[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এরিনার চারপাশে বসে থাকা লোকজনের চেঁচামেচি শোনা যাচ্ছে। প্রতিটা লোক তাদের নিজস্ব পছন্দ মোতাবেক নাইট কিংবা অন্যান্য ব্যক্তিদের উপরে বাজি ধরেছে। বাজির ভিন্ন ভিন্ন মাধ্যম থাকলেও শুধুমাত্র কে কে হাজারের মধ্যে থাকবে সেটায় সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। এছাড়াও সেটার থেকে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে কোন ব্যক্তি প্রথম স্থান অধিকার করবে। যদিও সর্বোচ্চ বেট পরেছে কারা হাজারের মধ্যে অবস্থান করবে সে মাধ্যমে, আর সবচেয়ে বেশি পরিমাণ কয়েনের বেট পরেছে কে প্রথম স্থান অধিকার করবে সেটায়
পুরো এরিনার মধ্যে শুধুমাত্র একটা বেটিং গিল্ড রয়েছে, আর সেটা সিলভার গিল্ডের নিয়ন্ত্রণে। সিলভার গিল্ড প্রথম ফ্লোরে এম্পেরর এর আন্ডারে থাকার কারণে এক দিক দিকে এরিনার যত রকমের বেটিং হচ্ছে সব কিছুই এম্পেরর নিয়ন্ত্রণ করে যাচ্ছে। বেটিং অপশন টা যেহেতু টাওয়ারের সিস্টেম এর সাথে সংযুক্ত তাই এটা সবচেয়ে নিরাপদ। এমন কোনো ব্যক্তি নেই যে এরিনায় থাকা অবস্থায় বেটিং করতে পারছে না। শুধু যে এরিনা থেকে বেটিং করা যাবে এমন নয়। পুরো টাওয়ার থেকে যারা লাইভ দেখে যাচ্ছে সবাই বেটিং এ অংশগ্রহন করেছে।
-> আচ্ছা যদি কেউ কিং অফ ডেস্টিনির দেওয়া প্রফেসি অনুযায়ী তার সব সম্পদ কারো উপরে বেট ধরে তাহলে তো সে সব জিতে যাবে তাই না?
লোকজনের মাঝে কথা হচ্ছিলো। বেটিং এর আর মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে। এই সময়ের মাঝে নিজেদের বেট ঠিক না করলে আর কোনো সুযোগ থাকবে না। একটা লোক বোকার মতো প্রশ্ন করার কারণে তার দিকে আশেপাশের সবাই তাকালো।
-> তুমি কি আউটসাইডার?
-> হ্যাঁ, কেনো।
-> এজন্যই তো বোকার মতো প্রশ্ন করলে
তুমি কি জানো কিং অফ ডেস্টিনির থেকে প্রফেসি জানতে হলে তাকে কতটা কয়েন দিতে হয়? জানলে হয়তো বলতে না। এই টুর্নামেন্টের বেটিং এর একটা লিমিট রয়েছে। কেউ একজন নাইটের উপরে ১ হাজারের উপরে গোল্ড কয়েন ঢালতে পারবে না এবং এক মাধ্যমে ১০ হাজারের বেশি গোল্ড কয়েন ঢালতে পারবে না। আর হার জিতের মান গুলো এমন ভাবে সাজানো হয় তাতে সব জিতলেও কোনো ভাবে এম্পায়ারের লস হবে না। বরং তারা তা থেকেও লাভবান হবে।
তাদের কথার দিকে কোনো রকমের কান না দিয়ে একটা লোক তার সামনে থাকা স্ক্রিনে তাকিয়ে রয়েছে। সে তার বাজি নির্ধারণ করে ফেলেছে এবং একজনের উপরে ১ হাজার গোল্ড কয়েন ধরেছে।
-> তোমার কি মনে হয়, তুমি জিততে পারবে?
হাতে সোর্ড নিয়ে বসে থাকা একটা ছেলে কথাটা বললো। তার মুখে মুচকি একটা হাসি ছিলো। সে আবারো বলতে লাগলো,
-> তুমি বাজি জিতলে তো তুমি মিলিয়নিয়ার হয়ে যাবে। সেটা কি যথেষ্ট নয়?
