[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
পাঁচটা মিটিয়ার আকাশ থেকে পরছিলো। পূর্বের মিটিয়ার গুলোর আকার ছোট ছিলো এবং সেগুলো তেমন স্পিডেও পরে নি। কিন্তু এলেক্সের তৈরি করা পাঁচটা মিটিয়াের আকার বিশাল ছিলো এবং সেগুলো প্রচন্ড স্পিডে নিচে পরে যাচ্ছে। এই মুহুর্তে কারো কিছু করার মতো ছিলো না। নাইটগুলো একটা মিটিয়ারের এট্যাকই ঠিকমতো আটকাতে পারে নি, আর সেখানে তো এখন তাদের উপরে পাঁচটা পরতে যাচ্ছে। কোনো নাইটই ফাইট করার মতো সাহস করে উঠতে পারলো না। তারা হা করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে।
-> মনে হচ্ছে এতোদূরই আমরা আসতে পারলাম।
প্রতিটা নাইটের মুখে একই কথা শোনা গেলো। মিটিয়ার খুব স্পিডে তাদের উপরে পরে গেলো যার বিপক্ষে তারা কিছুই করতে পারলো না। দূরে থাকা তিন মেয়ে যারা পূর্বে মিটিয়ার স্পেল দিয়ে এট্যাক করেছে সবার উপরে তাদের উপরে দুটো মিটিয়ার একসাথে যাচ্ছে। লম্বা মেয়েটা বলতে লাগলো,
-> হেরে গেলেও আমরা একটা জেমের সন্ধান পেয়েছি এই টুর্নামেন্টে। যে করেই হোক এই লোকটাকে রিক্রুট করতে হবে আমাদের গিল্ডে।
মেয়ে গুলো মারা যাবে এতে তাদের দুঃখ ছিলো না। বরং একটা ট্যালেন্টেড ব্যক্তির সন্ধান পেয়েছে সে কারণে তারা খুশি ছিলো।
-> কিন্তু দিনশেষে আমাদের কাছে আরো একটা মনস্টার রয়েছে। দেখা যাক দুটো মনস্টারের মধ্যে কোনটা জয়ী হয়।
কথাটা শেষ করার সাথে সাথে বিশাল মিটিয়ার দুটো তাদের উপরে পরে গেলো। পুরো জায়গা তছনছ হয়ে নিয়েছে। উল্কা পিন্ড পরলে যেমনটা মাটি অনেক গর্ত হয়ে যায় ঠিক তেমনি হয়েছে। যারা এসব দেখছিলো কমিউনিটিতে তারা বিশ্বাস করতে পারছিলো না। বিশেষ করে প্রথম ফ্লোরের ব্যক্তিরা। প্রতিটা ব্যক্তিই ম্যাজিক সম্পর্কে কিছুটা জানে। মূলত মানা ব্যবহার করাকেই ম্যাজিক হিসেবে তারা বিবেচিত করে। ম্যাজিক যে কতটা ভয়ানক হতে পারে এটার গল্পই শুধু দেখে এসেছে। যেহেতু ম্যাজিসিয়ান গুলো বা যারা মানা ব্যবহার করতে পারে তারা দ্রুতই উপরের ফ্লোরে চলে যায় তাই প্রথম ফ্লোরের টুর্নামেন্টে একটা ম্যাজিসিয়ানের অংশগ্রহন করাটা সম্পূর্ণ একটা রেয়ার বিষয়। এজন্য প্রতিবার কোনো ব্যক্তিই ম্যাজিসিয়ানদের পাওয়ার সম্পর্কে ধারনা পায় না। যদিও কোনো ম্যাজিসিয়ান অংশগ্রহন করে তাহলে প্রতিটা ব্যক্তি একত্রিত হয়ে প্রথমে তাকে হত্যা করে বা বাতিল করে যে কারণে কোনো ম্যাজিসিয়ানই সুযোগ পায় না কিছু করার।
