলো সে এনার্জি ব্যবহার করতে পারছিলো। কালো কালারের এনার্জি ঘিরে রয়েছে এলেক্সের চারিদিকে। আর তার মুখে রয়েছে বিদঘুটে একটা হাসি।
কোনো এলেক্সই ইমোশন দেখাতে পারে না কোনো এক কারণে। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ছিলো। হাসতে থাকা এলেক্স বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলো,
-> আমি আমার কোটি কোটি ভার্সনকে হত্যা করেছি, কিন্তু আমার মনে পরছে না তারা কথা বলেছে ফাইটের সময়ে। তুমি, কতদূর পর্যন্ত গিয়েছো টাওয়ারের?
বিদঘুটে একটা হাসি নিয়ে এলেক্স জিজ্ঞেস করলো বৃদ্ধ এলেক্সকে। কিন্তু বৃদ্ধ এলেক্স সেটার উত্তর না দিয়ে বলতে লাগলো,
-> যে ব্যক্তি কিছু সময়ের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা অস্তিত্ব খুঁজে নিয়েছিলো, যে এই ছোট বন্ধি হয়ে থাকা ওয়ার্ল্ডে ডার্কনেস এর উপরে রাজ করে, সে কিভাবে আমাদেরকে নিজের ভার্সন বলে দাবি করে সেটায় আমি বুঝতে পারছি না।
বৃদ্ধ এলেক্সের কথাটা শুনে হাসতে থাকা এলেক্স তার দাত বের করলো এবং আরো ভয়ানক ভাবে হাসতে হাসতে বলতে লাগলো,
-> তাহলে তুমি আমার মতো, হাহাহাহাহাহা। আমি ভেবেছিলাম হয়তো আমার পরের ভার্সনদের সাথে আমার দেখা হবে না। কিন্তু যেহেতু তুমি আমাকে চিনতে পেরেছো তাই তুমি এটাও জানো আমার সাথে কি হয়েছে, তবে তোমাকে আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। হাহাহাহা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কোনো এক কারণে আমি এই শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। যা হবারই কথা ছিলো।
এলেক্সের হাতে একটা বিশাল ব্লেড তৈরি হলো এনার্জির। যা দিয়ে একটা স্ল্যাশ মারাতে সেখানে থাকা বৃদ্ধ এলেক্স সহ আরো শত শত এলেক্স যারা পাশে ফাইট করছিলো তারা দুই টুকরো হয়ে যায়।
-> একটা বিষয় কি জানো? ও সেটা কিভাবে জানবে তুমি তো এখন আর নেই হুহাহাহা। তোমাকে ধন্যবাদ অন্তত তোমার মাধ্যমে আমি জানতে পারলাম আমার সাথে কি হবে ভবিষ্যতে। তাই সেটা হওয়ার পূর্বেই আমি এখানে থাকা সব গুলো এলেক্সকে হত্যা করে এলেক্সের শরীরকে নিজের করে নিবো।
ভয়ানক হাসি দিয়ে এলেক্স সে জায়গা থেকে একটা লাফ দিলো এবং অনেকটা দূরে গিয়ে আবারো ফাইট করতে শুরু করলো। তার ফাইট প্রায় শেষের দিকেই চলে আসছিলো, কারণ এখন সেখানে আর অসংখ্য এলেক্স বা হৃদয় নেই। এখন যতগুলো রয়েছে তাদেরকে হাতে গোনা সম্ভব।
* * *
ফাইট একদম শেষের দিকে চলে এসেছে। মাত্র তিনজন দাড়িয়ে রয়েছে। কালো এনার্জি ব্যবহার করা এলেক্স যে বাকি দুজনের দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। বর্তমান বয়সের এলেক্স তারই সামনে দাড়িয়ে আছে। তৃতীয় ব্যক্তিটাও এলেক্স। তিনজন বেশ কিছুক্ষণ তিনজনের দিকে তাকানো ছাড়া কিছুই করছিলো না। হঠাৎ হাসতে থাকা এলেক্স রক্তের পুকুরে বসে পরলো। তার বসে পরা দেখে দুজনে একটু সতর্ক হলো।
-> যেভাবে তাকিয়ে আছো, তাতে মনে হচ্ছে আমাকে গিলেই ফেলবে। হাহাহাহা, কিন্তু তোমাদের কি মনে হয় তোমরা দুজন মিলেও আমাকে হত্যা করতে পারবে? এর থেকে ভালো হবে না নিজে থেকে তোমাদের জীবন আমার হাতে তুলে দেওয়া?
