[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টুর্নামেন্ট অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। এক সময়ে যেখানে লক্ষ মানুষ উপস্থিত ছিলো সেখানে এখন মাত্র কয়েক হাজার রয়েছে। যেহেতু প্রতিটা ব্যক্তিই ডিমনিক ফরেস্টের মাঝখানে রয়েছে যেখানে মনস্টার গুলোর সংখ্যা বেশি হওয়ার সাথে তাদের পাওয়ারও অনেক বেশি, তাই একদিনেই অধিকাংশ ব্যক্তি মারা গিয়েছে। আবার শুধু যে মনস্টার গুলোর হাতেই তারা মারা গিয়েছে এমন নয়, যারা মারা গিয়েছে বা টুর্নামেন্ট থেকে বাতিল হয়েছে তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই আবার একে অপরকে হত্যা করেছে।
এখন যে কজন ব্যক্তি অবশিষ্ট রয়েছে তারা মূলত খুব সাবধানতা অবলম্বন করে যাচ্ছে। তারা যে শুধু সাবধানতা অবলম্বন করছে এমনো নয়। সব গুলো ব্যক্তির মধ্যে এ লোকগুলোই সবচেয়ে বেশি স্কিলফুল। যে কারণে তারা এখনো টিকে রয়েছে। হাতে গোনা কয়েকজন হয়তো দুর্বল হওয়া সত্ত্বেও ভাগ্যের কারণে এখনো টিকে রয়েছে। কিন্তু সেটার সবার জন্য প্রযোজ্য নয়। ডিমনিক ফরেস্ট এমন একটা জায়গা যেখানে একটা মানুষ যত বেশিক্ষণ থাকবে তার শরীরের গন্ধ তত বেশি ছড়াবে। আর সে গন্ধ গুলো অন্যান্য মানুষের নাকে না গেলেও ডিমনিক ফরেস্টের দূর দুরান্তে থাকা মনস্টারের নাকে ঠিকই যাচ্ছিলো। যারা ডিমনিক ফরেস্ট সম্পর্কে কিছুটা জানে এবং যারা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে শুধুমাত্র তারাই কিছুটা হলেও মনস্টারদের থেকে সুরক্ষিত রয়েছে।
-> আমি আমাজনের মধ্যেও এরকম মনস্টার দেখি নি যেমনটা এখানে দেখছি। পৃথিবীতে আমি ভুল করেছি। টিভি সিরিজে কাজ না করে আমার হান্টার হওয়া উচিত ছিলো। অন্তত আমি এসব মনস্টার কাঁচা খাওয়ার এনার্জিটা পেয়ে যেতাম।
কথাটা বললো একটা মধ্য এবং বৃদ্ধ বয়সের মাঝামাঝি একটা লোক। লোকটার নাম বেয়ার গ্রিলস। তার বয়স বেশি হলেও সেটা তার মুখ এবং কালার করা চুল দেখে একটুও বোঝা যাচ্ছে। সে রয়েছে আরো দুজন ব্যক্তির সাথে। একজন নাইট যার পরনে সিলভার কালারের একটা পাতলা স্টিলের আর্মার রয়েছে। তেমন ভাড়ি আর্মার না হওয়ার কারণে মনেই হবে না সে আর্মার পরে রয়েছে। তার গলার পিছনে একটা কেপ বাঁধা রয়েছে যেটা হাঁটু পর্যন্ত ঝুঁলে যাচ্ছে। কেপ বা চাদরে বিশাল করে সিলভার গিল্ডের লোগো রয়েছে যেটা না চেনা কোনো ব্যক্তিই হয়তো সিলভার এম্পায়ারে নেই।
-> স্যার আমি আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাকে বাঁচানোর জন্য। আপনি সময় মতো না আসলে তো মনস্টারের মাংস কেটে খাওয়ার পূর্বে আমিই মনস্টারের খাবার হয়ে যেতাম। (বেয়ার)
সামনে হাঁটতে থাকা লোকটা বা ছেলেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিলো তার বয়স বেশি নয়। ২৫ এর কাছাকাছি বা কম হবে। সে পিছনে না তাকিয়েই বেয়ারকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
-> হাউন্ড ক্যাট গুলো অনেক চালাক মনস্টার। তাদের এট্যাক করলে তারা মৃত হওয়ার নাটক করে। এই সময় যদি কেউ সেটাকে মৃত ভেবে নিজেদের গার্ড ডাউন করে তাহলেই তারা এট্যাক করবে।
