[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৬৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
পুরো এম্পায়ারের মাঝে বেশ কিছু সংবাদ বের হয়েছে, যার মধ্যে টুর্নামেন্ট নিয়েই সবচেয়ে বেশি ছিলো সংবাদের সংখ্যা। তবে টুর্নামেন্টের সংবাদের সাথে আরো একটা সংবাদ বের হয়েছে।
-> আমি ভাবতেই পারছি না ডিউকের ছেলে আত্মহত্যা করবে।
-> আমি টুর্নামেন্টের শেষে দেখেছিলাম ম্যাজিক নাইট এলেক্স যে প্রথম হয়েছিলো সে ডিউকের ছেলের হাত কেটেছিলো।
-> আমার মনে হয় এই অসম্মানটা সে নিতে পারে নি এবং নিজের জীবন নিজেই শেষ করেছে।
-> এই সময়ে ডিউকের কি অবস্থা? তার তো একটা মাত্রই সন্তান।
-> আমার মতে এটা ভালোই হয়েছে। ডিউকের ছেলে তার ক্ষমতা ব্যবহার করে কম মেয়ের জীবন নষ্ট করে নি।
-> এই তুমি চুপ থাকো। ভুলেও এই কথা যেনো কারো কানে না যায়। ডিউক জানতে পারলে তোমার পুরো পরিবারকে হত্যা করে ফেলবে তাদের সম্মান রক্ষা করার জন্য।
-> তাতে কি আমি ভয় পায় না। ডিউকের সময় শেষ, তার একমাত্র ছেলে মারা গিয়েছে তাই তার বংশধর এখানেই শেষ হয়ে যাবে।
-> আমি আশা করছি কোনো নতুন ফ্যামিলি ডিউক হোক যারা আমাদের কষ্ট বুঝতে পারবে।
-> আমি তো ভাবছি আমি মারকুইজ টরেনহামের স্টেটে যাবো। যেহেতু সেখানে এখন একটা লিজেন্ডারি ম্যাজিক নাইট রয়েছে তাই তার থেকে অনেক কিছু শিখতে পারবো আমি।
-> আমিও সেটায় ভাবছিলাম। যেহেতু আমরা ডিউকের স্টেটে থেকে শুধুমাত্র শোষিত হচ্ছি বার বার তাই আমাদের জন্য সেটায় সবচেয়ে ভালো হবে।
টুর্নামেন্টে সবাই এলেক্সের পারফর্ম দেখেছে। আর সবাই এটা বুঝতেও পেরেছে সে যে স্টেটে থাকবে সেটা খুব দ্রুত উপরে উঠতে পারবে। আর এজন্যই অনেক ব্যক্তিই এখন মারকুইজের স্টেটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আর সত্যি সত্যি যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে।
* * *
অন্যদিকে,
সিলভার গিল্ডের হেডকোয়ার্টার যেটা এম্পায়ারে অবস্থিত। গিল্ডের একটা রুমের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে। বড় একটা চেয়ারে বসে রয়েছে গিল্ডের লিডার, যে তার থুতনিতে হাত দিয়ে বসে রয়েছে। লিডার একজন মহিলা যার সামনে গিল্ডের ভাইস লিডার বসে রয়েছে। সম্পর্কে লিডারের মেয়ে হয় গিল্ডের ভাইস লিডার। আর লিডারের সামনে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে সম্পর্কে লিডারের ছেলে হয়। ভাইস লিডার এবং তার ভাই পাশাপাশি বসে থাকলেও তাদের মাঝে কোনো রকমের কথা হচ্ছিলো না। তারা এরকমই, ছোট থেকেই একে অপরের সাথে কোনো কথা তারা বলে না।