এমন নয় যে ম্যাজিসিয়ানদের স্পেলের কারণে তারা সব সময় নাইটদের হারাতে পারে। একটা ম্যাজিসিয়ানের বেশ কিছু দুর্বলতা রয়েছে যেগুলো সম্পর্কে জানলে যেকোনো নাইট তাদেরকে হারাতে পারবে। কিন্তু সবাই সেটা সম্পর্কে জানে না বা জানলেও ভালো ভাবে সে দুর্বলতার সুযোগ নিতে পারে না। এজন্যই একটা ব্যক্তির মুখ দিয়েও কোনো রকমের কথা বের হচ্ছিলো না। কেউ ভাবেও নি তারা এরকম কিছু দেখবে। প্রথমে ড্রাগন তারপরে ম্যাজিক স্পেল। সব কিছুই সবাইকে অবাক করে তুলেছে। এই মুহুর্তে এই মাক্স পরে থাকা ছেলেটাকে চাই না এমন কেউ আর নেই। যারা তাকে কিছু মনেই করে নি তারাও এই সময়ে তাকে পাওয়ার জন্য আশা নিয়ে বসে রয়েছে।
* * *
কিছুটা দূরে,
সবাই যে সামনে গিয়েছিলো এমন নয়। অনেক ব্যক্তিই লুকিয়ে ছিলো, যে যাতে তারা আরো উপরে উঠতে পারে র্যাংকিং এ। আর এমনি একটা গ্রুপ ছিলো দশজনের যারা লুকিয়ে ছিলো সবার চোখের আড়ালে। তবে তারা আর লুকিয়ে থাকতে পারলো না। তিনজন ব্যক্তি আসলো এবং তাদের মধ্য থেকে একজন তার স্পেয়ার দিয়ে এট্যাক করলো। সে একাই দশজনের গ্রুপকে হত্যা করে ফেললে। লোকটার বিরুদ্ধে দশজন থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারলো না। তিনজনই তাদের সামনে থাকা র্যাংকিং এর দিকে তাকালো। সিস্টেম থেকে হালকা আলোতে সবার চোখের সামনে একটা থ্রিডি স্ক্রিন রয়েছে যা অদৃশ্য হওয়ার নামই নিচ্ছে না। সেখানে যারা জীবিত রয়েছে তারা সবার উপরে রয়েছে, আর যারা মৃত রয়েছে তারা তাদের মৃত্যুর সময় অনুযায়ী র্যাংকিং এ রয়েছে। মৃত ব্যক্তি গুলোর নাম নীল রঙে লেখা যা সহজেই বোঝা যাচ্ছিলো। হঠাৎ করে প্রচন্ড ভয়ানক একটা ভূমিকম্প অনুভব করতে পারলো তারা তিনজন। ভূমিকম্প থামার সাথে সাথে সবার চোখ র্যাংকিং স্ক্রিনের দিকে চলে গেলো। একমুহূর্তেই যেসব ব্যক্তির নাম সাদা ছিলো সব নীল হয়ে গেলো।
-> এতোগুলো মানুষ একসাথে মারা গেলো? মনে হচ্ছে কোনো ভয়ানক মনস্টার তাদেরকে হত্যা করেছে। একটু পূর্বেও একটা ভূমিকম্পে অনেক ব্যক্তি মারা যায়। কি এমন মনস্টার হতে পারে এটা যে এক এট্যাকেই হাজারো ব্যক্তিকে মেরে ফেলার ক্ষমতা রাখে। (বেয়ার)
বেয়ার গ্রিলস তার মতো পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু সেটায় কান দিলো না সামনে থাকা ছেলেটা। হঠাৎ তাদের সামনে একটা নতুন মেসেজ চলে আসলো সিস্টেম থেকে।