বেয়ার মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনলো। সে লজ্জা পেয়ে মাথায় হাত দিয়ে হাসতে লাগলো। বেয়ার খেয়াল করলো আরেকজন ব্যক্তিও সেখানে রয়েছে, কিন্তু এ পর্যন্ত কোনো রকমের কথা সে বলে নি।
❝আশ্চর্যকর বিষয়। আমার বার বার মনে হচ্ছে এই নাইট স্যারের সাথে আমার পূর্বেও দেখা হয়েছে। কিন্তু আমি এমন কোনো ব্যক্তি নয় যে একবার কাউকে দেখলে তাকে দ্বিতীয়বার চিনতে পারবো না। তাছাড়া আমার মনে হচ্ছে এই লোকটা সব কিছু জানে, যে কারণে এখন পর্যন্ত কোনো রকমের মনস্টার আমাদের উপরে আক্রমন করে নি, এমনকি অন্য কেউও আমাদের সামনে পরে নি।❞ (বেয়ার ভাবছে)
অন্যদিকে সামনে থাকা নাইট ছেলেটা ভাবতে লাগলো,
❝রুইন টা থেকে যে স্পেয়ার সংগ্রহ করেছিলাম, সেটার কারণে নতুন স্কিল "পারফেক্ট ক্লোনিং" আবারো পাওয়ার কারণে আমি আমার ক্লোন গুলোর সাহায্যে সব জায়গায় কি হচ্ছে সেটার উপরে নজর রাখতে পারছি। যদিও আমি জানি ভবিষ্যতে কি হতে যাচ্ছে তারপরও প্রতিবারই কোনো না কোনো ছোট পরিবর্তন হয় আমার জন্য। আর এটার মাধ্যমে আমি যার সন্ধান করছিলাম তাকেও পেয়ে গিয়েছি। তবে এমন কিছু একটা হবে সেটা আমি ভাবি নি। আমি একবারও টুর্নামেন্টে অংশগ্রহন করে এলেক্সকে দেখি নি, এমনকি কখনো শুনিও নি সে টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলো। আমাদের দেখা টাওয়ারের আরো উপরের ফ্লোরে হওয়ার কথা ছিলো। কিন্তু এমন কি হলো, যেটার কারণে এবার এলেক্স টুর্নামেন্টে অংশগ্রহন করলো?❞
* * *
পুরো লাইভ স্ট্রিমের নজর এখন তার উপরে রয়েছে। অধিকাংশ ব্যক্তিই তার স্ট্রিম দেখে নি, তাই সে যে এট্যাক করেছে সেটা সম্পর্কে জানে না। শুধুমাত্র যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তারাই গোল্ড কয়েনের মাধ্যমে কোনো স্ট্রিমকে পিছিয়ে নিয়ে দেখতে পারে যা অধিকাংশ নোবেলদের জন্যও সম্ভব নয়। মূলত এলেক্স এরকম এট্যাক করেছে সেটা কেউই বিশ্বাস করতে পারছে না। সবার একটায় চিন্তা এই সময়ে। যেহেতু এলেক্সের কাছে একটা ড্রাগন রয়েছে এবং বেশিরভাগ মানুষই এলেক্সকে এট্যাক করতে দেখে নি। বরং এলেক্সকে দাঁড়িয়ে থাকতে দেখেছে সেখানে যে কারণে সবাই বিশ্বাস করছে সেটা ড্রাগনের এট্যাক। যদিও সবাই ভাবছে এলেক্স এট্যাক করে নি বরং ড্রাগনটার এট্যাক ছিলো সেটা তারপরও সবার নজর এলেক্সের দিকে ছিলো।
এলেক্সের দিকে সবার নজর থাকার মূল কারণ মূলত ড্রাগন। ড্রাগন এমন একটা বিয়িং যেটা প্রথম ফ্লোরে সবচেয়ে রেয়ারই বলা চলে। এমন নয় যে প্রথম ফ্লোরে ড্রাগন নেই। প্রথম ফ্লোরে একটা ড্রাগন রয়েছে, কিন্তু সেটা দেখার সাহস কারোই নেই। কাছ থেকে ড্রাগন দেখতে পাওয়াটা প্রথম ফ্লোরের ব্যক্তিদের জন্য স্বপ্নের মতো একটা পাওয়ার। কেউ প্রথম বারের মতো ড্রাগন দেখছে, আবার অধিকাংশ কমিউনিটিতে পূর্বে ড্রাগন দেখলেও এইবার প্রথম, প্রথম ফ্লোরে ড্রাগন দেখতে পারছে। এজন্যই মূলত সবার নজর এলেক্সের দিকে।
-> আমি ভুল করেছি। আমি কেনো পূর্বে এই ছেলেটার উপরে আমার বেট লাগায় নি।
-> কিন্তু তোমার কি মনে হয় ছেলেটা কি নাইট?