-> ভেবেছিলাম প্রথম হবে আমাদের সিলভার গিল্ড কিন্তু দেখো আমার দুই সন্তান এখানে বসে রয়েছে তাদের হারার কারণ না বলেই।
দুজনে কোনো কথা বলতে পারছিলো না। মেয়েটা লজ্জিত হলেও ছেলেটার মুখে কোনো এক্সপ্রেশন ছিলো না।
❝যদিও এরকম অবস্থা আমি আমার অতীত গুলোতে অনেকবার দেখে এসেছি, তারপরও এবার আমার কাছে ভিন্ন রকম লাগছে। মনে হচ্ছে যেটা আমার একান্ত হওয়ার কথা ছিলো আমি সেটাকে হারিয়ে ফেলেছি।❞ (ছেলেটা ভাবছে)
❝আমি চেয়েছিলাম প্রথম হতে, কিন্তু সেখানে আমি হেরে গিয়েছি অনেক আগেই। আর আমার ভাই যে কান্না ছাড়া কিছুই করতে পারে না সে দ্বিতীয় হয়েছে। এটা মেনে নেওয়াটাই কষ্টকর হচ্ছে।❞ (ভাইস লিডার ভাবছে)
-> আমি তোমাদের দ্বারা হতাশ হয়েছি। কিন্তু এমন নয় তোমাদের সুযোগ দিচ্ছি না। মারকুইজ টরেনহামের স্টেটে যাবে তোমরা দুজন। যদি কেউ তোমাদের সাথে যেতে চাই তাদেরকে নিতে পারবে গিল্ড থেকে তবে একজন ব্যক্তি শুধু দুজনকেই নিতে পারবে। আর যে এই এলেক্সকে সিলভার গিল্ডে নিয়ে আসতে পারবে ভাইস লিডারের সিট শুধুমাত্র তার জন্যই থাকবে।
লিডারের কথা শুনে দুজনেই রুম থেকে বেরিয়ে গেলো। বাইরে ভাইস লিডারের জন্য দুজন টুইন মেয়ে দাঁড়িয়ে ছিলো এবং ছেলেটার জন্য দুজন ছেলে। তারা দুই ভাগ হয়ে দুই দিকে রওনা দিলো। ভাইস লিডার দুজন মেয়েদের বলতে লাগলো,
-> তোমরা রেডি হও, আমরা মার্কুইজ টরেনহামের স্টেটে রওনা দিবো। (ভাইস লিডার)
-> ঠিক আছে। (দুই টুইন একসাথে বলতে লাগলো)
অন্যদিকে ছেলেটা ভাবতে লাগলো,
❝বেয়ার এবং শ্যাডো দুজনেই ভবিষ্যতে আমার টিমের সবচেয়ে দক্ষ্য দুজন স্পাই হবে যাদের স্কিলের কাছাকাছি অন্যরা পৌঁছাতে পারবে না। তাদেরকে প্রথম থেকেই ব্যবহার করাটা ভালো হবে, তবে তাদের থেকেও এলেক্স বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি এলেক্সকে আমার টিমে প্রথমেই আনতে পারি তাহলে আমার লাইফ এবার আর ব্যর্থ হবে না। আমি আমার লক্ষে পৌছাতে পারবো।❞
* * *
অন্যদিকে মারকুইজ টরেনহামের স্টেটে,
এলেক্স, ভাইস কমান্ডার, টেসি এবং টেসির মেইড ফিরে এসেছে। পুরো স্টেট তাদেরকে হাসি মুখে এবং একটা ছোট উৎসবের মতো করে স্বাগতম জানালেও মারকুইজ এলেক্সকে কিছুই বলার সাহস পাচ্ছে না। এমনকি এই পুরো সময় টেসি নিজেও সাহস পায় নি এলেক্সকে কিছু বলার। যে ভাইস কমান্ডার কখনো তার মুখ বন্ধ করতে পারে না সে নিজেও এখন কিছু বলতে পারছে না। এলেক্সের চারপাশের পরিস্থিতি পুরো চেঞ্জ হয়েছে, সে এই স্টেট সর্বপ্রথম চোখ খোলার পরে যেরকম অবস্থায় ছিলো এখন তার সম্পূর্ণ বিপরীত অবস্থায় রয়েছে।
