[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
সিলভার এম্পায়ারের রয়েল টুর্নামেন্ট পুরো টাওয়ারের মধ্যে ব্রডকাস্ট হচ্ছিলো। টাওয়ারের প্রতিটা জায়গা থেকে প্রতিটা ব্যক্তি দেখতে পারছিলো কি হচ্ছিলো। বিভিন্ন কন্সটেলেশন মনোযোগ দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহনকারীদের দেখে যাচ্ছিলো। এদের মধ্য থেকে তাদের যদি কারো ভালো লেগে যায় তাহলে তারা তাদেরকে স্পনসরশিপ করতে পারে।
টুর্নামেন্টে অংশগ্রহন করা ব্যক্তিগুলো ভালো করেই জানে তাদের সবাই দেখে যাচ্ছে। এম্পায়ারের বিভিন্ন নোবেল থেকে শুরু করে উপরের ফ্লোরের বিভিন্ন বড় বড় গিল্ড এমনকি কন্সটেলেশন গুলোও তাদের দেখে যাচ্ছে। এ জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে অন্তত একজনের হলেও নজর কারার জন্য। একবার তাদের সামনে স্পেশাল কিছু করতে পারলেই বড় বড় গিল্ড কিংবা কোনো কন্সটেলেশনের স্পনসরশিপ পেতে পারে তারা।
আর এ কারণেই প্রতিটা ব্যক্তি অন্যদের হারানোর জন্য পাগল হয়ে উঠেছে। সবাই এরকম একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে একে অপরকে কারো হত্যা করার কোনো প্রয়োজন নেই। বরং ডিমনিক ফরেস্টের মনস্টার গুলোই যাদের একা পাচ্ছে তাদেরকে হত্যা করে বাতিল করে দিচ্ছে। তবে যেহেতু প্রতিটা ব্যক্তিই প্রথম হাজারের মধ্যে থাকতে চাই তাই কেউ পালিয়ে থাকার সিদ্ধান্ত নেই নি। কাউকে সামনে পেলেই তাদেরকে হত্যা করে রাস্তা ক্লিয়ার করে যাচ্ছে।
এক জায়গায় দুজন ব্যক্তি বসে রয়েছে। তারা কেউ নিজেদের মধ্যে ফাইট না করলেও বার বার একে অপরের দিকে তাকিয়েই যাচ্ছে। একজন ব্যক্তি নাইট যা তার আর্মার এবং সোর্ড দেখেই বোঝা যাচ্ছিলো। অপরদিকে অপর একটি ব্যক্তি সাধারণ একজন মার্সেনারি৷ মার্সেনারি ব্যক্তিটা সাধারণ লেদারের আর্মার পরে রয়েছে যা তাকে ভিন্ন বানাচ্ছিলো নাইটটার থেকে।
-> কি মনে হয় আমরা আজকের রাত পার করতে পারবো?
নাইট লোকটা মার্সেনারি ব্যক্তিটাকে বললো। রাত নেমে এসেছে পুরো ডিমনিক ফরেস্টের মধ্যে। অথচ এরিনায় বসে যারা দেখে যাচ্ছে তাদের ঔখানে এখনো দিন। তবে বিষয়টা লক্ষ্য করতে পারছিলো না ভিতরে থাকা লোকগুলো। দুজনের সামনে আগুন জ্বলছিলো। সেই আগুনের উপরে একটা খরগোসের মাংস পুড়ছিলো যেটায় কেউ ভাগ দিতে না চাইলেও এই সময়ে কিছু করার ছিলো না। নাইটটা মাথার হেডপিস না থাকার কারণে বার বার হাত দিচ্ছিলো নাকে। নাকে হাত দেওয়ার মূল কারণ হলো দূর্গন্ধ যা মার্সেনারির শরীর থেকে আসছে। একটু পূর্বেই মার্সেনারি তার পুরো শরীর জুড়ে নিজের মুত্র মাখিয়ে নিয়েছে, যার কারণে সেটার গন্ধ বার বার নাকে আসছিলো নাইটের।
❝শুধুমাত্র এই রাত আমি একটা কাটাতে চাচ্ছিলাম না, নাহলে এই মার্সেনারিকে আমি কখন হত্যা করে ফেলতাম।❞ (নাইট ভাবছে)