-> ছেলেটা কি সেটা কে দেখবে এখন? তার কাছে একটা ড্রাগন রয়েছে এবং সেটা তার প্রতিটা আদেশ পালন করছে এটায় দেখার বিষয়।
-> তাহলে কি প্রতিটা নোবেল তাকে আপন করার চেষ্টা করবে না?
-> করলেও কি লাভ? এসব ব্যক্তি কখনোই প্রথম ফ্লোরে থাকবে না। এমনো হতে পারে এই ছেলেটা উপরের ফ্লোর থেকে এখানে এসেছে।
-> হ্যাঁ, যদিও আমার বিশ্বাস হচ্ছে না সে একটা ড্রাগন কন্ট্রোল করছে কিন্তু উপরের ফ্লোর থেকে না আসলে সে কিভাবে একটা ড্রাগনের দেখা পাবে?
প্রতিটা ব্যক্তিই এলেক্সকে নিয়ে কথা বলে যাচ্ছে।
* * *
অন্যদিকে এলেক্স ড্রাকোর পিঠে বসে রয়েছে। এক মুহুর্তের মধ্যে সে পুরো টাওয়ারের মধ্যে নজর কেড়ে নিয়েছে। যে কারণে একটা নির্দিষ্ট লাইভ স্ট্রিম শুধুমাত্র তার জন্যই হচ্ছিলো। এডমিনিস্ট্রেটর কিভাবে এগুলো করছে সেটা সম্পর্কে কেউই জানে না। কোনো জায়গায় কোনো ক্যামেরা কিংবা অন্য ধরনের ম্যাজিকাল স্টোন অথবা অন্য কোনো বস্তু দেখা যাচ্ছিলো না, তারপরও প্রতিটা এরিয়া চেঞ্জ হয়ে হয়ে ভিডিও হচ্ছিলো। আর এখন এলেক্সের একটা সিনও বাদ যাচ্ছে না। সে কি করছে তার প্রতিটা ফুটেজ লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছিলো। তবে এগুলো সম্পর্কে তার কোনো ধারনা ছিলো না এবং এলেক্স জানেও না তাকে পুরো টাওয়ার দেখে যাচ্ছে।
-> ড্রাকো।
ড্রাকো কথা বলতে পারে না, তবে সে কি ভাবছে সেটা এলেক্স সম্পূর্ণ বুঝতে পারে। মনে মনে সে কি বলতে চাচ্ছে সেটা কথা না বললেও এলেক্স বুঝতে পারে। হয়তো এটায় বন্ড করার লাভ। বিষয়টা অনেকটা তার আর্মির মতোই। এলেক্সের ডাক শুনে ড্রাকো মাথা ঘুরিয়ে তাকালো এলেক্সের দিকে। ড্রাকোর আকার এখনো ততটা বড় হয় নি যতটা তার মায়ের আকার ছিলো। তার মায়ের আকারের তুলনা করলে ড্রাকো একদমই ছোট। তারপরও সে মানুষের তুলনায় বিশাল একটা মনস্টার, যদিও এখনো সে বাচ্চা।
-> আমার মনে হয় তোমার ব্রিথ এট্যাকের সময় হয়ে এসেছে। আমি মার্ক করে দিচ্ছি, সেখানে তুমি তোমার এট্যাক করো। (এলেক্স)
ড্রাকো কি ভাবছিলো তা এলেক্সের বুঝতে বাকি রইলো। সে বলতে লাগলো,
-> যদি কোনো ব্যক্তি সে অবস্থানে না থাকে তাহলে আমার মনে হয় না এডমিনিস্ট্রেটরের কোনো সমস্যা হবে। তুমি তোমার এট্যাক শুধুমাত্র অন্য ইউজারদের উপরে করতে পারছো না এডমিনিস্ট্রেটরের কারণে। (এলেক্স)