হাসতে থাকা এলেক্সের কথা শুনে বাকি দুজনের কেউ কিছুই বললো না। তারা চুপ করে রইলো।
-> তোমরাও বাকিদের মতো, কিন্তু যেহেতু আমার শেষ কথাটা তোমাদের না বললে কাউকেই বলা হবে না এখানে, তাই শুনো। তোমাদের কি মনে হয় না সব কিছু অস্বাভাবিক হচ্ছে? সিস্টেম আমাদেরকে ফাইট করাচ্ছে প্রথম ফ্লোরে আটকে থাকা এলেক্সের শরীর গ্রহন করার জন্য। তোমরা হয়তো জানবে না কিন্তু তোমাদের ভবিষ্যৎ ভার্সন হওয়ার কারণে আমি জানি অতীতে এরকম কিছু হয় নি।
দুজন এলেক্সের কোনো আগ্রহই ছিলো না সে কথাগুলো শোনার। তারপরও সে বলে যাচ্ছিলো। দুজন সেখানে দাঁড়িয়ে থাকা ছাড়াও কিছুই করতে পারছিলো না। তাদের আশেপাশে থাকা যত এলেক্স ছিলো সবাইকেই এই এলেক্স হত্যা করে এখানে বসে আছে। দুজনে ফাইট করতে চাইলেও তাদের সাব-কনশাস তাদেরকে কোনো ভাবেই ফাইট করতে দিতে চাচ্ছে না।
-> তোমাদের একটা কাহিনি শোনায় আমি। আমি প্রতিটা ভার্সনের থেকে ভিন্ন। প্রতিটা ভার্সনে এলেক্সের ডেস্টিনি একই থাকলেও যেহেতু তারা আমার থেকে শক্তিশালী হতে পারে নি তাই আমি সিওর এসব কিছু যে শুরু করেছে তার গোলামী করা ছাড়া তারা আর কিছু করতে সক্ষম নয়৷ কিন্তু আমি, হাহাহাহা। এসব কিছু যে শুরু করেছিলো আমি তারই মাথা আলাদা করে গুহার মধ্যে রেখে এসেছি। তবে আমার জীবনে পূর্বে এরকম কোনো মুহুর্ত না আসার কারণে আমি বলতে পারছি আমরা যে এলেক্সের শরীরের জন্য ফাইট করছি তার ডেস্টিনি আমার এবং এখানে থাকা সব এলেক্সের থেকে ভিন্ন। এমনও হতে পারে তার ডেস্টিনি এখনো শুরুই হয় নি।
* * *
একদম উপরে থেকে সেই অজানা বিয়িং টা সব কিছু দেখছিলো এবং শুনছিলো। তার বিদঘুটে হাসির সাথে শোনা গেলো,
→এখানে শুধুমাত্র এলেক্সের একটা টাইমলাইন ছিলো না। এলেক্স প্রতিটা মুহুর্তে অগণিত সিদ্ধান্ত নিতে পারতো। সে অগণিত সিদ্ধান্তে অগণিত টাইমলাইন তৈরি হতো। আর সেসকল টাইমলাইনের এলেক্সই এখানে ছিলো। ভিন্ন ভিন্ন টাইমলাইনের এলেক্স ভিন্ন সিদ্ধান্ত এবং কাজ করলেও তাদের শেষ পরিণতি একই ছিলো। এমনকি যে ভার্সনকে আমি শক্তিশালী করেছিলাম, যে আমার সাহায্যে তার ডেস্টিনি পরিবর্তন করতে পেরেছিলো তার পরিণতিও আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় নি। তবে এবার আমি প্রথম থেকে সাহায্য করেও তার ডেস্টিনি বেশিদূর নিতে পারি নি।←
অস্পষ্ট কথা বলে সে সবাইকে ধাঁধার মাঝে ফেলে দিলো। কিন্তু তার কথা শুধুমাত্র পাঠকদের ছাড়া কারো কানে গেলো না।
* * *