সোর্ড হাতে থাকা ছেলেটাকে তার পাশে বসে থাকা লোকটা বলতে লাগলো।
-> আমার আসল বাজি তো এরিনায় নয়, বরং তোমার সাথে। আমি হারি বা জিতে যায় সেটা ব্যাপার নয়, বরং আমি অপেক্ষা করবো তোমার উত্তরের, লুসিফার।
সোর্ড হাতে থাকা ছেলেটার নাম লুসিফার, যে মুচকি একটা হাসি দিলো, সে বলতে লাগলো।
-> আমি অপেক্ষায় থাকবো। (লুসিফার)
লুসিফার এখনো কারো উপরে বাজি ধরে নি। মাত্র কয়েক সেকেন্ড রয়েছে। এতোক্ষণ সে যাকে খুজছিলো তাকে কোনো ব্রডকাস্টে দেখা যায় নি বলে সে বাজি ধরতে পারে নি। কিন্তু এখন যেহেতু তাকে দেখা যাচ্ছিলো তাই তার পাশে বাজি ধরার অপশনও রয়েছে।
-> মনে হচ্ছে এই ছেললটার উপরে সবচেয়ে বেশি জয়ী হওয়ার পুরস্কার রয়েছে। যেহেতু টাকার উপরে আমার কোনো লোভ নেই তাই আমি আমার হাজার এর উপরেই ফেলতে চাচ্ছি। (লুসিফার)
সিস্টেম এর বেটিং এ জয়ী হওয়ার পুরস্কার মূলত এভাবে থাকে, x-1থেকে x-∞। যার উপরে যত বেশি সংখ্যা থাকবে সে যদি জয়ী হয় তাহলে আসল কয়েনের সাথে সে পরিমাণ গোল্ড কয়েন গুণ দিলে যত হবে সেটায় হবে পুরস্কার।
লুসিফারের স্ক্রিনে লোকটা তাকিয়ে একটা ছেলেকে দেখতে পারলো। তাকে দেখে সে অবাক হলো।
❝আমার মনে হয় না আমি এমন কিছু করেছি যেটায় ভবিষ্যৎ এতোটা চেঞ্জ হতে পারে। যাইহোক তোমাকে এখানে দেখে ভালোই লাগলো।❞
* * *
এরিনার মাঝে,
এলেক্স এবং ভাইস কমান্ডার ডিমনিক ফরেস্টের কোন জায়গায় রয়েছে সেটা সম্পর্কে কিছুই জানে না।
-> এলেক্স আমাদের কি লুকিয়ে থাকলে ভালো হবে না? যদিও আমি সিওর নয় তবে লুকিয়ে থাকলে অন্তত হাজারের মধ্যে থাকতে পারবো আমরা। (ভাইস কমান্ডার)
এলেক্স কোনো রকম কথা বললো না। সে তার চারপাশে অন্যান্য জীবিত বস্তুর অনুভূতি অনুভব করতে পারলো। সার্চ ম্যাজিকের মাধ্যমে এলেক্স বিশাল একটা এরিয়া স্ক্যান করতে পারছিলো। প্রায় বিশজনের মতো ব্যক্তি তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে।
-> তাহলে তোমরা এখানে লুকিয়ে ছিলে। অনেকটা কষ্ট করতে হয়েছে তোমাদের ইনফর্মেশন বের করতে।
সামনে থাকা কয়েকটা গাছের পিছন থেকে হাতে বিশাল একটা এক্স নিয়ে বের হলো একটা লোক। মুখে গোফ এবং দাঁড়ি তার বুক সমান। সেগুলো দেখে বোঝা যাচ্ছিলো তাতে এক যুগ যাবৎ কোনো তেল পানি দেওয়া হয় না। বিশাল দেহ নিয়ে লোকটা এলেক্সের সামনে এসে দাঁড়ালো।
* * *
এলেক্স এবং ভাইস কমান্ডারকে দেখতে পেরে টেসি অনেকটা শান্তি পেয়েছিলো। কিন্তু তাদের সামনে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেটা ভালো ছিলো না।
-> মনে হচ্ছে কোনো ভাবে একদিন লেডি টেসির দুজন নাইট সারভাইভ করতে পেরেছে। কিন্তু এখন তারা কি করবে?