এলেক্সের কথা শোনা মাত্রই ড্রাকো রেডি হলো। ড্রাকো একটু পূর্বে এট্যাক করতে পারে নি সেই ডাকাতদের। সে চাইলেও তার শরীর এট্যাক করে নি, তাই শুধুমাত্র এলেক্সের আদেশ পালন ছাড়া তার করার মতো আর কিছুই ছিলো না। তবে এখন এলেক্সের কথাটা শোনার পরে তার চিন্তা সম্পূর্ণ পাল্টে গেলো। ড্রাকো যে তার ডিমের ভিতর থেকে বের হওয়ার পরেই এলেক্সকে দেখেছে। তার চোখে এলেক্স তার কোনো বন্ধু নয়, বরং সে তাকে তার মায়ের পাশের স্থানে দেখে। ড্রাগনদের ইন্টেলিজেন্স পুরো অন্য লেভেলে। ডিম থেকে বের হওয়ার পর থেকেই ড্রাকো এলেক্সকে তার বাবার মতো দেখে। এলেক্স তার উপরে বসেছে এবং তাকে কমান্ড করছে, এটা ড্রাকোর কাছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। সে তার পাওয়ার আর হোল্ড করলো না। এনার্জি সব মুখের কাছে ফোকাস করলো। আর সাথে সাথেই বিশাল একটা আগুনের ব্রিথ বের হলো তার মুখ থেকে। অনেকটা টর্চ লাইটের মতো আগুনটা। বের হয় চিকন হয়ে তবে সেটা যত দূরত্ব অতিক্রম করে ততই আকার বড় হতে থাকে। বিশাল ব্রিথ এট্যাকের কারণে সে এরিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলো। এবারের গর্তটার আকার অনেক বৃদ্ধি পেলো। এলেক্সের এট্যাকে যেটা হয়েছিলো সেটার থেকেও দ্বিগুণ সাইজের বিশাল গর্ত হয়েছে, যার মাঝে একটা জিনিসও জীবিত নেই। যা ছিলো, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রতিটা ব্যক্তিই বসে বসে বা দাঁড়িয়ে লাইভে সিনটা দেখেছে। যারা একটা ড্রাগন দেখে নি পূর্বে তারা একটা ড্রাগনের পাওয়ার দেখতে পারলো। আবার যারা দেখেছিলো তারা আবারো দেখতে পারলো একটা ড্রাগনের পাওয়ার।
এলেক্সের আদেশে ড্রাকো সেই বিশাল পুকুরের মাঝখানে এসে নামলো। সে আর কিছু করলো না এবং সাথে সাথে এলেক্সের হাতের ট্যাটুর মাঝে হারিয়ে গেলো।
-> তাহলে দেখা যাক কতজন ব্যক্তি বা মনস্টার এখানে আসে এখন। (এলেক্স)
এলেক্স তার সার্চ ম্যাজিকের মাধ্যমে এমন একটা এরিয়া বেছে নিয়েছে যেখানে কোনো মানুষ না থাকলেও অনেক মনস্টার ছিলো। তাছাড়া এই এরিয়ার চারপাশ দিয়েই অনেক মানুষ উপস্থিত ছিলো যারা দেখতে না পারলেও সামনে শক্তিশালী একটা এট্যাক ঠিকই অনুভব করেছিলো। বলতে গেলে এলেক্সের উপস্থিতির কথা কেউই জানে না ডিমনিক ফরেস্টের মাঝে। যেহেতু তাদের কারোরই কমিউনিটি অপশনে এক্সেস নেই তাই জানার কোনো উপায়ও নেই যদি না কোনো ক্লোন বাইরে থাকে। আর সেটা তো সবাই করতে পারবে না।