-> তোমরা কি জানো প্রতিটা প্রিমোর্ডিয়াল বিয়িং এর নিজস্ব অরিজিন ম্যাজিক থাকে। তেমনি আমারো অরিজিন ম্যাজিক রয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি তো কোনো প্রিমোর্ডিয়াল বিয়িং নয়, তারপরও আমাকে প্রশ্নটা করবে না। হাহাহাহাহাহা, তাই আমি নিজে থেকেই উত্তর দিচ্ছি। বেশি শুনতে হবে না শুধু শুনে রাখো আমি তোমাদের মতো এলেক্স নই। যায়হোক অনেক কথা বললাম। এখন আর অপেক্ষা ভালো লাগছে না। যেহেতু তোমাদেরকে আমার অরিজিন ম্যাজিকের পাওয়ারের কথা বলেছি তাই সেটা দেখিয়েই এই খেলাটা শেষ করছি।
"গেইট অফ ভয়েড"
দুজন এলেক্স যেখানে দাঁড়িয়ে ছিলো তাদের সামনে হঠাৎ করে একটা গেইট চলে আসলো। গেইটটা খোলার সাথে সাথে একটা অজানা শক্তি তাদেরকে সেটার মধ্যে টেনে নিয়ে গেলো। কোনো ভাবেই তারা সেটা থেকে বের হতে পারলো না এবং দরজা আটকে গেলো।
-> হাহাহাহা, তাহলে প্রথম থেকে আমি আবারো কিছু মজা করতে পারবো।
এলেক্স তার কথা শেষ করতে পারলো না ঠিক তখনি তার সামনের স্পেস ফেটে গেলো। হাওয়ার মাঝেই একটা পোর্টালের মতো তৈরি হয়েছে, অবশ্য সেটাকে পোর্টালও বলা যায় না। মনে হচ্ছিলো কেউ জোর পূর্বক স্পেস এবং টাইম ভেঙে অন্য একটা জায়গা থেকে হাসতে থাকা এলেক্সের সামনে এসেছে। মনে হচ্ছিলো বললেও ভুল হবে কারণ দুটো কালো হাত দেখা যাচ্ছিলো যেটা স্পেস এবং টাইম দু টুকরো করেই সে জায়গায় চলে এসেছে। পোর্টালের ভিতরে থেকে একটা বস্তু আসলো যেটাকে কি বলা উচিত সেটায় ভেবে পাচ্ছিলো না এলেক্স। তবে তার আকার এবং সাইজ দেখে তার কোনো ভুল হচ্ছিলো না। এলেক্স কিছু করতে যাবে তার পূর্বেই কালো বস্তুটা তার হাত এলেক্সের মাথার উপরে রাখলো এবং আস্তে আস্তে কালো ধোঁয়া হয়ে এলেক্সের শরীরের মাঝে হারিয়ে গেলো।
* * *
উপরে থাকা অজানা বিয়িং যেটার কোনো চেহারা দেখা যাচ্ছিলো না সে নিজেও বুঝতে পারলো না নিচে কি হয়েছিলো। তবে সে জিনিসটা কোথায় থেকে এসেছিলো এটা সে ভালো করেই জানে।
→মাস্টার আমাকে এরকম কিছু সম্পর্কে বলে নি। তাহলে কি অন্য কোনো স্টুডেন্ট আমার প্লানে চলে এসেছে?←
সে বিয়িংটা আরো কিছু বলতে যাবে ঠিক তখনি তার তৈরি করা ডোমেইনটা ভাঙতে শুরু করলো। সব জায়গায় ফাটল ধরলো। সে স্পষ্ট খেয়াল করলো নিচে থাকা এলেক্স তার দিকেই তাকিয়ে ছিলো। ছেলেটার মুখে কোনো এক্সপ্রেশন নেই। যে এলেক্সের এখন পাগলের মতো হাসার কথা ছিলো সে পূর্বের এলেক্স গুলোর থেকেও বেশি ইমোশনহীন হয়ে গিয়েছে। শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়েই শরীর কাঁপতে লাগলো তার।
→তাহলে এটাই তোমার মাস্টার প্লান, ডিম্যান কিং। ঠিক আছে আমিও অপেক্ষা করবো। দেখা যাক তুমি সিজন ৩ এ পৌছাতে পারো নাকি বাকিদের মতোই সিজন ২ এ শেষ হয়ে যাও।←
* * *