ཌ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টপ দশের মধ্যে পা দেওয়ার জন্য। যেহেতু আমাদের প্রতিযোগীদের সংখ্যা এখন একদম কমে এসেছে এবং শুধুমাত্র শক্তিশালী গুলোই বেঁচে রয়েছে তাই আমরা টুর্নামেন্টের মেইন পয়েন্টে চলে আসবো। ད
মেসেজটা পড়ার সাথে সাথে তাদের চারপাশের পরিবেশ চেঞ্জ হতে শুরু করলো। সব কিছু ঘুরপাক হতে লাগছিলো এবং প্রতিটা ব্যক্তি তাদের চোখ বন্ধ করার সাথে সাথে তারা নিজেদেরকে আর ডিমনিক ফরেস্টের মধ্যে পেলো না। অবশ্য ডিমনিক ফরেস্ট না বললেও ভুল হবে। তারা ডিমনিক ফরেস্টের মধ্যেই রয়েছে তবে তাদের আশেপাশে কোনো গাছপালা ছিলো না, বরং এখন এরিনার মাঝখানে শুধু একটা জায়গা চলে এসেছে যেটা বিশাল একটা গর্ত। জায়গাটা এলেক্সের ড্রাগনের এট্যাকে এবং বেশ কয়েকটা মিটিয়ার এর মাধ্যমে তৈরি হয়েছে। যেহেতু শুধুমাত্র এই এরিয়া ব্যতীত সবগুলো হারিয়ে গিয়েছে তাই এরিনার মাঝে বসে থাকা লোকগুলো স্পষ্ট সব কিছু দেখতে পারছিলো এখন। তাদেরকে কমিউনিটি এর লাইভ দেখতে হচ্ছে না, বরং তারা তাদের সামনেই আবার তাদেরকে খুঁজে পেয়েছে।
দশজন ব্যক্তি যারা এই পর্যন্ত সার্ভাইভ করেছে তারা দাড়িয়ে আছে সেই গর্তের ভিতরে। প্রতিটা ব্যক্তিই একে অপরের দিকে দিকে রয়েছে। সিলভার গিল্ড থেকে একজন এবং অন্যদিকে এক বৃদ্ধ এবং ইয়াং একজন নাইট ব্যতীত দশজনের মধ্যে আর কোনো নাইট ছিলো না। অবশ্য এলেক্সকেও নাইট বলা যায়, কারণ সে সে পদেই রয়েছে। তবে সে যে পাওয়ার দেখাচ্ছে সেটার কারণে তাকে নাইটের কাতারে কেউ দেখছে না।
বৃদ্ধ নাইটটাকে কারো চিনতে বাকি নেই। সে তিন ডিউকের মধ্যে একজনের বাটলার এবং একই সাথে একজন সোর্ড মাস্টার। নাইটদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, আর সেসব ক্যাটাগরির মধ্যে যেসব ব্যক্তি কোনো সোর্ড না থাকা সত্ত্বেও অউরা দিয়ে একটা সোর্ড বানাতে সক্ষম তাদেরকে সোর্ড মাস্টার বলা হয়। যেটা প্রথম ফ্লোরে খুব কম ব্যক্তিই রয়েছে। বাটলার তার কালো পোষাকে কোমরে খাপযুক্ত সোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তিনজন ব্যক্তির মধ্যে একজন নাইট, মুখ ঢেকে রাখা একটা ব্যক্তি এবং বেয়ার গ্রিলস ছিলো।
অন্যদিকে একটা বাকি ছয়জনের মধ্যে এলেক্স একাই এক পাশে দাঁড়িয়ে রয়েছে। এলেক্সের দিকে তাদের কারো নজর ছিলো না। নজর না থাকার মূলত, এলেক্স কোনো রকমের আর্মার পরে ছিলো না। একদম খালি গায়ে, শুধু একটা প্যান্ট আর একটা কাপড় দিয়ে মুখটা ঢাকা রয়েছে এলেক্সের। পুরো টাওয়ারের দৃষ্টি আকর্ষন করলেও ভিতরে থাকা তেমন কারো দৃষ্টি আকর্ষন করলো না এলেক্স।