পূর্বে আরেকটা এট্যাক দেখতে এবং অনুভব করতে পারলেও সেটা অন্য এরিয়াতে ছিলো যা প্রতিটা মানুষের থেকে অনেক দূরে ছিলো এবং শক্তিশালী এট্যাক হওয়ার কারণে কেউই গুরুত্ব দেখায় নি সেখানে যাওয়ায়। কিন্তু এখন সেটা আরেকটা এরিয়াতে হয়েছে এবং অনেক ব্যক্তিরই কাছে ছিলো,
-> আমাদের দেখা উচিত কি হয়েছে।
-> পাগল হয়েছো, যদি সেটা কোনো শক্তিশালী মনস্টার হয়?
-> আমার মনে হয় কোনো লিচ্ হতে পারে। নাহলে এতোটা দূর থেকে এট্যাকের পাওয়ার অনুভব করা সম্ভব নয়।
-> যায় হোক আমার মনে হয় অনেকগুলো ব্যক্তি সেখানে ফাইট করছে। আমরা দূর থেকে পর্যবেক্ষণ করবো যদি সম্ভব হয় তাহলে আমরা কিছু লোকদের হারাতেও সক্ষম হতে পারি।
-> হ্যাঁ আমারো তাই মনে হয়।
একা থাকুক কিংবা গ্রুপের সাথে, আশেপাশে থাকা সকল ব্যক্তিদেরই আগ্রহ হলো কি হয়েছে সেটা দেখার জন্য। এ কারণে তারা তাদের পা বারালো।
* * *
মারকুইজ টরেনহামের স্টেট,
মারকুইজ টরেনহাম তার অফিসে বসে রয়েছে। পুরো টাওয়ার যেখানে এই টুর্নামেন্ট দেখে যাচ্ছে সেখানে টরেনহাম কেনো দেখবে না। সে একাই ছিলো, কিন্তু তার রুমে তার নাইট কমান্ডারের আসতে বেশি সময় লাগলো। তার নাইট কমান্ডার কেনো এসেছে সেটা বুঝতে মারকুইজের বাকি রইলো না। কেউ কোনো রকম কথা না বলে এলেক্স আর তার ড্রাগনকে দেখছিলো। ড্রাগনটা হারিয়ে যাওয়ার সাথে সাথে নাইট কমান্ডার কিছু বলতে যাচ্ছিলো, কিন্তু মারকুইজ তখন বলতে লাগলো,
-> তোমার কথাটায় সত্য হয়েছে। ছেলেটা সাধারণ কেউ ছিলো না। আমার মনে হয় না তাকে স্লেভ হিসেবে কিনে আনার পরে তার কোনো আগ্রহ থাকবে আর আমাদের স্টেটে থাকার। যেহেতু আমি তার গলায় ব্রেসলেটটা অনুভব করতে পারছি না। তাই এটা বলা যাচ্ছে ছেলেটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের নেই।
মারকুইজের কথা শুনে কমান্ডার কিছুই বলতে পারছে না। তারা ভালো করেই জানে যদিও এলেক্স যদি তাদেরকে ক্ষমা করে দেয় স্লেভ বিষয়ের জন্য তারপরও তাকে তারা এখানে রাখতে পারবে না। এলেক্সের মতো ব্যক্তিরা কখনোই প্রথম ফ্লোরে বন্ধি থাকার মতো কেউ নয়।
-> মনে হচ্ছে বাকি স্টেট গুলো এই বিষয় নিয়ে আমাদের প্রেসার দিতে শুরু করবে। এখন আমি শত চেষ্টা করলেও ছেলেটার স্লেভের বিষয়টা পাবলিক হবেই। ব্লাক মার্কেট এই সুযোগ কিছুতেই হারাবেই না। ছেলেটার তথ্যের মূল্য দিয়েই তারা একটা বিপুল পরিমাণ কয়েন ইনকাম করবে, তাই তারা আমার সাথে হওয়া প্রমিস কখনোই পালন করবে না। (মারকুইজ)