এলেক্সের শরীর পরে ছিলো। ইগ্রিতও কিছুই করতে পারে নি। ইমুগির পাওয়ার ভয়ানক ছিলো। শুধুমাত্র সেটার একটা এট্যাকই একটা ব্যক্তিকে মরতে বাধ্য করবে। ইগ্রিত তার আর্মার দিয়ে এলেক্সকে ঢেকে রাখার পরেও দরজার কাছে যেতে পারে নি। ইমুগির আরেকটা এট্যাকে ইগ্রিত বারি খেয়ে এলেক্সের শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এই মুহুর্তেই এলেক্সের সেন্স ফিরে আসে।
❝মাই কিং...❞
ইগ্রিতের কথা আটকে গেলো এলেক্সের চোখের দিকে তাকিয়ে। সে এরকম কিছু পূর্বে কখনো দেখে নি। তার কিং, তার নতুন মাস্টারের চারপাশের পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে। এলেক্সের ছায়ার থাকার কারণে এলেক্সে সবচেয়ে ভালো ভাবেই জানে ইগ্রিত। একটু পূর্বেও এলেক্সের হঠাৎ চেঞ্জ ইগ্রিত দেখতে এবং বুঝতে পেরেছিলো। তবে এবারের চেঞ্জ সম্পূর্ণ ভিন্ন ছিলো যা ভাষায় প্রকাশ করতে পারছে না সে। এলেক্স উঠে দাঁড়ালো, ইগ্রিত কিছু না বলাতে সে ইগ্রিতের দিকে না তাকিয়ে ইমুগির দিকে তাকালো। বিশাল সাপটা কোনো রকমের এট্যাক না করে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে রইলো।
-> আমার মনে হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। (এলেক্স)
একটা তীব্র লাইটনিং বের হতে শুরু করলো এলেক্সের শরীরের চারপাশ থেকে। হঠাৎ করে তার গলায় থাকা ব্রেসলেট যেটা অদৃশ্য ছিলো সেটাও দৃশ্যমান হলো। লাইটনিং এর সাহায্যে ব্রেসলেটটা জোর পূর্বক এলেক্সের গলা থেকে খুলে গেলো এবং সাথে সাথেই নিচে পরে গেলো। ব্রেসলেটটা এলেক্সের গলা থেকে খোলার সাথে সাথেই তার শরীর থেকে মারাত্মক এনার্জির ওয়েব বের হতে শুরু করলো। এলেক্স এই সময়ে কিছুই ভাবতে পারছিলো না। তার কোনো রকম চিন্তা ছিলো না মাথায়। সমস্ত চিন্তা সে করে ফেলেছে। তার মাইন্ডে কি হয়েছে তা সবকিছু তার কাছে অস্পষ্ট ছিলো। শুধু তার মনে আছে কালো অন্ধকারের মাঝে সে অগণিত সময় কাটিয়েছে। এতোটা সময় কাটিয়েছে যে এলেক্স সেটা তার সাথে ঘটে যাওয়া পূর্বের কাহিনি গুলোও তুলনা করতে পারবে না।
* * *
→আমাকে বিশ্বাস করতে বলতেছো প্রথম ফ্লোরে এরকম একটা মনস্টার রয়েছে আর আমি সেটা আজকে জানলাম? শুধুমাত্র ম্যাজিক পাওয়ারের দিক দিয়েই এই ছেলে একটা কন্সটেলেশন লেভেলে পা দিয়েছে।←
এলেক্সকে দেখতে থাকা ড্রাগনটা হঠাৎ চিল্লিয়ে কথাটা বলতে লাগলো। তাকে কিছুটা চিন্তিত দেখা গেলোও সে হঠাৎ হাসতে শুরু করলো।
→খেলনা যদি একটু শক্তিশালী না হয় তাহলে সেটা ধরার পূর্বেই ভেঙে যায়। মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে মন মতো খেলতে পারবো।←
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।