[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
প্রতিটা লোকই সামনে কি হয়েছিলো সেটা দেখার আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে। যেহেতু তারা বিষয়টা দূর থেকেই পর্যবেক্ষণ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বলতে গেলে প্রায় সবাই ডিমনিক ফরেস্টের গাছপালার ভিতর থেকে বেরিয়ে এসেছে। তবে তাদের পথের সামনে আর কোনো গাছপালা নেই, বরং একটা বিশাল গর্ত যেটার মধ্যে কিছুই নেই। যাদের দৃষ্টিশক্তি ভালো শুধুমাত্র তারায় খেয়াল করেছে এই বিশাল গর্তের নিচে একদম মাঝখানে একটা ব্যক্তি বসে রয়েছে।
গর্তটা তেমনো নিচু হয় নি। শুধুমাত্র বিশাল একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। আশেপাশে কোনো রকমের মনস্টার ছিলো না, যে কারনে এখানে কি হয়েছে সেটা নিয়ে সবারই আগ্রহ ছিলো। তবে কেউই বুঝতে পারছিলো না এখানে কি হয়েছে। ফাঁকা জায়গায় চলে আসার কারণে একে অপরের সাথে সবার দেখা হয়ে গিয়েছে এবং তারা কিছু সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই ফাইট শুরু হয়ে গিয়েছে।
যারা ফাইট করতে চাই নি তাদের এই সময়ে পরিস্থিতির শিকার হয়ে ফাইট করতে হচ্ছে। যেহেতু প্রতিটা লোকের আশেপাশেই অন্যান্য ব্যক্তি ছিলো তাই পালিয়ে যাওয়ার সুযোগ ছিলো না কারো। যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো প্রথমে সবাই মিলে তাকেই হত্যা করছিলো।
-> যখন এই অবস্থায় এসেই গিয়েছি তাই আমার এখন ফাইট ছাড়া কিছুই করার নেই।
-> আমি মরার পূর্বে অন্তত দশজনকে তো আমার সাথে করে নিয়ে যাবো।
-> আমরা যারা দুর্বল রয়েছি তারা একসাথে শক্তিশালী নাইটদের এট্যাক করি।
প্রতিটা ব্যক্তিই ফাইট করছিলো। নাইট থেকে শুরু করে অন্যান্য জবের মানুষগুলো। কেউ একা তো কেউ গ্রুপ নিয়ে। আবার কেউ কেউ তো টিম বানিয়ে শক্তিশালীদের প্রথমে হত্যা করে যাচ্ছে। আর এরই মাঝে তারা কখন বিশাল গর্তের মধ্যে নেমে এসেছে সেটা খেয়ালই করে নি। সবার নজর আকাশের দিকে গেলো। উপরে তাকিয়ে কেউ তাদের চোখকে বিশ্বাস করতে পারছিলো না।
-> তিনটা, উল্কাপিণ্ড!
-> এটা একটা মিটিয়ার(উল্কা) স্পেল।
-> সবাই সাবধান এখানে একজন ম্যাজিসিয়ান রয়েছে যে মিটিয়ার ব্যবহার করতে পারে।
আকাশ থেকে তিনটা মিটিয়ার পরতে দেখেই প্রতিটা ব্যক্তি চিন্তিত হয়ে গেলো। ভয়ে কারো শরীর নরতে চাচ্ছিলো না। একটা উচ্চ লেভেলের স্পেল এটা যেটা ম্যাজিসিয়ানরা ব্যবহার করতে পারে। সাধারণ দৃষ্টিতে একই লেভেলের একটা ম্যাজিসিয়ান এবং নাইটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানা প্রতিটা ব্যক্তিকে খুব দ্রুত শক্তিশালী করে অন্যদিকে অউরা দিয়ে শক্তিশালী হতে সময় এবং পরিশ্রম দুটোরই প্রয়োজন হয়। প্রায় দুই শত ব্যক্তির মতো রয়েছে যারা তিনটা মিটিয়ার এর টার্গেটে রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই কি করবে বুঝে উঠতে পারছিলো না। আর কিছু রয়েছে যারা সে জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। তবে তারা পালাতে পারলো না। যারা দৌড়াচ্ছিলো তাদের শরীর হঠাৎ করে বরফে জমে যেতে শুরু করলো। মিটিয়ার এর টার্গেটে যারা রয়েছে তাদের মধ্যে অনেক বড় বড় নোবেলদের নাইট রয়েছে, তারা বলতে লাগলো,