❝তাহলে আমাদের অবশেষে দেখা হয়ে গেলো এলেক্স। যদিও আমাদের পথ এক নয় তারপরও প্রতিটা ভবিষ্যতেই আমরা কাজ করেছি। যেহেতু কি জন্য এতোটা চেঞ্জ হয়েছে অতীত আমি এখনো জানি না তাই আমাকে তাড়াহুড়া করা যাবে না।❞
সিলভার গিল্ডের নাইটটা কথাটা ভেবে যাচ্ছিলো। অন্যদিকে হঠাৎ করে বেয়ার গ্রিলস এলেক্সের দিকে তাকালো। বেয়ার গ্রিলস এমন একটা ব্যক্তি যে একবার কাউকে দেখলে তাকে কখনোই ভুলে না। যদিও এলেক্স মাস্ক পরা তারপরও এলেক্সকে দেখে তার চিনতে বাকি রইলো না।
-> হেই, তুমি। হ্যাঁ তোমাকে বলছি, তোমার নাম এলেক্স না? (বেয়ার)
বেয়ার দূর থেকেই কথাটা বললো।
❝আমি নিশ্চিত এটা এলেক্স। এই ছেলেটাই পৃথিবীতে নিউজে এসেছিলো। আমার বিশ্বাস হচ্ছে না স্পাইডারের একটা মেম্বারকে আমি এখানে দেখতে পারবো।❞ (বেয়ার ভাবছে)
বেয়ার গ্রিলস যেহেতু টাওয়ারের বাইরে থেকে এখানে এসেছে তাই সে এখানে আসার পূর্বে ওয়ার্ল্ড গভর্নমেন্টের পাবলিক করা নিউজ দেখেছিলো। আর সে নিউজের কারণেই বেয়ার এলেক্সকে চিনতে পারলো। তবে বেয়ারের কথায় এলেক্স কোনোরকম কথা বললো না। বরং সে বেয়ারের দিকে তাকালোও না। এলেক্স কারো দিকেই তাকাচ্ছে না। সে চুপচাপ তার জায়গা মতো দাঁড়িয়ে রয়েছে। এমন মনে হচ্ছিলো সে হিপনোটিজমের শিকার হয়েছে কারো।
→আমাদের কন্সটেলেশন গুলো আরো একটু ইন্টারেস্টিং ফাইট দেখতে চাচ্ছে, তারা লুকোচুরিতে বোর হয়ে গিয়েছে। এজন্য তোমাদের দশজনকে নিজেদের র্যাংক নির্ধারণ করতে হলে একে অপরের সাথে ফাইট করতে হবে এবং সর্বশেষে যে সব মনস্টার পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই বিজয়ী হবে।←
হঠাৎ করে বিশাল ব্যাঙ যেটা আকাশের উপরে ছিলো সেটা লাফ দিয়ে নিচে নেমে আসলো এবং সেটার উপরে থাকা এডমিনিস্ট্রেটর কথাটা বললো। সে আবারো বলতে লাগলো,
→তবে এটাকে আরো কিছুটা ইন্টারেস্টিং করতে আমরা আরো কিছু করতে পারি।←
লোকটার কথাটা বলার সাথে সাথে পুরো জায়গা আবারো চেঞ্জ হতে শুরু করলো। জায়গাটা এমন একটা রূপ নিলো যেটা সেখানে থাকা কেউই পূর্বে দেখে নি। সবাই দেখে নি এমন নয় এলেক্স তার আশেপাশের পরিবেশ দেখার সাথে সাথে জায়গাটা চিনতে পারলো। আর এই পরিচিত এনার্জি যেটা এলেক্স অনুভব করেছে। এলেক্স তাকালো পিছনের দিকে। বিশাল ড্রাগন যেটাকে সে ট্রাইল ফ্লোরে হত্যা করেছিলো সেটা তার ওয়েভার্ন সেনা দিয়ে আকাশে রয়েছে।
-> এটা কি হচ্ছে? আমাদের চারপাশ এরকম লাভার মতো হয়ে গেলো কেনো?