-> লোকগুলোর হাতে এক্স এবং হাতে এক্সের ট্যাটু থাকার কারণে দেখেই বোঝা যাচ্ছে তারা এক্স ডাকাতদের সদস্য। এতগুলো ডাকাতের সামনে একটা পূর্ণ নাইটেরও বেঁচে থাকা অসম্ভব। আর এরা তো এম্পায়ারের সবচেয়ে বড় এবং শক্তিশালী ডাকাত গ্রুপের সদস্য।
-> এবারো আফসোস হচ্ছে, মারকুইজ টরেনহামের নাইট গুলো হাজারের মধ্যে পা দিতে পারলো না। যেখানে এক সময়ে তাদের একজন নাইট হলেও টপ ১০ এর মধ্যে থাকতো।
-> এতোটা অসম্মান বয়ে নেওয়ার থেকে ভালো হবে না চুপচাপ মারকুইজ তার টাইটেল ছেড়ে কমনার হয়ে যাক? সে তো নোবেলদের নাম খারাপ ছাড়া আর কিছুই করছে না।
টেসি চুপচাপ তাদের কথা শুনে যাচ্ছিলো। তার কাছে থাকা গোল্ড কয়েন গুলো সে ভাইস কমান্ডারের উপরে লাগিয়ে দিয়েছে, যেহেতু সে জানে যদি হাজারের মধ্যে কেউ যেতে পারে তাহলে সেটা ভাইস কমান্ডারই হবে।
❝এলেক্স এতোটাও শক্তিশালী নয় তারপরও আমি ওর উপরে শুধুমাত্র ১ টা গোল্ড কয়েন বাজি ধরেছি। এখন আমার কাছে কোনো মাধ্যমও নেই ফিরে যাওয়ার? তাহলে কি আমি ব্যর্থ হয়েছি?❞ (টেসি ভাবছে)
টেসির হঠাৎ ডিউকের ছেলের চিঠির কথা মনে পরে গেলো,
❝এ পর্যায়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে হবে, তবে অন্তত আমার সিদ্ধান্তে আমাদের স্টেটে কিছুটা পরিবর্তন আসতে পারে।❞ (টেসি ভাবছে)
টেসি ডিউকের ছেলেকে বিয়ে করার কথা চিন্তা করছিলো। কিন্তু তার চিন্তা দূর হতে বেশি সময় লাগলো না,
* * *
এলেক্সের মুখে মাস্ক ছিলো না, ভাইস কমান্ডারের থেকে একটা রুমালের মতো কাপড় দিয়ে এলেক্স নিজের মুখ ঢেকে রেখেছে। সে যে আর্মার পরে এসেছিলো তা টুকরো টুকরো হয়ে গিয়েছে ইমুগির এট্যাকে। এই সময়ে সে বেশ কিছু ছিদ্র যুক্ত একটা টি শার্ট এবং প্যান্ট পরে আছে। দূর থেকে লোকটা তার হাতে থাকা এক্সটা এলেক্সের দিকে ছুড়ে মারলো। এলেক্স সেটাকে ধরলো না, বরং এলেক্সের বুকে সেটা লেগে নিচে পরে গেলো। এক্সের ব্লেড এলেক্সের বুকে লাগাতে তার টিশার্ট ছিঁড়ে গেলো অনেকটা। বুকে সামান্য একটু ক্ষত হলো যা সাথে সাথেই হিল হয়ে গেলো।
-> মনে হচ্ছে ভালোই স্কিল রয়েছে তোমার কাছে, কিন্তু আমাদের ব্রাঞ্চ লিডারকে হত্যা করার জন্য তোমাদের দুজনকে একানেই মরতে হবে।
নিচে থাকা এক্সটা হঠাৎ করে উড়ে এলেক্সের পায়ের নিচে থেকে আবারো লোকটার হাতে চলে গেলো। এই সময়ে চারপাশ দিয়ে ঘিরে ধরলো বিশজনের মতো। এতোক্ষণ তাদেরকে ভাইস কমান্ডার না দেখলেও এখন তাদেরকে খেয়াল করলো। সে ও ফাইট করার পজিশন নিলো।
ড্রাকো,
এলেক্সের ডাকে তার হাতে থাকা দুটো ড্রাগনের ট্যাটুর একটা উজ্জ্বল হয়ে গেলো। ট্যাটুটা থেকে একটা ড্রাগন বেরিয়ে আসলো। শুধুমাত্র ড্রাগনটার বের হওয়ার কারণেই যারা মাত্র ঝাঁপিয়ে পরতে যাচ্ছিলো তারা তাদের শরীর নারাতে পারছিলো না।
-> ড্রাগননননননন? না এটা কিভাবে সম্ভব? একজন মানুষের সাথে ড্রাগন তার উপরে প্রথম ফ্লোরে।
-> এডমিনিস্ট্রেটর কি এটা দেখছে না? এটা কিভাবে একটা ফেয়ার ফাইট হতে পারে?