নাইট তার হাত বারিয়ে দিতে যাচ্ছিলো আগুনের উপরে থাকা খরগোসের মাংশের উপরে। এই সময়ে কিছুই বললো না তার সামনে থাকা মার্সেনারি। নাইটের তুলনায় আগুনের অনেকটা পিছনে বসে রয়েছে লোকটা। পিছন থেকে সে শুধু তাকিয়েই রয়েছে লোকটার দিকে। নাইট তার হাত বারিয়ে স্পর্শ করতে যাবে খরগোশের মাংস আর ঠিক এমন সময় বেশ কতগুলো হিংস্র হায়েনার মতো মনস্টার এসে হামলা করলো তার উপরে। মনস্টার গুলোর হাত পায়ের নক এবং দাঁত এতোটা দাঁড়ালো যে সেটা নাইটের স্টিলের মতো দেখতে আর্মারকে ভেদ করে বাইরে ফেললো। বেশিক্ষণ সময় লাগলো না নাইটের শরীর টুকরো টুকরো হতে। সামনে থাকা মার্সেনারু কোনো রকমের কথা বলা তো দূরে থাক একটু নড়লোও না এই সময়ে। যে কারণে সে হায়েনার মতো দেখতে মনস্টার গুলো সে জায়গা থেকে চলে গেলো। তারা চলে যাওয়ার সাথে সাথে লোকটা বলতে লাগলো,
-> আমাজনের জঙ্গলে আর ডিমনিক ফরেস্টে সারভাইভ করা দুটো একই জিনিস। সব সময় টিকে থাকতে হলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে৷ মনে হয় তুমি আমার Man vs wild সিরিজ দেখো নি।
* * *
একটা বিশাল রুমের মধ্যে এলেক্স এসেছে। একটু পূর্বের ফাইটে তার শরীর এখনো কেঁপে যাচ্ছে। খুব একটা ভালো ভাবে এলেক্স জয়ী হয় নি। তার শরীরের সমস্ত জায়গায় ক্ষত রয়েছে। এমনকি বাম হাতও ভেঙে ঝুলে আছে। সে হাতে কোনো রকম বোধ পাচ্ছিলো না এলেক্স। কোনো রকমে বস মনস্টারকে হত্যা করার পরে এলেক্স টেলিপোর্ট হয়ে এই আজব একটা রুমের মধ্যে চলে আসলে যেটায় মাঝখানে শুধুমাত্র একটা ম্যাজিক বল ব্যতিত আর কিছুই এলেক্স দেখতে পারছিলো না।
এলেক্সের হার্ট হঠাৎ করে কাঁপতে শুরু করলো। সেটায় প্রচুন্ড ব্যথা অনুভব করতে পারছিলো না। কোনো ভাবেই সে ব্যথা দূর হওয়ার নাম নিচ্ছিলো না। এটা সেই অনুভূতি যেটা এলেক্স পানির উপরে থেকে অনুভব করেছিলো। এলেক্সের পুরো শরীর জমে গিয়েছে এমন মনে হচ্ছিলো। কোনো রকমের বস্তু এলেক্স দেখতে পারছিলো না তবে তার কাছে একটা আওয়াজ আসতে শুরু করলো।
→আমি ভাবি নি তুমি এ পর্যন্ত আসবে, যেহেতু এটা একটা অসম্ভব ড্যানজন তাই কারোরই ক্লিয়ার করাটা সম্ভব নয় এটা। ড্যানজনের সবচেয়ে মূল্যবান রিওয়ার্ডটা পেয়েই গিয়েছো তাই আমার মনে হয় না আফসোস রয়েছে তোমার কোনো রকমের।←
কন্ঠটা প্রথমে ভালো শোনা গেলেও এখন সেটার মধ্যে রাগ মিশ্রিত হতে লাগলো,
→যেহেতু আমার মাস্টারপিস ড্যানজনের বসকে তুমি হত্যা করেছো তাই সেটার জন্য একটা শাস্তি তোমার পাওয়ার যোগ্য। যেহেতু আমি সিল অবস্থায় রয়েছি তাই তোমার ভাগ্য ভালো তুমি তোমার জীবন নিয়ে ফিরতে পারবে। তবে এমন নয় যে আমি তোমাকে হত্যা করতে পারবো না।←
এলেক্সের সামনে নীল কালারের একটা মেসেজ চলে আসলো। সেটার কালার দেখেই বোঝা যাচ্ছিলো টাওয়ারের সিস্টেম থেকে মেসেজটা এসেছে।
ཌ জোরপূর্বক মিশন- ফ্রি লাইটনিং ড্রাগন