-> আমি তো প্রচুর গরম অনুভব করছি।
-> ওয়েট আকাশে ঔটা কি? (বেয়ার)
সিলভার গিল্ডের নাইট তাকালো আকাশের দিকে। শুধুমাত্র সে নয় সেখানে থাকা সবাই ড্রাগনের এনার্জি অনুভব করতে পারছিলো। শুধুমাত্র ড্রাগনটার উপস্থিতিই সবার শরীর ভারি হয়ে উঠেছে এবং কেউ তাদের শরীর নাড়াতে পারছিলো না।
→তোমরা তোমাদের সাথে ফাইট করবে, এবং ড্রাগন এবং তার সেনা তোমাদের হত্যা করার চেষ্টা করবে। তোমরা চাইলে একত্রিত হয়ে মনস্টার গুলোকে হত্যা করতে পারো অথবা মনস্টারের হাতে মারা যেতে পারো। তবে আমি বলে দেই একটা স্পেশাল রিওয়ার্ড থাকবে সেই ব্যক্তির জন্য যে সব গুলো মনস্টারকে হত্যা করবে। যদি তোমরা সবাই মিলে হত্যা ড্রাগনকে হত্যা করো তাহলে শেষ সময়ে যে দাড়িয়ে থাকবে সেই রিওয়ার্ডটা পাবে। আশা করছি আমাদের ভালো একটা স্টেজ দেখাবে।←
❝এটা দিয়ে প্রমাণিত হয়ে যাবে আদৌও কি এদের মাঝে হার্ট গেন নামের কেউ রয়েছে কিনা। কন্সটেলেশন গুলো এটা জানার জন্য পাগল হয়ে গিয়েছে, তাই আমাকে স্পেশাল একটা স্টেজ তৈরি করতে হয়েছে। এলেক্স নামের ছেলেটার উপরে আমার সন্দেহ রয়েছে, তবে আমার সন্দেহতে কন্সটেলেশন গুলো মানতে রাজি নয়। আমার কি তাতে, আমি তাদের থেকে কয়েন পেলেই হলো।❞ (এডমিনিস্ট্রেটর ভাবছে)
এডমিনিস্ট্রেটর এর ব্যাঙ আবারো একটা লাফ দিয়ে উপরে চলে গেলো। দশজনের মধ্যে ৯ জনই ভেবে পাচ্ছিলো না তারা এখন কি করবে। সিলভার গিল্ডের নাইট ভাবতে লাগলো,
❝ এরকম পরিস্থিতি আমাদের সামনে আসবে এটা আমি চিন্তা করি নি। আমার লেভেল এতোটাও হয়নি যেখানে আমি এরকম একটা মনস্টারের সাথে ফাইট করতে পারবো। ❞
সবাই তাদের জায়গা মতো দাঁড়িয়ে রয়েছে। তবে মনস্টার গুলো দাঁড়িয়ে রইলো না। তারা আকাশে উড়ছিলো এবং খুব স্পিডে দশজনের দিকে এগিয়ে আসছিলো এট্যাক করার জন্য। ডিউকের বাটলার নাইট তার কোমরে থাকা খাপ থেকে সোর্ডটা খুলে সবাইকে বলতে লাগলো,
-> আপাতোতো আমাদের এক সাথে কাজ করতে হবে। যেহেতু আমাদের সময় নেই নিজেদের পরিচয় দেওয়ার মতো তাই তোমরা যে যেই রোলে পারদর্শী সে অনুযায়ী ফাইট করতে থাকো।
বৃদ্ধ লোকটার কথাটা বলার কোনে দরকার ছিলো না। কারণ সবাই তার মতোই ফাইট করার জন্য প্রস্তুত ছিলো।
একাধিক ওয়েভার্ন এর বিপক্ষে তেমন কিছুই করে উঠতে পারছিলো না কেউ। ওয়েভার্ন গুলো তাদের ধারালো নক এবং হাতে থাকা ডানা দিয়ে একের পর এক এট্যাক করে যাচ্ছে। যেহেতু তাদের স্পিড মারাত্মক তাই একসাথে এতো গুলো ওয়েভার্ন এর এট্যাক ব্লক করা সম্ভব হচ্ছিলো না।
-> আমি ভাবি নি আমাকে একটা ড্রাগন আর শত শত ওয়েভার্ন এর সাথে ফাইট করতে হবে।
-> আমার তো মনে হচ্ছে আমিই সবার লাস্ট হবো।