লোকগুলোর কথায় এলেক্স কান দিলো না। এলেক্স তার আদেশ ড্রাকো কে দিয়ে দিয়েছে। ড্রাকো তার মুখ দিয়ে ভাইস কমান্ডারের আর্মারের পিছনের অংশ কামড় দিয়ে তাকে উপরে তুলে নিজেও উড়াল দিলো। ভাইস কমান্ডারকে নিজের পিঠে বসিয়ে ড্রাগন গাছপালার মাঝ দিয়ে ডিমনিক ফরেস্টের উপরে চলে যায়।
❝ড্রাগন কি আমাদের এট্যাক করবে না? কোন বোকা এমন কাজ করতে পারে? নাকি এডমিনিস্ট্রেটর এর কারণে ড্রাগনটা আমাদের এট্যাক করতে পারবে না?❞
এলেক্সের সামনে থাকা লোকটা ভেবে যাচ্ছিলো। সে এবার বলতে লাগলো,
-> তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। যেহেতু ড্রাগনটা এখানে নেই তাই তোমাকে বাঁচানোর মতো এখানে আর কেউ নেই। হাহাহাহাহা।
এলেক্স তার কথায় কিছু না বলে নিজের টিশার্ট খুলে ফেললো। তার শরীরে কোনো রকম আর্মার ছিলো না। ডান হাতের ডানার ঔখানে ড্রাগনের ট্যাটুটা স্পষ্ট দেখা যাচ্ছিলো। বাম হাতে আরেকটা দাগ রয়েছে, এক হাতের তালুর উপরে আরেকটা ড্রাগনের ট্যাটু রয়েছে। যা স্পষ্ট সবাই লাইভ ব্রডকাস্টে দেখতে পারছিলো। তেমন কোনো মানুষ তার ব্রডকাস্টে নজর দিচ্ছিলো না। কিন্তু একটা পান্সেই যখন আকাশের মধ্যে ড্রাগনের বিশাল একটা প্রজেকশন উড়ে গেলো তখনি আস্তে আস্তে করে এলেক্সের এরিয়ার ব্রডকাস্টে লোকজনের সংখ্যা বাড়তে শুরু করলো।
* * *
এরিনার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে তিন ডিউকের পরিবার এবং রয়েল ফ্যামিলি অবস্থান করছে। ব্রডকাস্টের মধ্যে তাদের তাকাতে হয় নি। এরিনার মাঝখান থেকেই তারা বিশাল একটা ড্রাগনের প্রজেশন দেখতে পেয়েছিলো। আর সেটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছে সেখানে বসে থাকা প্রিন্সেস মায়া। প্রিন্সেস এর অবাক হওয়া দেখে এম্পেরর তাকে জিজ্ঞাসা করলো,
-> কি হয়েছে মায়া?