বিবরণ: লাইটনিং ড্রাগন যে ৭২ টা ট্রু ড্রাগনের মধ্যে একজন সে ড্রাগন স্লেয়ারের ভয়ে নিজেকে সিল করে রেখেছিলো এক সময়ে। নিজেকে সিল করার পূর্বে লাইটনিং ড্রাগন তার বেশ কিছু ফ্রাগমেন্ট পুরো এক্সব্লকের মধ্যে লুকিয়ে রাখে। ইউজারকে প্রতিটা লুকিয়ে রাখা ফ্রাগমেন্টকে খুঁজে বের করে একত্রিত করতে হবে এবং সেটা দিয়ে লাইটনিং ড্রাগনের সিলকে ভেঙে তাকে আবারো জীবিত করতে হবে।
বিশেষ নোট: ইউজার যত বেশি সময় নষ্ট করবে তত শক্তিশালী ড্রাগন কার্স তার প্রভাব ফেলবে। ད
এলেক্সের সামনে থাকা লেখাটা পড়ার সাথে সাথেই সে আর সে জায়গায় রইলো না। বরং হঠাৎ সেখান থেকে সে টেলিপোর্ট হয়ে গেলো। তারই চোখের সামনে এতোক্ষণ ছোট একটা ড্রাগন শুয়ে ছিলো ম্যাজিক বলের পাশেই, কিন্তু সেটা তার চোখের মধ্যে পরছিলো না। ড্রাগনটা তার বলের মাধ্যমে দেখতে পারলো এলেক্স এবং ভাইস কমান্ডার সঠিক ভাবে ড্যানজনের বাইরে চলে গিয়েছে টেলিপোর্ট হয়ে।
→যেহেতু তুমি অসম্ভবকে সম্ভব করেছো তাই আমি নিশ্চিত হয়তো এই অসম্ভবকেও সম্ভব করতে পারবে, না করতে পারলে তো কিছু আর করার নেই৷ কিন্তু একবার তার সব গুলো ফ্রাগমেন্ট আমার কাছে চলে আসলে আমার থেকে শক্তিশালী ড্রাগন আর কেউ হতে পারবে না।←
* * *
এলেক্স তার ইনভেন্টরি দেখতে লাগলো। সেটার মাঝে একটা ফ্রাগমেন্ট রয়েছে যা অনেকটা গোল্ড কয়েনের মতোই দেখতে। এলেক্স সেটা দেখে কোনো রকমের গুরুত্ব দিলো না সেদিকে। বরং তার আশপাশে গুরুত্ব দেওয়ার দরকার ছিলো। সে এবং ভাইস কমান্ডার সেই পুকুরের অনেক দূরে চলে এসেছে। আর রাতের সময় হওয়ার কারণে তাদের আশেপাশে শিকারির অভাব ছিলো না। এলেক্সের শরীরের ব্লাডের ঘ্রাণে সব গুলো মনস্টার এবং মনস্টার বিস্ট গুলো তীব্র গতিতে তাদের দিকেই আসছিলো। এলেক্স সেখানেই বসে পরলো। সে তাদের দিকেও কোনো রকমের গুরুত্ব দিলো না। চোখ বন্ধ করে এলেক্স সেখানেই ঘুম দিলো।
ডিমনিক ফরেস্ট সব সময় অন্ধকারই থাকে, তবে রাত এবং দিনের পার্থক্য থাকে অনেক এই খানে। দিনের সময় অনেকটা চাঁদের উজ্জ্বল আলোর মতো থাকে জায়গাটা আর রাতের সময় আমাবস্যার রাতের মতো খুটখুটে অন্ধকার হয়ে থাকে। এলেক্সের চোখ খোলাতেই সে সামনেই ইগ্রিতকে দেখতে পারলো। ইগ্রিত তার সোর্ড মাটিতে গেঁড়ে দাড়িয়ে আছে। আশেপাশ দিয়ে প্রায় শত মনস্টারের শরীর পরে রয়েছে যারা ইগ্রিতের কারনে কিছুই করতে পারে নি। এলেক্স উঠার সাথে সাথেই এলেক্সকে সম্মান জানিয়ে ইগ্রিত এলেক্সের ছায়ার মাঝে হারিয়ে গেলো। আর ঠিক এমন সময়ই পাশে থাকা ভাইস কমান্ডারের সেন্সও ফিরে আসলো। এই পুরোটা সময় সে সেন্সলেস হয়ে পরে ছিলো, তাই তার আশেপাশে কি হয়েছে তা কোনো মতেই বুঝতে পারে নি এমনকি জানেও না সে। চারপাশের মনস্টার গুলো দেখে সে অবাল হয়ে গেলো এবং বলতে লাগলো,
-> এলেক্স কি হয়েছে এখানে?