-> আমি জানি আমরা সবাই মারা যাবে, এক শত ওয়েভার্নের মধ্যে মাত্র একটাকে আমরা হত্যা করতে পেরেছি যেখানে এখনো পিছনে বিশাল ড্রাগনটা আমাদের অপেক্ষা করছে।
কথাটা শুনে সিলভার গিল্ডের নাইট ভাবতে লাগলো,
❝ওয়েট, কোনো ড্রাগন কখনো তাদের শত্রু সামনে রেখে অপেক্ষা করে না। যদি অপেক্ষা করে তাহলে একটায় কারণ,❞
-> সবাই সরে যাও।
নাইটের কথায় কেউ রিয়াক্ট করার সময় পেলো না। ড্রাগনের বিশাল ব্রিথ এট্যাক তাদের উপর দিয়ে চলে গেলে। এটা একটা প্রাপ্ত বয়স্ক ড্রাগনের নিজের ডোমেইনে থাকা সবচেয়ে শক্তিশালী এট্যাক ছিলো যেটার কারণে যে জায়গায় ব্রিথ এট্যাকটা পৌঁছালো সেখানে কিছুই রইলো না। পুড়ে একদম ছাই হয়ে গেলো।
-> আমি ভাবি নি আমার স্কিলটা এভাবে একটিভ হয়ে যাবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম একটাকে লুকিয়ে রাখতে, কিন্তু সেটা আর সম্ভব নয়।
সিলভার গিল্ডের নাইট মারা গিয়েছিলো, কিন্তু সে হঠাৎ করে জীবিত হয়ে যায় যেটা কেনো কিভাবে হয়েছে সেটা সম্পর্কে কেউ কিছুই জানে না। অধিকাংশ ব্যক্তি যারা লাইভে দেখছিলো তারা মনে করছে এটা কোনো ব্যারিয়ার আইটেম বা রেলিক হবে যেটা তাকে ড্রাগনের ব্রিথ থেকে বাঁচিয়ে দিয়েছে। নাইট তার সামনে তাকালো। র্যাংকিং এ সে দুজনের নাম দেখতে পেলো। তার নিজের নাম এবং আরেকটা নাম যে এখনো প্রথম স্থান দখল করে রয়েছে। কিন্তু কোনো জায়গাতেই সে দেখতে পারলো না কোথায় রয়েছে এলেক্স।
এলেক্স যে কিনা ড্রাগনের এট্যাকের পূর্বেই তার মাস্টারের টেকনিক মাইন্ড টেলিপোর্টেশন এর মাধ্যমে সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যায় এবং সোজা ড্রাগনের মাথার উপরে চলে যায়। এলেক্সের ড্রাগন কোর থাকার কারণে সে ড্রাগনের এনার্জি এবজোর্ব করতে থাকে এবং দুটো একই রকম হওয়ার কারণে ড্রাগন এবং ওয়েভার্ন কেউই এলেক্সের উপস্থিতি অনুভব করতে পারছে না। আর নাইটটা এলেক্সের খোজ করতে গিয়ে খেয়ালই করে নি ড্রাগনটা কাছে চলে এসেছে এবং তার বিশাল লেজ দিয়ে তার উপরে এট্যাক করেছে। শেষ সময়ে লক্ষ্য করে নিজের স্পেয়ার দিয়ে সেটাকে ব্লক করার চেষ্টা করলেও অনেক শক্তিশালী এট্যাক হওয়ার কারণে অনেক দূরে গিয়ে এরিনার মাঝের ব্যারিয়ারের সাথে ধাক্কা খেলো সে। একটা এট্যাকেই তার শরীরের হাড় গুলো ভেঙে চুরমার হয়ে গেলো। ড্রাগনটা তখনো থামলো না। ড্রাগন তার ব্রিথ এট্যাক আবারো ব্যবহার করলো এবং তাতেই র্যাংকিং এ শুধুমাত্র এখন একটা ব্যক্তিই জীবিত ছিলো।
সবার নজর আবারো এলেক্সের উপরে রয়েছে সে কি করে সেটা দেখার জন্য। তবে এলেক্স তার হাত উঁচু করে এডমিনিস্ট্রেটর এর উদ্দেশ্যে বলতে লাগলো,
-> আমি হার মেনে নিয়েছি। (এলেক্স)
* * * * *
To Be Continued
* * * * *