এম্পেরর এর কথা শুনে সে তাকালো, এম্পায়ারের সকল কিং এবং তিন ডিউক সহ সবাই তার দিকে তাকিয়ে আছে। সে কোনো ভুল করেছে কিনা সেটা বুঝতে পারছে না, তবে তার উত্তর শোনার জন্য তার দিকে সবাই তাকালো।
-> আমি জানি না তবে আমার মনে হচ্ছে এই ছেলেটার সাথে হার্টগেন এর কোনো সম্পূর্ক রয়েছে। যদিও আমি তখন তার চেহারা দেখতে পারি নি মাস্ক পরে থাকার কারণে এবং এই ছেলেটাও মাস্ক পরে আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হার্টগেন এর স্কিল এবং এই ছেলের স্কিল দুটো একই রকমের। (মায়া)
প্রিন্সেস মায়া ট্রেইল ফ্লোরে হার্টগেন এর শেষ এট্যাক দেখেছিলো যেটা এমন একটা ড্রাগন তৈরি করেছিলো। সে অনুযায়ী সে কথাটা বললো। তার কথা শুনে পুরো রুমের পরিবেশ চেঞ্জ হতে সময় লাগলো না। এমন একটা ব্যক্তি যাকে পাগলের মতো খুঁজেছে তারা তাকে যদি এমন এবং এভাবে পেয়ে যায় তাহলে কার এক্সপ্রেশন ভালো থাকবে?
এম্পেরর ব্যতিত সবার চিন্তা এরকম,
❝আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে সবার সাথে আমাকেও প্রতিযোগিতায় নামতে হবে। যে করেই হোক হার্টগেনকে আমাদের স্টেটে আনতে হবে। সে যদি প্রথম ফ্লোরে না ও থাকে তারপরও শুধুমাত্র আমাদের স্টেটের নাইট অর্ডারে কিছুদিন থাকার কারণেই আমাদের পাওয়ার অনেক হারে বৃদ্ধি পাবে। সাথে তো সম্মান রয়েছেই।❞
প্রতিটা ব্যক্তির চিন্তা ভাবনা যে এম্পেরর জানে না এমন নয়। তারা কি ভাবতে পারে এই সময়ে সেটা ভালো করেই জানে এম্পেরর। সে তার মিনিস্টারকে ডাক দিলো এবং বলতে লাগলো,
-> এখনি বের করো এই ছেলেটা কোন স্টেটে রয়েছে। (এম্পেরর)
কমিনিউটি এমন একটা জায়গা যেখানে কেউ বায়ু ত্যাগ করলেও সেটা ভাইরাল হয়ে যায়। তাই দেখা মাত্রই সেটা কোন ব্রডকাস্টে হচ্ছিলো সেটা বের করা কোনো ব্যাপারই নয়। যে ছেলে তার একটা আকাশে ড্রাগন তৈরি করতে পারে এবং তার এট্যাকে একটা বিশাল পুকুরে মতো গর্ত হয়ে যেতে পারে তাকে তো সবাই তাদের স্টেটে চাইবে।
-> ইউর হাইনেস, আমাদের সিলভার মুনের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ছেলেটা মারকুইজ টরেনহামের স্টেটের এবং মারকুইজ টরেনহামের একমাত্র কন্যার পার্সোনাল নাইট। (মিনিস্টার)
মিনিস্টারের কথা শুনে এম্পেরর কিছু বললো না। সে শুধু ভেবে যাচ্ছিলো।
* * *
অন্যদিকে নোবেলদের এরিয়াতে টেসি খুব অবাক হয়েছে। সে বুঝতে পারছিলো না কি হচ্ছে। সে ভালো করেই জানে এলেক্সের অবস্থার কথা। কিছুদিন পূর্বে এলেক্স ভালো করে উঠতেও পারছিলো না। তাহলে এখন এতোটা পাওয়ার কিভাবে সম্ভব। আর সেটা বাদেও একটা ড্রাগন, সেটা কিভাবে এলেক্সের কাছে আসলো,
-> এটা নিশ্চয় কোনো আর্টিফেক্ট বা রেলিক এর সাহায্যে হয়েছে।