-> এরকম কিছু একটা হবে, ভেবে আমি সবার মাঝে আসতে চাই নি। কিন্তু মনে হচ্ছে আমাদের এই স্পেল থেকে বাঁচতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
শুধুমাত্র একজন নাইটের কথায় সবার ভয় কিছুটা দূর হয়ে গেলো। সে নাইটকে চিনে না এমন কেউ নেই পুরো এম্পায়ারের মধ্যে। তিন ডিউকের মধ্যে একজন ডিউকের নাইট অর্ডারের ভাইস কমান্ডার যার কথাটা শুনে সবাই তাদের অস্ত্র নিয়ে দাড়ালো। সেখানে থাকা নাইট ব্যতীত যারা ছিলো তারা পূর্বে এরকম কোনো স্পেলের বিরুদ্ধে ফাইট করে নি, তাই তারা কি করবে ভেবে না পেয়ে হাল ছেড়ে সেখানেই বসে পরলো। সব গুলো নাইট একত্রিত হলো এবং তাদের উপরে যেটা পরছিলো সেটার নিচে তারা তাদের সোর্ড এবং শিল্ড নিয়ে প্রস্তুত ছিলো। প্রায় শত এর উপরে নাইট রয়েছে যারা তাদের উপরে একটা মিটিয়ার বা উল্কাপিন্ড পরলো। বিশাল বড় পাথরের একটা টুকরো এবং সেটার চারিদিকে ভয়ানক আগুন নিয়ে মিটিয়ার নাইটগুলোকে তার নিচে পিষে ফেলার চেষ্টা করছিলো। তবে নাইট গুলোর অউরা এনার্জি একত্রিত করার কারণে এবং তাদের আর্মারের কারণে তাদের ৫ মিনিটের মতো সময় লাগলো মিটিয়ারটা ধ্বংস করতে। যদিও আর্মার, স্কিল এবং অউরার কারণে নাইট গুলো বেঁচে গিয়েছে তবে তাদের মাঝে মৃত্যুর সংখ্যাও ছিলো। প্রতিটা নাইট যারা বেঁচে গিয়েছে তারা খেয়াল করলো তাদের পাশে যে দুটো মিটিয়ার পরেছে তার আরো কিছুটা গর্ত তৈরি করেছে যেটা তাদের অবস্থান করা গর্তের ১% হলেও সেখানে যারা ছিলো তাদের কাউকে দেখা যাচ্ছে না।
-> তাহলে আমরা বেঁচে গিয়েছি।
-> হ্যাঁ আমরা বেঁচে গিয়েছি।
-> হাহা হাহাহাহাহাহা।
সবার সামনেই একটা স্ক্রিন চলে আসলো। যেটা সবাই পড়তে লাগলো।
তিনটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের তিনজনই মেয়ে। তিনজনের সিলভার কালারের আর্মার এবং তাদের পিঠে থাকা চাদরের লোগো দেখে বোঝা যাচ্ছিলো তারা সিলভার গিল্ডের সদস্য। মাঝখানে দাঁড়িয়ে থাকা লম্বা মেয়েটার হাতে রয়েছে সোর্ড এবং তার দুইপাশে থাকা দুজন টুইন মেয়ের হাতে রয়েছে দুটো ম্যাজিক স্টাফ। দুটো মেয়ে যার একটার চোখের মনির কালার লাল সে বলতে লাগলো,
-> একটা মিস হয়ে গেলো। মনে হচ্ছে আমি এতোটাও শক্তিশালী নই।
মেয়েটাকে শান্তনা দিয়ে তার টুইন বলতে লাগলো,
-> আরে নাহ, তুমি দুর্বল এমন নয়। সেখানে অনেকগুলো শক্তিশালী নাইট রয়েছে এজন্য তোমার স্পেলটা তাদের উপরে কাজ করে নি।
দুজনকে ঝগড়া করতে শুরু করে দিলো এটা নিয়ে। তারা তাদের সামনে থাকা মেসেজটা পড়ার সময়ই পেলো না। অন্যদিকে লম্বা মেয়েটা বলতে লাগলো,
-> নাইটগুলো অনেক ড্যামেজ নিয়েছে, তাদেরকে আমি ম্যানেজ করতে পারবো তোমাদের সাপোর্ট স্পেলে। তবে তার পূর্বে এবার তিনটা নয়, বরং তোমার সবচেয়ে শক্তিশালী মিটিয়ার স্পেলটা ঔ মাঝখানে থাকা ছেলেটার উপরে করো।
মেয়েটার কথা শুনে যে টুইনের চোখের মনি সাদা সেটা বলতে লাগলো,
-> কিন্তু কেনো? একটা ছেলের উপরে মিটিয়ার স্পেল ব্যবহার করা কি এনার্জি ওয়েস্ট নয়?