মারকুইজের কথাটা শুনে কমান্ডার বলতে লাগলো,
-> আমার মনে হয় না ব্লাক মার্কেট প্রথমেই এতোটা রিক্স নিবে। যেহেতু এম্পেরর প্রথম যে হবে তার সাথে তার কন্যার বিয়ে দেওয়ার কথা জানিয়েছে। যদি এলেক্স প্রথম হয় তাহলে সে সুযোগ পাবে এম্পেরর হওয়ার এম্পেররের মেয়েকে বিয়ে করে। যদি সেটা হয় আর ব্লাক মার্কেট এরকম কিছু ফাস করে যেটা এলেক্স পছন্দ না করে তাহলে ব্লাক মার্কেটের পজিশন সংকটে থাকবেই। এই বিষয়টা নিশ্চয় ব্লাক মার্কেট ভেবে যাচ্ছে। তাই তারা টুর্নামেন্ট শেষ হওয়ার অপেক্ষা করবে। কিন্তু এখন কিংবা টুর্নামেন্টের শেষে আমাদের অবস্থা একরকমই আমি দেখছি। এলেক্স কি সিদ্ধান্ত নিবে সেটা এলেক্সের উপরেই ডিপেন্ড করবে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সত্য ফাস করে দিবো টুর্নামেন্ট শেষ হলেই। এতে করে অন্তত ব্লাক মার্কেট লাভবান হতে পারবে না আমাদের দ্বারা। (কমান্ডার)
দুজন আর কিছু বললো না। তাদের মাঝে চিন্তার ছাপ। দুজনেই এক কথা ভেবে যাচ্ছিলো।
❝এলেক্স আমাদের স্টেটে কিছু সময় থাকলেই হয়তো আমরা আবারো পূর্বের অবস্থানে ফিরে আসতে পারতাম।❞
* * *
টাওয়ারের কোনো এক জায়গায়,
একটা ছেলে দাঁড়িয়ে কমিউনিটিতে লাইভ ভিডিও দেখতে ব্যস্ত ছিলো। এমন সময় তার পিছন থেকে এসে একটা বিশাল লিজার্ড তাকে পুরো গিলে খেয়ে ফেললো। এক মিনিট পরেই দেখা গেলো পুরো লিজার্ডের দুই টুকরো হয়ে গেছে। সবুজ ব্লাডে পুরো শরীর মেখে গেছে ছেলেটার। তারপরও সে ভিডিও দেখে যাচ্ছে। ভিডিও তে একটা ছেলে রয়েছে। তার মুখে মাস্ক থাকার কারণে সে চিনতে পারলো না ছেলেটা কে। কিন্তু তার ডান হাতের ডানায় একটা ড্রাগনের ট্যাটু তার নজরে পরলো। যেটা দেখার পরে মাথা একটা নাড়া দিলো ছেলেটা। মুখে এবং মাথায় থাকা অধিকাংশ সবুজ ব্লাড দূর হয়ে গেলো। তার হলুদ চুল গুলো নরে উঠলো। মুখে একটা হাসি নিয়ে সে বলতে লাগলো
-> আমি কি তাহলে ভুল করেছি তোমার সাথে দেখা না করে? মনে হচ্ছে আমাদের প্রথম দেখা হতে যাচ্ছে শীঘ্রই, এবার এক শরীরে নয় বরং দুই শরীরে মুখোমুখি অবস্থায়।
* * * * *
To Be Continued
* * * * *
কে হতে পারে শেষের ছেলেটা সে অনুভূতি নিয়ে গ্রুপে একটা পোস্ট দিতে পারেন।