-> হ্যাঁ একটা আর্টিফেক্ট বা রেলিক ছাড়া এটা সম্ভব নয়। মারকুইজ টরেনহামের নাইট গুলো সাধারণ মনস্টার গুলো হত্যা করতে পারে না, কোনো রেলিক না হলে এটা কোনো ভাবেই সম্ভব নয়।
টেসির পাশে বসে থাকা নোবেল পরিবারের মেয়ে গুলো কোনো ভাবেই মেনে নিতে পারছিলো না বিষয়টা। তাই তাদের মনে যা আসছিলো তাই তারা বলে যাচ্ছিলো। একজন তো বলে ফেললো,
-> আমার মনে হচ্ছে এই ছেলে কোনো ডিম্যান এর সাথে কন্ট্রাক করেছে। নাহলে এটা অসম্ভব।
তার কথা শুনে সেখানে থাকা সব গুলো চোখ তার দিকে তাকালো। মেয়েটা আর কেউ নয় বরং এটায় টেসিকে অপমান করেছিলো গতকাল। যেহেতু ছেলেটার কাছে একটা ড্রাগন রয়েছে, তাই তার নামে এমন একটা গুজব ছড়ানোর কারনে সবার কড়া নজর মেয়েটার উপরে পরলো।
অন্যদিকে টেসি ভেবে উঠতে পারছিলো না কি হচ্ছে। তার অন্যদিকে কোনো খেয়াল নেই।
❝আমি শুনেছি ব্রেসলেটটা এলেক্সের পাওয়ারকে বুস্ট করবে। কিন্তু এতোটা করবে, না ওয়েট আমি ব্রেসলেট এর সাথে কানেকশন খুঁজে পাচ্ছি না। তাহলে কি কোনো ভাবে ব্রেসলেটটা এলেক্সের পাওয়ারকে সিল করে রেখেছিলো? না এটা কিভাবে সম্ভব? যদি সেটা হয় তাহলে তো আমরায় এলেক্সের গলায় ব্রেসলেট পরিয়েছি। তাহলে কি এলেক্স আমাদের ঘৃণা করবে এবং চলে যাবে?❞ (টেসি ভাবছে)
* * *
শুধুমাত্র এলেক্সের পান্সটা দেখেই ভাইস কমান্ডারের বলার মতো কোনো রকমের ভাষা ছিলো না। সে এলেক্সকে কি বলবে ভেবে পাচ্ছিলো না। ড্রাগনটা বিশাল পুকুরের মতো গর্তের মাঝখানে নামলো যেখানে এলেক্স দাঁড়িয়ে আছে। শুধুমাত্র মাঝখানে কিছুটা জায়গা উঁচু রয়েছে যেখানে এলেক্স দাঁড়িয়ে আছে। তাছাড়া তার ড্রাগন পান্সে আশেপাশের সব জায়গায় বিশাল গর্ত হয়েছে। ড্রাকোর উপর থেকে নামলো ভাইস কমান্ডার।
❝আমি এই সময়ে কি বলবো ভেবে পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে আমি এলেক্সের কাছে থাকলে ওকে আরো পিছিয়ে নিয়ে আসবো।❞
ভাইস কমান্ডার মুখে একটা হাসি নিয়ে বলতে লাগলো,
-> এলেক্স আমার মনে হয় তোমার দ্বারা আমরা হাজারে নয় বরং প্রথম স্থান অর্জন করতে পারবো। বেস্ট অফ লাক্। এডমিনিস্ট্রেটর স্যার আমি হার মেনে নিয়েছি। (ভাইস কমান্ডার)
এলেক্সের দিকে একটা থাম্বস আপ দেখিয়ে ভাইস কমান্ডার সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। অনেকেই হয়তো জানে না, তবে কেউ সম্মানের সাথে এডমিনিস্ট্রেটর এর কাছে হার মেনে নেওয়ার কথা বললে এডমিনিস্ট্রেটর তাদেরকে টুর্নামেন্টে থেকে বাতিল করতে পারে, তবে এটা সম্পূর্ণ তার মুডের উপর নির্ভর করে। যেহেতু এডমিনিস্ট্রেটর এর মুড এই সময়ে ভালো ছিলো তাই সে ভাইস কমান্ডার এর অনুরোধ মেনে নিয়ে তাকে বাতিল করে দেয়।
ভাইস কমান্ডার যাওয়ার পূর্বে ভাবছিলো,
❝আমি থাকলে কিছুই করতে পারবো না, যার থেকে অসম্মানের কিছু হতে পারে না। তাই সব কিছু তোমার উপরেই নির্ভর করছে।❞
* * *
To Be Continued
* * *