লম্বা মেয়েটা এবার বলতে লাগলো,
-> সামনে থাকা সিস্টেম এর মেসেজ পরে নাও।
* * *
এলেক্স বসে বসে মেডিটেশন করছিলো। তার মাথায় কোনো রকমের চিন্তা ছিলো না। তার পাশেই ফাইট হচ্ছিলো, তবে এলেক্স সেটার উপরে কোনো রকমের আগ্রহই দেখাচ্ছিলো না। সে তার মতো করে চোখ বন্ধ করে বসে রয়েছে। যেহেতু ডিমনিক ফরেস্টে এনার্জির অভাব নেই তাই এলেক্স যতটা সম্ভব এনার্জি এবজোর্ব করার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ এলেক্স তার চোখ খুললো। তার সামনে একটা মেসেজ রয়েছে।
ཌ সবাইকে স্বাগতম, যারা এখনো জীবিত রয়েছো তারা সবাই টুর্নামেন্টের হাজার তম স্থান দখল করেছে। যে কারণে টুর্নামেন্টের নিয়মটা কিছুটা চেঞ্জ করা হবে। এই পুরো সময়ে যে ব্যক্তি মানুষ ব্যতীত মনস্টার গুলোকে হত্যা করেছে তারা মনস্টার পয়েন্ট পেয়েছে। প্রতিটা ব্যক্তির সামনে সিস্টেম সব সময় এখন একটা র্যাংকিং দেখাবে। যে ব্যক্তি যতগুলো মনস্টার হত্যা করেছে সেটা সে র্যাংকিং এর মাধ্যমে দেখা যাবে। র্যাংকিং এ যে ব্যক্তির যততম স্থান থাকবে সেটা এখন থেকে প্রতিটা ব্যক্তির মাথার উপরে দেখা যাবে। এবং একজন অন্যজনকে যদি হত্যা করে তাহলে হত্যা হওয়া ব্যক্তির মনস্টার পয়েন্ট হত্যাকারী ব্যক্তির কাছে চলে যাবে। এভাবে যে ব্যক্তি প্রথমে বাতিল হবে তার স্থান হাজার তম হবে এবং যে ব্যক্তি সবার শেষে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই টুর্নামেন্টের প্রথম স্থান অধিকারী হবে। সবাইকে মনে রাখতে হবে এখন আর মনস্টার হত্যা করলে মনস্টার পয়েন্ট পাওয়া যাবে না, তাই নিজেদের থেকে সাবধান থাকার জন্য উপদেশ দেওয়া হলো। ད
এলেক্স পড়ে শেষ করলো। সে উঠে দাঁড়ালো। সার্চ স্পেল একটিভ থাকার কারণে সে অনুভব করতে পারছিলো একটা বিশাল বস্তু তার উপরেই পরতে যাচ্ছিলো। এলেক্স উপরের দিকে তাকালো। বিশাল একটা মিটিয়ার তার দিকেই ছুটে পরছিলো। সেটাকে দেখার পরেই এলেক্স হাটু ভেঙে বসলো কিছুটা। এবং ফুল স্পিডে একটা লাফ দিলো। তার লাফ দেওয়ার প্রসারে সেখানে থাকা মাটি অনেকটা গর্ত হয়ে গেলো।
এই সময়ে সবার নজরই এলেক্সের দিকে ছিলো। পাশে থাকা লোকগুলো যারা এট্যাক করেছে এমনকি যে নাইটগুলো মাত্র একটা মিটিয়ার থেকে বেঁচেছে তারা সবাই এলেক্সের এদিকেই তাকিয়ে রয়েছে। মূলত তারা এলেক্সকে দেখছে না। বরং অবাক হচ্ছে বিশাল মিটিয়ার এর সাইজ দেখে।
-> এতো বড় মিটিয়ার কি কারো দ্বারা তৈরি করা সম্ভব?
-> আমাদের উপরে হামলা করা তিনটা মিটিয়ারের সমান হবে না এটা?