মারকুইজ বাইরে কিছু বলতে পারলো না তাই সে এলেক্সকে নিয়ে তার অফিস রুমের মধ্যে চলে এসেছে। এই সময়ে রুমের মধ্যে মারকুইজ আর এলেক্স ব্যতীত আর কেউ ছিলো না। তবে বাইরে অন্যরা কান পেতে রয়েছে। নাইট অর্ডারের কামন্ডার, ভাইস কমান্ডার এবং টেসি ভিতরে কি কথা হচ্ছে সেটা শোনার জন্য অপেক্ষা করছে।
-> তোমার হয়তো জানা নেই, তবে আমরা একটা পরিবার যারা এম্পেরর এর সামনেও মাথা নত করি না। আমি মারা গেলেও অন্যের পায়ে পরে আমার পূর্বপুরুষকে অপমানিত করতে পারবো না কখনোই। যদিও অফিসিয়াল ভাবে তুমি আমার স্টেট এবং আমার মেয়ের পার্সোনাল নাইট, তারপরও আমি তোমাকে জোর করতে পারবো না। তোমার পাওয়ার দিয়ে তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। (মারকুইজ)
এলেক্স কিছুটা এগিয়ে গেলো টেবিলের কাছে। মারকুইজ দাঁড়িয়ে রয়েছে টেবিলের বিপরীত পাশে। সে এলেক্সের এগিয়ে আসা দেখে ভয় পেয়ে চুপ হয়ে গেলো। এলেক্স তার হাত থেকে একটা বস্তু টেবিলের উপরে রাখলো। সেটাকে দেখে চিনতে ভুল হলো না মারকুইজের। এটা এলেক্সের গলায় থাকা সেই ব্রেসলেট ছিলো।
❝আমি ব্রেসলেট এর এনার্জি অনুভব করতে পারছিলাম না এ কারণেই তাহলে। আমি ভাবছিলাম আমার কাছে কিছু একটা রয়েছে যেটা দিয়ে আমি এলেক্সকে এখানে রাখতে পারবো, কিন্তু মনে হচ্ছে এলেক্সকে এখানে রাখা কোনো ভাবেই সম্ভব নয়।❞ (মারকুইজ ভাবছে)
-> এই স্টেট এখন পূর্বের থেকে উন্নত হবে, আমাকেও প্রথম ফ্লোর ছেড়ে যেতে হবে। (এলেক্স)
❝আমি জানতাম এলেক্স এরকম কিছুই বলবে। তার মতো ট্যালেন্ড আর পাওয়ার নিয়ে কেউই প্রথম ফ্লোরে থাকবে না।❞ (মারকুইজ ভাবছে)
বাইরে থেকে টেসিও শুনতে পেলো। তার চোখ দিয়ে কখন পানি পরছিলো সেটা সে নিজেও জানে না।
❝প্লিজ এলেক্স, আমাকে এখানে ফেলে রেখে তুমি চলে যেয়ো না।❞ (টেসি ভাবছে)
-> তবে সিস্টেম থেকে আমাকে একটা মিশন দেওয়া হয়েছে, যেটা পূর্ণ করার জন্য আমাকে আরো বেশ কিছুদিন প্রথম ফ্লোরে থাকতে হবে। তাই আমি বেশ কিছুদিন স্টেটে থাকবো। (এলেক্স)
এলেক্সের কথা শুনে মারকুইজ কোনো রকমের কথা বলতে পারলো না। সে থ মেরে তাকিয়ে ছিলো। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো এবং এলেক্সকে বলতে লাগলো,
-> হ্যাঁ হ্যাঁ, তুমি এই স্টেটের নাইট, তোমার যতক্ষণ মন চাই এখানে থাকার তুমি থাকতে পারবে। আর তোমার যখন মন চাইবে আমাদের ছেড়ে দেওয়ার, তাতেও আমার কোনো আপত্তি নেই৷ (মারকুইজ)
মারকুইজের কথা শুনে এলেক্স আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলো। বাইরে বের হয়েই এলেক্স থামলো। তিনজন বাইরে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেউ এলেক্সের দিকে তাকাতে পারছে না। এলেক্স তাদেরকে কিছু না বলে সেখান থেকে পা বারালো। এলেক্স যাওয়ার পরেই তিনজন মারকুইজের রুমের মধ্যে চলে আসলো,