ভাইস কমান্ডারের মাথায় যন্ত্রনা করছিলো, তাই সে সঠিক ভাবে কিছুই মনে করতে পারছে না। শেষ সময়ে তার মনে আছে তার গলায় অথবা মাথায় একটা আঘাত লাগে আর সেটার কারণে সে নিজের সেন্স হারিয়ে ফেলে। এরপর কি হয়েছে সেটা সম্পর্কে সে কিছুই জানে না। এলেক্স তার কথা শুনে তার দিকে তাকালো। এলেক্সের মুখে মাস্ক নেই, তার মাস্কটা না থাকার কারণে শুধুমাত্র তার দিকে তাকানোর কারণেই ভাইস কমান্ডারের হার্ট বিট বারতে শুরু করলো।
❝এতোটা সুন্দর একটা ছেলে কিভাবে হয়? আমার মনে হচ্ছে আমি আরেকটু তাকিয়ে থাকলেই পাগল হয়ে যাবো।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
ভাইস কমান্ডার তার নিজের দুই গালে ঠাপ্পর দিলো এবং মাথা নারিয়ে স্বাভাবিক হয়ে উঠলো। তার মনে হচ্ছিলো সে শুধুমাত্র এলেক্সের দিকে তাকিয়ে থাকার কারণেই হিপনোটিজমের শিকার হচ্ছিলো এলেক্সের সৌন্দর্যের কারণে।
-> ভাইস কমান্ডার। (এলেক্স)
এলেক্সের ডাকে ভাইস কমান্ডার লজ্জা পেলো। কারণ সে অন্য ভাবে তাকিয়ে ছিলো এলেক্সের দিকে এবং তাকে নিয়ে ভাবছিলো। এলেক্সের ডাকে সে তাই উত্তর দিতে পারলো না, তবে এলেক্স তে লাগলো,
-> আপনি তো একজন ফ্রি নাইট, তাই চাইলেই অন্য কোনো স্টেট কিংবা উপরের ফ্লোরে যেতে পারবেন। এমন নয় যে মারকুইজের স্টেটে থেকে আপনি অনেক অর্থ উপার্জন করছেন। তাহলে কেনো এতোটা সুযোগ থাকার পরেও মারকুইজের স্টেটে রয়েছেন? (এলেক্স)
এলেক্সের প্রশ্নটা গভীর ছিলো যা এলেক্সের দিকে তাকিয়েই বুঝতে পারছিলো ভাইস কমান্ডার। এলেক্সের চেহারার মধ্যে এতোদিন কোনো রকমের ইমোশন ছিলো না কিন্তু এখন এলেক্সের চোখ দুটোতেও কোনো রকম এক্সপ্রেশন ছিলো না। অন্যান্যদের মতো উজ্জ্বল নয় তার চোখ। তার চোখ দেখেই ভাইস কমান্ডারের সন্দেহ হচ্ছিলো এলেক্স জীবিত কিনা মৃত।
-> আমার জন্ম মারকুইজের স্টেটে হয়েছিলো যেখানে আমরা সব পেয়েছি। সম্মান, স্বাধীনতা, খাবার কোনো কিছুর অভাব ছিলো না। এমনো দিন ছিলো যেখানে আমাদের স্টেট এর কমনারদের কিছু বলার মতো সাহস ছিলো না অন্যান্য নোবেলদের। সব কিছুই সম্ভব হয়েছিলো আমাদের লর্ড মারকুইজের জন্য। তিনি আমাদের জন্য সব কিছু করে গিয়েছেন। আর এখন যখন সে এবং যে স্টেট সব কিছু দিয়ে এসেছে আমাদের সেটা বিপদে রয়েছে, আমি কিভাবে সেটা ছেড়ে চলে যাবো?