-> আমি সেটার নিচে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি।
-> সে গেছে।
নাইট গুলো এক মুহুর্তের জন্য ফাইট করার কথা ভুলে গেলো। তারা শুধু উল্কা পিন্ডকে নিচে পরা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাদের আশাটা পূর্ণ হলো না। হঠাৎ করেই মিটিয়ারটা গায়েব হয়ে গেলো। এমন কেউ নেই যে অবাক হলো না। হঠাৎ করে বিশাল একটা মিটিয়ার এর নাম গন্ধ কিছুই দেখা যাচ্ছিলো না। এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছে যে তিনজন এট্যাকের কারণ ছিলো তারা। লাল টুইন বিচলিত হয়ে গেলো, সে বুঝতে পারছিলো না কি হয়েছে। তবে তারা বুঝে উঠবে তার পূর্বেই তারা মাথার উপরে কিছুটা অনুভব করলো। উপরে তাকানোর পরে তাদের কাছে আর কোনো সময় ছিলো না। হঠাৎ করে বিশাল মিটিয়ারটা তাদের মাথার উপরে এসে পরলো। নাইটদের থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও মিটিয়ারটা মাটিতে স্পর্শ করার পরে যে শক ওয়েব তৈরি হলো সেটা দূরে থাকা নাইট গুলোকেও ইফেক্ট করলো।
আগুনে জ্বলতে থাকা মিটিয়ার নিচে পরার কারণে অনেক মারাত্মক ধোঁয়ার তৈরি করলো। চারপাশের মাটি তো ড্যামেজ হয়েছেই তবে ধোঁয়া কাটার পরে দেখা গেলো একটা স্বচ্চ কাঁচের মতো ব্যারিয়ার যার পিছনে তিনজন জীবিত রয়েছে। তারা জীবিত থাকলেও তাদের অবস্থা একদম ভালো ছিলো না। দুই টুইন তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে ব্যারিয়ার ম্যাজিক ব্যবহারের। আর সবচেয়ে বেশি চেষ্টা করেছে লম্বা মেয়েটা যার গলায় থাকা নেকলেসটা উজ্জ্বল আলো দিচ্ছিলো। নেকলেসটা একটা ব্যারিয়ার টাইপের রেলিক, এবং দুজন টুইম মেয়ের ব্যারিয়ার মিলেও তাদের শরীরে গুরুতর ক্ষত হয়েছে সাথে এনার্জি তো প্রায় শেষের দিকেই।
-> এই লিজেন্ডারি রেলিকটা না থাকলে হয়তো আমরা সেটার নিচেই মারা যেতাম। তোমরা দ্রুত হেল্থ এবং মানা পোশন পান করে নাও।
লম্বা মেয়েটা তার শোর্ডকে শক্ত করে ধরলো। তার হাত পা এখনো কেঁপে যাচ্ছে। মিটিয়ারটা অনেক শক্তিশালী ছিলো যে কারণে তারা ব্যারিয়ার স্পেল এবং রেলিকের ইফেক্টের পরেও প্রেসার অনুভব করেছে। লম্বা মেয়েটা একটা হেল্থ পোশন পান করে নিলো। আস্তে আস্তে তার ক্ষত গুলো ঠিক হতে শুরু করলো। তবে সম্পূর্ণ ঠিক হলো না সেটা। মেয়েটা উপরের দিকে খেয়াল করলো কিন্তু সেখানে কিছুই ছিলো না। বরং সে নাইটগুলোর পিছনে তাকালো। নাইটগুলো তাদের দিকে তাকিয়ে রয়েছে। আর তাদের পিছনে রয়েছে র্যাংকিং এ ১ নম্বরে থাকা ব্যক্তিটা, যাকে তারা এট্যাক করেছিলো।
নাইটগুলোও তাকালো পিছনে তারাও মেসেজটা পরেছে, তাই প্রথম নম্বরে রয়েছে ছেলেটা সেটাতে কোনে সন্দেহ ছিলো না। তবে এটা সেই ছেলে যে একটা মিটিয়ারকে গায়েব করে দিয়েছে এবং সেটাকে যে তৈরি করেছে তার উপরেই ফেলে দিয়েছে। এই সময়ে কোনো নাইটেরই মাথা সঠিক ভাবে কাজ করছিলো না। তারা কি দেখেছে এবং কি হয়েছে কোনোটায় কারো মাথায় ঢুকছিলো না। তবে তারা দাঁড়িয়ে রয়েছে বলে এলেক্স দাঁড়িয়ে থাকবে এমন নয়। এলেক্স তাদের দিকে এগিয়ে আসলো না। বরং সেখানে দাঁড়িয়েই তার হাত উঁচু করলো,
"পারফেক্ট কপি"
"মিটিয়ার"
এলেক্সের কথা কারো কানে গেলো না। তবে তারা আকাশের দিকে তাকাতে ভুললো না। আকাশের দিকে তাকিয়ে তারা যেটা দেখলো তাতে বুঝতে পারলো তাদের এখন আর বাঁচা হবে না। শেষ মিটিয়ার এর সাইজের পাঁচটা মিটিয়ার তাদের উপরে পরছিলো প্রচুন্ড স্পিডে। কেউ কিছু বলতে যাবে তার পূর্বেই ধপাস করে সবগুলো মিটিয়ার তাদের উপরে পরে গেলো।
সিনটা যারা কমিউনিটিতে দেখছিলো তারা সবাই নীরব হয়ে গিয়েছে। তারা বিশ্বাস করতে পারছিলো না তারা কি দেখেছে। এতোক্ষণ যারা বিশ্বাস করে নিয়েছে পূর্বের এট্যাকও ড্রাগনটা করেছিলো, তাদের এখন বলার মতো কোনো ভাষায় ছিলো না। সবার মনের মধ্যে একটা চিন্তা,
❝টাওয়ারের নিয়ম চেঞ্জ হওয়ার পরে কি এরকম পাওয়ার নিয়ে থাকা প্রথম ফ্লোরে সম্ভব?❞
* * *
To Be Continued
* * *