-> আমি জানি তোমরা কি বলতে চাচ্ছো, আমরা আর এলেক্সকে আটকিয়ে রাখতে পারবো না। সে যেটা টুর্নামেন্টে দেখিয়েছে আমরা সেটা আরো প্রথমে জানলে হয়তো চেষ্টা করে দেখতে পারতাম। (মারকুইজ)
নাইট কমান্ডার মারকুইজের কথা শুনে স্বাভাবিক হয়ে গেলো এবং বলতে লাগলো,
-> হ্যাঁ আমাদের বরং এলেক্সকে ধন্যবাদ জানানোর দরকার। তার জন্যই এম্পেরর নিজস্ব ভাবে আমাদের সাপোর্ট করছে যেটা কখনোই সম্ভব ছিলো না। সে তার নিজস্ব নাইটদের আমাদের এম্পায়ারে পাঠাচ্ছে, সেই সাথে আমি শুনেছি আমাদের স্টেটের পুরাতন সবাই আস্তে আস্তে আবার ফিরে আসার কথা চিন্তা করছে। এই সব কিছুই এলেক্সের জন্য সম্ভব হয়েছে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। (কমান্ডার)
তাদের মাঝে আর কোনো কথা হলো না। ভাইস কমান্ডার এবং লেডি টেসি দুজনেই ক্লান্ত ছিলো তাদের ট্রিপের কারণে। যে কারণে তারা তাদের নিজস্ব রুমের মধ্যে চলে যায়। রাত ঘনিয়ে আসতেও সময় লাগলো না বেশিক্ষণ।
পুরো স্টেট যখন ঘুমাচ্ছিলো তখন এলেক্স ম্যানশনের একদম উপরে বসে রয়েছে। তার পিছনে তার একটা শ্যাডো আর্মি দাড়িয়ে রয়েছে। সেটার নাম মুযিফা যে একজন ভ্যাম্পায়ার। একটা হাইব্রিড মনস্টার যাকে এক সময়ে এলেক্স তার শ্যাডো আর্মিতে যুক্ত করেছিলো। এলেক্স তার চোখের সামনে সব কিছু দেখতে পারছিলো যেটা মুযিফা দেখেছে।
কিছুদিন পূর্বে,
টুর্নামেন্টের শেষে একটা সাধারণ নাইটের থেকে নিজের হাত কেটে ডিউকের ছেলে তার রুমের মধ্যে রয়েছে। তার রাগ কোনো ভাবেই কন্ট্রোল হচ্ছে না।
-> টুর্নামেন্টের প্রথম হয়েছে মাই ফুট, সব শেষে সে একটা হারিয়ে যাওয়া মারকুইজের নাইট ব্যতীত আর কিছুই নয়। তার সাহস হলো কিভাবে আমার উপরে এট্যাক করার। তার চেয়ে বড় কথা বাবা কিছু করছে না কেনো এই বিষয়ে।
নিজের রাগকে সে কোনো ভাবেই ধরে রাখতে পারছে না। যদিও সাথে সাথে হিলারদের সাহায্যে তার হাত জোড়া লেগেছে কিন্তু এরকম ব্যথা সে তার জীবনে কখনো অনুভব করে নি।
-> ঠিক আছে, আমি নিজেই ঔ সান অফ বি* কে হত্যা করবো। দেখি কে তোকে আবার হাত থেকে রক্ষা করে। কিন্তু তার পূর্বে যারা যারা আমাকে সেই অবস্থায় দেখে হেসেছিলো আমি তাদের লাইফকে হেল করে দিবো।
সময়টা রাতের ছিলো। কোনো ভাবেই তার ঘুম আসছিলো না। হঠাৎ করে রুমের বাইরে থেকে একজন মেইডের কন্ঠ শুনতে পেলো সে।
-> ইয়াং মাস্টার আপনার লেট নাইট ডিনার নিয়ে এসেছি।