এলেক্সের প্রশ্নের জবাব আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করলো ভাইস কমান্ডার। কিন্তু এলেক্স তার উত্তর পেলো না। সে চুপ হয়ে রইলো। কোনো রকম কথা সে বলছে না।
❝এই চোখ, আমি সিওর এলেক্স ওর পথ হারিয়ে ফেলেছে। একটা ব্যক্তির যখন হারানোর মতো আর কিছু থাকে না এবং মৃত্যুকে আপন করে নেয় ঠিক তখনি তার চোখ দুটো এমন দেখা যায়।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
ভাইস কমান্ডার কার মনে কি চলছে সেটা বলতে পারে না, কিন্তু তার যেহেতু অনেক কথা বলার অভিজ্ঞতা রয়েছে তাই সে প্রতিটা মানুষের সামনেই এমন কথা বলো মাঝে মাঝে যেটা শোনার জন্যই সে ব্যক্তিটা অপেক্ষা করছিলো।
-> এরকম একটা জঙ্গলের মাঝে আমাদের ফেলে দিলে আমরা কখনোই আমাদের পথ খুঁজে পাবো না। কিন্তু এমন নয় একটা পথ বের করা অসম্ভব। এমন হতে পারে আমাদের জন্য সেটা অসম্ভব হতে পারে কিন্তু লক্ষ লক্ষ ব্যক্তির মাঝে একজনের জন্য হলেও সকটা সম্ভব হতে পারে। লক্ষ লক্ষ ব্যক্তি জঙ্গলের বাইরে না যেতে পারলেও শুধুমাত্র একজন যে জঙ্গলের বাইরে গেলো সে বাইরের সৌন্দর্য অনুভব করতে পারবে। এমনও হতে পারে প্রতিটা লোকই জঙ্গলে আটক হওয়ার পূর্বে কাউকে কথা দিয়েছিলো তার সাথে করবে, তবে শুধুমাত্র একজন যে বের হতে পারবে সেই কথাটা রাখতে পারবে। আমার কথার মূল কাহিনি মূলত, আমাদের চোখের দেখাতেই সব কিছু শেষ নয়। অনেক কিছু রয়েছে যা আমরা এখনো দেখি নি। তাই অন্তত আমাদের উচিত সেগুলো দেখার স্বপ্ন দেখা।
ভাইস কমান্ডারের কথাটা মনোযোগ দিয়ে শুনলো এলেক্স। ভাইস কমান্ডার খেয়াল করলো হালকা সিলভার হয়ে থাকা চুলগুলো আস্তে আস্তে পুরো সিলভার রং ধারন করেছে এই সময়ে। এলেক্সকে সম্পূর্ণ নতুন একটা ব্যক্তি লাগছিলো তার কাছে। যদিও তার চেহারা পূর্বের থেকে চেঞ্জ হয়েছে, তারপরও সেটা নজরে ফেলছিলো না, কারণ ভাইস কমান্ডারের কাছে একই রকম লাগছিলো চেহারাটা।
❝আচ্ছা এলেক্সের চুলগুলো কি পূর্বেই সিলভার ছিলো? আমি তো মনে করতে পারছি না।❞ (ভাইস কমান্ডার ভাবছে)
ভাইস কমান্ডারের দিকে না তাকিয়ে এলেক্স এবার ভাবতে লাগলো,
❝কাউকে আমি কথা দিয়েছি? এমন কারো জন্য আমাকে জঙ্গল থেকে বের হতে হবে?❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের মনে হঠাৎ করে পূর্বের একটা স্মৃতি চলে আসলো। স্মৃতিটা তার একটা স্বপ্নে দেখার ছিলো। স্বপ্নে থাকা ছেলেটার বোন যে মারা যায় ছেলেটার চোখের সামনেই। মেয়েটা মারা যাওয়ার পূর্বে ছেলেটা কথা দিয়েছিলো সে দ্রুতই দেখা করবে তার সাথে।
❝ঠিক আছে, সব গুলো প্রমিস পূর্ণ করে আমি আমার এই অর্থহীন জীবনটা ছেড়ে দিবো।❞
* * * * *
To Be Continued
* * * * *