মেয়েটা দরজা খুলে প্রবেশ করলো ভিতরে। অনেক সুন্দরী একটা মেয়ে যে মেইডের পোষাকে ডিউকের ছেলের কাছে এসেছে। ডিউকের ছেলে এমনিতেই মেয়েদের উপরে দুর্বল, আর তার উপরে এতোটা সুন্দর একটা মেয়ে এসেছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মেয়েটার হাত ধরে তাকে টেনে বিছানায় নিয়ে গেলো। সে যে কাজে পারদর্শী সেটা করতে যাবে কিন্তু তখনি বুঝতে পারলো, তার সামনে যে নগ্ন সুন্দরী রয়েছে সেটা কোনো মেয়ে ছিলো না। ডিউকের ছেলে সেই মেইডটার হাত টান দিয়ে উঁচু করে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলো।
-> কতবড় সাহস তোর, এই নোংরা শরীর নিয়ে আমার কাছে আসার সাহস হলো কিভাবে তোর। শুধুমাত্র একটা শাস্তিই তোর প্রাপ্য আর সেটা হলো মৃত্যু।
ডিউকের ছেলে আরো রেগে গিয়েছে। তবে তার রাগের দিকে কে তাকায়। সে যে অর্ধনগ্ন মেয়ে-ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে উঠে তার দিকে তাকালো। তার মুখে ভয়ানক একটা হাসি। মাথায় কেটে রক্ত বের হচ্ছে। পুরো মুখ লাল হয়ে গিয়েছে। তার চেহারা চেঞ্জ হতে সময় লাগলো না। একটা কৃৎসিত রাক্ষসের মতো বিশাল দেহী একটা নগ্ন ছেলে হয়ে গেলো সে। কর্কষ এবং ভয়ানক কন্ঠে বলতে লাগলো,
-> হ্যান্ডসাম তুমি আমার টাইপের। আজকে আমি তোমাকে আমার বানাবো।
তার চেহারা দেখেই ভয়ে ডিউকের ছেলের গলা শুঁকিয়ে আসছিলো। আর তার শরীর দেখে তো নরতেই পারছিলো না।
পাশেই সোফায় বসে ছিলো একটা কালোতে আচ্ছন্ন ব্যক্তি। তার হাতে ছিলো চায়ের কাপ। একটা চুমুক দিয়ে বলতে লাগলো,
< কতগুলো নিষ্পাপ এবং নষ্ট মেয়েদের সউল দেখতে পারছি তা হিসাব করার সময় আমার নেই, যেহেতু আমার কিং আমার অপেক্ষা করছে তাই তুমি তাদেরকে যেভাবে হত্যা করেছো সেভাবেই তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি। >
বিশেষ নোট: এটুকু ফান হিসেবে পড়িয়ে নিবেন। এখানে কোনো রকমের অশ্লীল শব্দ ব্যবহার করা হয়নি।
চায়ের কাপটা লোকটা নিচে রাখার সাথে সাথে সেটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে গেলো। লোকটা আর কেউ ছিলো না বরং মুযিফা ছিলো যে তার সামনে থাকা হাজারো সউলদের দেখতে পারছিলো। যারা তাদের আকুল আবেদন জানাচ্ছিলো তাকে।
< তোমার ব্লাড খাওয়ার মতো শরীরও তুমি রাখো নি। আর এটা তো তোমার প্রাপ্য শাস্তি। এমন ভাবে তোমার মৃত্যু হবে যেটা কেউ প্রকাশও করতে পারবে না। >
কৃৎসিত ব্যক্তিটা তার কাজ চালিয়ে যাচ্ছিলো। ডিউকের ছেলে কোনো রকমের চিৎকার করতে পারছিলো না। তার মনে হচ্ছিলো কোনো কিছু জোর করে তার মুখ বন্ধ করে রেখেছে। কিন্তু সে দেখতে পারছিলো না সব নিষ্পাপ সউল যেগুলো এই বিছানাতেই তার হাতে মারা গিয়েছে সে গুলো তার মুখ বন্ধ করে রেখেছে এবং সব খারাপ সউল যেগুলো এই বিছানাতেই তার হাতে মারা গিয়েছে তারা একত্রিত হয়ে এই কুৎসিত মনস্টার তৈরি করেছে।
< আমার কিং কে অনুরোধ করা উচিত আমাকে সব ধরনের টর্চার এর কাজ দিতে। আমার মনে হচ্ছে আমি এই ফিল্ডেই সবচেয়ে বেশি পারদর্শী, হাহাহাহাহাহা। >
হাসতে হাসতে মুযিফা অদৃশ্য হয়ে গেলো।
* * *
এলেক্স মুযিফাকে আদেশ করলো লুকিয়ে যেতে, এলেক্সের আদেশের সাথে সাথে মুযিফা তার ছায়ার মাঝে হারিয়ে গেলো। এলেক্স এবার তাকালো তার পাশে।
তার পাশেই একজন ছেলে শুয়ে রয়েছে। ছেলেটা আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাসছিলো। তার হাতে একটা সোর্ড রয়েছে যেটা সে ধরেই আছে। তাকে চিনতে বাকি রইলো না এলেক্সের।
-> আজব না? একটু পূর্বেও আমি এখানে ছিলাম না, আর বুম তোমার সেন্সকে ফাকি দিয়ে আমি এখানে রয়েছি।
লুসিফারের হাসিমাখা কথা শুনে এলেক্স উঠে দাঁড়ালো।
-> তুমি তোমার কথা রাখো নি, আমি বলেছিলাম তোমাকে কোনো কিছু না লুকিয়ে টুর্নামেন্টে প্রথম হতে হবে। কিন্তু প্রথম দেখার মতো এখনো নিজের মাঝে কতটা জিনিস লুকিয়ে রেখেছো সেটা আমি বলতে পারছি না।
এলেক্স চাচ্ছিলো লুসিফারের সাথে ফাইট করতে, সেটা লুসিফার ভালো করেই জানে।
-> তুমি এখনো প্রস্তুত নও এলেক্স। আমি যে সোর্ড বহন করছি, সেটার জন্য তুমি প্রস্তুত নও। (লুসিফার)
-> দেখা যাবে তোমাকে হারানোর পরে। (এলেক্স)
এলেক্সের মুখে এখন মাস্ক ছিলো না। কোনো আর্মার নেই তার শরীরে। সে ফাইট করার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু লুসিফার ফাইট করবে না। সে তার সোর্ডটা এগিয়ে দিলো এলেক্সের দিকে। এলেক্স বুঝতে পারলো না লুসিফার কি করতে চাচ্ছে।
-> এটার যোগ্য হলে তুমি খাপ খুলতে পারবে।
লুসিফার এলেক্সের হাতে সোর্ডটা তুলে দিলো। এলেক্স সোর্ডটা হাতে নিয়ে খোলার চেষ্টা করলো কিন্তু কোনো ভাবেই সেটাকে খুলতে পারলো না। বরং এলেক্স যত শক্তি ব্যবহার করছিলো তার শরীর থেকে ততটায় এনার্জি সোর্ডটা এবজোর্ব করে নিচ্ছিলো।
-> এটা একটা সোর্ড যেটা এনার্জি এবজোর্ব করতে পারলেও কখনো এনার্জি চ্যানেল করা যায় না। এটার যোগ্য নও তুমি। এটা আমি তোমার হাতে একেবারেই তুলে দিবো যেদিন তুমি কোনো কিছু না লুকিয়ে আমাকে হারাতে পারবে। (লুসিফার)
লুসিফার এর কথা শেষ হওয়ার সাথে সাথে এলেক্সের হাত থেকে উড়ে সোর্ডটা লুসিফারের হাতে চলে আসলো।
-> আমি আশা করছি আমাদের পরবর্তী সময়ে যখন দেখা হবে তখন এই সোর্ডও তার নতুন মালিক খুঁজে পাবে। (লুসিফার)
কথাটা বলেই লুসিফার সে জায়গা থেকে উধাও হয়ে গেলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।